Type Here to Get Search Results !

সুলতানি যুগের গ্রন্থ ও রচয়িতা [ Books during the Sultanate Period]

 



দিল্লীর সুলতানি আমলে রচিত কিছু গ্রন্থ

Set by - Manas Adhikary


সুলতানি আমলে রচিত গ্রন্থ ও রচয়িতা। Books and authors written during the Sultanate period


  নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো সুলতানি আমলে রচিত কিছু গ্রন্থপশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here

 

 

সুলতানি যুগের গ্রন্থ ও রচয়িতা 



) তবকাত--নাসিরী - মিনহাজ উদ্দীন সিরাজ

) তবকাত-- আকবরী - নিজাম উদ্দিন আহমেদ

) তারিখ--ফিরোজশাহী - জিয়াউদ্দিন বারনি

) তারিখ--মুবারকশাহী - ইয়াহিয়া বিন আহমদ বিন আবদুল্লাই সরহিন্দ

) তারিখ--শেরশাহী - আব্বাস খান শেনওয়ানী

) তারিখ--দাউদি - আবদুল্লাহ

) তারিখ--ফিরোজশাহী - জিয়াউদ্দিন বারনী (এনাকে সুলতানি যুগের সর্বশ্রেষ্ঠ ঐতিহাসিক বলা হয়)

) খাজাইন-উল-ফুতুহ - আমীর খসরু

১০) রেহলা - ইবনবতুতা

১১) দালাল--ফিরিজশাহী- আজিমুদ্দিন

১২) সিয়ার-উল-মুতাক্ষরীন - গুলম হুসেন তবাৎ বাই

১৩) তাজ -উল-মাসির - হাসান নিজামী ( কুতুবউদ্দীনের আইবকের সভাকবি)

১৪) আমীর খসরু লিখিত গ্রন্থ সমূহ :- খাজাইন-উল-ফুতুহ, কিরিনুস সাদ্দাইন, মিফতাহুল ফুতুহ, ঘিরাতুল-কামাল, খামসা--নিজামি, দুভাল-রানী-খিজিরখান, তুঘলকনামা, অসিবান (প্রসঙ্গত উল্লেখ্য যে আমীর খসরু নিজামুদ্দীন আওলিয়ার ছাত্র ছিলেন এবং ইনি দিল্লীর আটজন সুলতানের (মতান্তরে সাতজন) শাসন প্রতক্ষ্য করেন)

 

জিয়াউদ্দিন বারনী সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

১) সুলতানি যুগের সর্বশ্রেষ্ঠ ঐতিহাসিক কাকে বলা হয়?

- জিয়াউদ্দিন বারনী

২) জিয়াউদ্দিন বারনী রচিত কোন গ্রন্থটিকে প্রথম শ্রেনির ঐতিহাসিক গ্রন্থ বলে বিবেচনা করা হয়?

- তারিখ--ফিরোজশাহী

৩) মিনহাজ উদ্দিন সিরাজের লেখা ঐতিহাসিক গ্রন্থ যেখানে শেষ হয়েছিল সেখান থেকে শুরু হয়েছিল কার লেখা?

- জিয়াউদ্দিন বারনী

৪) জিয়াউদ্দিন বারনীর লেখা কার শাসন আমল থেকে শুরু হয়েছিল?

– গিয়াস উদ্দিন বলবনের রাজত্বের প্রথম বর্ষ থেকে

৫) জিয়াউদ্দিন বারনী  লেখা থেকে কোন শাসকের আমল পর্যন্ত জানা যায়?

- ফিরোজ শাহ তুঘলকের রাজত্বের ছয় বছর পর্যন্ত।

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad