Type Here to Get Search Results !

সুফি আন্দোলন তৃতীয় পর্ব [Sufi Andolon]

 


সুফিবাদ 

set by - Manas Adhikary 

সুফিবাদ  তৃতীয় পর্ব | Sufism Part-iii

সুফিবাদ। নিজামুদ্দিন আওলিয়া।মইনুদ্দিন চিশতী। বখতিয়ার কাকিKhwaja Moinuddin Chishti Sufi Sufism.

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো ভারতের সুফি আন্দোলন সম্পর্কিত অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর   পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here

 

সুফি আন্দোলন সম্পর্কিত অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। Short Q&A on Sufism.

 

৬০) চিশতী ধারার কোন সুফিকে 'চরগ--দেহলভী' (দিল্লির প্রদীপ) বলা হত?

- শেখ নাসিরুদ্দিন

৬১) দক্ষিণ ভারতে চিশতী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

- শেখ বুরহানউদ্দিন

৬২) 'মিরাজ-উল-আসিকিন' - উর্দু কবিতার প্রথম বইটী কোন  সুফিসাধকের লেখা?

- সৈয়দ মুহাম্মদ গেসুদরাজ বন্দনওয়াজ

৬৩) সংস্কৃত পণ্ডিতদের সাহায্যে কে 'ভগবদগীতা' এবং 'যোগ বশিষ্ঠ'  ফারসি ভাষায় অনুবাদ করেন?

 - দারা শিকো

৬৪) কোন সুফি সম্প্রদায় গরু রক্ষাকে তার লক্ষ্য বানিয়েছে?

- চিশতী

৬৫) "সুফী সাধকদের জীবনের স্মৃতিচারণ" কে কি বলা হয়?

- তাজকিরা

৬৬) সুফি সাধকদের "তাদের অনুসারী সহযোগীদের চিঠি" সংকলনকে কী বলা হয়?

- মাকতুবাত

৬৭) কোন সুফি সাধককে তার অনুসারীরা "সুলতান উল মাশেখ" বলে সম্বোধন করতেন?

- নিজামুদ্দিন আউলিয়া

৬৮) কোন সুফি মহিলার অলৌকিক ক্ষমতা ছিল, একবার দিল্লিতে খরা হয়েছিল, এবং তার অলৌকিকতায় বৃষ্টি হয়েছিল?

-   বিবি সায়রা

৬৯) কার রাজত্বকালে সুফি সাধক খাজা মঈনুদ্দিগ চিশতী রাজস্থানে আসেন?

 - পৃথ্বীরাজ চৌহান তৃতীয়

৭০) সুফি পরিভাষায় বিলায়েত অর্থ কী?

- আধ্যাত্মিক রাজ্য

৭১) ফিরোজ তুঘলক হাঁসিতে কোন সুফি সাধকের সাথে এক অনুচিত সময়ে ভুলক্রমে দেখা করতে গিয়েছিলেন, যার জন্য তাকে সেই সুফী তিরস্কার করেছিলেন? 

- কুতুবুদ্দিন মুনাওয়ার

৭২) সুফি সাধকগণ যে আশ্রমে থাকতেন সেগুলিকে কী বলা হত?

- খানকাহ

৭৩) কোন সুফি সাধক বিশ্বাস করতেন যে ধর্মীয় সঙ্গীত ঈশ্বরের কাছে যাওয়ার উপায়?

- বাবা ফরিদ

৭৪) কোন সুফি সাধক "কাদরী, চিশতী, নকশবন্দী" তিনটি সম্প্রদায়ের  দীক্ষা নিয়েছিলেন?

- শেখ আহমেদ সিরহিন্দি

৭৫) কোন মুঘল শাসকের জন্য কাদরী সম্প্রদায়ের সুফি সাধক, শেখ মুসা, "নুরিয়া--সুলতানিয়ান" নামে সুন্নি নীতির উপর একটি বই লিখেছিলেন?

- জাহাঙ্গীর

৭৬) কোন সুফি সাধক বলবনের পুত্র মহম্মদ খানের মৃত্যুর ভবিষ্যদ্বাণী করেছিলেন যা সত্য হয়েছিল??

- সদরুদ্দিন আরিফ

৭৭) কোন সুফি সাধক ভারতে শরিয়ত বাস্তবায়নের জন্য বাবরকে চিঠি লিখেছিলেন?

- আব্দুল কুদ্দুস গঙ্গোহী

৭৮) পানিপথের যুদ্ধের পর বাবর প্রথম কোন সুফি সাধকের দরগাহ নির্মাণ করেন?

- নিজামুদ্দিন আউলিয়া

৭৯) কোন সূফী সাধক বলেছিলেন যে "টাকা অন্তরে রোগ, কিন্তু হাতে ওষুধের মতো"

- বাহাউদ্দিন জাকারিয়া

৮০) কোন সুফি সাধক ফিরোজ তুঘলককে স্বপ্নে দেখা দিয়েছিলেন। এর ফলে ফিরোজ তুঘলক নিজের মাথা মুণ্ডন করেছিলেন?

- সালার মাসুদ গাজী

৮১) 17 শতকের  কোন সুফি ধর্ম গ্রন্থে  কবিরকে ফিরদৌসী সুফি বলা হয়েছে?

- মিরাতুল আসরার

৮২) "মুন্ডিত কেশ" কোন সুফি সম্প্রদায়ের সাথে সম্পর্কিত ছিল?

- কালান্দরী সম্প্রদায়

৮৩) জাহানারা "সাহিবিয়া" নামে একটি জীবনী লিখেছেন। এই জীবনীটি কোন সুফি সাধকের জন্য উৎসর্গ করা হয়েছে?

- মোল্লা শাহ দারা

৮৪) খাজা "পৃথিবীর সকল ধর্মের উৎস এক" এই উক্তিটি কোন সুফি সাধকের সাথে সম্পর্কিত?

- মঈনুদ্দিন চিশতী

৮৫) কোন সুফি সাধক গরীব নওয়াজ নামে পরিচিত?

- মঈনুদ্দিন চিশতী

৮৬) কোন সুফি সাধক বলেন "ইলতুৎমিশের স্মৃতিশক্তি খুব প্রখর ছিল"?

- নিজামুদ্দিন আউলিয়া

৮৭) কোন সুফি সাধক মুলতান-তারী কিন (তপস্যাকারিদের সুলতান) উপাধি পেয়েছেন?

- হামিদুদ্দিন নাগৌরী

৮৮) প্রথম মরমী সুফি সাধক কাদেরকে বলা হয়? 

- রাবিয়া ও মনসুর বিন হাল্লাজ

৮৯) ভারতে বসতি স্থাপনকারী প্রথম চিস্তি সুফি কারা ছিলেন?

- সখী শর্বর

৯০) মঈনুদ্দিন চিশতীর গুরু কে ছিলেন?

- উসমান হারুনী

৯১) কোন সুফি সাধক আজীবন অবিবাহিত ছিলেন?

- শেখ  নিজামুদ্দিন আউলিয়া

সুফিবাদ দ্বিতীয় পর্ব>>>>

 সুফিবাদ প্রথম পর্ব>>>>

  

 

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

 

সুফিবাদ। নিজামুদ্দিন আওলিয়া।মইনুদ্দিন চিশতী। বখতিয়ার কাকিKhwaja Moinuddin Chishti Sufi Sufism.

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad