শুঙ্গ বংশ [পুষ্যমিত্র শুঙ্গ]
Set By- Manas Adhikary
শুঙ্গ বংশ।Shunga Erotica.
শুঙ্গ বংশ। পুষ্যমিত্র শুঙ্গ। অগ্নিমিত্র শুঙ্গ। Shunga erotica| Shunga Dynasty| Pushyamitra Shunga| Pushyamitra Sunga| Pushyamitra। Ognimitra| Malavika Agnimitra| Agnimitra| King Agnimitra.
নমস্কার, অভিনব একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো শুঙ্গ বংশ । আজ এই পর্বে থাকছে শুঙ্গ বংশ সম্পর্কিত কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
শুঙ্গ বংশ (পুষ্যমিত্র, অগ্নিমিত্র)অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর| Shunga Dynasty MCQ.
প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন
টেলিগ্রাম গ্রুপ এ যোগদান করার জন্য - Click Here
১) মৌর্যবংশের পতনের পর কোন বংশের উত্থান ঘটে?
- শুঙ্গবংশ
২) শুঙ্গরাজবংশ কে প্রতিষ্ঠা করেন?
- পুষ্যমিত্র শুঙ্গ
৩) পুষ্যমিত্র শুঙ্গ কাকে হত্যা করে শুঙ্গরাজবংশ প্রতিষ্ঠা করেন?
- শেষ মৌর্য সম্রাট বৃহদ্রথ
৪) কাকে প্রজা দূর্বল বলা হয়েছে?
- বৃহদ্রথ
৫) বৃহদ্রথের দরবারে পুষ্যমিত্র শুঙ্গ কোন পদে আসীন ছিলেন?
- সামরিক প্রধান (সেনাপতি)
৬) পুষ্যমিত্র শুঙ্গ কখন বৃহদ্রথকে হত্যা করেন?
- বৃহদ্রথ সেনা পরিদর্শনকালে পুষ্যমিত্র শুঙ্গ তাঁকে হত্যা করেন৷
৭) কোথা থেকে জানা যায় যে বৃহদ্রথ সেনা পরিদর্শনকালে পুষ্যমিত্র শুঙ্গ কর্তৃক নিহত হন?
- হর্ষচরিত
৮) কার মতে মৌর্যদের বিরুদ্ধে যে ব্রাহ্মন বিদ্রোহ হয়েছিল, সেই বিদ্রোহকে কাজে লাগিয়ে পুষ্যমিত্র শুঙ্গ মৌর্য বংশের পতন ঘটান?
- পন্ডিত হরপ্রসাদ শাস্ত্রী
৯) পুষ্যমিত্র শুঙ্গ কোন ধর্মালম্বী ছিলেন?
- হিন্দু
১০) কার মতে শুঙ্গরা রাজা দিবোদাসের পুরোহিত ভরদ্বাজের বংশধর ছিলেন?
- পানিনি
১১) কোন গ্রন্থে শুঙ্গদেরকে মৌর্যবংশোদ্ভুত বলা হয়েছে?
- দিব্যবদন
১২) নামের সাথে ‘মিত্র' শব্দটি যুক্ত থাকায় কে শুঙ্গ বংশের নরপতিদেরকে পারসিক বলেছেন?
- হরপ্রসাদ শাস্ত্রী
১৩) পুষ্যমিত্র শুঙ্গ কোন উপাধি গ্রহন করেন?
- রাজচক্রবর্তী ও মহারাজাধিরাজ
১৪) পুষ্যমিত্র শুঙ্গ কোথায় বৌদ্ধস্তুপ নির্মান করেন?
- মধ্যপ্রদেশের ভাডুতে
১৫) পুষ্যমিত্র শুঙ্গ কতবার গ্রীক আক্রমন প্রতিহত করেন?
- দুবার
১৬) পুষ্যমিত্র শুঙ্গ প্রথমবার কোন গ্রীক আক্রমন প্রতিহত করেন?
- ডেমিট্রিয়াস
১৭) পুষ্যমিত্র শুঙ্গ দ্বিতীয়বার কোন গ্রীক আক্রমন প্রতিহত করেন?
- মিনান্দার (মতান্তরে মিনান্দারকে পরাজিত করেন অগ্নিমিত্র শুঙ্গ)
১৮) মিনন্দারকে প্রহিহত করার সময় কে শুঙ্গ বংশের সেনাপতি ছিলেন?
- বসুমিত্র
১৯) কোথা থেকে জানা যায় যে, পুষ্যমিত্র শুঙ্গের কাছে ব্যাকট্রিয়রাজ ডেমিট্রিয়াস পরাজিত হন?
- কালিদাসের মালবিকাগ্নিমিত্রম
২০) পুষ্যমিত্র শুঙ্গ কোন কলিঙ্গরাজকে প্রতিহত করেন?
- কলিঙ্গরাজ খারবেল
২১) কোন গুপ্ত সম্রাট পুষ্যমিত্রের আক্রমন প্রতিহত করেছিলেন?
- প্রথম কুমার গুপ্ত
২২) পুষ্যমিত্র শুঙ্গের সেনাপতি কে ছিলেন?
- বসুমিত্র
২৩) বিদর্ভ বা বেরার এর কোন শাসক পুষ্যমিত্র শুঙ্গের নিকট পরাজিত হন?
- যজ্ঞসেন
২৪) বিদর্ভ বা বেরারের শাসক যজ্ঞসেনের কোন ভ্রাতার সাথে পুষ্যমিত্র শুঙ্গের পুত্র অগ্নিমিত্রের বন্ধুত্ব ছিল?
- মাধব সেন
২৫) বিদর্ভ বা বেরারের সাথে যুদ্ধের সময় মাধব সেন কার পক্ষ অবলম্বন করেছিলেন?
- পুষ্যমিত্র শুঙ্গ
২৬) বিদর্ভের শাসনকর্তা যজ্ঞসেন যে যুদ্ধে পুষ্যমিত্র শুঙ্গের কাছে পরাজিত হয়, সেই যুদ্ধটি পুষ্যমিত্র শুঙ্গের পক্ষে কে পরিচালনা করেছিলেন?
- পুষ্যমিত্র শুঙ্গের পুত্র অগ্নিমিত্র শুঙ্গ
২৭) প্রাচীন ভারতের কোন শাসকের অপর নাম ছিল বৃহস্পতিমিত্র?
- পুষ্যমিত্র শুঙ্গ (বিতর্কিত)
২৮) প্রাচীন ভারতে প্রথম অশ্বমেধ যজ্ঞ করেন কে?
- পুষ্যমিত্র শুঙ্গ
২৯) পুষ্যমিত্র শুঙ্গ কতবার অশ্বমেধ যজ্ঞ করেন?
- দুবার
৩০) পুষ্যমিত্র শুঙ্গের অশ্বমেধ যজ্ঞের পুরোহিত কে ছিলেন?
- পতঞ্জলি
৩১) পুষ্যমিত্র শুঙ্গকে ‘দ্বিরশ্বমেধযোজী বলা হোয়েছে কোথায়?
- ধনদেবের অযোধ্যা শিলালেখ
৩২) পতঞ্জলি কোন গ্রন্থ রচনা করেন?
- মহাভাষ্য
৩৩) মগধে মৌর্য সম্রাটদের প্রচলিত বৌদ্ধধর্ম থেকে পুনরায় মগধে কে বৈদিক হিন্দুধর্ম পুনঃপ্রতিষ্ঠিত করেন?
- পুষ্যমিত্র শুঙ্গ
৩৪) কুক্কুতারাম নামক বৌদ্ধবিহার কে ধ্বংস করেন?
- পুষ্যমিত্র শুঙ্গ
৩৫) কে ঘোষনা করেছিলেন যে- কেউ যদি আমায় একটি বৗদ্ধভিক্ষুর ছিন্ন মস্তক এনে দেয় আমি তাকে ১০০ দিনার মুদ্রা পুরস্কৃত করব?
- পুষ্যমিত্র
৩৬) কোন গ্রন্থে পুষ্যমিত্র শুঙ্গকে গোমিমুখ্য ও গোমিষন্ড বলে কটূক্তি করা হয়েছে?
- আর্যমঞ্জুশ্রীমূলকল্প গ্রন্থে
৩৭) কোন গ্রন্থে পুষ্যমিত্র শুঙ্গকে অনার্য বলা হয়েছে?
- বানভট্টের হর্ষচরিত গ্রন্থে
৩৮) পুষ্যমিত্র শুঙ্গ কতবছর রাজত্ব করেন?
- ৩৬ বছর
৩৯) বিখ্যাত স্মৃতিশাস্ত্র মনুস্মৃতি কোন শাসকের আমলে রচিত হয়েছিল?
- পুষ্যমিত্র শুঙ্গ
৪০) পুষ্যমিত্র শুঙ্গ এর পর কে শুঙ্গবংশের সিংহাসনে বসেন?
- অগ্নিমিত্র শুঙ্গ
৪১) অগ্নিমিত্র শুঙ্গ সিংহাসনে বসার আগে কোথাকার শাসক হিসাবে নিযুক্ত ছিলেন?
- বিদিশা বা পূর্বমালব
৪২) অগ্নিমিত্র শুঙ্গকে কেন্দ্র করে কোন বিখ্যাত নাটকটি রচিত হয়েছিলেন?
- মালবিকাগ্নিমিত্রম
৪৩) মালবিকাগ্নিমিত্রম নাটকটি কে রচনা করেন?
- মহাকবি কালিদাস
৪৪) ‘ভগবতী কৌশিকী নামক বৌদ্ধধর্মালম্বী মহিলা করা দরবারে উপস্থিত ছিলেন? - অগ্নিমিত্র
৪৫) ভারহুত স্তূপের পূর্বদিকের তোরনে কোন শুঙ্গ নরপতির শিলালিপি খোদিত আছে?
- ধনভূতি
৪৬) শুঙ্গ বংশের শেষ নরপতির নাম কী?
- দেবভুতি
৪৭) শুঙ্গ বংশের প্রথম রাজধানী কোথায় ছিল?
- পাটলিপুত্র
৪৮) পরবর্তীকালে শুঙ্গ বংশের রাজধানী কোথায় স্থানান্তরিত হয়?
- বিদিশাতে
৪৯) শুঙ্গ আমলের বিখ্যাত সাহিত্যিকের নাম কর ?
-দিব্যপাল ও পতজ্ঞলি
৫০) সংস্কৃত ভাষা রাষ্ট্রীয় ভাষার মর্যদা পায় কোন রাজবংশের আমলে?
- শুঙ্গরাজবংশ
৫১) শুঙ্গ বংশের পর ভারতে কোন বংশ শাসন ক্ষমতায় এসছিল?
- কাহ্ন
ধন্যবাদ
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে - Click Here
শুঙ্গ বংশ। পুষ্যমিত্র শুঙ্গ। অগ্নিমিত্র শুঙ্গ। Shunga erotica| Shunga Dynasty| Pushyamitra Shunga| Pushyamitra Sunga| Pushyamitra। Ognimitra| Malavika Agnimitra| Agnimitra| King Agnimitra.