Type Here to Get Search Results !

কৌটিল্য ও অর্থশাস্ত্র তৃতীয় পর্ব [Chanakya MCQ]



কৌটিল্য ও অর্থশাস্ত্র তৃতীয় পর্ব

SET BY - MANAS ADHIKARY

কৌটিল্য ও অর্থশাস্ত্র  তৃতীয়  পর্ব Chanakya And Arthashastra 3rd Part.

 মৌর্য বংশ। কৌটিল্য। অর্থশাস্ত্র। চানক্য| বিষ্ণুগুপ্ত| KoutilyaChanakya। Chanakya Niti। Chanakyaa। Kautilya Arthashastra। Chanoko Niti। Chanakya Arthashastra। Chanakya Niti in Bengali। Chandragupta Maurya Chanakya। Chanakya Kautilya। 

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো কৌটিল্য ও অর্থশাস্ত্র তৃতীয় পর্ব আজ এই পর্বে থাকছে কৌটিল্য ও অর্থশাস্ত্র  সম্পর্কিত কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর পরবর্তী পর্বে এই  টপিকের আরো কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

কৌটিল্য ও অর্থশাস্ত্র  তৃতীয়  পর্ব অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর| Chanakya And Arthashastra 3rd Part

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here

 

 

৪০) শত্রুর শত্র, মিত্র- তত্ত্বটি কার?

- কৌটিল্য

৪১) নেতাজী কোন নীতি অনুসরন করে দেশ ত্যাগ করেন?

-কৌটিল্যেরনীতিশত্রুর শত্রু, আমার মিত্র

৪২) কৌটিল্য কতজন অধ্যক্ষের কথা বলেছেন?

- ৩২ জন

৪৩) কোন গ্রন্থে উল্লেখ করা হয়েছে যেকৌটিল্য চন্দ্রগুপ্ত মৌর্যকে সমগ্র জম্বুদ্বীপের (ভারত) শাসক করেছিলেন’?

- মহাবংশ

৪৪) প্রাচীনকালে যৌক্তিকতা সম্পর্কে...

‘যে কোনো ধর্মীয় গ্রন্থের দৃষ্টিভঙ্গি যদি কোনো যুক্তির বিপরীত হয়, তাহলে ধর্মীয় বইয়ের চেয়ে যুক্তিকে আগে স্বীকৃতি দিতে হবে’- এই অভিমতটি কে পোষণ করেছিলেন?

- কৌটিল্য

৪৫) কোন ভারতীয় চিন্তাবিদ দুর্ভিক্ষের প্রভাব মোকাবিলায়কাজের জন্য খাদ্য কর্মসূচি’- এর কথা প্রথম বলেছিলেন?

- কৌটিল্য

৪৬) কৌটিল্যের অর্থশাস্ত্র  কোন বিষয়ের সাথে সম্পর্কযুক্ত?

- রাজনৈতিক কর্মকাণ্ড 

৪৭) চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনামলে কৌটিল্য কোন পদে আসীন ছিলেন?

- প্রধানমন্ত্রী

৪৮) ম্যাকিয়াভেলির প্রিন্স এর সাথে কার তুলনা করা হয়?

- কৌটিল্যের অর্থশাস্ত্র

৪৯) ‘রাজার উচিত মন্দিরের ধন-সম্পদ বাজেয়াপ্ত করা’ - কথা কে বলেছে?

- কৌটিল্য

৫০) কোনো ব্যক্তি তার উপর নির্ভরশীল স্ত্রী সন্তানদের যথাযথ ব্যবস্থা না করে সন্ন্যাসী হয়ে গেলে  তার জন্য কে শাস্তি  নির্ধারণ করেছেন? 

- কৌটিল্য

৫১) নিচের কোনটি কৌটিল্য কর্তৃক প্রতিপাদিতরাষ্ট্রের সপ্ত অঙ্গএর একটি অঙ্গ?

- বল

৫২) অর্থশাস্ত্রের রচয়িতা মহর্ষি চাণক্য অর্থাৎ বিষ্ণু গুপ্ত/কৌটিল্যের অনেক নাম রয়েছে একই সাথে তার একটি নাম অজয়ও পাওয়া যায়। কোন গ্রন্থে কৌটিল্যেরঅজয় নামটি পাওয়া যায়?

- অভিধামচিন্তামণি

৫৩) কৌটিল্য নিচের কাকে শূদ্র বলে মনে করেন?

- খতা, সুত, বেনে

৫৪) কৌটিল্যকে "দ্বিজর্ষভ (শ্রেষ্ঠ ব্রাহ্মণ)" বলা হয়েছে  কোথায়?

- পুরাণে

৫৫) বোধায়ন গৌতম, কৌটিল্য, মনু দ্বারা নির্ধারিত মাসিক সুদের হার কত?

- 1.25%

৫৬) কৌটিল্য সপ্তাঙ্গ সিদ্ধান্তে কাকে প্রধান বলে বিবেচনা করেছেন?

- রাজা

৫৭) কৌটিল্য রাজ্যের সাতটি অংশের(সপ্তাঙ্গ)সাথে পরবর্তীতে কোন অষ্টম অংশ যোগ করেন?

- শত্রু

৫৮)কৌটিল্যের মতে রাজার প্রধান কাজ

- আইনবিধির যথাযথ  প্রয়োগ করা

৫৯) কৌটিল্যের মতে রাজবৃত্তি কয় প্রকার?

-3

৬০) কৌটিল্যের অর্থশাস্ত্রে উল্লিখিত ‘সংস্থা’ শব্দটি কার সাথে সম্পর্কযুক্ত?

- গোয়েন্দা ব্যবস্থা 

৬১) কৌটিল্যের অর্থশাস্ত্রে  রাজার  মুদ্রা তৈরিকারী কর্মকর্তাকে কি বলা হয়েছে?

- লক্ষণাধ্যক্ষ

৬২) নিচের কোনটিকে ম্যাকিয়াভেলির 'দ্য প্রিন্স'-এর সাথে তুলনা করা হয়?

- কৌটিল্যের 'অর্থশাস্ত্র'

৬৩) কৌটিল্য রচিত 'অর্থশাস্ত্র' কয়টি অধিকরণে বিভক্ত?

- 15

৬৪) কৌটিল্যের অর্থশাস্ত্রে শ্লোকের সংখ্যা কত?

- 4000

৬৫) কৌটিল্যের অর্থশাস্ত্রে কয়টি পর্ব রয়েছে?

- 180

৬৬) ‘সম্রাট অশোক তাঁর পৃথক কলিঙ্গ শিলালিপিতে বলেছেন, সমস্ত প্রজা আমার সন্তান’। অশোকের শাসনের এই ধারণা কৌটিল্যের অর্থশাস্ত্রের কোন অধিকরণের সাথে মিলে যায়?

- দ্বিতীয় অধিকরন

৬৭) কৌটিল্য কয় প্রকারের দাস এর কথা বলেছেন?

- 9

৬৮) কৌটিল্যের অর্থশাস্ত্রে, অর্থশাস্ত্রের কোন শাখায় 9 প্রকার দাসের উল্লেখ আছে?

- তৃতীয় অধিকরণ

৬৯) কে সর্বপ্রথম শূদ্রদেরকে আর্যদের মধ্যে অন্তর্ভুক্ত করে  সেনাবাহিনীতে যোগদানের অনুমতি দেন?

- কৌটিল্য

৭০) যেমন জলে বসবাসকারী মাছ দুই চুমুক জল পান করলে কেউ দেখতে পায় না, ঠিক একইভাবে তারা সম্পদ অপহরণ করে’ - যুক্তা (লেখপাল) নামক অধিকর্তা প্রসঙ্গত কার বক্তব্য এটি?

- কৌটিল্য

৭১)  রাজকুমাররা যেমন সিংহাসন পতন ঘটাতে পারে, তেমনি রাজকন্যারাও পারে’ -উপরোক্ত উক্তিটি কার?

- কৌটিল্য

৭২) কোন পণ্ডিত  অর্থশাস্ত্রের রচয়িতা হিসাবে কৌটিল্যকে স্বীকার করেননি?

- কিথ

৭৩) কৌটিল্য বিশ্বাসঘাতকতার মাধ্যমে যুদ্ধ করাকে কি নাম দিয়েছিলেন?  

- কূট যুদ্ধ

৭৪) কৌটিল্য কয় প্রকার যুদ্ধের বর্ণনা করেছেন?

- তিন প্রকার

৭৫) কৌটিল্য কত প্রকারের যুদ্ধাস্ত্রের কথা উল্লেখ করেছেন?

- 2

৭৬) অর্থশাস্ত্রে কৌটিল্য মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স কত হওয়া দরকার বলে উল্লেখ করেছেন?

- বারো বছর

৭৭) অর্থশাস্ত্রে কৌটিল্যহিস্ত্রিকাশব্দটি কার জন্য ব্যবহার করেছেন?

- নৌকা

৭৮) কৌটিল্যের মতে রাজা কোন দেবতার প্রতিনিধি?

- ইন্দ্র ও যম

৭৯) কৌটিল্য কয় প্রকার পদাতিক সেনার কথা উল্লেখ করেছেন?

- 6

৮০) কৌটিল্য কোন প্রসঙ্গে ‘অহিতক’ শব্দটি ব্যবহার করেছেন?

- ক্রীতদাস 

 

কৌটিল্য ও অর্থশাস্ত্র দ্বিতীয়  পর্ব>>>>

কৌটিল্য ও অর্থশাস্ত্র চতুর্থ  পর্ব>>>>

  

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

ইউরোপের বিভিন্ন  টপিক সম্পর্কে পড়তে Click Here

 

 মৌর্য বংশ। কৌটিল্য। অর্থশাস্ত্র। চানক্য| বিষ্ণুগুপ্ত| KoutilyaChanakya। Chanakya Niti। Chanakyaa। Kautilya Arthashastra। Chanoko Niti। Chanakya Arthashastra। Chanakya Niti in Bengali। Chandragupta Maurya Chanakya। Chanakya Kautilya। 

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad