কৌটিল্য ও অর্থশাস্ত্র দ্বিতীয় পর্ব
SET BY - MANAS ADHIKARY
কৌটিল্য ও অর্থশাস্ত্র দ্বিতীয় পর্ব ।Chanakya And Arthashastra 2nd Part.
মৌর্য বংশ। কৌটিল্য। অর্থশাস্ত্র। চানক্য| বিষ্ণুগুপ্ত| Koutilya। Chanakya। Chanakya
Niti। Chanakyaa। Kautilya Arthashastra। Chanoko Niti। Chanakya
Arthashastra। Chanakya Niti in Bengali। Chandragupta Maurya Chanakya।
Chanakya Kautilya।
নমস্কার, অভিনব একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো কৌটিল্য ও অর্থশাস্ত্র দ্বিতীয় পর্ব। আজ এই পর্বে থাকছে কৌটিল্য ও অর্থশাস্ত্র সম্পর্কিত সংক্ষিপ্ত আলোচনা । আজ এই পর্বে থাকছে মেগাস্থিনিস ও ইন্ডিকা সম্পর্কিত কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পরবর্তী পর্বে এই টপিকের আরো কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
কৌটিল্য ও অর্থশাস্ত্র দ্বিতীয় পর্ব অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর| Chanakya And Arthashastra 2nd Part
প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন
টেলিগ্রাম গ্রুপ এ যোগদান করার জন্য - Click Here
১) কৌটিল্যের আসল নাম কী?
- বিষ্ণুগুপ্ত
২) কৌটিল্য কার উপাসক ছিলেন?
- বিষ্ণুর।
৩) বিষ্ণুগুপ্ত বা কৌটিল্য অন্য কী নামে পরিচিত?
- চানক্য
৪) কৌটিল্য কোথাকার বাসিন্দা ছিলেন?
- তক্ষশিলা
৫) চানক্য কার আমলে দক্ষ কূটনৈতিকবিদরূপে প্রকাশ পান?
- চন্দ্রগুপ্ত মৌর্য
৬) চানক্য চন্দ্রগুপ্তকে কত দাম দিয়ে ক্রয় করেছিলেন?
- ১০০০কৰ্ষাপন।
৭) কে চন্দ্রগুপ্ত মৌর্যকে তক্ষশিলায় নিয়ে গিয়ে রাজনীতি ও যুদ্ধবিদ্যায় পারদর্শী করে তােলেন?
- কৌটিল্য।
৮) কার সহায়তায় চন্দ্রগুপ্ত মৌর্য নন্দঝশের শেষ নরপতি ধননন্দকে পরাজিত করে মগধের সিংহাসনে বসেন?
- কৌটিল্য
১) কৌটিল্য কার প্রধানমন্ত্রী ছিলেন?
- চন্দ্রগুপ্ত মৌর্য এবং বিন্দুসারের
১০) বিন্দুসারের জন্ম হয় প্রাচীন ইতিহাসের প্রথম সার্জারীর মাধ্যমে। সেই সার্জারটি কে করেন?
- কৌটিল্য
১১) ভারতের মেকিয়াভেলী কাকে বলা হয়?
- কৌটিল্যকে (প্রসঙ্গত উল্লেখ্য যে মহারাষ্ট্রের মেকিয়াভেলীবলা হয় নানাফড়নবীশকে)।
১২) কৌটিল্য কোন বিশ্ববিদ্যালয়ের কৃতী শিক্ষক ছিলেন?
- তক্ষশিলা
১৩) চানক্য তক্ষশিলায় কীসের শিক্ষক ছিলেন?
- অর্থনীতি ও রাষ্টবিঞ্জান
১৪) চানক্য কোথাকার পন্ডিত ছিলেন?
- তক্ষশিলা।
১৫) কৌটিল্য কোথা থেকে এসে মগধে রাজপরিবারের মন্ত্রীর পদে নিযুক্ত হন?
-তক্ষশিলা
১৬) কোন সংস্কৃত নাটকে কৌটিল্য এবং চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে নন্দদের স্পষ্টভাবে অঙ্কিত আছে?
- মুদ্রারাক্ষস
১৭) কোন নাটক থেকে জানা যায় যে চানক্যের ছদ্মনাম ছিল কৌটিল্য?
- মুদ্রারাক্ষস |
১৮) চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধান পরামর্শদাতা কে ছিলেন?
- কৌটিল্য
১৯) কৌটিল্য গুপ্তচরদেরকে কীভাবে বিভক্ত করেন?
- দুইভাগে। গুঢ় পুরুষ (Secret agent) এবং সংস্থা।
২০) বিখ্যাত দুজন বিখ্যাত ব্যক্তি পানিনি ও কৌটিল্য কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেন?
- তক্ষশিলা।
২১) প্রাচীন ভারতে কাকে নীতিশাস্ত্রে প্রধান পন্ডিত হিসাবে মান্য করা হয়েছে?
- মনুকে (পানিনি- ব্যাকরনশাস্ত্র, কৌটিল্য - অর্থশাস্ত্র, পতঞ্জলি- যােগশাস্ত্র)
২২) চানক্য নীতিশাস্ত্র কে রচনা করেন?
- কৌটিল্য
২৩) ‘সপ্তঅঙ্গ এই থিয়ােরিটি কার?
-কৌটিল্য
২৪) অর্থশাস্ত্রের প্রনেতা কে?
- কৌটিল্য (বিতর্কিত)
২৫) অর্থশাস্ত্র কে উদ্ধার করেন?
- শামশাস্ত্রী
২৬) অর্থশাস্ত্রের ইংরেজী অনুবাদ কে করেন?
- শামশাস্ত্রী
২৭) অর্থশাস্ত্র ১৫ টি ভাগে বিভক্ত ছিল। প্রতিটি ভাগকে কি বলা হত?
- অধিকরন
২১) অর্থশাস্ত্রে বাংলা সম্পর্কে কী বলা আছে?
- দুটি দিক উল্লেখিত আছে।
ক) সর্বভারতীয় বাজারে বাংলার সুক্ষম সূতীবস্ত্রের চাহিদা
খ) ভারতবর্ষেরনারীদের মধ্যে বাংলার নারীর রূপ-লাবন্য তাদেরকে উচ্চাসন অধিষ্ঠিত করেছে।
৩০) কামন্দকের নীতিসার গ্রন্থটি কোন গ্রন্থের অনুকরনে লেখা?
- কৌটিল্য বা চানক্য রচিত অর্থশাস্ত্র
৩১) কৌটিল্য রাষ্ট্রের কয়টি অঙ্গের কথা বলেছেন?
- ৭ টি
৩২) কৌটিল্য কাকে স্বামী বলেছেন?
- শাসককে
৩৩) কৌটিল্য তাঁর অর্থশাস্ত্রে কতপ্রকার দুর্গের কথা বলেছেন ও কি কি?
- চার ধরনের । জলদূর্গ, মরুদূর্গ, গুহা, বন দূর্গ
৩৪) কৌটিল্য তাঁর অর্থশাস্ত্রে কতপ্রকার রাজস্বের কথা বলেছেন?
-৩ প্রকার। সীতা,ভাগ,বলি
৩৫) কৌটিল্য মন্ডলতত্ত্ব বলতে কী বুঝিয়েছেন?
- বিজুগিসু রাজার সঙ্গে পার্শ্ববর্তী রাজার সম্পর্ক
৩৬) মন্ডলতত্ত্বের প্রবক্তা কে?
- কৌটিল্য
৩৭) “প্ৰজার সুখেই রাজা সুখী, প্রজার মঙ্গলেই রাজার মঙ্গল”- উক্তিটি কার?
- কৌটিল্য
৩৮) আপদকালীন রাজস্ব সংগ্রহ ব্যবস্থা অর্থশাস্ত্রে কি নামে অভিহিত করা হয়েছে?
- প্রনয়কর
৩৯) কৌটিল্য বর্নিত চন্দ্রগুপত মৌর্যের মন্ত্রী পরিষদের সংখ্যা কত?
- ৩০
৪০) শত্রুর শত্র, মিত্র- তত্ত্বটি কার?
- কৌটিল্য
কৌটিল্য ও অর্থশাস্ত্র প্রথম পর্ব>>>>
কৌটিল্য ও অর্থশাস্ত্র তৃতীয় পর্ব>>>>
ধন্যবাদ
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here
ইউরোপের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে Click Here
মৌর্য বংশ। কৌটিল্য। অর্থশাস্ত্র। চানক্য| বিষ্ণুগুপ্ত| Koutilya। Chanakya। Chanakya
Niti। Chanakyaa। Kautilya Arthashastra। Chanoko Niti। Chanakya
Arthashastra। Chanakya Niti in Bengali। Chandragupta Maurya Chanakya।
Chanakya Kautilya।