পরিবেশ সংক্রান্ত বিভিন্ন আন্দোলন
Set By - Manas Adhikary
পরিবেশ সংক্রান্ত বিভিন্ন আন্দোলন MCQ | নর্মদা বাঁচাও আন্দোলন| সাইলেন্ট ভ্যালি আন্দোলন| বিষ্ণই আন্দোলন| তেহারি বাঁধ সংঘাত| আপ্পিক আন্দোলন| চিপকো আন্দোলন.
নর্মদা বাঁচাও আন্দোলন MCQ| সাইলেন্ট ভ্যালি আন্দোলন MCQ| বিষ্ণই আন্দোলন MCQ| তেহারি বাঁধ সংঘাত MCQ| আপ্পিক আন্দোলন MCQ| চিপকো আন্দোলন MCQ| Narmada Save Movement MCQ | Silent Valley Movement MCQ | Vishnai Andolan MCQ | Tehari Dam Conflict MCQ | Apical Movement MCQ | Chipco movement MCQ.
নমস্কার, অভিনব একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো পরিবেশ সংক্রান্ত বিভিন্ন আন্দোলন। এই পর্বে থাকছে প্রাথমিক টেটের পরিবেশবিদ্যার অন্যতম টপিক পরিবেশ সংক্রান্ত বিভিন্ন আন্দোলন থেকে ৪০ টি অতিসংক্ষিপ্ত প্রশ্ন(MCQ)। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের বিভিন্ন সরকারি চাকরীর
পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam:
SSC, PSC, School Service, SLST etc) এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও
আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval,
Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child
psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি
সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
১) নর্মদা নদী কথা থেকে উৎপন্ন লাভ করেছে?
- অমরকণ্টক পাহাড়
২) নর্মদা বাঁচাও আন্দলোন হয়েছিল কিসের বিরুদ্ধে?
- নর্মদা ও বিভিন্ন উপনদীগুলির উপর ৩০টি বড় বাঁধ ১৩৫ টি মাঝারি বাঁধ এবং তিন হাজারটি ছোটব্যান্ডঃ নির্মাণ করার পরিকল্পনার বিরুদ্ধে।
৩) নর্মদা প্রকল্প কোন রাজ্যের সরকার গ্রহণ করেছিলেন?
বা নর্মদা বাঁচাও আন্দোলন কোথায় হয়েছিল?
- গুজরাট ও মহারাষ্ট্র
৪) নর্মদা প্রকল্প রূপায়িত হলে কতগুলি গ্রাম জলমগ্ন হয়ে যেত ?
- ৯২ টি
৫) নর্মদা প্রকল্প রূপায়িত হলে কত গুলি গ্রাম অর্ধজলমগ্ন হয়ে যেত ?
- ৩০০ টি
৬) নর্মদা প্রকল্প রূপায়িত হলে কত বনভূমি নষ্ট হয়ে যেত?
- ৫৪ হাজার হেক্টর আয়তনের বনভূমি
৭) নর্মদা প্রকল্প রূপায়িত হলে কত মানুষ কর্মহীন ও গৃহহীন হয়ে পড়ত?
- তিন লক্ষ
৮) নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কে?
- শ্ৰীমতী মেধা পাটেকর
৯) শ্রীমতি মেধা পাটেকার ছাড়া নর্মদা বাঁচাও আন্দোলনের আরো কয়েকজন নেতৃত্বের নাম কর.
- বাবা অমতে, অরুন্ধুতি রায়াভি, আমির খান
১০) নর্মদা বাঁচাও আন্দোলনকে কেন্দ্র করে যে ফ্লিমটি তৈরী করা হয়েছে তার নাম লিখুন?
- Narmada a Valley Rises
১১) Narmada a Valley Risesনামক মুভিটির পরিচালক কে ছিলেন?
- আলী কাজিমি
১২) নর্মদা বাঁচাও আন্দোলন কবে হয়েছিল?
- ১৯৮৫ সালে
১৩) সাইলেন্ট ভ্যালি কি?
- একটি অরণ্য আবৃত উপত্যাকার নাম সাইলেন্ট ভ্যালি
১৪) সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত?
- দক্ষিণ ভারতের কেরলের পালঘাট জেলায়
১৫) সাইলেন্ট ভ্যালি উপত্যাকার মধ্যে দিয়ে যে নদীটি বয়ে গেছে তার নাম কি?
- কুন্তী ফুজা
১৬) কিসের জন্য সাইলেন্ট ভ্যালি আন্দোলন হয়েছিল?
- কুন্তী ফুজা নাদির উপর ড্যাম (জলবিদ্যুৎ প্রকল্প) নির্মাণ করার বিরুদ্ধে। (এই ড্যাম নির্মিত হলে নদীর আশেপাশে থাকা বনাঞ্চল ধ্বংস হয়ে যেত )
১৭) সাইলেন্ট ভ্যালি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কে?
- কেরালা শাস্ত্রীয় সাহিত্য পরিষদ এবং কবি সুগাতা কুমারি
১৮) তেহারি বাঁধ সংঘাত কোথায় হয়েছিল?
- উত্তরাখণ্ডের তেহারি জেলায়
১৯) কোন নদীর উপর তেহারি বাঁধ গড়ে তোলার বিরুদ্ধে তেহারি বাঁধ আন্দোলন হয়েছিল?
- ভাগীরথী নাদির উপর
২০) তেহারি বাঁধ আন্দোলনের নেতৃত্ব দেন কে?
- সুন্দরলাল বাহুগুণা
২১) জঙ্গল বাঁচাও আন্দোলন কোথায় হয়েছিল?
- বিহারের সিংভূম জেলায়
২২) করা জঙ্গল বাঁচাও আন্দোলন করেছিলেন?
- স্থানীয় উপজাতিরা
২৩) কিসের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে জঙ্গল বাঁচাও আন্দোলন সংঘঠিত হয়েছিল?
- শাল গাছের জঙ্গল কাটা বন্ধ করার জন্য সরকারের বিরুদ্ধে এই আন্দোলন হয়েছিল।
২৪) আপ্পিক আন্দোলন কোথায় হয়েছিল?
কর্ণাটকের উত্তর কান্নাডার শিমাগো জেলায়
২৫) আপ্পিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কে?
- পান্ডুরঙ্গ হেগড়ে
২৬) কিসের জন্য আপ্পিক আন্দোলন হয়েছিল?
- প্রাকৃতিক জঙ্গল রক্ষার জন্য
২৭) রাজার নতুন প্রাসাদ বানানোর জন্য প্রচুর গাছ কাটা বাঁধ করার উদ্দেশে একটি আন্দোলন সংঘঠিত হয়েছিল। তার নাম কি?
- বিষ্ণই আন্দোলন
২৮) বিষ্ণই আন্দোলন কোথায় হয়েছিল?
- রাজস্থানের খেজারলির মার্ওয়ার নামক এলাকায়
২৯) বিষ্ণই আন্দোলনের নেতৃত্ব দেন কে?
- অমৃতা দেবী
৩০) বিষ্ণই আন্দোলনে কতজন মানুষ প্রাণ হারিয়েছিলেন?
- ৩৬৩ জন
৩১) বিষ্ণই আন্দোলনেরওপর নাম কি?
- খেজারলি আন্দোলন
৩২) বিষ্ণই আন্দোলনের ওপর নাম খেজারলি আন্দোলন কেন?
- আন্দোলন সংগঠিত হয়েছিল খেজাদি গাছ কাটার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে
৩৩) চিপকো আন্দোলন প্রথম কোথায় শুরু হয়েছিল?
- উত্তরপ্রদেশের (বর্তমান উত্তরাখন্ডের) গাড়োয়াল ও কুমায়ুন হিমালয়ের চামোলি জেলায়
৩৪) চিপকো কথার অর্থ কি?
- জড়িয়ে ধরা বা আলিঙ্গন করা
৩৫) চিপকো আন্দোলন প্রথম করা শুরু করেন?
- পাহাড়ি আদিবাসী মহিলারা
৩৬) বিষ্ণই আন্দোলনের মতোই চিপকো আন্দোলনে গাছকে জড়িয়ে ধরার বুদ্ধি কে নিয়ে আসেন?
- চন্ডী প্রসাদ ভাট
৩৭) চিপকো আন্দোলনের প্রধান নেতৃত্ব কে দিয়েছিলেন?
- সুন্দরলাল বহুগুণা
৩৮) চিপকো আন্দোলনে যে NGO সংস্থাটি সাহায্য করেছিল তার নাম কি?
- Dashauli Gram Swarajya Sangha (DGSS)
৩৯) চিপকো আন্দোলনের নেতৃত্ববৃন্দের নাম করো.
- চন্ডী প্রসাদ ভাট , সুন্দরলাল বহুগুণা, গৌরী দেবী, সুদেষ্ণা দেবী
৪০) চন্ডী প্রসাদ ভাট , সুন্দরলাল বহুগুণা, মেধা পাটেকার কার আদর্শে অনুপ্রাণিত ছিলেন?
- মহাত্মা গান্ধী
৪১) গ্রিন পিস্ আন্দোলন কোথায় হয়েছিল?
- নেদারল্যান্ডে (১৯৭১)
৪২) কোন পরিবেশ আন্দোলন কবে হয় তা লেখ
১৭৩০ - বিষ্ণই আন্দোলন
১৯৭৩ - চিপকো আন্দোলন
১৯৭৮ - সাইলেন্ট ভ্যালি আন্দোলন
১৯৮২- জঙ্গল বাঁচাও আন্দোলন
১৯৮৩ - আপ্পিক আন্দোলন
১৯৮৫ - নর্মদা বাঁচাও আন্দোলন
১৯৯০ - তেহারি বাঁধ সংঘাত
পরিবেশ সংক্রান্ত বিভিন্ন টপিক >>>>