Type Here to Get Search Results !

কৌটিল্য ও অর্থশাস্ত্র চতুর্থ পর্ব [Bishnugupta MCQ]

 


কৌটিল্য ও অর্থশাস্ত্র চতুর্থ পর্ব

SET BY - MANAS ADHIKARY

কৌটিল্য ও অর্থশাস্ত্র  চতুর্থ  পর্ব Chanakya And Arthashastra 4th Part.

 মৌর্য বংশ। কৌটিল্য। অর্থশাস্ত্র। চানক্য| বিষ্ণুগুপ্ত| KoutilyaChanakya। Chanakya Niti। Chanakyaa। Kautilya Arthashastra। Chanoko Niti। Chanakya Arthashastra। Chanakya Niti in Bengali। Chandragupta Maurya Chanakya। Chanakya Kautilya। 

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো কৌটিল্য ও অর্থশাস্ত্র চতুর্থ ও শেষ পর্ব আজ এই পর্বে থাকছে কৌটিল্য ও অর্থশাস্ত্র  সম্পর্কিত  আরো কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here

 

কৌটিল্য ও অর্থশাস্ত্র  চতুর্থ  পর্ব অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর| Chanakya And Arthashastra 4th Part


৮১) কৌটিল্যের মতে কোন দাস ক্ষতিকারক নহে(অহিতক)?

- অস্থায়ীভাবে বন্দী দাস

৮২) বিষ্ণু শর্মার পঞ্চতন্ত্রে কৌটিল্যের নাম কী পাওয়া যায়?

- চাণক্য

৮৩) কৌটিল্যের ‘সপ্তং সিদ্ধান্তে সপ্তম অঙ্গ কোনটি?

- বন্ধু

৮৪) কৌটিল্য অর্থশাস্ত্রে তিন প্রকারের "দূত" উল্লেখ করেছেন। সেগুলি কি কি?

- পারমিতার্থ - সীমিত অধিকার এবং উদ্দেশ্যের সাথে সংশ্লিষ্ট রাজদুত

নিসৃষার্থ – সর্বাধিকার প্রাপ্ত রাজদুত

শাসনহর – রাজ আঞ্জা বহনকারী রাজদুত

৮৫) দশম শতাব্দীর দিকে অর্থশাস্ত্র নামক গ্রন্থটি কে রচনা করেন?

- বৃহস্পতি

৮৬) কৌটিল্য কাদেরকে কটাক্ষ করে বলেন যে ‘অর্থনৈতিক পদে নিযুক্ত কর্মকর্তাদের ঘুষ নিতে দেখা যায় না যেমন মাছকে জলে জল খেতে দেখা যায় না’।

- যুক্তা(লেখপাল)

৮৭) কৌটিল্য শিক্ষা কে কয়টি শ্রেণীতে ভাগ করেছেন?

- 4 ক্লাস

৮৮) কোন মহাজনপদকে কৌটিল্য ‘বর্তশাস্ত্রজীবী সংঘ’ বলে বর্ণনা করেছেন?

- গান্ধার  (মতান্তরে কম্বোজ)

৮৯) কে তার গ্রন্থে মুদ্রা নকলকারীদের কথা উল্লেখ করেছেন?

- অর্থশাস্ত্রে কৌটিল্য

৯০) কৌটিল্যের অর্থশাস্ত্রে কাকে বিচারালয় হিসাবে নির্দেশ করা হয়েছে?

- ধর্মস্থ্য ও কণ্টকশোধন

৯১) কৌটিল্যের অর্থশাস্ত্র অনুসারে দেওয়ানি আদালতকে কী বলা হয়েছে?

- ধর্মস্থ্য

৯২) মৌর্য যুগে বিবাহবিচ্ছেদের জন্য ‘মোক্ষ’ শব্দটি কে ব্যবহার করেছিলেন...?

- কৌটিল্য

৯৩) মেগাস্থিনিস এবং স্ট্র্যাবোর মতে, ভারতে কোন দাসপ্রথা ছিল না, কিন্তু অন্যদিকে, কৌটিল্য ভারতে দাসদের বর্ণনা দিয়েছেন।কৌটিল্য কত রকমের দাসদের বর্ণনা দিয়েছেন?

- 9

৯৪) অর্থশাস্ত্রে কৌটিল্য কয় প্রকার কর এর কথা উল্লেখ করেছেন?

- 21

৯৫) মৌর্য যুগে বাণিজ্যের বিকাশ ঘটে এবং জাহাজ নির্মাণও ছিল একটি প্রধান শিল্প। কার মতে জাহাজ নির্মাণে রাষ্ট্রের একচেটিয়া অধিকার ছিল?

- কৌটিল্য ও Strabo

৯৬) ম্যাকিয়াভেলি বলেছিলেন, একজন রাজার পশু-পাখি থেকে মাত্র দুটি গুণ অর্জন করা উচিত, একটি সিংহের সাহসিকতা এবং অন্যটি শিয়ালের চতুরতা। কিন্তু কৌটিল্য একজন রাজার কয়টি গুণ অর্জনের কথা বলেছেন?

- 20

৯৭) কৌটিল্য রাজাকে কোন দেবতার প্রতিনিধি মনে করেছেন?

- ইন্দ্র ও যম

৯৮) কৌটিল্য কয় প্রকারের গুপ্তচরের কথা বলেছেন?

- 2

৯৯) কৌটিল্য কয় প্রকারের বিয়ের কথা বলেছেন?

- 8 (আট)

১০০) কৌটিল্য কয় প্রকারের জমির কথা বলেছেন?

- 10

১০১) চাণক্য কত প্রকারের মদের কথা উল্লেখ করেছেন?

- 6

১০২) কোন গ্রন্থে চাণক্য এর ৮টি নাম উল্লেখ আছে?

- অভিধান চিন্তামণি

১০৩) চাণক্যের স্ত্রীর নাম 'যশোমতী' কোন গ্রন্থে পাওয়া যায়?

- বৃহৎকথাকোশ

১০৪) বিন্দুসারের শিক্ষক কে ছিলেন?

- চাণক্য

১০৫) নিচের কোন বইটিকে চাণক্যের আংশিক জীবনী হিসেবে বিবেচনা করা হয়?

- মুদ্রারাক্ষস

১০৬) মুদ্রারাক্ষস নাটকের এক জায়গায় কোন অমাত্য রাক্ষসকে বলেন যে -চাণক্য  শক, যবন, কম্বোজ, পার্সি প্রভৃতি বিশাল বাহিনীকে নিজের অধীনে নিয়ে আসেন এবং চন্দ্রগুপ্ত ও প্রবর্তকের এই সেনারা কুসুমপুরকে ধ্বংসের সমুদ্রের মতো ঘিরে রেখেছে ?

- বিরধগুপ্ত

১০৭) বিন্দুসার চাণক্যের সাহায্যে 16টি অঞ্চল জয় করেছিলেন এবং তার সাম্রাজ্যকে সমুদ্র থেকে সমুদ্র পর্যন্ত বিস্তৃত করেছিলেন - বিবৃতিটি কার?

- তারানাথ

১০৮) চন্দ্রগুপ্ত আচার্য চাণক্যের নীতি অনুসরণ করে নন্দোকে পরাজিত করেন, আবার চন্দ্রগুপ্ত মৌর্য মহিপালরূপে পুনর্জন্ম নিয়ে, পুনর্জন্মপ্রাপ্ত  কর্ণাট রূপি নন্দোকে আবার হত্যা করেন- এই কথা কোথায় ঊল্লেখ আছে?

- চণ্ডকৌশিকম

১০৯) চন্দ্রগুপ্ত মৌর্যের বিখ্যাত গুরু চাণক্য নিচের কোন শিক্ষা কেন্দ্রের অন্তর্গত ছিলেন?

- তক্ষশীলা

১১০) চাণক্যের সাথে চন্দ্রগুপ্ত মৌর্যের সাক্ষাৎ হওয়ার সময় চন্দ্রগুপ্ত মৌর্য কোন খেলায় নিযুক্ত ছিলেন?

- রাজকিলাম

১১১) কাকে ভারতের ম্যাকিয়াভেলি বলা হয়? 

- চাণক্য

১১২) বর্ণাশ্রম ধর্মের মহান পৃষ্ঠপোষক কাকে বলা হয়েছে?

- চাণক্য

১১৩) চতুষ্পাদ বিচারে চাণক্য কাকে সর্বোচ্চ এবং শ্রেষ্ঠ বলে বিবেচিত করেছেন?

- রাজতন্ত্র

১১৪) কার মতে প্রশস্ত ধরনের বিবাহে কোনোদিন বিচ্ছেদ হয় না? 

- চাণক্য

১১৫) মৌর্য আমলে চাণক্য কোন ধরনের মুদ্রার উল্লেখ করেননি?

- স্বর্ণ

১১৬) ‘কৌটিল্যের অর্থশাস্ত্রনামক গ্রন্থটি কার লেখা ?

- জোলি

 

কৌটিল্য ও অর্থশাস্ত্র তৃতীয় পর্ব>>>>

  

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

ইউরোপের বিভিন্ন  টপিক সম্পর্কে পড়তে Click Here

 

 মৌর্য বংশ। কৌটিল্য। অর্থশাস্ত্র। চানক্য| বিষ্ণুগুপ্ত| KoutilyaChanakya। Chanakya Niti। Chanakyaa। Kautilya Arthashastra। Chanoko Niti। Chanakya Arthashastra। Chanakya Niti in Bengali। Chandragupta Maurya Chanakya। Chanakya Kautilya। 

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad