Type Here to Get Search Results !

হুসেন শাহী বংশ ও আলাউদ্দিন হুসেন শাহ



হুসেন শাহী বংশ ও আলাউদ্দিন হুসেন শাহ

Set by - Manas Adhikary

হুসেন শাহী বংশ ও আলাউদ্দিন হুসেন শাহ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর।  Hussain Shahi dynasty and Alauddin Hussain Shah.

বাংলার সুলতানি শাসন। হুসেন শাহী বংশ। হাবাসী বংশ। আলাউদ্দিন হুসেন শাহবড়ো সোনা মসজিদ কে নির্মান করেনবাংলার আকবরগৌড়ের কদম রসুল কে নির্মান করেননসরৎ শাহ।

 নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো  বাংলার সুলতানি শাসন হুসেন শাহী বংশ ও আলাউদ্দিন হুসেন শাহ। এই পর্বে থাকছে হুসেন শাহী বংশ ও আলাউদ্দিন হুসেন শাহ সম্পর্কিত কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

 

হুসেন শাহী বংশ ও আলাউদ্দিন হুসেন শাহ ।  Hussain Shahi dynasty and Alauddin Hussain Shah.

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here

 

 

১) বাংলার ইলিয়াস শাহী বংশ ও হুসেন শাহী বংশের মাঝখানে কম সময়ের জন্য একটি বংশ রাজত্ব করে। এই বংশটির নাম কী?

- হবাসী বংশ

২) কোন সময়কে বাংলার অন্ধকার যুগ বলা হয়?

- হবাসী বংশের রাজত্বকালকে

৩) হবাসী বংশ বাংলায় কতদিন রাজত্ব করেন?

- ৬ বছর

৪) বাংলা শাসনকারী কোন বংশের সমস্ত বংশের নরপতিরা খুন হন?

- হবাসী বংশের নরপতিরা

৫) হবাসী বংশের পর কারা বাংলার রাজত্ব করেন?

- হুসেন শাহী বংশ

৬) হবাসী বংশের শেষ নরপতির নাম কী?

- শামসুদ্দিন মুবারক শাহ

৭) বাংলায় হুসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা কে?

- আলাউদ্দিন হুসেন শাহ

৮) আলাউদ্দিন হুসেন শাহ বাংলার সিংহাসনে বসার আগে কোন পদে নিযুক্ত ছিলেন?

- বাংলার হবাসী বংশের শেষ নরপতি শামসুদ্দিন মুবারক শাহের প্রধান উজীর

৯) হুসেন শাহের উপাধি কী ছিল?

- খলিফাৎ উল্লাহ

১০) বাংলার কোন নরপতি শ্রীচৈতন্য মহাপ্রভুর সমসাময়িক ছিলেন?

 - আলাউদ্দিন হুসেন শাহ

১১) আলাউদ্দিন হুসেন শাহের সেনাপতির নাম কী?

- গোরাই মল্লিক ও হৈতক খাঁন

১২) বাংলার কোন নরপতি ত্রিপুরা জয় করেন?

- আলাউদ্দিন হুসেন শাহ

১৩) আলাউদ্দিন হুসেন শাহ কাকে পরাজিত করে ত্রিপুরা জয় করেন?

- ধন্যমানিক্য

১৪) কোন যুদ্ধের মাধ্যমে আলাউদ্দিন হুসেন শাহ ত্রিপুরা জয় করেন?

- কৈলাগড়

 ১৫) পরাগল খাঁ ও ছুটি খাঁ কে ছিলেন?

- আলাউদ্দিন হুসেন শাহের সেনাপতি

১৬) আলাউদ্দিন হুসেন শাহ দিল্লীর কোন সুলতানের সমসাময়িক ছিলেন?

- সিকান্দার লোদি

১৭)সিকান্দার লোদির আক্রমণে কোন শাসক বাংলাতে পালিয়ে আসেন?

- জৌনপুরের শাসক হুসেন শারকি

১৮) সিকান্দার লোদি বাংলা আক্রমণে উদ্যত হলে বাংলার শাসক আলাউদ্দিন হুসেন শাহ কার নেতৃত্ব সেনাবাহিনী প্রেরণ করেন?

- পুত্র দানিয়েল

১৯) এইসময় সিকান্দার লোধির সেনাপতি কে ছিলেন?

- মুহম্মদ লোদি ও মোবারক খান লোহানি

২০) আলাউদ্দিন হুসেন শাহ কার সাথে সন্ধি করে বাংলার সীমান্তরেখা নির্ধারণ করেন?

- সিকান্দার লোদি

২১) আলাউদ্দিন হুসেন শাহ যখন কামতাপুর আক্রমণ করে তখন কামতাপুরের রাজধানি কোথায় ছিল?

- হাজো

২২) আলাউদ্দিন হুসেন শাহ উড়িষ্যার কোন নরপতির নিকট পরাজিত হন?

- প্রতাপরুদ্র 

২৩) বাংলার কোন মুসলিম নরপতি শ্রীচৈতন্যদেবের গুনগ্রাহী ছিলেন?

- আলাউদ্দিন হুসেন শাহ

২৪) পান্ডুয়ার ছোট সোনা মন্দির কে নির্মান করেন?

- আলাউদ্দিন হুসেন শাহ (নসরৎ শাহ নির্মান করেন বড় সোনা মসজিদ)

২৫) গুমতি দরওয়াজা বা গৌমতি দরওয়াজা কোন আমলে নির্মিত হয়?

- হুসেন শাহী আমলে

২৬) গুমতি দরওয়াজা বা গৌমতি দরওয়াজা কে নির্মান করেন?

- আলাউদ্দিন হুসেন শাহ

২৭) বাংলার আকবর কাকে বলা হয়?

- আলাউদ্দিন হুসেন শাহ

২৮) কোন সুলতান হিন্দুদের কাছে জগৎগুরু বাদশাহ নামে পরিচিত?

- আলাউদ্দিন হুসেন শাহ

২৯) আলাউদ্দিন হুসেন শাহের পর বাংলার সিংহাসনে কে বসেন?

- তাঁরপুত্র নসরৎ শাহ

৩০) গৌড়ের সবথেকে বড়ো মসজিদের নাম কী?

- বারদুয়ারী বা বড়ো সোনা মসজিদ

৩১) বারদুয়ারী বা বড়ো সোনা মসজিদ কে নির্মান করেন?

- নসরৎ শাহ

৩২) গৌড়ের কদম রসুল কে নির্মান করেন?

- নসরৎ শাহ

৩৩) নসরৎ শাহের সমসাময়িক কবির নাম কী?

- শ্রীকর নন্দী

৩৪) নসরৎ শাহ শ্রীকর নন্দীকে কী উপাধি দেন?

- কবিশেখর

৩৫) গোবিন্দ দাস তাঁর ‘পদাবলী সাহিত্য' কার আমলে রচনা করেন?

- নসরৎ শাহের আমলে

৩৬) কে ‘একলাখি মসজিদ' নির্মান করেন?

- নসরৎ শাহ (একলাখী প্রাসাদ নির্মান করেন রাজা গনেশ)

৩৭) নসরৎ শাহ একলাখী মসজিদ কোথায় স্থাপন করেন?

- আলাউদ্দিন হুসেন শাহের সমাধির উপর

৩৮) মহাভারতের অশ্বমেধ পর্বের বঙ্গানুবাদ কে করেন?

- শ্রীকর নন্দী (নসরৎ শাহের আমলে)

৩৯) বাংলার শেষ স্বাধীন সুলতান কে ছিলেন?

- গিয়াস উদ্দিন মামুদ শাহ

৪০) সনাতন গোস্বামী ও রূপ গোস্বামী কে ছিলেন?

- হুসেন শাহের আমলে উচ্চপদে নিযুক্ত দুই রাজকর্মচারী

৪১) সনাতন গোস্বামীকে হুসেন শাহ কোন উপাধি দেন?

- সাকর মল্লিক বা ছোট রাজা

৪২) ‘বিদগ্ধ মাধব ও ললিত মাধব নামক গ্রন্থদুটি কে রচনা করেন?

- রূপ গোস্বামী

৪৩) কার আগ্রহে পরমেশ্বর কবীন্দ্র নামক ব্যক্তি সমগ্র মহাভারত বাংলায় অনুবাদ করেন?

- হুসেন শাহের সেনাপতি পরাগল খান

৪৪) কালিকামঙ্গল বা বিদ্যাসুন্দর কাব্য কে রচনা করেন?

- শ্রীকর নন্দী

৪৫) কার আমলে মনসামঙ্গল কাব্য রচিত হয়?

- আলাউদ্দিন হুসেন শাহ

৪৬) মনসামঙ্গল কাব্যের রচয়িতা কে?

- বিজয় গুপ্ত

৪৭)আলাউদ্দিন হুসেন শাহের প্রধান উজির কে ছিলেন?

- পুরন্দর খান

৪৮) আলাউদ্দিন হুসেন শাহের দুই হিন্দু কর্মচারির নাম কর।

- রূপ গোস্বামী ও সনাতন গোস্বামী

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

 

বাংলার সুলতানি শাসন। হুসেন শাহী বংশ। হাবাসী বংশ। আলাউদ্দিন হুসেন শাহবড়ো সোনা মসজিদ কে নির্মান করেনবাংলার আকবরগৌড়ের কদম রসুল কে নির্মান করেননসরৎ শাহ।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad