Type Here to Get Search Results !

মৌর্য বংশ ও চন্দ্রগুপ্ত মৌর্য [Chandragupta Maurya]

 

 মৌর্য বংশ ও  চন্দ্রগুপ্ত মৌর্য

SET BY - MANAS ADHIKARY

 মৌর্য বংশ ও  চন্দ্রগুপ্ত মৌর্য প্রথম  পর্ব Maurya Dynasty and Chandragupta Maurya  1st Part.

 মৌর্য বংশ। চন্দ্রগুপ্ত মৌর্য| Maurya Dynasty।  Chandragupta Maurya| chanakya chandragupta| chandragupta maurya empire| story of chandragupta maurya| about chandragupta maurya| seleucus and chandragupta maurya| mudrarakshasa dynast.

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো চন্দ্রগুপ্ত মৌর্য প্রথম পর্ব আজ এই পর্বে থাকছে চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কিত সংক্ষিপ্তরূপ  ও কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো। পরবর্তী পর্বে  এই  টপিক থেকে আরো কিছু  অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

 মৌর্য বংশ ও  চন্দ্রগুপ্ত মৌর্য প্রথম পর্ব অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর | Maurya Dynasty and Chandragupta Maurya  1st Part. MCQ.


প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here

 

 

নন্দবংশের উৎখাত ঘটিয়ে ভারতে মৌর্য রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য তাঁকে ভারতের প্রথম ঐতিহাসিক রাজা হিসাবে অভিহিত করা হয়৷ চন্দ্রগুপ্তের বংশ পরিচয় নিয়ে অনেক মতভেদ দেখা যায় প্রাচীন হিন্দু কিংবদন্তী থেকে জানা যায়, ইনি নন্দবংশের সন্তান ছিলেন অন্যমতে তাঁর মাতা মুরা ছিলেন শুদ্রানী৷ এই মতানুসারে নন্দরাজের উপপন্তী মুরার নামানুসারে সন্তান বংশমৌর্য”  নামটি পেয়েছে তবে হিন্দু পুরান এটি সমর্থন করে না। পুরান অনুসারে পাওয়া যায় নন্দবংশের পতনের পর শুদ্র বংশের রাজত্ব শুরু হয়েছিল৷ বৌদ্ধ গ্রন্থাদিতে মৌর্য বংশের রাজাদের ক্ষত্রিয় হিসাবে অভিহিত করা হয়েছে। চন্দ্রগুপ্ত আনুমানিক খ্রিষ্টপূর্ব ৩৪০ অব্দে পাটলিপুত্রে জন্মগ্রহন করেন। তাঁর পিতার মৃত্যুর পর তিনি মায়ের সাথে পাটলিপুত্রে আসেন। শৈশবে তাঁর মা তাঁর রক্ষনাবেক্ষনের দায়িত্ব দেন এক গাে-পালকের উপর। কিন্তু সেই গাে-পালক, চন্দ্রগুপ্তকে এক শিকারীর  নিকট বিক্রয় করে দেন। এই শিকারীটিও চন্দ্রগুপ্তকে গােচারনে নিযুক্ত করেন। বয়স বাড়ার সাথে সাথে তিনি স্থানীয় রাখাল বালকদের নেতা হয়ে ওঠেন। এই সময় তক্ষশীলাবাসী চানক্য (কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত), চন্দ্রগুপ্তের দেহে রাজসদৃশ্য চিহ্ন দেখে শিকারীর নিকট থেকে চন্দ্রগুপ্তকে কিনে নিয়ে তক্ষশীলায় নিয়ে আসেন। এইখানে চানক্য, চন্দ্রগুপ্তকে রাষ্ট্রবিদ্যা যুদ্ধবিদ্যায় পারদর্শী করে তােলেন এরপর চানক্য উচ্চশিক্ষার জন্য চন্দ্রগুপ্তকে পাটলিপুত্রে পাঠান তখন পাটলিপুত্রের রাজা ছিলেন ধননন্দ৷  ধননন্দ ছিলেন অত্যন্ত অত্যচারী রাজা। এই কারনে পাটলিপুত্রের অধিবাসীরা ধননন্দের উপর অত্যন্ত ক্ষুব্ধ হয়ে উঠেছিল। এই সময় আলেকজান্ডার ভারতবর্ষ আক্রমন করে। মূলত খ্রিষ্টপূর্ব ৩২৭ অব্দে হিন্দুকুশ পর্বত অতিক্রম করে আলেকজান্ডার ভারতের দিকে যাত্রা করেন। খ্রিষ্টপূর্ব ৩২৬ অব্দে আলেকজান্ডার সিন্ধু নদী পার হয়ে তক্ষশীলায় প্রবেশ করে। চন্দ্রগুপ্ত নন্দরাজকে উৎখাত করার জন্য গ্রিকদের সাহায্য পাওয়ার আশায় আলেকজান্ডারের শিবিরে যান। প্রথমে আলেকজান্ডার চন্দ্রগুপ্তের কথা মনােযােগসহকারে শুনলেও তাঁর উদ্ধত ব্যবহারের জন্য আলেকজান্ডার ক্ষিপ্ত হয়ে তাঁকে মৃত্যুদন্ডের আদেশ দেন। আলেজান্ডার কৌশলে গ্রিক সৈন্যদের হাত থেকে পালিয়ে বিন্ধ্যপর্বতের গভীর জঙ্গলে আশ্রয়ে নেন। এই একই সময়ে নন্দরাজ কর্তৃক অপমানিত হয়ে চানক্য এই জঙ্গলে আশ্রয় নিয়েছিলেন এই বনে উভয়ের দেখা হওয়ার পর, উভয়ই নন্দরাজের  পতন ঘটানাের লক্ষ্যে সহমত পােষন করেন প্রাথমিকভাবে সৈন্যসংগ্রহ, প্রশিক্ষন ইত্যাদি বিষয়ে চানক্য চন্দ্রগুপ্তকে সাহায্য করেন এরপর চন্দ্রগুপ্ত নন্দরাজের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেন নাগসেন রচিতমিলিন্দপঞ্চ থেকে জানা যায়, প্রথম দুটি যুদ্ধে চন্দ্রগুপ্ত পরাজিত হয়ে অরন্যে আশ্রয় নেন তৃতীয়বারের যুদ্ধে তিনি নন্দরাজের বিরুদ্ধে জয়লাভ করেন অনেকের মতে, আলেকজান্ডারের ভারত ত্যাগের পর, যে গ্রিক সৈন্যরা ভারতের উত্তর-পশ্চিমাঞ্চল শাসন করেছিলেন, তাঁরা চন্দ্রগুপ্তকে এই যুদ্ধে সাহায্য করেছিলেন কথিত আছে এই যুদ্ধে ১০ হাজার হাতি, লক্ষ অশ্বারােহী এবং হাজার রথচালক নিহত হয়েছিল আনুমানিক ৩২৪-৩২৩ খ্রিষ্টপূর্বাব্দে চন্দ্রগুপ্ত নন্দরাজ ধননন্দকে পরাজিত করে রাজত্ব লাভ করেন মহাবংশ-টীকা গ্রন্থ মতে নন্দরাজ যুদ্ধে নিহত হয়েছিলেন অন্যমতে চন্দ্রগুপ্ত নন্দরাজকে সামান্য কিছু আসবাবপত্র তাঁর পরিবারপরিজনসহ পাটলিপুত্র থেকে বিতাড়িত করেন  নন্দরাজ ধননন্দকে পরাজিত করে তিনি পাঞ্জাব গঙ্গা-যমুনা উপত্যাকার অধিকার লাভ করেন



এরপর তিনি উত্তরভারতে গ্রিক সৈন্যদের উৎখাত করার উদ্যোগ নেন তিনি গ্রিকদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গ্রিক সেনাপতি সেলুকাসকে পরাজিত করেন এবং আলেকজান্ডারের সাম্রাজ্যের ব্যাকটিয় থেকে সিন্ধু উপত্যাকা পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চল তাঁর অধিকারে আনতে সক্ষম হন এরপর তিনি প্রায় ছয় লক্ষ সৈন্য নিয়ে পশ্চিম ভারতের মালব সৌরাষ্ট্র দখল করেন এরপর তিনি দক্ষিন ভারতে অভিযান চালান তবে কতদূর পর্যন্ত তিনি দক্ষিন ভারতকে তাঁর সাম্রাজ্যভুক্ত করতে পেরেছিলেন তা নিয়ে মতভেদ আছে তাঁর রাজত্বের শেষদিকে আলেকজান্ডারের সেনাপতি তথা ব্যবিলনের সেলুকাসের সাথে যে চন্দ্রগুপ্তের সংঘর্ষ হয় তা জানা যায় গ্রিক ঐতিহাসিক স্ট্রাবাের বিবরণ থেকে এই বিবরনে যুদ্ধের বিবরণ নেই, কিন্তু চন্দ্রগুপ্তের সাথে সেলুকাসের যে মৈত্রী-চুক্তি হয়েছিল তা জানা যায়৷ সন্ধির শর্তানুযায়ী সেলুকাস চন্দ্রগুপ্তকে কাবুল, কান্দাহার, হীরাট বালুচিস্তান প্রদান করেন এবং নিজ কন্যা হেলেনাকে চন্দ্রগুপ্তের সাথে বিবাহ দেন। পরিবর্তে তিনি চন্দ্রগুপ্তের নিকট থেকে পাঁচশাে হাতি পান এবং সেলুকাসের রাষ্ট্রদূত হিসাবে মেগাস্থিনিস চন্দ্রগুপ্তের দরবারে স্থান পেয়েছিলেন। সেলুকাসের সাথে বিবাদ মিটে যাওয়ার পরে, চন্দ্রগুপ্ত একে একে পার্শ্ববর্তী অন্যান্য রাজ্য দখল করতে সক্ষম হন। তিনি পারস্য সীমান্ত থেকে দক্ষিন ভারতের মহীশুর এবং সৌরাষ্ট্র থেকে বঙ্গদেশ পর্যন্ত রাজ্য বিস্তারে সক্ষম হয়েছিলেন

কথিত আছে, তিনি পরিণত বয়সে জৈন ধর্মগ্রহন করেন এই ধর্মের অনুশাসন অনুসারে তিনি তাঁর পুত্র বিন্দুসারের কাছে রাজ্য সমর্পন করেন এবং জৈন সন্ন্যাসী ভদ্রবাহুর সাথে দাক্ষিনাত্যে যাত্রা করেন বর্তমানে কর্নাটকের শ্রবনবেলাগােলায় তিনি জৈনধর্মানুসারে স্বেচ্ছায় উপবাসে দেহত্যাগ করেন

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

) চন্দ্রগুপ্ত মৌর্য পাটলিপুত্রে জন্মগ্রহন করেন। সেই পাটলিপুত্র এখন কোথায়?

- বিহারে

) ভারতের সর্বপ্রাচীন রাজবংশ কোনটি?

-মৌর্য

) ভারতে কে মৌর্য বংশ প্রতিষ্ঠা করেন?

- চন্দ্রগুপ্ত মৌর্য

) চন্দ্রগুপ্ত মৌর্য কবে মগধের সিংহাসনে বসেন?

- ৩২৪ খ্রীঃপূঃ

) কাকে পরাজিত করে চন্দ্রগুপ্ত মৌর্য মগধের সিংহাসনে বসেন?

- নন্দ বংশের শেষ সমাট ধননন্দ

) চন্দ্রগুপ্ত মৌর্য কত বছর বয়সে নন্দ সম্রাট ধননন্দকে সিংহাসনচ্যুত করেন?

- ২৬ বছর

) নন্দ রাজার সাথে চন্দ্রগুপ্ত মৌর্যের বিবাদের কথা জান যায় কোন গ্রন্থ থেকে? অথবা কোন নাটকে কৌটিল্য এবং চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে নন্দদের পতনে স্পষ্টভাবে অঙ্কিত আছে?

- মুদ্রারাক্ষস

) ভারতের প্রথম ঐতিহাসিক বৃহৎ সাম্রাজ্য স্থাপয়িতা কাকে বলা হয়

- চন্দ্রগুপ্ত মৌর্য

) ভারতের প্রথম ঐতিহাসিক রাজা কে ছিলেন?

- চন্দ্রগুপ্ত মৌর্য (উত্তরভারতের প্রথম ঐতিহাসিক রাজা মহাপদ্মনন্দ)

১০) “চন্দ্রগুপ্ত মৌর্যই ভারতের প্রথম ঐতিহাসিক বৃহৎ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা”- একথা কে বলেন?

- হেমচন্দ্র রায়চৌধুরি

১১) বৌদ্ধপ্রথা ইতিহাস অনুযায়ী চন্দ্রগুপ্ত মৌর্য কোন সম্প্রদায়ভুক্ত ছিলেন?

- ক্ষত্রিয়

১২) চন্দ্রগুপ্ত মৌর্য এর মায়ের নাম কী?

- মুরা।

 ১৩) চন্দ্রগুপ্ত মৌর্যকে কে সদবংশজাত বলেছেন?

- বিশাখদত্ত

১৪) কোন গ্রন্থে চন্দ্রগুপ্ত মৌর্যকে হরিজন বলা হয়েছে?

- মুদ্রারক্ষস

১৫) মুদ্রারাক্ষস নাটকে চন্দ্রগুপ্ত মৌর্যকে কি কি নামে অভিহিত করা হয়েছে?

- বৃষল কুলহীন

১৬) কোন গ্রীক ঐতিহাসিক চন্দ্রগুপ্ত মৌর্যকে সামান্য বংশভুত বলেছেন?

- জাস্টিন

১৭) চন্দ্রগুপ্ত মৌর্যের পত্নীদের নাম কী?

- ) ধননন্দের কন্যা দুর্ধরা (এটি প্রেমঘটিত বিবাহ ছিল)

) সেলুকাসের কন্যা হেলেনা (এটি ছিল ছিল সমঝােতা)  

১৮) কোন কোন গ্রন্থ থেকে চন্দ্রগুপ্ত মৌর্য এর রাজতুকাল সম্পর্কে জানা যায়?

-অর্থশাস্ত্র, ইন্ডিকা মুদ্রারক্ষস

১৯) মৌর্য সাম্রাজ্যের পাটলিপুত্র নগরে পূর শাসনের সর্বাপেক্ষা মূল্যবান উৎস কি ছিল?

- ইন্ডিকা গ্রন্থ

২০) চন্দ্রগুপ্ত মৌর্য এর রাজত্বকালে ভারতে আগত গ্রীক পর্যটকের নাম কী?

- মেগাস্থিনিস

২১) মেগাস্থিনিসের লেখা ভারত সংক্রান্ত বইয়ের নাম কী?

- ইন্ডিকা

২২) চন্দ্রগুপ্ত মৌর্য কোন ধর্মের পৃষ্ঠপােষকতা করেছিলেন?

- জৈনধর্ম

২৩) চন্দ্রগুপ্ত মৌর্য শেষ জীবনে কোন ধর্ম গ্রহন করেছিলেন?

- জৈন ধর্ম

২৪) চন্দ্রগুপ্ত মৌর্য কোন জৈন পন্ডিত এর সাথে দক্ষিন ভারতে যান?

- ভদ্রবাহু

২৫) কার শাসনকালে ভারতে জৈন ধর্মের প্রসার ঘটেছিল?

- চন্দ্রগুপ্ত মৌর্য

২৬) চন্দ্রগুপ্ত মৌর্যের সময় জৈনসংঘের গনধর কে ছিলেন?

- ভদ্রবাহু

২৭) চন্দ্রগুপ্ত মৌর্য কার থেকে জৈনধর্মের দীক্ষা নেন?

- ভদ্রাবাহু

২৮) কোন গ্রন্থ থেকে জানা যায় যে চন্দ্রগুপ্ত মৌর্য জৈন ধর্ম গ্রহন করেন?

- পরিশিষ্ট পার্বন

২৯) চন্দ্রগুপ্ত মৌর্য শেষ জীবনে কার সঙ্গে মহীসুরের শ্রবনবেলাগােলায় যান?

- জৈন পন্ডিত ভদ্রবাহু

৩০) ধননন্দের রাজসভার কোন মন্ত্রীকে চন্দ্রগুপ্ত মৌর্য নিজের রাজসভায় এনে মুখ্য পরামর্শ দাতা হিসাবে রাখেন?

- বিষ্ণুগুপ্ত বা কৌটিল্য

৩১) বিষ্ণুগুপ্ত বা কৌটিল্য কার মন্ত্রী ছিলেন?

- ধননন্দ, চন্দ্রগুপ্ত মৌর্য বিন্দুসারের

৩২) “শত্রুর শত্রু, মিত্র- তত্ত্বটি কার?

- কৌটিল্য

৩৩) কোন ঐতিহ্য অনুসারে চন্দ্রগুপ্ত মৌর্য জৈন ধর্ম গ্রহন করেন নি?

- বৌদ্ধধর্ম

৩৪) কার সাহায্যে চন্দ্রগুপ্ত মৌর্য সিংহাসনে বসেন?

- কৌটিল্য

৩৫) সেলুকাস কোন মৌর্য সম্রাটের নিকট পরাজয় স্বীকার করেছিলেন?

- চন্দ্রগুপ্ত মৌর্য

৩৬) চন্দ্রগুপ্ত মৌর্যের সাথে সেলুকাসের যুদ্ধ কবে হয়?

- ব্যাটল অফ লিবারেশান (৩০৫  খ্রীঃ পূঃ)

৩৭) চন্দ্রগুপ্ত মৌর্য কোন বিদেশী আক্রমনকারীর মেয়েকে বিবাহ করেন?

- সেলুকাসের

৩৮) প্রাচীন ভারতে প্রথম আন্তর্জাতিক চুক্তি কে করেন?

- চন্দ্রগুপ্ত মৌর্য (সেলুকাসের সাথে)

৩৯) মেগাস্থিনিস কে ছিলেন?

- সেলুকাসের দূত

৪০) চন্দ্রগুপ্ত মৌর্য বিবাহের জন্য সেলুকাসকে কি উপহার দেন?

- ৫০০ টি রণহস্তি

৪১) চন্দ্রগুপ্ত মৌর্য সেলুকাসের মধ্যে যে শান্তিচুক্তি হয় হয়েছিল তাতে কী হয়?

-কাবুল, কান্দাহার, হিরাট প্রভৃতি স্থানসহ সেলুকাস কন্যা হেলেনার সাথে চন্দ্রগুপ্ত | মৌর্যের বিবাহ৷ বিনিময়ে ৫০০ টি বনহস্তি সেলুকাসকে প্রদান করেন চন্দ্রগুপ্ত মৌর্য।

৪২) চন্দ্রগুপ্ত মৌর্য সেলুকাসের মধ্যে কবে শান্তি চুক্তি হয়?

- আনুমানিক ৩০৫ খ্রীঃপূঃ

৪৩) চন্দ্রগুপ্ত মৌর্যের সাথে সেলুকাসের যে কন্যার বিবাহ হয় তার নাম কী?

- হেলেনা

৪৪) চন্দ্রগুপ্ত মৌর্য কোন সময়ে পাটলীপুত্র জয় করেন?

- ৩২২ খ্রীঃপূঃ

৪৫) কৌটিল্য বর্নিত চন্দ্রগুপ্ত মৌর্যের মন্ত্রী পরিষদের সংখ্যা কত?

- ৩০ জন

৪৬) চন্দ্রগুপ্ত মৌর্য তাঁর সাম্রাজ্যকে কয়টি প্রদেশে বিভক্ত করেন?

- টি

৪৭) চন্দ্রগুপ্ত মৌর্য প্রথম কোন দুটি অঞ্চল জয় করেন?

- সিন্ধু পাঞ্জাব

৪৮) চন্দ্রগুপ্ত মৌর্য কবে পাঞ্জাব সিন্ধু জয় করেন?

- ৩১৭ খ্রীঃ পূঃ

৪৯) চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে আহর বলতে বােঝাত?

- জেলা

৫০) চন্দ্রগুপ্ত মৌর্যের মন্ত্রীপরিষদের সদস্যদের বার্ষিক বেতন কত ছিল?

- ১২০০০ পান

৫১) নিচের কোনটি মৌর্য শিল্পকলার একটি নিদর্শন?

- দিল্লীর লৌহ স্তম্ভ

৫২) মৌর্য উৎপাদনের ঠিক কত অংশ রাষ্ট্র কর্তৃক প্রজাদের কাছে জবাতি আকারে স্থিরকৃত ছিল?

 - এক তৃতীয়াংশ

৫৩) মৌর্য যুগে ভুমি রাজস্ব এর হার

- / কিছু কিছু ক্ষেত্রে /

৫৪) মৌর্য রাজসভায় কয়েকটি আচার-অনুষ্ঠান যেমন রাজাদের কেশচর্চা; প্রাসাদে নারী রক্ষী বাহিনী নিয়ােগ; প্রভৃতি কোন দেশের প্রভাব বলে গন্য করা হয়?

- পারসিক

৫৫) মৌর্য শাসনে গ্রামের প্রধানকে কি বলা হত?

- গ্রামিক

৫৬) মৌর্য শাসনে জেলা শাসক কে কি বলা হত?

- স্থানিক

৫৭) মৌর্য শাসনে সন্ধির দ্বারা মিত্ৰতা নীতিকে কি বলা হত?

- সাম

৫৮) মৌর্যযুগে কন্টকশােধন কী ছিল?

- ফৌজদারি বিচারালয়

৫৯) মৌর্য যুগে কাদেরকে পরিব্রাজিকা বলা হত?

-ভিক্ষুনী বেশী গুপ্তচরদের

৬০) কে বলেছেন মৌর্যযুগে ক্রীতদাস প্রথার অস্তিত্ত্ব ছিল না?

- মেগাস্থিনিস

৬১) অর্থশাস্ত্রে উল্লেখিত সীতাধ্যক্ষ যে বিভাগের প্রধান ছিলেন সেটি কী?

- কৃষিকাজ

৬২) তক্ষশীলা কোন সময়ের একটি প্রসিদ্ধ শহর ছিল?

- মৌর্য

৬৩) সুদর্শন বাঁধ কে নির্মান করেন?

- চন্দ্রগুপ্ত মৌর্য

৬৪) সুদর্শন হ্রদ খনন সংক্রানত তথ্য কোন লিপিতে পাওয়া যায়?

- জুনাগড় লিপি

৬৫) আলেকজান্ডারের ভয়ে চন্দ্রগুপ্ত মৌর্য কোথায় লুকিয়েছিলেন?

- বিন্ধ্য পর্বতে

৬৬) অ্যান্ড্রোকেটাস এবং স্যান্ডােকেট্টাস নামে কে পরিচিত?

- চন্দ্রগুপ্ত মৌর্য

৬৭) চন্দ্রগুপ্ত মৌর্যকে কারা স্যান্ডােকেন্ট্রাস বলত?

- গ্রীকরা

৬৮) চন্দ্রগুপ্ত মৌর্য সান্ডােকেটাস যে একই ব্যক্তি তা জগৎ সম্মুখে কে সর্বপ্রথম প্রমান করেন?

- আলেকজান্ডার ক্যানিংহােম

৬৯) কোন রাজার আমলে গিরনার জলসেচ প্রকল্প নির্মিত হয়?

- চন্দ্রগুপ্ত মৌর্য

৭০) গঙ্গাহৃদি কে জয় করেন?

- চন্দ্রগুপ্ত মৌর্য

৭১) চন্দ্রগুপ্ত মৌর্য দক্ষিন ভারতের কোন দুটি জয় করেন?

- সুবর্নগিরি

৭২) চন্দ্রগুপ্ত মৌর্যের প্রাসাদ কি দিয়ে তৈরী ছিল?

- কাঠ

৭৩) চন্দ্রগুপ্ত মৌর্যের প্রসাদ কোন প্রাসাদের অনুকরনে তৈরী ?

- সুসা প্রাসাদ

৭৪) কোন ঐতিহাসিক চন্দ্রগুপ্ত মৌর্যের সেনাবহিনীর বিবরন দেন?

- প্লিনি

৭৫) চন্দ্রগুপ্ত মৌর্য কত বছর রাজত্ব করেন?

- ২৪ বছর

৭৬) কোন পর্যটক চন্দ্রগুপ্ত মৌর্যের কাঠের প্রাসাদের কিয়দংশ দেখে বিস্মিত হন?

-চৈনিক পর্যটক ফা-হিয়েন

৭৭) চন্দ্রগুপ্ত মৌর্য দ্বারা নিযুক্ত সৌরাষ্ট্রের শাসনকর্তা কে ছিলেন?

- পুষ্যগুপ্ত

৭৮) কোন লেখে চন্দ্রগুপ্ত মৌর্য অশােক দুজনের নাম একসঙ্গে পাওয়া যায়?

-জুনাগড় লেখ

৭৯) খরােষ্ঠি লিপি কোন লিপির অনুসরন করে লেখা?

 - আরামিয়া লিপি

৮০) মৌর্যযুগের কয়েকটি ভাস্কর্যের নাম লেখ

- সারনাথের অশােকস্তম্ভ, ধৌলি পর্বতগাত্রে খােদাই করা হতির মূর্তি, রামপূর্বা অঞ্চলের কৃষও মূর্তি, অশােক চক্র, অশােকের শিলালিপি(দিল্লী ব্রাম্ভী লিপি)

৮১) মহাস্থান ব্রাহ্মীলিপি কোথায় পাওয়া গেছে এবং ইহা থেকে কোন বংশের ইতিহাস  জানা যায়?

- বাংলাদেশের বগুড়া জেলার মহাস্থানে ইহা থেকে মৌর্যবংশের কথা জানা

যায়

৮২) কল্পসুত্র বইটি কার লেখা

- মৌর্য সমাট চন্দ্রগুপ্ত মৌর্যের গুরু ভদ্রবাহু

৮৩) চন্দ্রগুপ্ত মৌর্য গ্রন্থের রচয়িতা কে ?

- রাধাকুমুদ মুখার্জী

৮৪) ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট এর মর্যাদা কে লাভ করেন?

- চন্দ্রগুপ্ত মৌর্য

৮৫) মুদ্রারাক্ষস নাটকে বিশাখদত্ত কোন রাজার ক্ষমতা কাহিনী বর্ণনা করেন?

- চন্দ্রগুপ্ত মৌর্য

৮৬) মৌর্য যুগের মুদ্রার নাম কী?

-পানা মাকাসা

৮৭) চন্দ্রগুপ্ত মুনি কাকে বলা হয়?

- চন্দ্রগুপ্ত মৌর্য

৮৮) চন্দ্রগুপ্ত মৌর্য কোথায় দেহত্যাগ করেন?

- শ্ৰবনবেলাগােলায়

৮৯) চন্দ্রগুপ্ত মৌর্য কীভাবে দেহত্যাগ করেন?

- জৈনধর্মানুসারে শেষ বয়সে অনশন করে

৮৯) চন্দ্রগুপ্ত মৌর্য কীভাবে দেহত্যাগ করেন?

- জৈনধর্মানুসারে শেষ বয়সে অনশন করে

৯০) “চন্দ্রগুপ্ত মৌর্য জৈনধর্মানুসারে অনশনে প্রানত্যাগ করেনএকথা কোন গ্রন্থ থেকে জানা যায়?

- রাজাবলীকথে

৯১) চন্দ্রগুপ্ত মৌর্য এর মৃত্যুর পর কে মগধের সিংহাসনে বসেন?

- বিন্দুসার

৯২) মৌর্য সাম্রাজ্যের পতনের পর কারা উত্তর পশ্চিম ভারতে অধিকার স্থাপন করেন?

- ব্যাকটিও গ্রীকরা

 

চন্দ্রগুপ্ত মৌর্য দ্বিতীয় পর্ব >>>>>

পরবর্তী চ্যাপ্টার - 

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

ইউরোপের বিভিন্ন  টপিক সম্পর্কে পড়তে Click Here

 

 মৌর্য বংশ। চন্দ্রগুপ্ত মৌর্য| Maurya Dynasty।  Chandragupta Maurya| chanakya chandragupta| chandragupta maurya empire| story of chandragupta maurya| about chandragupta maurya| seleucus and chandragupta maurya| mudrarakshasa dynasty.

 

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad