Type Here to Get Search Results !

সাতবাহন সাম্রাজ্য প্রথম পর্ব (প্রথম সাতকর্নি) [ Satbahana]


 

সাতবাহন সাম্রাজ্য প্রথম পর্ব 

Set By - Manas Adhikary


 

সাতবাহন সাম্রাজ্য প্রথম পর্ব (প্রথম সাতকর্ণী)। About Satbahana Dynasty and 1st Satkorni.

 সাতবাহন সাম্রাজ্যসিমুক| প্রথম সাতকর্ণী Satbahana Dynasty| Satbahana Vansh| Simuk| Prothom Satkorni| Kuntal Satkorni.

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো  সাতবাহন সাম্রাজ্য প্রথম পর্ব আজ এই পর্বে থাকছে সাতবাহন সাম্রাজ্য   সম্পর্কিত  সংক্ষিপ্ত  আলোচনা ও কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পরবর্তী পর্বে  এই টপিক থেকে আরো অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর  আলোচনা করা হবে । পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।


সাতবাহন সাম্রাজ্য সংক্ষিপ্তরূপ ও প্রথম সাতকর্ণী |About Satbahana Dynasty and Prothom Satkorni.

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here




মৌর্য সাম্রাজ্য যখন পতনের মুখে তখন দাক্ষিনাত্যে যে কটি নতুন রাজবংশের উদ্ভব হয় তাদের মধ্যে সাতবাহন বংশ ছিল সর্বাপেক্ষা গুরুত্বপূর্ন শক্তিশালী৷ ভট্টিপ্রলু লিপি থেকে জানা যায় যে, সাতবাহন রাজারা দাক্ষিনাত্য ধ্বংসপ্রাপ্ত মৌর্য সাম্রাজ্যের উপর স্বাধীন শক্তি হিসাবে রাজ্য প্রতিষ্ঠাকরেন। গোদাবরী এবং কৃষষ্ণা নদীর মধ্যবর্তী অঞ্চলে এদের বাসভূমি ছিল৷ এরা ব্রাম্ভন্য ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সিমুক বা শ্রীমুক। গোদাবরী নদীর তীরে প্রতিষ্ঠান(বর্তমানে পৈঠান) নগরী ছিল তাঁর রাজধানী৷ তিনি মগধে কান্ব বংশের উচ্ছেদ ঘটান। সিমুকের পর তাঁর ভ্রাতা কৃষঞ্চ সিংহাসনে বসেন৷ কৃষ্ণের পর প্রতিষ্ঠানের সিংহাসনে বসেন সিমুক পুত্র প্রথম সাতকর্ন। প্রথম সাতকর্নিই ছিলেন সাতবাহন বংশের প্রথম শক্তিশালী রাজা৷ তিনি পূর্ব মালব জয় করে অশ্বমেধ যজ্ঞ করেন এবং সম্ভবতঃ কলিঙ্গরাজ খারবেল কর্তৃক পরাজিত হন। তাঁর রানী নায়নিকা রচিতনানঘাট লিপি থেকে তাঁর সম্বন্ধে জানা যায়৷ তিনিদক্ষিনাপথপতি' উপাধি গ্রহন করেন। প্রথম সাতকর্নি পর সাতবাহন বংশের সিংহাসনে বসেন কুন্তল সাতকর্নি হল৷ এই সময় শক-ক্ষত্রপ নহপানের আক্রমনে সাতবাহন সাম্রাজ্য ক্ষতিগ্রস্থ হয় এবং মহারাষ্ট্র থেকে অন্ধ্র অঞ্চলে সরে যেতে বাধ্য হন। সাতবাহন বংশের লুপ্ত গৌরব পুনরুদ্ধার করেন গৌতমীপুত্র সাতকর্নি৷ গৌতমীপুত্ৰ সাতকর্নি ছিলেন সাতবাহন বংশের শ্রেষ্ঠ নরপতি। তাঁর মাতা গৌতমী বালাশ্রীনাসিক প্রশস্তি নামক এক শিলালেখ খোদাই করেন যা থেকে গৌতমীপুত্র সাতকর্নির বিশদ বিবরন পাওয়া যায়৷ গৌতমীপুত্র সাতকর্নির প্রথম প্রধান কীর্তি শক-ক্ষত্রপ নহপানকে পরাজিত উচ্ছেদ করে সাতবাহনদের আদি রাজ্য মহারাষ্ট্রপুনরুদ্ধার করেন। তাছাড়া তিনি মালব, কোঙ্কন, রেবার, নর্মদা-উপত্যাকা, কৃষঞ্ঝা-উপত্যকা জয় করেন। গৌতমীপুত্র সাতকর্নি তাঁর জয়কে সুনিশ্চিত করার জন্য নাসিকে বেনাকটক নামে এক নগর স্থাপন করেন। তাঁর রাজত্বের শেষ দিকে কর্দমাক শক-ক্ষত্ৰপ চষ্টন তার সহকারী রুদ্রদমন সাতবাহন রাজ্য আক্রমন করে মালব, সৌরাষ্ট্র, উজ্জয়িনী প্রভৃতি দখল করেনগৌতমীপুত্র সাতকর্নি এই বিপদ থেকে রক্ষা পাবার জন্য রুদ্রদমনের কন্যার সাথে নিজপুত্রের বিবাহ দেন জুনাগড় লিপিতে রুদ্রদমন বলেছেন যে, তিনি সাতবাহনদের পরাজিত করলেও কুটুম্বিন বলে তাদেরকে ধ্বংস করেন নাই গৌতমীপুত্র সাতকর্নিশক-যবন-পল্লব উচ্ছেত্তা নামে ইতিহাসে অভিহিত হয়ে আছেন৷ গৌতমীপুত্র সাতকর্নির মৃত্যুর পর সিংহাসনে বসেন তাঁর পুত্র পুলুমায়ী৷ এরপর সিংহাসনে বসেন সাতবাহন বংশের শেষ পরাক্রান্ত নরপতি যজ্ঞশ্রী সাতকর্নি৷ তিনি রুদ্রদমনের উত্তরাধিকারকে পরাস্ত করে হাত রাজ্যাংশ মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশকে তাঁর সাম্রাজ্যভুক্ত করেন তাঁর সময় সাতবাহনগন নৌ-শক্তি গড়ে তোলেন সাতবাহন যুগে উল্লেখযোগ্য বন্দরগুলি ছিল- সোপারা, কল্যান, লিমিরিক যজ্ঞশ্রীর মৃত্যুর পর সাতবাহন বংশের পতন ঘটে

সাতবাহন বংশ ছিল মাতৃতান্ত্রিক৷ কোন কোন রাজা নিজের মায়ের নামে নিজের পরিচয় দিতেন, যেমন- গৌতমীপুত্র সাতকর্নি৷ মেয়েরা অবশ্য সিংহাসনের অধিকারিনী ছিলেন না। তাঁরা কৃষষ্ণ বা বাসুদেবের পুজা করতেন। সাতবাহন রাজ্যে সরকারী ভাষা ছিল প্রাকৃত। সাতবাহন শিলালিপিগুলি ব্রাম্ভীলিপিতে প্রাকৃত ভাষায় লেখা

বংশপ্রবাহ

সিমুক বা শ্রীমুক - কৃষঞ্চ - প্রথম সাতকর্নি - কুন্তল সাতকর্নি - হল - গৌতমীপুত্র সাতকর্নি - বশিষ্ঠপুত্র পুলুময়ী - যজ্ঞশ্রী সাতকর্নি

গুরুত্বপূর্ন তথ্যসমূহ

) প্রতিষ্ঠাতাসিমুক বা শ্ৰীমুক

) শ্রেষ্ঠ রাজা - গৌতমী পুত্র সাতকর্নি

 ) শেষ রাজা - যজ্ঞশ্রী সাতকর্নি

) রাজধানী - প্রতিষ্ঠান (বর্তমানে পৈঠান)

) নানঘাট লিপি - প্রথম সাতকর্নির রানী নয়নিকা ইহা খোদাই করেন এবং ইহা প্রথম সাতকর্নির সাথে সম্পর্কযুক্ত

) অশ্বমেধ যজ্ঞ - প্রথম সাতকর্নি

) নাসিক প্রশস্তি - গৌতমী বালাশ্রী ইহা খোদাই করেন। ইহা গৌতমীপুত্র সাতকর্নির সাথে সম্পর্কযুক্ত

) জুনাগড় লিপি - রুদ্রদমন খোদাই করেন

) সাতবাহনবংশের বন্দর - সোপারা, কল্যান, লিমারিক

১০) ভট্টিপ্রলু লিপি - সাতবাহন রাজাদের কথা জানা যায়

১১) সরকারী ভাষা - প্ৰাকৃত

  সাতবাহন সাম্রাজ্যসিমুক| প্রথম সাতকর্ণী Satbahana Dynasty| Satbahana Vansh| Simuk| Prothom Satkorni| Kuntal Satkorni.

প্রশ্নোত্তর পর্ব

) পান্ড্যদের রাজধানী কোথায় ছিল?

- মাদুরাই

) চেরাসদের রাজধানী কোথায় ছিল?

- ভেনজি

) কোন রাজবংশ মহিলাদের দ্বারা পরিচালিত হত?

- পান্ড্য

) শুঙ্গ রাজবংশের প্রতিষ্ঠাতা কে?

- পুষ্যমিত্র শুঙ্গ

) শুঙ্গ রাজবংশের রাজপুত্রের প্রেমকাহিনী নিয়ে কোন নাটক রচিত হয়েছিল?

- মালবিকাগ্নিমিত্রম

) কোন রাজপুত্রকে নিয়ে মালবিকাগ্নিমিত্রম নাটকটি রচিত হয়েছে?

- পুষ্যমিত্র শুঙ্গ এর পুত্র অগ্নিমিত্র

) মালবিকাগ্নিমিত্রম গ্রন্থটি কে রচনা করেন?

- মহাকবি কালিদাস

) মালবিকাগ্নিমিত্রম কোন ভাষায় রচিত?

- সংস্কৃত

) কোন ব্যাকট্রিয়রাজ পুষ্যমিত্র শুঙ্গের নিকট পরাজিত হয়েছিলেন?

- দিমিয়াট্রিয়াস

১০) পতজ্ঞলি কোন শুঙ্গ শাসকের সমসাময়িক ছিলেন?

- পুষ্যমিত্র শুঙ্গ

১১) হোলিওডোরাস কোন শাসকের রাজসভায় এসেছিল?

- পঞ্চম শুঙ্গ রাজা ভগভদ্রের রাজসভায়

১২) হেলিওডোরাস কার দূত ছিলেন?

- গ্রিক রাজা অন্তিয়াঙ্কিডাসের

১৩) কান্ব রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

- বাসুদেব কান্ব

১৪) সিংহাসনে বসার পূর্বে বাসুদেব কান্ব কিসে নিযুক্ত ছিলেন?

- তিনি ছিলেন শেষ শুঙ্গ শাসক দেবভূতির মন্ত্রী

১৫) বাসুদেব কান্ব কিভাবে সিংহাসন দখল করেন?

- শেষ শুঙ্গ শাসক দেবভূতিকে হত্যা করে।

১৬) কান্ব রাজবংশের রাজধানী কোনটি ছিল?

- পাটলিপুত্র

১৭) কান্ব রাজবংশের রাজারা ধর্মীয় দিক থেকে কোন সম্প্রদায়ভুক্ত ছিলেন?

- ব্ৰাহ্মন

১৮) রাজা বাসুদেব কান্ব এর পর কে কান্ব রাজবংশের সিংহাসনে বসেন?

- বাসুদেবের পুত্র ভুমিমিত্র

১৯) কান্ব রাজবংশের শেষ রাজা কে ছিলেন?

- সুশমন

২০) কান্ব রাজবংশের পর কারা রাজত্ব করেছিল?

-সাতবাহন বংশ

২১) গুপ্ত রাজাদের সমসাময়িক কালে দক্ষিন ভারতে কারা রাজত্ব করতেন?

- সাতবাহন রাজারা

২২) সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ?

- সিমুক বা শ্রীমুক

২৩) সাতবাহন সাম্রাজ্য কোথায় গড়ে ওঠে?

- গোদাবরী নদীর তীরে

২৪) সিমুক কাকে পরাজিত করে সাতবাহন বংশের প্রতিষ্ঠা করেন?

- কানুরাজ সুশমন বা সুদর্শনকে

২৫) সাতবাহন বংশের প্রতিষ্ঠার আগে সিমুক কি করতেন?

-সাতবাহন বংশ প্রতিষ্ঠার আগে সিমুক কান্বরাজ সুশমন বা সুদর্শন এর সামন্ত রাজা ছিলেন।

২৬) সাতবাহন বংশের কোন রাজার অপরনাম বালিপুচ্ছ?

- প্রতিষ্ঠাতা সিমুক

২৭) মৌর্য সাম্রাজ্যের পতনের পরে দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য কোন রাজবংশকে কৃতিত্ব দেওয়া যেতে পারে?

- সাতবাহন

২৮) সাতবাহন রাজাদের সময় উল্লেখযোগ্য বন্দরগুলি কি কি?

- সোপারা, কল্যান, লিমারিক

২৯) সাতবাহন সম্রাটরা কোন উপাধি ধারন করেন?

- প্রজাবৎসল

৩০) সাতবাহন রাজারা কোন ধর্মালম্বী ছিলেন?

- শৈব্য বা শিবের উপাসক ছিলেন

৩১) সাতবাহন রাজাদের রাজধানীর নাম কী?

- প্রতিষ্ঠান (বর্তমানে পৈঠান)

৩২) সাতবাহন বংশ কোথায় রাজত্ব করতেন?

- অন্ধ্র অঞ্চলে

৩৩) পুরানে কোন রাজবংশকে অন্ধ্রভৃত্য বলা হয়েছে?

- সাতবাহন বংশকে

৩৪) সাতবাহনদের ঊৎকীরন লিপি কোন ভাষায় লেখা?

- প্রাকৃত

৩৫) সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা সিমুক কোন নদীর তীরে সাতবাহন সাম্রাজ্যের রাজধানী প্রতিষ্ঠান বা পৈঠান স্থাপন করেন?

-গোদাবরী

৩৬) কোন গ্রন্থকে সাতবাহন যুগের অর্থশাস্ত্র বলা হয়?

- গুনাঢ্যের লেখা বৃহৎ কথা

৩৭) বৃহৎকথার লেখক গুনাঢ্য কোন সাতবাহন রাজার সমসাময়িক ছিলেন?

- হল

৩৮) সাতবাহন রাজাদের মুদ্রা কী দিয়ে তৈরী ছিল?

-  তামা রূপার সংকর ধাতু সীসা দিয়ে তৈরী ছিল

৩৯) সাতবাহন আমলে বেশীরভাগ মুদ্রা কোন ধাতুর তৈরী ছিল?

- সীসা

৪০) সাতবাহন রাজাদের মুদ্রার নাম কী?

- পোটিন

৪০) কোন বংশের রাজারা সর্বপ্রথম ব্রাহ্মন বৌদ্ধ পন্ডিতদের জন্য কর মুক্ত করে দেন?

- সাতবাহন রাজারা

৪১) কোন বংশের শাসকরা ব্রাহ্মন এবং বৌদ্ধভিক্ষুদের ভূমিদান করার প্রথা চালু করেন?

- সাতবাহন

৪২) সাতবাহন বংশের শাসকরা যে ভুমিদান প্রথা চালু করেন, সেই প্রথায় সর্বপ্রথম কাদেরকে ভূমিদান করেছিলেন?

- ব্রাহ্মনদেরকে

৪৩) সাতবাহন রাজারা সবথেকে বেশী কাদেরকে ভুমিদান করেছিলেন? 

- বৌদ্ধভিক্ষুদের

৪৪) ভট্টিপ্রলু লিপি কোন বংশেররাজাদের সাথে সম্পর্কযুক্ত?

-সাতবাহন রাজাদের

৪৫) সাতবাহন বংশের প্রকৃতি কেমন ছিল?

- মাতৃতান্ত্ৰিক

৪৬) সাতবাহন সাম্রাজ্যের সরকারী ভাষা কী ছিল?

-প্ৰাকৃত

৪৭) সাতবাহন শিলালিপি কোন লিপিতে লেখা হয়েছিল?

-ব্রাহ্মীলিপি (প্রাকৃত ভাষা

৪৮) সাতবাহন বংশ আর কী নামে খ্যাত ছিল?

- অন্ধ্রভৃত্য (পুরানে)

৪৯) হাতিগুল্ফ লিপি কোন সাতবাহন রাজার সাথে সম্পর্কিত?

- প্রথম সাতকর্নি

(এই লিপি অনুযায়ী প্রথম সাতকর্নি কলিঙ্গরাজ খারবেল কর্তৃক পরাজিত হন

৫০) কোন সাতবাহন রাজা অশ্বমেধ যজ্ঞ করেন?

- প্রথম সাতকর্নি

৫১) নানাঘাট শিলালিপি কার সময়ে খোদিত হয়?

- প্রথম সাতকর্নি

৫২) নানাঘাট শিলালিপি কে খোদাই করেন?

- প্রথম সাতকর্নির পত্নী নয়নিকা

৫৩)কোন সাতবাহন রাজা কলিঙ্গরাজ খারবেলের কাছে পরাজিত হন?

- প্রথম সাতকর্নি

৫৪) কলিঙ্গরাজ খারবেলের হাতিগুম্ফা লিপিতে কোন সাতবাহন রাজার নাম পাওয়া যায়?

- প্রথম সাতকর্নি

৫৫) কে দক্ষিনাপথপতি উপাধি গ্রহন করেন?

- প্রথম সাতকর্নি

৫৬) অপ্রতিহতচক্র কার উপাধি ছিল?

- প্রথম সাতকর্নি

৫৭) সাতবাহন বংশের কুন্তল সাতকর্নির সাথে কুষান বংশের বিম কদফিসের যুদ্ধ কোথায় হয়েছিল?

- মুলতান

৫৮) রাজশেখর প্রনীত কাব্যমীমাংসা অনুসারে কোন সাতবাহন শাসক এই আদেশ দিয়েছিল যে কেবলমাত্র অন্তঃপুরে থাকা স্ত্রীলোকেরাই প্রাকৃত ভাষায় বার্তালাপ করতে পারবে?

-কুন্তল সাতকর্নি 

 

 সাতবাহন সাম্রাজ্য দ্বিতীয় পর্ব >>>>

 

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে  - Click Here
 

 

 সাতবাহন সাম্রাজ্যসিমুক| প্রথম সাতকর্ণী Satbahana Dynasty| Satbahana Vansh| Simuk| Prothom Satkorni| Kuntal Satkorni.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad