Type Here to Get Search Results !

সাতবাহন সাম্রাজ্য দ্বিতীয় পর্ব [Goutamiputra Satkorni]

সাতবাহন সাম্রাজ্য দ্বিতীয় পর্ব 

 Set By -Manas Adhikary



সাতবাহন সাম্রাজ্য দ্বিতীয়  পর্ব (গৌতমীপুত্র সাতকর্ণী)। Satbahana Dynasty MCQ .

 সাতবাহন সাম্রাজ্য গৌতমীপুত্র সাতকর্নী| প্রথম সাতকর্ণী বশিষ্ঠিপুত্র পুলওয়ামি যজ্ঞশ্রী সাতকর্ণী। Satbahana Dynasty| Satbahana Vansh| Simuk| Satkorni| Kuntal Satkorni.

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো  সাতবাহন সাম্রাজ্য দ্বিতীয় পর্ব আজ এই পর্বে থাকছে সাতবাহন সাম্রাজ্য   সম্পর্কিত   কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পরবর্তী পর্বে  এই টপিক থেকে আরো অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর  আলোচনা করা হবে । পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।


সাতবাহন সাম্রাজ্য অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর  |Satbahana Dynasty MCQ  and Goutamiputra Satkorni.

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here


৫৯) কুন্তল সাতকর্ণীর নাম কোন গ্রন্থে উল্লেখ আছে?
- কাব্যমিমাংসা মালবিকাগ্নিমিত্রম

৬০) কোন সাতবাহন শাসক প্রথম তার রাজ্য নাসিক পর্যন্ত বিস্তৃত করেছিলেন?
- কৃষ্ণ

৬১) সাতবাহন বংশের কোন নরপতির পত্নি ‘মহারথী’ ছিলেন?
 - প্রথম সাতকর্ণী

৬২) বিজয়ানন্দ কার সেনাপতি ছিলেন??
- হালা/হল

৬৩) কোন সাতবাহন নরপতির স্ত্রী ছিলেন মলয়বতী, যার সংস্কৃত ভাষায় ভালো জ্ঞান ছিল?
- হল

৬৪) কোন সাতবাহন রাজার রানী সংস্কৃত ভাষার পণ্ডিত ছিলেন এবং তিনি সেই সাতবাহন রাজাকে সংস্কৃত শিখতে বলেছিলেন?
- হল

৬৫) কোন গ্রন্থ রচনা করার মুল উদ্দেশ্য ছিল  সাতবাহন রাজা হালকে সংস্কৃত শেখানো?

- কাতন্ত্র

৬৬) সর্ববর্মণ সংস্কৃত ভাষায়  কাতন্ত্র গ্রন্থের রচয়িতা এই বইটি লেখার উদ্দেশ্য কি ছিল?
- সাতবাহন সম্রাট হলকে সংস্কৃত পাঠ করা শেখানো

৬৭) সাতবাহন শাসক হলের সামরিক কৃতিত্বের কথা কোন গ্রন্থে উল্লেখ করা হয়েছে?
- লীলাবতী

৬৮) গাথাসপ্তসতী বা সত্তসাই কে রচনা করেন?

- সাতবাহন বংশের ১৭ তম শাসক হালা৷

৬৯) গাথাসপ্তসতী বা সত্তসাই কোন ভাষায় রচিত হয়েছে?

- প্রাকৃতভাষায়

৭০) কোন শাসক "অপ্রতিহতচক্র" উপাধি ধারণ করেছিলেন?
- প্রথম সাতকর্ণী

৭১) কার রাজত্বকালে রানি নাগনিকা/নয়নিকা  নানাঘাটের শিলালিপি খোদাই করেন?
- বেদশ্রী সাতকর্ণী 

৭২) সাঁচীস্তুপে কোন সাতবাহন রাজার নাম লেখা আছে?

- দ্বিতীয় সাতকর্নী

৭৩) সাতবাহন বংশের সর্বশ্রেষ্ঠ রাজার নাম কী?

 - গৌতমীপুত্র সাতকর্নী

৭৪) প্রথম Matronym (মায়ের নাম) বহনকারী রাজা কে ছিলেন?

- গৌতমীপুত্র সাতকর্নী

৭৫) নাসিক প্রশস্তি কে খোদাই করেন?

- গৌতমী বালাশ্রী (ইনি গৌতমীপুত্র সাতকর্নীর মাতা)

৭৬) নাসিকে "ভাদবনিয়া ভিক্ষু সংঘ" কে দান করেছিলেন?
- গৌতমী বলশ্রী

৭৭) ‘রাজর্ষিবধুকোন সাতবাহন শাসকের মায়ের উপাধি ছিল?
- গৌতমীপুত্র সাতকর্ণী

৭৮) বৌদ্ধ ধর্মের কোন সম্প্রদায়কে গৌতমীপুত্র সাতকর্ণীর মা দান করেছিলেন?
- ভাদয়নীয় সম্প্রদায়

৭৯) শিবশক্তি কার পিতা ছিলেন?
- গৌতমীপুত্র সাতকর্ণী

৮০) গৌতমীপুত্র সাতকর্ণীর রাজত্বের দক্ষিণ সীমা কোন নদী পর্যন্ত বিস্তৃত ছিল?
- কৃষ্ণা নদী
 ৮২) কোন শাসকের "The Incredible Archer" উপাধি ছিল?
- গৌতমীপুত্র সাতকর্ণী

৮৩) ‘বর বরুণ বিক্রম চারু বিক্রম’ কার উপাধি ছিল? 
- গৌতমীপুত্র সাতকর্ণী

৮৪) 'দক্ষিণের প্রভু' কোন সাতবাহন নরপতিকে বলা হয়?

- গৌতমীপুত্র সাতকর্ণী

৮৫) নাসিক প্রশস্তিতে কোন সাতবাহন রাজার কীর্তিকাহিনী বর্নিত আছে? গৌতমীপুত্র সাতকর্নী

৮৬) সাতবাহন কুল-যশঃ প্রতিষ্ঠানকর কাকে বলা হয়?

গৌতমীপুত্র সাতকর্নী

৮৭) কোন সাতবাহন শাসক শক রাজা নহপানকে পরাজিত করে সাতবাহন শক্তিকে পুনরুজ্জীবিত করেছিলেন?

- গৌতমীপুত্র সাতকর্নী

৮৮) শক-যবন-পল্লব-নিসুদন কোন রাজাকে বলা হয়?

 - গৌতমীপুত্র সাতকর্নী

৮৯) শক-যবন-পল্লব উচ্ছেত্তা উপাধি কে গ্রহন করেন?

 -গৌতমীপুত্র সাতকর্ণি

৯০) কলিঙ্গ রাজা খারবেলের হাতি গুম্ফা শিলালিপির কোন পঙক্তিতে,  পশ্চিমে সাতকর্ণি নামে একজন রাজার কথা উল্লেখ আছে যার বিরুদ্ধে খারবেল একটি সেনাভিযান পাঠিয়েছিলেন?
- ৪র্থ পঙক্তি

৯১) নাসিক প্রশস্তিতে কাকেএক ব্রাম্ভন এবং ক্ষত্রিয়-দর্প-মাল মর্দন' বলে অভিহিত করা হয়েছে?

-গৌতমীপুত্র সাতকর্ণি

৯২) কোন সাতবাহন রাজা তৃতীয় সমুদ্রাপতি উপাধি নেন?

- গৌতমীপুত্র সাতকর্নী (মতান্তরে যজ্ঞশ্রী সাতকর্ণী  )

৯৩) সাতবাহন শিলালিপি অনুসারে, কে "তিন মহাসাগরের জল পান করেছিলেন"?
- গৌতমীপুত্র সাতকর্ণী

৯৪) কোন সাতবাহন শাসক পাহাড়ের অধীশ্বর (পাহাড়ের স্বামী) নামে পরিচিত ছিলেন?
- গৌতমীপুত্র সাতকর্ণী

৯৫) আবক্ষ মুদ্রার প্রচলন করেন কে?
- গৌতমীপুত্র সাতকর্ণী

৯৬) কাকেআগমন নিলয়’ (বেদের আশ্রয়) এবং অদ্বিতীয় ব্রাহ্মণ বলা হয়েছে? 
- গৌতমীপুত্র সাতকর্ণী

৯৭) বিন্ধ্যের অধিপতি ছিলেন কোন সাতবাহন রাজা?

- গৌতমীপুত্র সাতকর্নী

৯৮) কোন ভারতীয় রাজারা সর্বপ্রথম পোর্ট্রেট আঁকা মুদ্রার প্রচলন করেন?

- সাতবাহন রাজারা (গৌতমীপুত্রসাতকর্নী)

৯৯) নাসিকে বেনাকটক নগর নামক নতুন নার কে স্থাপন করেন?

- গৌতমীপুত্র সাতকর্নী

১০০) কার্লে লেখ কার সাথে সম্পর্কিত?

-গৌতমীপুত্র সাতকর্নীএবং বশিষ্টীপুত্র

 

সাতবাহন সাম্রাজ্য প্রথম পর্ব >>>>

সাতবাহন সাম্রাজ্য তৃতীয় পর্ব >>>>

 

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে

 - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে 

- Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে

 - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে 

 - Click Here

  সাতবাহন সাম্রাজ্য গৌতমীপুত্র সাতকর্নী| প্রথম সাতকর্ণী বশিষ্ঠিপুত্র পুলওয়ামি যজ্ঞশ্রী সাতকর্ণী। Satbahana Dynasty| Satbahana Vansh| Simuk| Satkorni| Kuntal Satkorni.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad