Type Here to Get Search Results !

বাংলার সুলতানি শাসন তৃতীয় পর্ব [ Bangla Sultanat]


বাংলার সুলতানি শাসন তৃতীয় পর্ব

Set By- Manas Adhikary

বাংলার সুলতানি শাসন অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর তৃতীয় পর্ব। Sultanate Rule of Bengal  Short Q&A 3rd Part.

 বাংলার সুলতানি শাসন। রাজা গনেশবরাবক শাহকেএকলাখী প্রাসাদ' নির্মান করেনইলিয়াস শাহী বংশের শ্রেষ্ঠ নরপতি

 নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো  বাংলার সুলতানি শাসন তৃতীয় পর্ব। এই পর্বে থাকছে বাংলার সুলতানি শাসন সম্পর্কিত কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

 

 বাংলার সুলতানি শাসন অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর| Sultanate Rule of Bengal  Short Q&A.

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here

 

 

৬৫) কার দ্বারা বাংলার ইলিয়াস শাহী বংশের সাময়িক পতন ঘটে?

- রাজা গনেশ

৬২) বাংলার সিংহাসনে বসার আগে রাজা গনেশের পরিচয় কী ছিল?

- ভাতুড়িয়া দিনাজপুরের ব্রাহ্মন জমিদার

৬৩) রাজা গণেশ কতবার সিংহাসনে বসেছিলেন?

- দুইবার (প্রথমবার শিহাবুদ্দিন বায়াজিদ শাহকে পরাজিত করে। দ্বিতিয়বার নিজপুত্র যদুকে সরিয়ে দিয়ে)

৬৪) রাজা গণেশ কার আক্রমনে পরাস্ত হয়ে প্রথম সিংহাসন ত্যাগ করেছিলেন?

- জৌনপুরের সুলতান ইব্রাহিম শারকি

৬৫) ইব্রাহিম শারকি কার আমন্ত্রনে বাংলা আক্রমণ করেন?

- শেখ নুর কুতুব আলম

৬৬) রাজা গণেশ প্রথম সিংহাসন ত্যাগ করলে কে সিংহাসনে বসেন?

- তার পুত্র যদু, মুসলিম ধরম গ্রহণ করে জালাল উদ্দিন মুহম্মদ শাহ নাম ধারন করে সিংহাসনে বসেন।

৬৭) রাজা গণেশ কখন দ্বিতীয়বার সিংহাসনে বসেন?

- জৌনপুরের সুলতান ইব্রাহিম শারকি জৌনপুর ফিরে গেলে রাজা গণেশ তার পুত্রকে পুনরায় হিন্দুধর্মে ফিরিয়ে এনে নিজে সিংহাসনে বসেন।

৬৮) রাজা গনেশের উপাধি কী ছিল?

- দনুজমদনদেব

৬৯) রাজা গনেশের পর কে বাংলার সিংহাসনে বসেন?

- তাঁর পুত্র যদু (ইনি পরে ইসলাম ধর্ম গ্রহন করে জালাল উদ্দিন মুহম্মদ শাহ নামে বাংলার সিংহাসনে বসেন। তিনি জন্মসুত্রে ব্রাহ্মন হলেও হিন্দুদের উপর আনেক অত্যাচার করতেন

৭০) জালাল উদ্দিনের মৃত্যুর পর কে সিংহাসনে বসেন?

-সামসুদ্দিন আহমেদ

৭১) সামসুদ্দীন আহমেদকে কে হত্যা করেন?

- বাংলার আমীরগন (তাঁর কুশাসনে অতিষ্ট হয়ে)

৭২) ইলিয়াস শাহী বংশের পুনঃপ্রতিষ্ঠা করেন?

- নাসির উদ্দীন মামুদ

৭৩) কার বর্ননা থেকে বাংলার নাসির উদ্দিন মামুদ এর রাজত্বকাল সম্পর্কে জানা যায়?

- ফরিস্তা

৭৪) ইলিয়াস শাহী বংশের শেষরাজার নাম কী?

- জালাল উদ্দীন ফতে

৭৫) ইলিয়াস শাহী বংশের প্রথম রাজার নাম কী?

- শামসুদ্দিন ইলিয়াস শাহ

৭৬) বাংলার কোন শাসক পান্ডুয়া থেকে গৌড় রাজধানী স্থানান্তরিত করেন?

-নাসির উদ্দিন মামুদ শাহ

৭৭) বাংলার কোন শাসক দুবার চীনে দূত পাঠান?

- নাসিরুদ্দিন মামুদ শাহ

৭৮) নাসিরুদ্দিন মামুদ শাহের পর কে ইলিয়াস শাহী বংশের সিংহাসনে  বসেন?

- রুকন উদ্দিন বরাবক শাহ

৭৯) নাসিরুদ্দিন মামুদ শাহের আমলে বরাবক শাহ কোথাকার গভর্নর হিসাবে নিযুক্ত ছিলেন?

- সপ্তগ্রামের

৮০) বরাবক শাহের আমলে কে পুটীয়া নদীর উপর একটি সেতু নির্মাণ করেছিলেন?

- শাহ ইসমাইল গাজি

৮১) বরাবক শাহের সেনাপতির নাম কী?

- শাহ ইসমাইল গাজী

৮২) বরাবক শাহ যখন মান্দারন আক্রমণ করে তখন মান্দারনের শাসক কে ছিলেন?

- বিদ্রোহী রাজা গজপতি (যুদ্ধে গজপতি পরাজিত ও নিহত হন)

৮৩) বরাবক শাহ যখন কামরূপ আক্রমণ করে তখন কামরূপের শাসক কে ছিলেন?

- কামেশ্বর (যুদ্ধেবরাবক শাহের সেনাপতি শাহ ইসমাইল গাজী পরাজিত হলেও শাহ ইসমাইল গাজীর চরিত্র মাধুর্যে মুগ্ধ হয়ে কামরূপরাজ স্বেচ্ছায় শাহ ইসমাইল গাজীর নিকট আত্মসমর্পণ করেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করেন)

৮৪) বরাবক শাহের দরবারে হিন্দু সভাসদের নাম ক্র।

- কেদার রায়, নারায়ন দাস, জগদানন্দ রায়, সুনন্দ, গান্ধর্ব রায়, তারনি ও মুকুন্দ

৮৫) বরাবক শাহের আমলে কে রসুল বিজয় কাব্য রচনা করেন?

- জৈনুদ্দিন

৮৬) বরাবক শাহের দরবারে কয়েকজন হিন্দু পন্ডিতের নাম ক্র

-  বৃহস্পতি মিশ্র, মালাধর বসু, কৃত্তিবাস ওঝা

৮৭)  বৃহস্পতি মিশ্রের উপাধি কি ছিল?

- রায়মুকুট

৮৮) বরাবক শাহ কাকে সত্যরাজ খান উপাধি দিয়েছিলেন?

- মালাধর বসুর পুত্রকে

৮৯) বাংলার কোন নরপতি আরাকান রাজার থেকে চট্টগ্রাম উদ্ধার করেন?

- বরবক শাহ

৯০) মালাধর বসু কার পৃষ্ঠপোষকতা লাভ করেন?

- বরবাক শাহ

৯১) মালাধর বসু কোন কাব্য রচনা করেন?

- শ্রীকৃষ্ণ বিজয়কাব্য

৯২) মালাধর বসুর উপাধি কী ছিল?

- গুনরাজ খান

৯৩) মালাধর বসুকে কে গুনরাজ খান উপাধি দেন?

- বরবক শাহ

৯৪) কোন সুলতানের নির্দেশে বাংলা ভাষায় রামায়ন (কৃত্তিবাস এর দ্বারা) লেখা হয়?

- বরবাক শাহ

৯৫) কোন আমলে বাংলা থেকে বাঁশের চোঙায় ভরে সূক্ষ মসলিন কাপড় রপ্তানি করা হত?

- ইলিয়াস শাহী বংশের আমলে

৯৬) গৌড়ে ফতে খাঁ এর সমাধি ভবন কে নির্মান করেন?

- রাজা গনেশ

৯৭) পান্ডুয়াতে কেএকলাখী প্রাসাদ' নির্মান করেন?

- রাজা গনেশ

৯৮) ইলিয়াস শাহী বংশের শ্রেষ্ঠ নরপতির নাম কী?

- বরবাক শাহ

৯৯) বরবাক শাহের উপাধিগুলি কী কী?

-  অল-ফাজিল অল-কামিল (তাঁর পান্ডিত্যের জন্য এই উপাধি দেওয়া হয়)

১০০) বরবাক শাহ কোন টীকাকারের পৃষ্টপোষকতা করতেন?

- বৃহস্পতি মিশ্ৰ

১০১) বৃহস্পতি মিশ্র রচিত গ্রন্থের নাম কী?

- পদচন্দ্রিকা

১০২) বৃহস্পতি মিশ্রের উপাধি কী ছিল?

- পন্ডিত সার্বভৌম্য

১০৩) বরবক সাহের আমলে কোন মুসলিম পন্ডিতসফরনামারচনা করেন?

- ইব্রাহিম করুকি

১০৪) শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্ম হয় কার আমলে?

- জালাল উদ্দিন ফতে

১০৫) কে ভাগবত পুরাণ অনুবাদ করেন?

 - মালাধর বসু (অনুবাদিত কাব্যের নাম শ্রীকৃষ্ণবিজয় বা গোবিন্দমঙ্গল

 

বাংলার সুলতানি শাসন প্রথম পর্ব >>>>> 

বাংলার সুলতানি শাসন দ্বিতীয় পর্ব  >>>>

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

 

 বাংলার সুলতানি শাসন। রাজা গনেশবরাবক শাহকেএকলাখী প্রাসাদ' নির্মান করেনইলিয়াস শাহী বংশের শ্রেষ্ঠ নরপতি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad