Type Here to Get Search Results !

সংরক্ষণ দ্বিতীয় পর্ব [Conservation second part]

 সংরক্ষণ দ্বিতীয় পর্ব

Set By - Manas Adhikary

 বন্যপ্রাণী ও বন সংরক্ষণ MCQ| Conservation of Wildlife and Forests.

 সংরক্ষণ দ্বিতীয় পর্ব MCQ। অভয়ারণ্য কাকে বলে । জাতীয় পার্ক কাকে বলে। বন্যপ্রাণী সংরক্ষণ। তৃণভূমি। Conservation।  Wildlife Conservation। Forest Conservation। Conservation Biology। Conservation of Plants and Animals। National Park। Sanctuary। Grassland|

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো  সংরক্ষণ দ্বিতীয় পর্ব   সংরক্ষণ প্রথম পর্বে ৫১ টি অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে  করেছি। এই পর্বে থাকছে সংরক্ষণ সম্পর্কিত অবশিষ্ট অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের বিভিন্ন সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: SSC, PSC, School Service, SLST etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

বন ও বন্যপ্রাণী এবং উদ্ভিদ  সংরক্ষণ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

 

৫১) কোনো প্রজাতির জীবকে শেষ কত বছর দেখা না গেলে লুপ্ত বলে ধরা হবে?

- ৫০ বছর

৫২) পৃথিবীর বিভিন্ন বিপন্ন প্রজাতির তালিকা গঠন করে কোন সংস্থা?

- IUCN

৫৩) পশ্চিমবঙ্গের কোথায় গন্ডার পাওয়া যায়?

- জলদাপাড়া অভয়ারন্যে

৫৪) পশ্চিমবঙ্গের নদীয়া জেলার একটি অভয়ারন্যের নাম কর?

- বেথুয়াডহরী

৫৫) ভারতে কুমির রিজার্ভ প্রকল্প কবে শুরু হয়?

 - ১৯৫৪ সালে

৫৬) পশ্চিমবঙ্গের বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় অবস্থিত?

- সুন্দরবন

৫৭) একটি ম্যানগ্রোভ উদ্ভিদের নাম লেখ।

- সুন্দরী

৫৮) পশ্চিমবঙ্গের ম্যানগ্রোভ অরন্য কোনটি?

- সুন্দরবন

৫৯) পশ্চিমবঙ্গের কোথায় শ্বাসমূলযুক্ত উদ্ভিদ দেখা যায়?

- সুন্দরবনে

৬০) সুন্দরবনের উদ্ভিদের মূল মাটির উপরে খাড়াভাবে ওঠে কেন?

- বাতাস থেকে অক্সিজেন নেওয়ার জন্য

৬১) জলসঞ্চয়ী উদ্ভিদ কোথায় দেখা যায়?

- মরুভুমিতে

৬২) কোন উদ্ভিদে যান্ত্রিক কলা অনুপস্থিত?

- সমাঙ্গদেহী উদ্ভিদে

৬৩) মাটিতে আবদ্ধ কিন্তু আংশিক নিমজ্জিত উদ্ভিদ কোনটি?

- Typha

৬৪) মিথোজীবিতার উদাহরন দাও।

- লাইকেন

৬৫) একটি হাইড্রোফাইটের নাম করো৷

- Eichhornia

৬৬) বাষ্পমোচন প্রতিরোধক অভিযোজন কোথায় দেখা যায়?

 -  জেরফাইটসে

৬৭) একটি উভচর উদ্ভিদের নাম কর

- লোটাস (পদ্ম)

৬৮) অতিরিক্ত শিকারের ফলে যে প্রজাতি বিলুপ্ত হয়েছে তার নাম কী?

- ডোডো পাখি

৬৯) ‘পোচিং' শব্দটির অর্থ কী?

- চোরাশিকার বেআইনিভাবে গাছকাটা

৭০) সুরক্ষিত বনভুমি বা প্রোটেক্টেড ফরেস্ট কয় প্রকার?

- ২

৭১) বর্তমানে ভারতবর্ষে লুপ্তপ্রায় উদ্ভিদ প্রজাতির সংখ্যা কত?

- ৪৫০ টি

৭২) বনভুমির সবচেয়ে উপরের আবরনকে কী বলা হয়?

- চাঁদোয়া

৭৩) পার্মাফ্রস্ট কোথায় দেখা যায়?

- সাইবেরিয়ার তুন্দ্রা বায়োমে ( ইহা মাটির উপরে বা নীচে জমে থাকা বরফের স্তর)

৭৪) সরলবর্গীয় বৃক্ষের অপর নাম কী?

- টেগা

৭৫)পৃথিবীর মোট বনভুমির কত শতাংশ নিরক্ষীয় বন দ্বারা আবৃত?

- ৭ শতাংশ

৭৬) নিরক্ষীয় বর্ষা বনে বার্ষিক বৃষ্টিপাতের পরিমান কত?

- ২৪০-৮৩০ সেমি

৭৭) পরাশ্রয়ী অর্কিড উদ্ভিদ কোথায় দেখা যায়?

- নিরক্ষীয় বর্ষাবনে

৭৮) উত্তর আমেরিকার তৃণভূমির নাম কী?

- প্রেইরি

৭৯) সাভানা কী?

- নিরক্ষিয় অঞ্চলের তৃনভুমি

৮০) দুটি স্থলজ বায়োমের উদাহরন দাও?

- স্টেপিজ সাভানা বায়োম

৮১) দুটি বনভুমি বায়োমের উদাহরন দাও

- ক্রান্তিয় চিরহরিৎ বৃষ্টি অরন্য বায়োম তৈগা অরন্য বায়োম 

 ৮২) তৈগা বায়োমে জন্মায় এমন দুটি বৃক্ষের নাম লেখ?

- পাইন দেওদার

৮৩) দুটি তৃনভুমি বায়োমের উদাহরন দাও?

- স্টেপিজ সাভানা বায়োম

৮৪) মরুভুমির বায়োমে বৃষ্টিপাতের অভাবে যে কাঁটাজাতীয় গাছ জন্মায় তাকে কী বলা হয়?

- জেরাফাইট

৮৫) কয়েকটি জেরাফাইট উদ্ভিদের নাম লেখ

- ক্যাকটাস, ফনীমনসা, বাবলা, তেশিরা ইত্যাদি

৮৬) উষ্ণ মরুভুমি বায়োমে বসবাসকারি দুটি উপজাতির নাম কর

- কালাহারির বুশম্যান সৌদি আরবের বেদুইন

৮৭) IBWL পুরো নাম কী?

- Indian Board of Wild Life

৮৮) CRYO BANK কী?

- মাইনাস (-) ১৯৬ ডিগ্রী উষ্ণতায় উদ্ভিদের কোন বিশেষ অঙ্গ, কোষ, পরাগরেনু, ব্রুন, শুক্রানু, ডিম্বানু ইত্যাদি যেখানে সংরক্ষন করা হয় তাকে CRYO BANK বলা হয়৷

৮৯) এশিয়ার সিংহ কি নাম পরিচিত ?

- Endergered (ইনডেন্জারড)


 সংরক্ষণ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য

বিভিন্ন অভয়ারন্য-

) নাম - সুন্দরবন

রাজ্যপশ্চিমবঙ্গ

সংরিক্ষত প্রানী- রয়েল বেঙ্গল টাইগার

) নাম - জলদাপাড়া

রাজ্যপশ্চিমবঙ্গ

সংরিক্ষত প্রানী- একশৃঙ্গ গন্ডার, বাঘ, হাতি

) নাম - গরুমারা

রাজ্য - পশ্চিমবঙ্গ

সংরিক্ষত প্রানী এক শৃঙ্গ গন্ডার, হাতি, বাঘ

) নাম- মানস

রাজ্য - আসাম

সংরিক্ষত প্রানী- এক শৃঙ্গ গন্ডার, হাতি, বাঘ

) নাম - কাজিরাঙা

রাজ্যআসাম

সংরিক্ষত প্রানী- গন্ডার, হাতি, বাঘ

) নাম - হাজারীবাগ জাতীয় পার্ক

রাজ্যবিহার

সংরিক্ষত প্রানী- বাঘ, চিতা, হাতী, হরিন,

) নাম - গির জঙ্গল

রাজ্য - গুজরাট

সংরিক্ষত প্রানী- সিংহ, নীলগাই, চিতল হরিন, অ্যন্টিলোপ

) নাম - করবেট জাতীয় পার্ক

রাজ্য - উত্তরাখন্ড

সংরিক্ষত প্রানী- বাঘ, চিতা, সম্বর, হায়েনা

) নাম - বন্দীপুর অভয়ারন্য

রাজ্য - কম্ৰাটক

সংরিক্ষত প্রানী- বাইসন, সম্বর, অ্যান্টিলোপ, হাতি, চিতল হরিন

) নাম - ঘানা জাতীয় পার্ক

রাজ্যমধ্যপ্রদেশ

সংরিক্ষত প্রানী- সাদা বাঘ, বাঘ, হায়না, চিতা

) নাম - পেরিয়ার

রাজ্য - কেরল

সংরিক্ষত প্রানী- বাইসন, হাতি

 

*জাতীয় পার্ক কাকে বলে?

যে সকল অরন্য সকল পযরটকদের জন্য উন্মুক্ত, যদিও তা আইনের আওতাভুক্ত তাদেরকে জাতীয় পার্ক বলা হয়৷ যেমন- কানহা, করবেট

*বন্যপ্রানি স্যাংচুয়ারী কাকে বলে?

- যে সকল অরন্যে পশু বধ, পশু শিকার, পশু-পাখি ধরা সম্পূর্ন নিষিদ্ধ এবং জনসাধারনের প্রবেশ সম্পূর্নভাবে নিষিদ্ধ তাদেরকে বন্যপ্রানি স্যাংচুয়ারি বলা হয়৷ যেমন- সুন্দরবন, কাজিরাঙা, গির 

* সংরক্ষিত অরন্য কাকে বলে?

যে সকল অরন্য ইন্ডিয়ান ফরেস্ট অ্যাকট অন্যান্য বাহ্য বন আইনের আওতায় সংরক্ষিত থাকে তাদেরকে বলা হয় সংরক্ষিত অরন্য৷ উদা- পশ্চিমবঙ্গের গরুমারা

*অভয়ারন্য কাকে বলে?

- যে নির্দিষ্ট অরন্যে বন্যপ্রানী নির্ভয়ে বিচরন করে, স্বাধীনভাবে খাদ্যগ্রহন করে নিভৃতে প্রজননে লিপ্ত হয় এবং যে অরন্যে প্রানী বধ নিষিদ্ধ; সেই সব অরন্যকে অভয়ারন্য বলা হয়৷ উদা- সুন্দরবন জলদাপাড়া

 সংরক্ষণ প্রথম পর্ব >>>>

পরিবেশ সংক্রান্ত বিভিন্ন টপিক >>>> 

প্রাইমারি টেট  মকটেস্ট  >>>>

 সংরক্ষণ দ্বিতীয় পর্ব MCQ। অভয়ারণ্য কাকে বলে । জাতীয় পার্ক কাকে বলে। বন্যপ্রাণী সংরক্ষণ। তৃণভূমি। Conservation।  Wildlife Conservation। Forest Conservation। Conservation Biology। Conservation of Plants and Animals। National Park। Sanctuary। Grassland|

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad