লোদীবংশ প্রথম পর্ব (বহলুল লোদী )
Set By- Manas Adhikary
লোদীবংশ প্রথম পর্ব (বহলুল লোদী)|Lodhi Dynasty 1st Part (Bahlul Lodi).
লোদীবংশ| বহলুল লোদী| দিল্লির প্রথম আফগান সুলতান| লোদী বংশের প্রতিষ্ঠাতা| Bahlul Lodi| Founder of Lodhi Dynasty| Lodhi Dynasty Rulers| Lodhi Dynasty of Delhi Sultanate| The Lodhi Dynasty was Founded By.
নমস্কার, অভিনব একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো লোদীবংশ প্রথম পর্ব। এই পর্বে থাকছে লোদিবংশের প্রতিষ্ঠাতা বাহলুল যদি সম্পর্কিত অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
বহলুল লোদী অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর| Bahlul Lodi Short Q&A ( Lodi Dynasty).
প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন
টেলিগ্রাম গ্রুপ এ যোগদান করার জন্য - Click Here
১) কোন আফগান বংশ দিল্লীর সিংহাসনে বসেছিল?
- লোদী বংশ
২) তারিখ-ই-দাউদি গ্রন্থ থেকে কোন রাজবংশের কথা জানা যায়?
- লোদি পরিবারের
৩) লোদি বংশের প্রতিষ্ঠাতা কে?
- বহলুল লোদী
৪) ভারতের প্রথম আফগান বা পাঠান শাসক কে বা প্রথম ভারত আক্রমনকারী পাঠান সুলতান কে?
- বহলুল লোদী
৫) বহলুল লোদী কোন উপজাতির মানুষ ছিলেন?
- আফগানিস্তানের লোদী বংশের অন্তর্গত শাহ খেল উপজাতিভুক্ত
৬) কোন সুলতান ঘোড়ার ব্যবসা করেত ভারতে আসেন?
- বহলুল লোদী
৭) বহলুল লোদীর পিতার নাম কী?
- কালা লোদী
৮) বহলুল লোদীর পিতামহের নাম কী?
- বাহরাম লোদী
৯) খোক্করদের বিদ্রোহ কে দমন করেন?
- বহলুল লোদীর পিতা কালা লোদী এবং পিতামহ বাহরাম লোদী
১০) বহলুল লোদীর পিতামহ বাহরাম লোদী কার শাসনকালে ভারতে আসেন?
- ফিরোজ শাহ তুঘলকের আমলে আগানিস্তান থেকে ভারতে আসেন।
১১) লোদী বংশের কে খিজির খাঁ এর আমলে সিরহিন্দের শাসনকর্তা ছিলেন?
- সুলতান লোদী ( বহলুল লোদীর কাকা)
১২) খিজির খাঁ, সিরহিন্দের শাসনকর্তা সুলতান লোদীকে কোন উপাধিতে ভূষিত করেন?
- ইসলাম খাঁ
১৩) সুলতান লোদীর মৃত্যুর পর কে সিরহিন্দের শাসন কর্তারূপে নিযুক্ত হন?
- বহলুল লোদী
১৪) বহলুল লোদী প্রথম জীবনে কোথাকার শাসনকর্তা ছিলেন?
- পাঞ্জাব
১৫) বহলুল লোদি যখন সরহিন্দের শাসনকর্তা ছিলেন তখন দিল্লীর সিংহাসনে কে বসেছিলেন?
- সৈয়দ বংশীয় নরপতি মুহম্মদ শাহ
১৬) কে সৈয়দ বংশীয় নরপতি মহম্মদ শাহকে মালব বিদ্রোহে সাহায্য করেন?
- বহলুল লোদী
১৭) কিসের জন্য বহলুল লোদী ‘খান-ই-খানান' উপাধি পান?
- মালব বিদ্রোহে দিল্লীর নরপতি মুহম্মদ শাহকে সাহায্য করার জন্য।
১৮) মালব বিদ্রোহে সাহায্য করার জন্য দিল্লীর নরপতি মুহম্মদ শাহ বহলুল লোদীকে কোথাকার শাসক হিসাবে নিযুক্ত করেন?
- লাহোর
১৯) বহলুল লোদিকে দিল্লীর সিংহাসন দখল করার জন্য কে আমন্ত্রন জানান?
- সৈয়দ বংশের শেষ নরপতি আলম শাহের প্রধানমন্ত্রী বা উজীর হামিদ খান (মতান্তরে দিল্লির উজির হামিদ খান দিল্লির তৎকালিন সুলতান আলম শাহের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলে বহলুল লোদি দিল্লির উজির হামিদ খাঁকে পরাজিত করে দিল্লি দখল করেন। সেই সময় সুলতান আলম শাহ বদাউনে অবস্থান করছিলেন। বহলুল লোদী সুলতানকে দিল্লি এসে সিংহাসন গ্রহণ করতে অনুরোধ করেন। কিন্তু আলম শাহ স্বেচ্ছায় সিংহাসন বহলুলকে সমর্পণ করে ‘বদাউনে’ থাকার সিদ্ধান্ত নেন। আঞ্চলিক শাসক রূপেই তিনি জীবনের শেষ দিনগুলি কাটিয়ে দেন। বহলুল সিংহাসনে বসে ‘লোদী বংশের’ শাসনের সূচনা করেন (১৪৫১ খ্রিঃ)।)
২০) বহলুল লোদী কাকে বিতাড়িত করে সিংহাসনে বসেন?
- আলাউদ্দীন আলম শাহ (১৪৫১ সালে)
২১) সৈয়দ বংশের পতন কে ঘটান?
- বহলুল লোদী
২২) শেরশাহের জন্মের সময় দিল্লীর সুলতান কে ছিলেন?
- বহলুল লোদী
২৩) মধ্যযুগের কোন শাসকের জন্ম সিজারে (সার্জারি) হয়েছিল?
- বহলুল লোদী (সর্বপ্রথম প্রাচীন যুগে- বিন্দুসার)
২৪) কোন সুলতান শাসক হওয়ার পূর্বে কে সুলতান উপাধি গ্রহণ করেন?
বহলোল লোদী
২৫) সুলতান আবুল মুজাফর বহলুল শাহ কোন উপাধি নিয়েছিলেন?
-সুলতান আবুল মুজাফর বহলুল শাহ গাজি
২৬) কোন সুলতান প্রথমে 'হযরত-ই-আলা' এবং পরে সুলতান উপাধি গ্রহণ করেন?
-বহলোল লোদী
২৭) কোন সুলতান নিজিকে ‘মাসাদ-ই-আলি বলতেন?
- বহলুল লোদী
২৮) কোন সুলতান, কাকে খান-ই-খানন উপাধি দেন?
- মহম্মদ শাহ, বহলুল লোদীকে এই উপাধি দেন।
২৯) বহলুল লোদী কোন মালব শাসককে পরাজিত করেন?
-মামুদ শাহ শারকি
৩০) মামুদ শার্কীর ওপর পরিচয় কি ছিল?
- তিনি ছিলেন সৈয়দবংশীয় শেষ সুলতান আলম শাহের জামাতা (মামুদ শার্কী মনে করতেন, দিল্লির সিংহাসনের বৈধ দাবিদার তিনিই)
৩১) মামুদ শার্কী দিল্লি আক্রমণ কালে বহলুল লোদী কোথায় ছিলেন?
- শিরহিন্দ
৩২) মামুদ শার্কী দিল্লি আক্রমণ করে কাকে পরাজিত করেন?
- বহলুলের জ্যেষ্ঠ পুত্র খাজা বায়াজিদকে
৩৩) মামুদ শার্কীর সাথে বহলুল লোদী কোথায় যুদ্ধ হয়েছিল?
- দিল্লির সন্নিকটে নারেলা নামক স্থানে
৩৪) মামুদ শার্কীর জৌনপুরের সৈন্যাধ্যক্ষ কে ছিলেন?
-দারিয়া খাঁ লোদী
৩৫) বহলুল লোদী জৈনপুর জয় করে সেখানকার শাসনকর্তারূপে কাকে নিযুক্ত করেন?
- নিজ পুত্র বরবক শাহকে।
৩৬) বহলোল লোদি তার শেষ সামরিক অভিযান করেছিলেন কার বিরুদ্ধে?
- গোয়ালিয়র
৩৭) আমরা সবাই খোদার বান্দা কথাটি কে বলেন?
- বহলুল লোদী
৩৮) কোন সুলতান বহুলোলী মুদ্রা চালু করেন?
- বহলুল লোদী
৩৯) দিল্লীর কোন সুলতানের প্রচলিত মুদ্রা আকবরের সময়কাল পর্যন্ত ছিল?
- বহলুল লোদী
৪০) বহলুল লোদী আফগানিস্তান ফেরার পথে কোথায় মারা যান?
- জালালিতে
৪১) বহলুল লোদি কত বছর দিল্লীর সিংহাসনে আসীন ছিলেন?
- ৩৮ বছর
৪২) ‘আমার নাম যে রাজ্যের সাথে সম্পর্কযুক্ত ইহাই আমার কাছে যথেষ্ট’ – উক্তিতি কার?
- বহলোল লোদি
৪৩) কোন সুলতান নির্দেশ দিয়েছিলেন যে, মুসলিম নারীরা যেন তাদের ঘরের বাইরে না যায় বা দিল্লি শহরের বাইরে মাজারে না যায়?
-ফিরোজ শাহ তুঘলক, বহলুল লোদী
৪৪) আরপি ত্রিপাঠির মতে, কে তার পুত্রকে পরামর্শ দিয়েছিল প্রশাসনের উচ্চ পদ থেকে নিয়াজি এবং সুর শ্রেণীকে দূরে রাখার কারণ তারা উচ্চাভিলাষী ছিলেন?
- বহলোল লোদী
৪৫) ‘সার্বভৌমত্বের স্বার্থে তা আমার উপর ন্যস্ত করতেই হবে, তবে আমি যেই দেশ জয় করি না কেন তাতে আমার ভাইদের সমান অংশ থাকবে’।- কার বক্তব্য এটি?
- বহলোল লোদী
৪৬) কোন সুলতান কখনো তার সর্দারদের সামনে সিংহাসনে বসতেন না, বরং দরবারে কার্পেটে বসে থাকতেন, তিনি রাজত্বের নীতিতে সবার আগে সমানের নীতি গ্রহণ করেছিলেন?
- বহলোল লোধি
ধন্যবাদ
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here
প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here
লোদীবংশ| বহলুল লোদী| দিল্লির প্রথম আফগান সুলতান| লোদী বংশের প্রতিষ্ঠাতা| Bahlul Lodi| Founder of Lodhi Dynasty| Lodhi Dynasty Rulers| Lodhi Dynasty of Delhi Sultanate| The Lodhi Dynasty was Founded By.