চন্দ্রগুপ্ত মৌর্য দ্বিতীয় পর্ব
SET BY - MANAS ADHIKARY
চন্দ্রগুপ্ত মৌর্য দ্বিতীয় পর্ব ।Chandragupta Maurya 2nd Part.
মৌর্য বংশ। চন্দ্রগুপ্ত মৌর্য| Maurya Dynasty। Chandragupta Maurya| chanakya chandragupta| chandragupta maurya empire| story of chandragupta maurya| about chandragupta maurya| seleucus and chandragupta maurya| mudrarakshasa dynast.
নমস্কার, অভিনব একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো চন্দ্রগুপ্ত মৌর্য দ্বিতীয় পর্ব। আজ এই পর্বে থাকছে চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কিত আরো কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
মৌর্য বংশ ও চন্দ্রগুপ্ত মৌর্য দ্বিতীয় পর্ব অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর | Maurya Dynasty and Chandragupta Maurya 2nd Part. MCQ.
প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন
টেলিগ্রাম গ্রুপ এ যোগদান করার জন্য - Click Here
৯৩) কোন গ্রন্থে চন্দ্রগুপ্ত মৌর্যকে প্রিয়দর্শন বলে সম্বোধন করা হয়েছে?
- মুদ্রারাক্ষস
৯৪) কোন গ্রন্থ অনুসারে চন্দ্রগুপ্ত মৌর্য তাঁর জীবনের শেষ দিনে জৈন ধর্ম গ্রহণ করেছিলেন?
- পরিশিষ্ট পার্বণ
৯৫) কোন গ্রন্থে উল্লেখ করা হয়েছে যে-কৌটিল্য চন্দ্রগুপ্ত মৌর্যকে সমগ্র জম্বুদ্বীপের (ভারত) শাসক করেছিলেন?
- মহাবংশ
৯৬) কোন গ্রন্থ থেকে আমরা চন্দ্রগুপ্ত মৌর্যের দক্ষিণ বিজয় সম্পর্কে তথ্য পাই?
- অহনানুরু
৯৭) কোন ভারতীয় গ্রন্থে চন্দ্রগুপ্ত মৌর্য ও সেলুকাস নিকেটরের মধ্যে যুদ্ধ এবং চন্দ্রগুপ্ত মৌর্য ও হেলেনার বিবাহের কথা বলা হয়েছে?
- মুদ্রারাক্ষস
৯৮) ভবিষ্য পুরাণে কাকে বুদ্ধ তত্পর বলা হয়েছে?
- চন্দ্রগুপ্ত মৌর্য
৯৯) মুদ্রারাক্ষসে কোন শাসককে দেবতা উপাধি দেওয়া হয়েছে?
- চন্দ্রগুপ্ত মৌর্য
১০০) মুদ্রারাক্ষস নাটকের "রাক্ষস" কে ছিলেন?
- নন্দ সম্রাটের মন্ত্রী
১০১) চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কিত সোহগৌড়া শিলালিপি কবে পাওয়া গিয়েছে?
- 1893
১০২) চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কিত মহাস্থান শিলালিপি কত সালে আবিষ্কৃত হয়?
- 1931
১০৩) কোন শিলালিপিতে বলা হয়েছে যে চন্দ্রগুপ্ত মৌর্য বাংলা জয় করেছিলেন?
- মহাস্থান শিলালিপি
১০৪) কোন শিলালিপি থেকে প্রমাণিত হয় যে চন্দ্রগুপ্ত মৌর্যের সাম্রাজ্য পশ্চিম ভারত পর্যন্ত বিস্তৃত ছিল?
- রুদ্রদামনের জুনাগড় শিলালিপি
১০৫) জুনাগড়ের শিলালিপিতে মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত ও পুষ্প গুপ্ত নামক একজন প্রাদেশিক কর্মকর্তার নাম পাওয়া যায়।
নিচের কোন ঐতিহাসিক পুষ্প গুপ্তকে চন্দ্রগুপ্তের ভগ্নিপতি বলে বর্ণনা করেছেন?
- কীল মহাদয়
১০৬) চন্দ্রগুপ্ত মৌর্যের প্রথম জীবনের কথা কোন গ্রন্থে উল্লেখ আছে?
- মহাবংশ ভাষ্য
১০৭) কোন শিলালিপি থেকে এটা প্রমাণিত হয় যে মৌর্য শাসক চন্দ্রগুপ্ত মৌর্য পশ্চিম ভারত জয় করেছিলেন?
রুদ্রদামনের জুনাগড় শিলালিপি ও অশোকের সোপারা শিলালিপি
১০৮) চন্দ্রগুপ্ত মৌর্য ভারতের সর্বশ্রেষ্ঠ সম্রাটদের মধ্যে একজন যিনি তাঁর ব্যক্তিত্ব ও কর্ম দিয়ে ইতিহাসের পাতায় বৈপ্লবিক পরিবর্তন এনেছেন। তাঁর উত্থান আসলে ইতিহাসের একটি রোমাঞ্চকর ঘটনা।- এটা কার বক্তব্য?
- আর সি মজুমদার
১০৯) ভিনসেন্ট স্মিথের মতে প্রথম শাসক কে ছিলেন যিনি তার সাম্রাজ্যের সীমা হিন্দুকুশ পর্বত পর্যন্ত প্রসারিত করেছিলেন?
- চন্দ্রগুপ্ত মৌর্য
১১০) চন্দ্রগুপ্ত মৌর্যের বাহিনীকে ডাকাত দল বলেছেন কে?
- জাস্টিন
১১১) নিচের কোন ঐতিহাসিক চন্দ্রগুপ্ত মৌর্যকে বৈশ্য বংশের অন্তর্গত বলে মনে করেন?
- রোমিলা থাপার
১১২) কোন ঐতিহাসিক চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে নারী দেহরক্ষীদের উল্লেখ করেছেন?
- স্ট্রাবো
১১৩) চন্দ্রগুপ্ত মৌর্য যৌবনে আলেকজান্ডারের সাথে দেখা করেছিলেন - এমন বর্ণনা কে দিয়েছেন?
- প্লুটার্ক
১১৪) কার মতে ইরানের হাখামানি, আলেকজান্ডারের গ্রীক সাম্রাজ্য ভারতীয়দের অনুকরণীয় আদর্শ হিসেবে মুগ্ধ করেছিল এবং চন্দ্রগুপ্ত মৌর্য এই আদর্শ থেকে অনুপ্রেরণা নিয়ে বিশাল মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন এবং ভারতকে রাজনৈতিক ঐক্যের রূপে একত্রিত করেন।
- নীলকান্ত শাস্ত্রী
১১৫) চন্দ্রগুপ্ত মৌর্যের পিতার নাম কি ছিল?
- সর্বসিদ্ধি মৌর্য
১১৬) চন্দ্রগুপ্ত মৌর্যের শিক্ষা কোথায় শেষ হয়েছিল?
- তক্ষশীলা
১১৭) চন্দ্রগুপ্ত সম্পর্কে বলা হয়েছে যে, তিনি শৈশবে ছেলেদের মণ্ডলীর রাজা হয়ে তাদের পারস্পরিক ঝগড়া-বিবাদের সমাধান করতেন। একইভাবে একদিন তিনি কোন খেলায় মগ্ন ছিলেন যখন চাণক্য তাকে দেখেছিলেন।
- রাজকিলাম
১১৮) চাণক্য কত কযার্পণ দিয়ে চন্দ্রগুপ্তকে শিকারী নিকট থেকে কিনেছিলেন?
- 1000
১১৯) সেলুকাসের কাছ থেকে চন্দ্রগুপ্ত মৌর্য যে চারটি প্রদেশ পেয়েছিলেন সেগুলি কি কি? ,
- হেরাত, কাবুল, কান্দাহার, মাকরন
১২০) সেলুকাস নিকেটর তার কন্যা হেলেনাকে চন্দ্রগুপ্ত মৌর্যের সাথে বিয়ে দিয়েছিলেন। এই হেলেনার ওপর নাম কি?
- কর্নেলিয়া
১২১) মৌর্য আমলে অনাথ, দরিদ্র, মৃত সৈনিক ও রাষ্ট্রীয় কর্মচারীদের পরিবারের ভরণপোষণের ভার কার উপর ছিল?
- রাজা
১২২) মৌর্য যুগে, মুখ্যমন্ত্রী এবং পুরোহিতকে তাদের চরিত্রের পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করার পর রাজা নির্বাচিত করতেন। এই কর্মের নাম কি?
- উপধা পরীক্ষা
১২৩) কার উক্তি:- "মানুষ তার গুণের (উচ্চ স্তরের) বিচারে উচ্চ হয়, উচ্চ স্থানে বসে কেউ উচ্চ হয় না।"
- চাণক্য
১২৪) বিদেশীদের হাত থেকে নিষ্কৃতি দানকারী প্রথম শাসক কে ছিলেন?
- চন্দ্রগুপ্ত মৌর্য
১২৫) কোন বছর চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে প্রচণ্ড দুর্ভিক্ষ হয়েছিল?
- 312 খ্রিস্টপূর্ব
১২৬) কোন জৈন সন্ন্যাসী দুর্ভিক্ষের সময় দক্ষিণ ভারতে গিয়েছিলেন?
- ভাদ্রবাহু
১২৭) ভদ্রবাহু কত বছর পর পাটলিপুত্রে ফিরে আসেন?
- 12 বছর
১২৮) সৌরাষ্ট্রের কোন শাসকের নির্দেশে চন্দ্রগুপ্ত মৌর্য সুদর্শন লেক নির্মাণ করেন?
- পুষ্যগুপ্ত বৈশ্য
১২৯) কাকে ভারতের মুক্তিদাতা বলা হয়েছে?
- চন্দ্রগুপ্ত মৌর্য
১৩০) চন্দ্রগুপ্ত মৌর্যের গুরু চাণক্য নিচের কোন শিক্ষা কেন্দ্রের যুক্ত ছিলেন?
- তক্ষশীলা
১৩১) কার রাজত্বকালে জৈন ধর্ম স্বেতাম্বর ও দিগম্বর সম্প্রদায়ে বিভক্ত হয়েছিল?
- চন্দ্রগুপ্ত মৌর্য
১৩২) কোন মৌর্য শাসক তার জন্মদিনে "কেশ প্রকাশলান প্রথা" অর্থাৎ ইরানীদের কাছ থেকে চুল ধৌত করার ব্যবস্থা গ্রহণ করেছিলেন?
- চন্দ্রগুপ্ত মৌর্য
১৩৪) পুরাণ অনুসারে চন্দ্রগুপ্ত মৌর্য কত বছর রাজত্ব করেছিলেন?
- 24
১৩৫) বৃদ্ধ বয়সে, চন্দ্রগুপ্ত জৈন সন্ন্যাসী ভদ্রবাহুর শিষ্যত্ব গ্রহণ করেন এবং তারা উভয়েই শ্রাবণভেলগোলা (কর্নাটক রাজ্য) নামক স্থানে এসে বসতি স্থাপন করেন। কোন পাহাড়ে চন্দ্রগুপ্ত এখানে তপস্যা করতেন?
- চন্দ্রগিরি
চন্দ্রগুপ্ত মৌর্য প্রথম পর্ব >>>>>
ধন্যবাদ
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here
ইউরোপের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে Click Here
মৌর্য বংশ। চন্দ্রগুপ্ত মৌর্য| Maurya Dynasty। Chandragupta Maurya| chanakya chandragupta| chandragupta maurya empire| story of chandragupta maurya| about chandragupta maurya| seleucus and chandragupta maurya| mudrarakshasa dynasty.