Type Here to Get Search Results !

কুষান সাম্রাজ্য প্রথম পর্ব [Kujula Kadphises]

 কুষান সাম্রাজ্য প্রথম পর্ব 
set by - Manas Adhikary


কুষান সাম্রাজ্য প্রথম পর্ব Kushan Dynasty 1st part.

  কুষান সাম্রাজ্য। কুজুল কদফিসেস| দ্বিতীয় কদফিসেস।  বিম কদফিসেস Kushan Dynasty| Kushan Vansh| Kadphises| Vima Kadphises| Kujula Kadphises| Kujula.

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো  কুষান সাম্রাজ্য প্রথম পর্ব আজ এই পর্বে থাকছে কুষান  শাসক কুজুল কদফিসেস ও দ্বিতীয় কদফিসেস   সম্পর্কিত  সংক্ষিপ্ত  আলোচনা ও কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পরবর্তী পর্বে  এই টপিক থেকে আরো অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর  আলোচনা করা হবে । পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।


কুষান সাম্রাজ্য সংক্ষিপ্তরূপ ও কুজুল কদফিসেস ও দ্বিতীয় কদফিসেস|About Kushan Dynasty and Kujula Kadphises and Vima Kadphises.

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here

  কুষান সাম্রাজ্য। কুজুল কদফিসেস| দ্বিতীয় কদফিসেস।  বিম কদফিসেস Kushan Dynasty| Kushan Vansh| Kadphises| Vima Kadphises| Kujula Kadphises| Kujula.

 কুষান সাম্রাজ্য
শক-পল্লবগনের পর ভারতে কুষান সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। কুষানরা ছিল মধ্য এশিয়ার “ইউ-চি' নামক একটি যাযাবর জাতির শাখা। একটি সময়ে তারা অক্ষু নদীর উপত্যকায় এসে যাযাবর বৃত্তি ত্যাগ করে স্থায়ীভাবে বসবাস শুরু করে। এইসময় ইউ-চি জাতি পাঁচটি স্বতন্ত্র শাখায় বিভক্ত হয়ে যায়। কুষান হল তারই একটি শাখা। কুষান বংশের প্রথম উল্লেখযােগ্য রাজা হলেন কুজুল কদফিসেসে। ইতিহাসে তিনি প্রথম কদফিসেসn নামেও পরিচিত। তিনি ইউ-চি জাতির অন্যান্য শাখাগুলিকে সঙ্ঘবদ্ধ করতে সক্ষম হন। তার মৃত্যুর পর তার পুত্র বিম কদফিসেস(দ্বিতীয় কদফিসেস) সিংহাসনে বসেন। এই বিম কদফিসেস ভারতে প্রথম কুষান সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। পাঞ্জাব থেকে বারানসী |পর্যন্ত তাঁর সাম্রাজ্য বিস্তৃত ছিল। তিনি ছিলেন শৈব| বিম কফিসোসের পর সিংহাসনে বসেন কুষান সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ সম্রাট কনিষ্ক।বেশীরভাগ ঐতিহাসিক মনে করেন যে ৭৮ খ্রীষ্টাব্দে তিনি সিংহাসনে বসেই শকাব্দ নামে একটি নতুন বর্ষগননা চালু করেন। রাজ্যজয়ের ব্যাপারে কনিষ্ক বিশেষ সাফল্য লাভ করেন। তার রাজত্বকালে কুষান সাম্রাজ্য বিস্তৃতির চরম শিখরে পৌঁছেছিল। ভারতের বাইরে কাশগড়, খােটাল ও ইয়ারখন্দ তাঁর সাম্রাজ্যভুক্ত ছিল। আর ভারতে সুদুর গান্ধার ও কাশ্মীর থেকে কোঙ্কন ও বারানসী পর্যন্ত এক বিশাল অংশ তার পতাকাতলে ছিল। পুরুষপুর (বর্তমানে পেশােয়ার) ছিল কনিষ্কের রাজধানী। কনিষ্ক তার রাজত্বকালের প্রথমদিকে বৌদ্ধধর্মে দীক্ষিত হন। সম্রাট অশােকের মতই তিনিও ভারতবর্ষের বাইরে  বৌদ্ধধর্ম প্রচারের জন্য দূত প্রেরন করেন। বৌদ্ধধর্মের প্রতি আনুগত্যের জন্য কনিষ্ককে দ্বিতীয় অশােক ও বলা হয়। কনিষ্ক তার রাজধানী পুরুষপুরে বুদ্ধদেবের দেহবশেষের ওপর একটি বিরাট চৈত নির্মান করেন। তার আমলে চতুর্থ বৌদ্ধ-সঙ্গীতি বা বৌদ্ধসম্মেলন আহুত হয়। এই সম্মেলন পরিচালনা করেন বৌদ্ধ পণ্ডিত ও দার্শনিক বসুমিত্র ও অশ্বঘােষ। তিনমাসব্যাপী ঐ সম্মেলনে গৃহীত ও সংকলিত ত্রিপিটকের ব্যাখ্যাসমুহ মহবিভাষা নামে বৌদ্ধ-সাহিত্যে স্থান লাভ করেছে। এটি সংকলিত করেছেন বসুমিত্র। কনিষ্কের পৃষ্ঠপােষকতায় গান্ধার শিল্প উৎকর্ষের চরম সীমায় উপনীত হয়। তিনি কনিষ্কপুর নগর ও মথুরায় ওপর একটি নগর স্থাপন করেন। প্রসিদ্ধ বৌদ্ধ কবি, দার্শনিক এবং বুদ্ধচরিত গ্রন্থের প্রনেতা অশ্বঘােষ, বৌদ্ধ দার্শনিক নাগার্জুন, বৌদ্ধ পন্ডিত ও শিক্ষাগুরু পার্শ্বনাথ ও বসুমিত্র, রাজনীতিক মাথুর, আয়ুর্বেদাচার্য চরক প্রভৃতি মনিষী ছিলেন তার সভার অলঙ্কারস্বরূপ। তার রাজত্বের পর যথাক্রমে বাসিঙ্ক, হুবিস্ক, দ্বিতীয় কনিষ্ক এবং বসুদেব সিংহাসনে বসেন। বসুদেব ছিলেন এই বংশের শেষ রাজা। 
 
কুষান সাম্রাজ্য প্রবাহ

কুজুল কফিসেস - বিম কফিসেস -কনিক বাসিষ্ক- হুবিষ্ক - দ্বিতীয় কনিষ্ক -বাসুদেব 
 গুরুত্বপূর্ন তথ্য সমুহ 
 ১) প্রতিষ্ঠাতা - কুজুল কফিসেস
২) ভারতে প্রতিষ্ঠাতা- বিম কফিসেস বা দ্বিতীয় কদফিসেস
৩) শ্রেষ্ঠ সমাট - কনিষ্ক
৪) শেষ সম্রাট - বাসুদেব
৫) দ্বিতীয় অশোক - কনিষ্ক
৬) রাজধানী - পুরুষপুর বা পেশােয়ার
৭) চতুর্থ বৌদ্ধ-সঙ্গীতি - কনিষ্ক
৮) চতুর্থ ৰৌদ্ধ-সঙ্গীতির সভাপতি – বসুমিত্র
৯) কনিকপুর নগর ও মথুরায় নতুন নগর স্থাপন - কনিক
১০) শকাব্দ - কনিষ্ক
 অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
) কুষান সাম্রজ্যের ইতিহাস কোথা থেকে জানা যায়?

- হৌ হান সু

২) কোন  শিলালিপি থেকে প্রথম কুষাণদের বংশ পরিচয় পাওয়া যায়?

- রেবতাক শিলালিপি

) ব্রাত্য ক্ষত্রিয় কাদের বলা হয়?

- গ্রীক, শক, কুষান

) কুষানদের পূর্ব জাতির নাম কী?

- ইউ-চি বা ইউ-সি

) ইউ-চি দের আদি বাসভুমি কোথায়?

- চীনের কাংসু প্রদেশে

) কুষানরা কোথাকার যাযাবর শ্রেনীর অন্তর্গত?

- মধ্য এশিয়া

৭) মধ্য এশিয়ার ইউচি উপজাতির উপর কারা আক্রমণ করে?

- হুনরা

৮) মনুস্মৃতিতে কুষাণরা কোন বংশ উদ্ভুত বলা হয়েছে?

- নিম্ন সম্ভ্রান্ত ক্ষত্রিয়

) কুষান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?

- কুজুল কদফিসেস বা প্রথম কদফিসেস

১০) শেষ গ্রিক রাজা যাকে কুষান রাজা কুজুল কদফিসেস হত্যা করেন তার নাম কী?

- হারামায়ুস

১১) কোন শিলালিপি থেকে কুজুল কদফিস সম্পর্কে তথ্য পাওয়া যায়?

- রেবতক শিলালিপি

১২) ভারতে কুষান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?

- বিম কদফিসেস বা দ্বিতীয় কদফিসেস

১৩) কুজুল কদফিসেসের উপাধি কি ছিল?

-ওয়াং, ধর্মথেদাস

১৪) ওয়াং শব্দের অর্থ কী?

- রাজা

১৫) কোন কুশান শাসক কুষাণদের কুইশওয়াং শাখা সংগঠিত করেছিলেন?

- কুজুলকদফিসেস

১৬) কুষাণদের কুইশওয়াং  শাখা কোন স্থানটি দখল করেছিল?

- ব্যাকট্রিয়া

১৭) কুইশওয়াং শাখাকে কয় ভাগে ভাগ করা হয়েছিল?

- 5

১৮) কুষাণদের দ্বিতীয় শাখা কোথায় বসতি স্থাপন করে?

- তিব্বত

১৯) কুজুল কাদফিসেস তার সাম্রাজ্যের রাজধানী করেন কোনটিকে?

- পুরুষপুর বা পেশোয়ার

২০) কোথা থেকে আমরা জানতে পারি যে কুজুল কদফিসেস গ্রীকদের পরাজিত করেন?

- মুদ্রা

২১) কুষাণ শাসক প্রথম কদফিসেস একটিমাত্র ধাতুর মুদ্রা জারি করেছিলেন, সেই ধাতুটি কি ছিল?

- তামা

২২) কোন কুষাণ শাসকের মুদ্রায়  "সত ধর্মথিদাস" এবং "সত ধর্মথিতা" উপাধি খোদাই করা আছে, যা নির্দেশ করে যে তিনি বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন?

- কুজুল কদফিসেস

২৩) কোন কুষাণ শাসকের মুদ্রায় শেষ গ্রীক রাজা হারমাইউসের মূর্তি রয়েছে?

-প্রথম কদফিসেস

২৪) কাদের উপাধি ছিল দৈবপুত্র শাহনুশাহী?

কুষানদের

২৫) কুষাণ শাসকরা কাকে অনুসরণ করে দৈবপুত্র শাহনুশাহী উপাধি গ্রহণ করেছিলেন?

- চীনা সম্রাট

২৬) কোন রাজাদের মুদ্রায় রাজার প্রতিকৃতির সাথে মেঘ, জ্যোতির্বলয় অগ্নিশিখার উপস্থাপনা দেখা যায়?

- কুষান

২৭) ভারতে প্রথম স্বর্নমুদ্রা প্রচলন হয় কোন যুগে?

 কুষানযুগে

২৮) কুষানরা এদেশে যে স্বর্নমুদ্রার প্রচলন ঘটায় তা কোন দেশের মুদ্রার অনুকরনে?

- রোমান

২৯) কোন কুষান সম্রাট প্রথম স্বর্নমুদ্রা প্রচলন করেন?

- বিম কদফিসেস বা দ্বিতীয় কদফিসেস

৩০) কোন কুষান সম্রাট শিবের উপাসক ছিলেন মহেশ্বর উপাধি নেন?

- বিম কদফিসেস বা দ্বিতীয় কদফিসেস

৩১) কোন কুষান সম্রাট নিজের নামে মুদ্রা প্রচলন করেন?

- বিম কদফিসেস

৩২) মুদ্রায় গ্রীক ও খরোস্তি লিপি ব্যবহার করা শেষ শাসক কে ছিলেন?

- দ্বিতিয় কদফিসেস

৩৩) বিমকদফিসেস কোন ধর্মের অনুসারী ছিলেন?

- শৈব

৩৪) কার আমলে "কাশ্যপ মাতঙ্গ ধর্মরত্ন" বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য চীনে গিয়েছিলেন?

- বিম কদফিসেস

৩৫) তু এন চু অর্থাৎ সিন্ধু  অঞ্চল বিজয়প্রাপ্তকারি কুষাণ শাসক কে ছিলেন?

- বিম কদফিসেস

৩৬) বিম কদফিসেস কোন দেশ আক্রমণ করেছিল

- চীন

৩৭) বিমকদফিসাসের উপাধি কি কি  ছিল?

 সর্বলোকেশ্বর, মহেশ্বর, মহারাজা

৩৮) দশাত-ই-নাভুর শিলালিপি কোন কুষাণ শাসকের সাথে সম্পর্কিত?

- বিম কদফিসেস 

 

কুষাণ সাম্রাজ্য দ্বিতীয় পর্ব (কনিষ্ক)>>>> 



ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে  - Click Here
 
 কুষান সাম্রাজ্য। কুজুল কদফিসেস| দ্বিতীয় কদফিসেস।  বিম কদফিসেস Kushan Dynasty| Kushan Vansh| Kadphises| Vima Kadphises| Kujula Kadphises| Kujula.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad