সুফিবাদ
set by - Manas Adhikary
সুফিবাদ প্রথম পর্ব | Sufism Part-1
সুফিবাদ। নিজামুদ্দিন আওলিয়া।মইনুদ্দিন চিশতী। বখতিয়ার কাকি। Khwaja Moinuddin Chishti। Sufi। Sufism.
নমস্কার, অভিনব একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো ভারতের সুফিবাদ সম্পর্কিত অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর । পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন
টেলিগ্রাম গ্রুপ এ যোগদান করার জন্য - Click Here
সুফিবাদ সম্পর্কিত অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। Short Q&A on Sufism.
১) সূফীবাদ প্রথম কোথায় উৎকর্ষ লাভ করে?
- পারস্যে
২) সুফী কথাটি কোথা থেকে এসেছে?
- সুফি গুরুরা পয়গম্বর মহম্মদের মৃত্যুর পর পশমবস্ত্ৰ বা ‘সুফ' ধারন করেন। সেখান থেকে সুফী কথাটি এসেছে। (মতান্তরে সাফা বা পবিত্রতা থেকে সুফী
কথাটি এসেছে)
৩) ভারতে সুফিবাদ এর প্রবেশ কোন যুদ্ধের হাত ধরে এসেছে?
- তরাইনের দ্বিতীয় যুদ্ধ
৪) ভারতের কোথায় প্রথম সুফি বাদ প্রচারিত হয়েছিল?
- পাঞ্জাব
৫) ভারতের ইতিহাসে কয়টি সুফি সম্প্রদায়ের কথা বলা হয়েছে?
- প্রধানত দুটি; চিস্তি ও সুরাবর্দী (তবে মোট ৭ টি সম্প্রদায় - চিস্তি, সুরাবর্দী, ফিরদৌসী, নাকাবন্দী, কাদিরী, শাকতরী, কুব্রাবিয়া)
৬) সুফী ধর্মে গুরুকে কী বলা হয়?
- পীর বা খাজা
৭) সুফি ধর্মের অনুরাগীদের কী বলা হয়?
- দরবেশ বা ফকির
৮) সুফীদের ধর্মস্থানের নাম কী?
- দরগা (তখনকার সময়ে হিন্দুরাও দরগায় গিয়ে মান্নাত জানাত)
৯) ‘বা-শারা— -কাদেরকে বলা হয়?
- সুফী সম্প্রদায়ের মধ্যে যারা ইসলামের অনুশাসন মানতেন তাদেরকে বা-শারা বলা হয়।
১০) ‘বে-শারা' কাদেরকে বলা হত?
- সুফী সম্প্রদায়ের মধ্যে যারা ইসলামের অনুশাসন কঠোরভাবে মানতেন না তাদেরকে বে-শারা বলা হয়।
১১) সুফি ধর্মমতের উপর কোন ধর্মমতের প্রভাব দেখা যায়?
- বৌদ্ধধর্ম
১২) সুফি সম্প্রদায়ের মধ্যে সাধনার অঙ্গ হিসাবে যে গান-বাজনা প্রচলন ছিল তার প্রভাব বর্তমানে ধর্মের মানুষের মধ্যে দেখা দেয়?
- বৈষ্ণব ধর্ম
১৩) সুফি ধর্মমতে বিশ্বাসী ব্যক্তিরা বর্তমান মুসলিমদের কোন কোন প্রথা গুলি মেনে চলতেন না?
- হজু যাত্রা, নামাজ, রোজা ইত্যাদি পালন
১৪) খাজা মইনুদ্দিন চিস্তী কে ছিলেন?
- ‘বা-শারা' সম্প্রদায়ের একজন সুফী সন্ত৷
১৫) খাজা মইনুদ্দিন চিস্তীর অনুগামীদেরকে কি বলা হয়?
- চিস্তীসম্প্রদায়
১৬) চিস্তী সম্প্রদায়ের কেন্দ্র কোথায় স্থাপিত হয়?
- আজমীরে (ইহা খাজা মইনুদ্দিন চিস্তী স্থাপন করেন)
১৭) চিস্তী সম্প্রদায়ের কয়েকজন বিখ্যাত সন্তের নাম কর?
- শেখ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, শেখ নিজামউদ্দিন আওলিয়া, শেখ নাসিরউদ্দীন চিরাগ।
১৮) চিস্তী সন্তদের মধ্যে কে ইলতুতমিসের শ্রদ্ধালাভ করেন?
- শেখ কুতুব উদ্দিন বখতিয়ার কাকী
১৯) চিস্তী সম্প্রদায়ের মধ্যে সর্বাধিক বিখ্যাত সন্তের নাম কী ছিল?
- শেখ নিজামউদ্দিন আওলিয়া।
২০) সুরবর্দী সম্প্রদায়ের মধ্যে বিখ্যাত সন্তদের নাম কর।
- শেখ শহাবুদ্দিন সুরাবর্দী ও হামিদুদ্দিন নাগোরী
২১) চিস্তী সন্তদের মধ্যে কে আলাউদ্দিন খলজীর বিশেষ শ্রদ্ধালাভ করেন?
- নিজামুদ্দিন আওলিয়া
২২) আরবদেশের একজন বিখ্যাত সুফী-মতের অনুগামীর নাম কর।
- মহাপ্রানা তপস্বিনী রাবেয়া
২৩) বিখ্যাত সুফি সাধক নিজামুদ্দিন আউলিয়ার সঙ্গে কোন সুলতানের বিরূপ সম্পর্ক ছিল?
- তুঘলক বংশের প্রতিষ্ঠাতা গিয়াসউদ্দিন তুঘলক (গিয়াসউদ্দিন তুঘলক বেঁচে থাকাকালীন আউলিয়া মহম্মদ বিন তুঘলককে বলেছিলেন যে খুব তাড়াতাড়ি সে সুলতান হবেন। এজন্য গিয়াস উদ্দিন তুঘলক তাঁর উপর বিরূপ ছিলেন)
২৪) সুফি সন্ত নিজাম উদ্দীন আউলিয়ার প্রধান শিষ্যের নাম কী?
- শেখ নাসির উদ্দীন চিরাগ
২৫) শেখ নাসির উদ্দীন চিরাগ কোন সুফি সংগঠনের সদস্য ছিলেন?
- চিস্তি
২৬) শেখ নাসির উদ্দীন কী নামে পরিচিত?
- চিরাগ-ই-দেওল্লি (দিল্লীর চিরাগ)
২৭) ফকির বিদ্রোহের নেতা মঞ্জু শাহ কোন সম্প্রদায়ের লোক ছিলেন?
- সুফি
২৮) কোন সুফি সম্ভের নাম মেহেবুব-ই-ইলাহী?
- নিজাম উদ্দীন আউলিয়া
২৬) কোন বাহমনি শাসক বিখ্যাত সুফি মুহম্মদ গেসুদরাজ 'বন্দনওয়াজ'কে জমি প্রদান করেছিলেন?
- তাজউদ্দিন ফিরোজ
২৭) মালিক-উল-মাশাইশ কোন সুফি সাধকের উপাধি ছিল?
- বখতিয়ার কাকি
২৮) কোন সূফী সাধক নিজেকে "আনহালাক" বলেছেন?
- মনসুর হাল্লাজ
২৯)কোন সূফী সাধক কে 'হিন্দি খারি বলির জনক' বলা হয়?
- আমীর খসরো
৩০)চিশতী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল না এমন একজন সুফিসাধকের নাম কর?
- শেখ বাহাউদ্দিন জাকারিয়া
ধন্যবাদ
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here
প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here
সুফিবাদ। নিজামুদ্দিন আওলিয়া।মইনুদ্দিন চিশতী। বখতিয়ার কাকি। Khwaja Moinuddin Chishti। Sufi। Sufism.