Type Here to Get Search Results !

আমীর খসরু [Amir Khosru]


আমীর খসরু

Set by- Manas Adhikary

আমীর খসরু অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। Amir Khosru Short Question Answer.

আমীর খসরু তবলার জনক। সেতারের জনক। রাগের জনক|Amir Khosru| Amir Khasru.

  নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো আমীর খসরু। এই পর্বে থাকছে আমীর খসরু সম্পর্কিত কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

 

আমীর খসরু|Amir Khosru

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here

 

) কাকে হিন্দুস্থানের তোতাপাখি বা বুলবুল--হিন্দ বলা হয়?

- আমীর খসরু

) আমীর খসরু কার সভাকবি ছিলেন?

- মোট আটজনের (মতান্তরে সাতজনের) সভায় বিরাজমান ছিলেন। তবে সভাকবি হিসাবে বিশেষভাবে উল্লেখ্য আলাউদ্দীন খলজীর আমলে

) আমীর খসরু কোন বাদ্যযন্ত্রের জনক হিসাবে বিখ্যাত ছিলেন?

- সেতার ও তবলা

) আমীর খসরু লেখা গ্রন্থের নাম কী?

 - কিরন-উস-সায়াদিন, কিরন-উস-সদয়, মিফতা-উল- ফুতুহ, নুর--সিপিহর, খাজাইন-উল-ফুতুহ, দেবলারানী খিজির খান, তুঘলকনামা, লায়লা মজনু, আশিকী, তারিখ--আলাই, মসনভীকাব্য ইত্যাদি

) আমীর খসরু কাকেখলিফা--জামান' বলে মনে করতেন?

- আলাউদ্দীন খলজী

) আমীর খসরু প্রথম কার সভাসদ ছিলেন?

- গিয়াস উদ্দীন বলবনের

) আমীর খসরু কতগুলি  যুগল রচনা করেন, যার রেকর্ড আজও

কেউ ভাঙতে পারেনি?

- চার লক্ষ

) আমীর খসরু কোন দেশের লোক ছিলেন?

- ভারতের উত্তরপ্রদেশের পাতিয়ালার লোক ছিলেন

৯) কোন সুলতানের আমলে আমীর খসরুর পিতা ভারতে এসেছিলেন?

 - ইলতুতমিশ

১০) আমীর খসরু দিল্লীর মোট কতজন সুলতানকে দেখেছেন?

- আটজন (মতান্তরে ৭জন)

১১) আমীর খসরু কোন সুফি সাধকের শিষ্য ছিলেন?

- নিজাম উদ্দীন আউলিয়া

১২) আমীর খসরু সংস্কৃত ভাষায় একজন পন্ডিত ছিলেন, এটি তাঁর কোন গ্রন্থ থেকে জানা যায়?

- ন্যুর-সিপ্যহর

১৩) মধ্যযুগের রবীন্দ্রনাথ কাকে বলা হয়?

- আমীর খসরুকে

১৪) আমীর খসরুর প্রকৃত নাম কী?

- আবুল হাসান আমীরুদ্দিন খুসরব

১৫) সম্রাটের রাজমুকুটের প্রতিটি মুক্তা ছিল দরিদ্র কৃষকের চোখের জলের কেলাসিত রূপ- এই উক্তিটি কার?

- আমীর খসরু

১৬) কে প্রথম উর্দূকে কবিতার ভাষা হিসাবে ব্যবহার করেন?

- আমির খসরু

১৭) আমীর খসরু কোন কোন অভিযানে আলাউদ্দীন খলজীর সাথে যান?

- রনথম্বোর চিতোর

১৮) সিতারের জনক কাকে বলা হয়?

- আমির খসরু

১৯) ভারতের উচ্চাঙ্গ সঙ্গীতেখেয়াল' এর উদ্ভাবক কে?

- আমীর খসরু

২০) মধ্যযুগের কোন লেখককেলেখক শিরোমনি' বলা হয়?

- আমীর খসরু

২১) সুলতানি যুগে কে তবলা আবিস্কার করেন?

- আমীর খসরু

২২) সুলতানি যুগের কোন কবিকে সাহিত্যে সমন্বয় নীতির প্রবক্তা বলা হয়?

- আমীর খসরু

২৩) আমীর খসরুর প্রথম রচিত কাব্যগ্রন্থের নাম কি?

– তুহ-ফাতুস-সিঘ্র

২৪) আমীর খসরুকে আমারত উপাধিতে কে ভূষিত করেন?

- জালাল উদ্দিন খলজি

২৫) গিয়াস উদ্দিন তুঘলক আমীর খসরুকে কত টাকা মাসিক সাম্মানিক দিতেন?

- এক হাজার টাকা

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

 আমীর খসরু তবলার জনক। সেতারের জনক। রাগের জনক|Amir Khosru| Amir Khasru.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad