বিন্দুসার
By- Manas Adhikary
বিন্দুসার।Bindusar.
মৌর্য বংশ। বিন্দুসার| Bindusar। Bindusar MCQ| Bindusar Q And Answer| About Bindusar.
নমস্কার, অভিনব একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো বিন্দুসার। আজ এই পর্বে থাকছে বিন্দুসার সম্পর্কিত সংক্ষিপ্ত আলোচনা ও অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
বিন্দুসার সংক্ষিপ্তরূপ ও অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর| About Bindusar and Question Answer.
প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন
টেলিগ্রাম গ্রুপ এ যোগদান করার জন্য - Click Here
বিন্দুসার ছিলেন মৌর্যবংশের দ্বিতীয় নরপতি। বিন্দুসার ছিলেন রাজা চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র। বিন্দুসারের মাতা ছিলেন ধননন্দের কন্যা এবং রাজা চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধান মহিষী দুর্ধরা। জন্মের সময় বিন্দুসারের নাম রাখা হয়েছিল সিংহসেন। জৈন প্রবাদ অনুসারে, চন্দ্রগুপ্ত মৌর্যের উপদেষ্টা তথা প্রধানমন্ত্রী চানক্য, শত্রু দ্বারা বিষপ্রয়ােগে হত্যা করার চেষ্টা বিফল করার জন্য চন্দ্রগুপ্তের শারীরিক প্রতিষেধক তৈরী করার উদ্দেশ্যে প্রতিদিন চন্দ্রগুপ্ত মৌর্যকে তাঁর অজান্তে অল্পমাত্রায় বিষ পান করাতেন। একদিন চন্দ্রগুপ্ত মৌর্য তার বিষযুক্ত খাবার অন্তঃসত্ত্বা দুর্ধরার সঙ্গে ভাগ করে খেলে, দুর্ধরার মৃত্যু হয়। তার সন্তানকে বাঁচাতে চানক্য সদ্যমৃত দুর্ধরার পেট কেটে তাঁর পুত্রসন্তান বিন্দুসারকে বের করে আনেন৷ বিন্দুসারের স্ত্রীর নাম ধৰ্মা বা সুভদ্রাঙ্গি। পিতা চন্দ্রগুপ্ত মৌর্য ধর্মের অনুশাসন অনুসারে সিংহাসন ত্যাগ করার পর বিন্দসার উত্তরাধিকারসূত্রে মাত্র বাইশ বছর বয়সে রাজত্ব লাভ করেন। সিংহাসন আরােহনকালে তিনি ‘অমিত্রঘাত’ বা ‘শত্র*নিধনকারী’ উপাধিলাভ করেন। বিন্দুসার রাজ্য পরিচালনার করলেও তাঁর রাজত্বের তেমন কোন বিবরন পাওয়া যায় নি। জানা যায়, বিন্দুসারের সাথে তাঁর পিতা চন্দ্রগুপ্তের নানাবিষয়ে মতভেদ ছিল। তা সত্ত্বেও তিনি তাঁর পিতার আভিজাত্য ও ঐতিহ্য রক্ষা করেছিলেন। তৎকালীন বৌদ্ধ গ্রন্থকার তারানাথের বিবরণ থেকে দেখা যায় যে, চানক্য বিন্দুসারের মন্ত্রী হিসাবে কাজ করেছিলেন। সে সময়ে চানক্য রাষ্ট্রশাসনে তাঁর প্রতিপত্তি রক্ষায় ব্রতী ছিলেন। দাক্ষিনাত্যের কিছু অংশ বিন্দুসারের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল বলে ধারনা করা হয়৷ বিন্দুসারের রাজত্বকালের সবচেয়ে উল্লেখযােগ্য ঘটনা ছিল তক্ষশীলার বিদ্রোহ। সে সময়ে তক্ষশীলার অধিবাসীরা শাসকদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বিদ্রোহে লিপ্ত হয়৷ তক্ষশীলার এই বিদ্রোহ দমন করেছিলেন যুবরাজ অশােক। তাঁর মন্ত্রী চানক্য একবার ১৬টি রাজ্যের নৃপতি ও সামন্তদের পরাজিত করে তাঁর সাম্রাজ্যের পরিধি পূর্ব সমুদ্র হতে পশ্চিম সমুদ্র অবধি বিস্তৃত করেছিলেন বলে তিব্বতীয় গ্রন্থকার তারানাথের বিবরনে পাওয়া যায়। তবে তারানাথের এই বিবরন গ্রহনযােগ্যতা পায়নি কারন,সৌরাষ্ট্র চন্দ্রগুপ্তের মৌর্য সাম্রাজ্যভুক্ত ছিল তা প্রমানিত হয়েছে। নানা বিষয়ে পিতার সাথে মতবিরােধ থাকা সত্বেও বিন্দুসার ছিলেন পিতার মতােই গ্রিকদের অনুরাগী। তিনি তাঁর পিতার মতােই গ্রিকদের সাথে সৌহার্দ্য বজায় রেখেছিলেন। সিরিয়ার অধিপতি অ্যান্টিওকাস ও মিশর-রাজ দ্বিতীয় টলেমি বিন্দুসারের রাজসভায় যথাক্রমে ডায়ােনিসাস ও ডেইমেকাসকে রাজদূত হিসাবে পাঠিয়েছিলেন। বিন্দুসার সিরিয়ার অধিপতি অ্যান্টিওকাসের নিকট শুষ্ক ডুমুর, মিষ্টি মদ ও একজন দার্শনিক ব্যক্তি চেয়ে পত্র লিখেছিলেন বলে গ্রিক ঐতিহাসিক হেগেসেনার এর বিবরন থেকে জানা যায়৷ তবে ঐসময়ে গ্রিসে গ্রিক পন্ডিত ব্যক্তির ক্রয় বিক্রয় নিষিদ্ধ ছিল, এই কারনে অ্যান্টিওক্কাস কোনাে গ্রিক দার্শনিক পাঠাতে পারেন নি। তবে তিনি মিষ্টি মদ ও শুষ্ক ডুমুর পাঠিয়েছিলেন। বিন্দুসার গ্রিকদের নিকট ‘আমিত্রখাতেস বা আল্লিত্রখাদেস’ নামে পরিচিত ছিলেন। বিন্দুসার আজীবিক ধর্মসম্প্রদায়ের মত বিশ্বাস করতেন। তার আধ্যাত্মিক গুরু পিঙ্গলবস্তু বা জনসন একজন ব্রাহ্মন আজীবিক ছিলেন। বিন্দুসার বেশ কিছু ব্রাহ্মনভট্টো বা ব্রাহ্মন মঠে দান ধ্যান করেন বলে জানা যায়। বিন্দসার প্রায় ২৮ বছর রাজত্ব করে পরলােক গমন করেন বলে জানা যায়।তবে, প*রান মতে জানা যায় যে, তিনি ২৫ বছর রাজত্ব করেছিলেন। বৌদ্ধ কিংবদন্তী অনুসারে জানা যায়, তাঁর স্ত্রীর সংখ্যা ছিল ১৬ জন এবং পুত্রের সংখ্যা ছিল ১০১ টি। তাঁর মৃত্যুর পর তাঁর পুত্র অশােক অন্যান্য ভাইদের পরাজিত ও হত্যা করে সিংহাসন দখল করেছিলেন৷
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১) চন্দ্রগুপ্ত মৌর্যের পর কে সিংহাসনে বসেন?
- বিন্দুসার
২) কোন পুরাণ অনুসারে চন্দ্রগুপ্ত মৌর্যের উত্তরসূরি ছিলেন বিন্দুসার?
- বিষ্ণু পুরাণ
৩) মৎস্য পুরাণ অনুসারে চন্দ্রগুপ্ত মৌর্যের উত্তরসূরি কে ছিলেন?
- অশোক
৪) বিন্দুসার কবে সিংহাসনে বসেন?- ২৯৭ খ্রীস্টপূর্বাব্দে
৫) বিন্দুসারের মায়ের নাম কী?
-দুর্ধরা
৬) কোন গ্রন্থ অনুসারে বিন্দুসারের মায়ের নাম ছিল দুর্ধরা?
- জৈন গ্রন্থ৭) কোন পুরাণ অনুসারে বিন্দুসারের মা ছিলেন হেলেনা?
- ভবিষ্য পুরাণ
৮) প্রাচীন ভারতের প্রথম সিজারের মাধ্যমে জন্মগ্রহন করে কে?
- বিন্দুসার
৯) বিন্দুসার কোন উপাধি ধারন করেছিলেন?
- অমিত্রঘাত
১০) বিন্দুসারের নাম ‘অমিত্রঘাত’ কোন গ্রন্থে পাওয়া যায়?
- মহাভাষ্য
১১) বিন্দুসারকে অমিত্রঘাত বলে কারা অভিহিত করেছিলেন?- গ্রিক লেখকরা
১২) কোন পুরাণে বিন্দুসারকে ‘মান্দাসার’ বলা হয়েছে??
- বায়ু পুরাণ
১৩) পতঞ্জলির মহাভাষায় কাকে অমিত্রঘাত নামে সম্বোধন করা হয়েছে?
- বিন্দুসার
১৪) জৈন গ্রন্থে কাকে সিংহ সেন বলা হয়েছে?
- বিন্দুসার
১৫) কোনটিতে বিন্দুসার ও অশোক নিজেকে মূর্তি-অভিষিক্ত ক্ষত্রিয় বলে উল্লেখ করেছেন?
- অশোকাবদান
১৬)) বিন্দুসারের ১৬ জন পত্নি ছিলেন। তাদের মধ্যে সম্রাট অশােকের গর্ভধারিনী মা কে ছিলেন?- সুভদ্রাঙ্গী।
১৭)আজিবিক সম্প্রদায়ের কোন ব্যাক্তি অশোকের মা সুভদ্রঙ্গীর কুলগুরু ছিলেন?
- জনাসেনা
১৮) বিন্দুসার কোন ধর্মের পৃষ্ঠপােষক ছিলেন?
- আজীবিক
১৯) কোন গ্রন্থ অনুসারে বিন্দুসার ব্রাহ্মণ ধর্মের অনুসারী ছিলেন?
- মহাবংশ
২০) বিন্দুসারের ধর্মীয় গুরু নাম কী?- পিঙ্গলবস্তু বা জনাসন
২১) বিন্দুসার রাজসভায় কোন বিখ্যাত জ্যোতিষী ছিলেন?
- পিঙ্গলবৎস
২২) কে আরবসাগর ও বঙ্গোপসাগরের মধ্যবর্তী স্থান জয় করেছিলেন?
অথবা ‘দুই সমুদ্রের মধ্যবর্তী ভূখন্ডের অধিপতি কাকে বলা হয়?
-বিন্দুসার
২৩) কার মতে বিন্দুসার সূদূর দাক্ষিণাত্য পর্যন্ত সাম্রাজ্য বিস্তার করেছিলেন?
-তিব্বতীয় ঐতিহাসিক তারানাথ
২৪) তক্ষশীলা বিদ্রোহ কোন রাজার আমলে হয়?
- বিন্দুসার
২৫)বিন্দুসার কোথাকার বিদ্রোহীদের দমন করতে অশোককে পাঠিয়েছিলেন?
- তক্ষশীলা
২৬) তক্ষশীলা বিদ্রোহ দমন করেন কে?- বিন্দুসারের আমলে রাজকুমার অশােক
২৭) বিন্দুসারের রাজত্বের শেষের দিকে যে তক্ষশীলা বিদ্রোহ (দ্বিতীয়বার) দেখা দিয়েছিল, তা দমন করার জন্য কাকে পাঠানো হয়েছিল?
- সুসিম
২৮) বিন্দুসার সারাভারতের কোন রাজ্যটিকে তাঁর সাম্রাজ্যভুক্ত করতে পারে নি?-কলিঙ্গ
২৯) বিন্দুসারের মন্ত্রীর নাম কী?
- রাধাগুপ্ত।
৩০) আজিবক পিঙ্গলবৎস কার সভাসদ ছিলেন?
- বিন্দুসার
৩১) রাজদূত ডায়ানিসিয়াস কোন সম্রাটের রাজত্বকালে ভারতে এসেছিলেন?-বিন্দুসার
৩২)বিন্দুসারের আমলে আগত ডায়োনিসিয়াস নামক রাষ্ট্রদূত কোন দেশের নাগরিক ছিলেন?
- মিশর
৩৩) ডায়ানিসাস কার দূত ছিলেন?- মিশরের রাজা টলেমি
৩৪) কার মতে বিন্দুসারের দরবারে মিশরের শাসক টলেমি দ্বিতীয় ফিলাডেলফাস
"ডায়নিসিয়াস" নামে দূত পাঠান?
- প্লিনি
৩৫) কোন মৌর্য সম্রাটের রাজত্বকালে সিরিয়ার রাজা প্রথম অন্টিওকাস ভারতে দুত পাঠিয়েছিলেন?
- বিন্দুসার
৩৬) গ্রিক রাজদূত ডেইমাকস কার দরবারে এসেছিলেন?
- বিন্দুসার
৩৭) ডেইমাকস কার প্রেরিত দূত ছিলেন?
- সিরিয়ার রাজা অন্টিওকাস৩৮) বিন্দুসারের দরবারে মৌর্য সাম্রাজ্যের মেগাস্থিনিসের উত্তরসূরি হিসাবে কে উপস্থিত ছিলেন?
- ডাইমাকাস
৩৯) কার মতে বিন্দুসার ও সিরিয়ার শাসক অ্যান্টিওকাসের মধ্যে চিঠিপত্র আদান প্রদান হয়েছিল এবং বিন্দুসার, সিরিয়ার শাসকের কাছে ৩টি জিনিস দাবি করেছিলেন?
- এথেনিয়াস
৪০) সিরিয়ার শাসক অ্যান্টি-ওকুস মৌর্য সম্রাট বিন্দুসারের দাবি্মত তিনটি জিনিসের মধ্যে কোনটি পাঠাতে অস্বীকার করেছিলেন?- দার্শনিক
৪১) "বিন্দুসার চাণক্যের সাহায্যে 16টি অঞ্চল জয় করেছিলেন এবং তার সাম্রাজ্যকে সমুদ্র থেকে সমুদ্র পর্যন্ত বিস্তৃত করেছিলেন" নিম্নলিখিত বিবৃতিটি কার?
- তারানাথ
৪২) পুরাণ অনুসারে মৌর্য সম্রাট বিন্দুসার কত বছর মৌর্য সাম্রাজ্যের সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন?
- 24
৪৩) বিন্দুসার রাজসভায় 500 জন সদস্য নিয়ে একটি মন্ত্রী পরিষদ ছিল, এই মন্ত্রী পরিষদের প্রধান কে ছিলেন?
- খাল্লাতক
৪৪) কোন কোন শাসক আজিবিকদের সমর্থক ছিলেন?
- বিন্দুসার ও দশরথ
৪৫) বিন্দুসারের মৃত্যুর সময় অশোক কোথাকার গভর্নর ছিলেন?
- উজ্জয়িনী
ধন্যবাদ
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here
মৌর্য বংশ। বিন্দুসার| Bindusar। Bindusar MCQ| Bindusar Q And Answer| About Bindusar.