Type Here to Get Search Results !

 সৈয়দবংশ দ্বিতীয় পর্ব [Sayyid Dynasty Mcq]

 


 সৈয়দবংশ দ্বিতীয় পর্ব

Set By- Manas Adhikary

সৈয়দবংশ দ্বিতীয় পর্ব| Sayyid Dynasty 2nd Part.

 সৈয়দবংশ| খিজির খান| রায়ত-ই-আলা। মোবারক শাহ| মুহম্মদ শাহ| আলাউদ্দীন আলম শাহ| Khijir Khan|  Founder of Sayyid Dynasty| Sayyid Dynasty Rulers| Sayyid Dynasty of Delhi Sultanate| Sayyid Dynasty Notes.

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো  সৈয়দবংশ দ্বিতীয় পর্ব। এই পর্বে থাকছে সৈয়দবংশ সম্পর্কিত অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

  সৈয়দবংশ MCQ। Sayyid Dynasty MCQ.

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here

 

 

 

১) তৈমুরের আক্রমণের সময় তুঘলক রাজবংশের শাসক দিল্লি ছেড়ে কোথায় পালিয়ে যায়?

- পালাম

২) ভারত থেকে ফেরার সময় তৈমুর নিচের কোন কোন এলাকার দায়িত্বভার খিজির খানের উপর অর্পণ করেন?

- মুলতান, পাঞ্জাব, লাহোর

৩) সৈয়দ  রাজবংশ কবে প্রতিষ্ঠিত হয়?

- 1414 খ্রি

৪) সৈয়দ রাজবংশ মোট কত বছর শাসন করে?

- 37 বছর

৫) কোন গ্রন্থে সৈয়দবংশের রাজত্বকাল সম্পর্কে তথ্য রয়েছে?

- তারিখ-ই-মুবারকশাহী

৬) দিল্লি সালতানাতে কোন রাজবংশের শাসক নিজেকে নবীর বংশধর বলে দাবি করেছিলেন?

- সৈয়দ রাজবংশ

 ৭) সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে?

- খিজির খাঁ

৮)  সৈয়দ বংশের সিংহাসনে বসার আগে খিজির খাঁ কোথাকার শাসক ছিলেন?

- লাহোর, মুলতান ও দিপালপুরের

৯)  খিজির খাঁ লাহোর, মুলতান ও দিপালপুরের শাসনভার কীভাবে পান?

- তৈমুর লঙ ভারত পরিত্যাগ করার সময় এই প্রদেশগুলির শাসনকর্তারূপে খিজির খাঁ কে নিযুক্ত করে যান।

১০)  খিজির খাঁ কাকে সরিয়ে দিল্লীর সিংহাসন দখল করেন?

- দৌলত খাঁ লোদী

১১)  খিজির খাঁ এর উপাধি কি ছিল?

- রায়ত-ই-আলা

১২) সুলতানি বংশের কোন শাসক ‘সুলতান' উপাধি ধারন করেন নি?

- খিজির খাঁ

১৩) খিজির খান তৈমুরের কোন পুত্রের প্রতিনিধি হিসেবে দিল্লি শাসন করেছিলেন?

- শাহরুখ খান

১৪) কাকে "দারার-ই-জব্বাত" নামকরণ করা হয়েছিল?

- খিজির খান

১৫) খিজির খান কোন রাজবংশের নামে মুদ্রা জারি করেন?

- তুঘলক রাজবংশ

১৬) কাকে হজরত মহম্মদের বংশধর বলে মনে করা হয়?

- খিজির খাঁ

১৭) কোন গ্রন্থে খিজির খাঁ কে হজরত মহম্মদের বংশধর বলা হয়?

- তারিখ-ই-মুবারকশাহী

১৮) কে খিজির খানকে নবীর বংশধর ঘোষণা করেছিলেন?

- শেখ জালালউদ্দিন

১৯)  খিজির খাঁ এর মন্ত্রী কে ছিলেন?

- তাজ-উল-মুলক

২০) খিজির খান রাজস্ব আদায়ের জন্য একজন উজির নিযুক্ত করেন, তার নাম কি  ছিল?

- তাজ-উল-মুলক

২১) দেবল দেবী কার স্ত্রী ছিলেন?

- খিজির খান(আলা  উদ্দীন খলজির পুত্র, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা নহে), মোবারক শাহ খিলজি, খসরু শাহ

২২) দিপালপুরের কোন গভর্নর খিজির খানকে মুলতান থেকে ক্ষমতাচ্যুত করেন?

- সারেঙ্গ খা

২৩) আমীর খসরু কার শাসনামলে তার বিখ্যাত মসনভি 'আশিকি' রচনা করেন?

- খিজির খান (আলা  উদ্দীন খলজির পুত্র, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা নহে)

২৪) আমীর খসরু কার নির্দেশে তাঁর রচনা ‘আশিকি রচনা করেন?

- খিজির খান (আলা  উদ্দীন খলজির পুত্র, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা নহে)

২৫) বাহলুল লোদীর পিতা মালিক কালা খিজির খানের সময় কোথাকার গভর্নর  ছিলেন?

- দৌরালা

২৬) "সুন্দরী রমণীর চুল সর্বদাই ধার্মিকদের হাতে মালার মত তার হাতে থাকে" - আমির খসরু কার সম্পর্কে এই উক্তি করেছিলেন?

- খিজির খান

২৭) "জনগণ তার রাজত্বে খুশি এবং সন্তুষ্ট ছিল, তাই যুবক এবং বৃদ্ধ, দাস এবং স্বাধীন সকলেই কালো পোশাক পরিধান করেছিল এবং তার মৃত্যুতে শোক করেছিল।" ফারিশতা তার তারিখ-ই - ফারিশতা গ্রন্থে কোন সৈয়দ সুলতান সম্পর্কে এ কথা লিখেছেন?

- খিজির খান

২৮) খিজির খানের মৃত্যু হয় কবে?

- 1421

২৯) খিজির খাঁ এর সমাধি কোথায় অবস্থিত?

- দিল্লীতে

৩০) খিজির খানের পর কে শাসক হন?

- মোবারক শাহ

 ৩১) কোন সৈয়দ শাসক মুদ্রা থেকে তুঘলক সুলতানদের নাম মুছে দেন?

- মোবারক শাহ

৩২) মোবারক শাহের পৃষ্ঠপোষকতা কে লাভ করেন?

- ইয়াইয়া-বিন-আহমেদ

৩৩) ইয়াইয়া-বিন-আহমেদ রচিত গ্রন্থের নাম কী?

- তারিখ-ই-মোবারকশাহী

৩৪) দিল্লীর কোন সুলতান মসজিদে প্রার্থনারত অবস্থায় নিহত হন?

-  মুবারক শাহ

৩৫) মোবারক শাহকে কে হত্যা করেন?

- সারওয়ার-উল-মুলক

৩৬) সৈয়দ বংশের কোন নরপতির আমলে জাগীরদের বিদ্রোহ চরমে ওঠে?

- মহম্মদ শাহ

৩৭) সৈয়দ বংশের শেষ নরপতির নাম কী?

- আলাউদ্দীন আলম শাহ

৩৮) আলাউদ্দীন আলম শাহের প্রধান মন্ত্রীর নাম কী?

- হামিদ খান

৩৯) কার আক্রমনে ভীত হয়ে আলাউদ্দীন আলম শাহ সিংহাসন ত্যাগ করেন?

- বহলুল লোদী

৪০) দিল্লীর সিংহাসনে সৈয়দ সুলতানদের উত্তরসূরিদের সঠিক কালানুক্রম কি?

- খিজির খান - মোবারকশাহ - মোহাম্মদ শাহ - আলাউদ্দিন শাহ

 

সৈয়দবংশ প্রথম পর্ব>>>>


ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad