Type Here to Get Search Results !

চর্যাপদ দ্বিতীয় পর্ব [Charjapad mcq)



চর্যাপদ দ্বিতিয় পর্ব

Set by – Manas Adhikary

 চর্যাপদ দ্বিতীয় পর্ব। Charjapad 2nd Part.

বাংলা সাহিত্যের ইতিহাস। চর্যাপদ। চর্যাপদ MCQ| চর্যাপদ সংক্ষিপ্তরূপ। About Charjapad| Charjapad MCQ| Charjapad| Charjapad Short Question Answer|

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো  চর্যাপদ দ্বিতীয় পর্ব। এই পর্বে থাকছে চর্যাপদ সম্পর্কিত  ৫০ টি অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

চর্যাপদ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর।  charjapad Short Question Answer.

 

৫১) সহরপা রচিত পদ সংখ্যা কয়টি?

- ৪টি

৫২) শবরীপা রচিত পদ সংখ্যা কয়টি?

- ২টি গবেষকগন এনাকে বাঙালী কবি হিসেবে চিহ্নিত করেছেন

৫৩) চর্যাপদের মহিলা কবি কে ছিলেন?

- কুক্কুরীপা তাঁর রচিত পদ সংখ্যা ২টি

৫৪) চর্যাপদের কোন কবির পদ ওয়া যায় নি?

 -তন্ত্রীপা বা তেনতরীপা তিনি ২৫ নং পদটি রচনা করেন

৫৫) চর্যাপদের যে ৪৮ নং পদটি পাওয়া যায় নি, সেটির রচয়িতা কে?

- কুক্কুরী পা

৫৬) চর্যাপদের কোন পদটি খন্ডিতাকারে পাওয়া গেছে?

-২৩ নংপদটি

 ৫৭) চর্যাপদের শেষ পদকর্তার নাম কী?

- শবরপা

৫৮) চর্যাপদের ৬নং পদটি কে রচনা করেন?

- ভুসুকপা

৫৯) চর্যাপদে কতজন পদকর্তা একটি করে পদ রচনা করেন?

- ১৬ জন

৬০) চর্যাপদে কোন পদকর্তার নাম পাওয়া গেলেও পদ পাওয়া যায় নি?

- তন্ত্রীপা বা তেনতরীপা (মতান্তরে লাড়ীডোম্বীপা )

৬১) চর্যায় কোন পদকর্তা নিজেকে রায়তু অথবা রাজপুত বলে দাবী করেন?

- ভুসুক পা

৬২) মরমিয়া কবি নামে কে পরিচিত?

- কাহ্নপা

৬৩) চর্যাপদে কোন অলংকার সবথেকে বেশী আছে?

 উপমা অলংকার

৬৪) চর্যার কত নং পদে ডোম জাতির কথা উল্লেখ আছে?

-১০ নং

 ৬৫) চর্যার দশর্নকে কী বলে?

- শূন্যবাদ

৬৬) চর্যাপদে কোন নাটকের কথা উল্লেখ আছে?

- বুদ্ধনাটক

৬৭) শান্তিপা এর ভনিতাযুক্ত কটি পদ পাওয়া যায়?

- টি

৬৮) দরিদ্র চিত্র চর্যাপদের কত নং পদে আছে?

- ৩৩ নং

৬৯) চর্যাপদের কত নম্বর পদে বাঙালি জাতির কথা উল্লেখ আছে?

- ৪৯ নং

৭০) কোন পদকর্তা নিজেকে জালন্ধরীর (হাড়িপা) শিষ্য বলে পরিচয় দিয়েছেন?

- কাহ্নপা

৭১) ভুসুকপা-এর ভণিতা যুক্ত কতগুলি পদ পাওয়া গেছে?

- টি

৭২) চর্যাপদের প্রথম পদটিতে কোন রাগের কথা উল্লেখ আছে?

- পটমঞ্জুরী

৭৩) চর্যাপদের দ্বিতীয় পদটিতে কোন রাগের কথা উল্লেখ আছে?

- গবড়া

৭৪) চর্যাপদের পঞ্চম পদটিতে কোন রাগের কথা উল্লেখ আছে?

- গুর্জরী

৭৫) চর্যাপদের শেষ পদটি কোন রাগে রচিত?

- রামক্রী

৭৬) চর্যাপদের সধন তত্ত্বে কণ্ঠে অবস্থিত চক্রের নাম কী বলা হয়েছে?

- সম্ভোগ

৭৭) কাহ্নপা এর কত নং পদে বিবাহ যাত্রার উল্লেখ আছে?

- ১৯নং

৭৮) খ্যামনা ভাতারির কথা কত নং পদে আছে?

- ২০ নং

৭৯) চর্যাপদে যে বাসনপত্রের উল্লেখ আছে সেগুলি কী কী?

 - চারটি বাসনপত্রের কথা উল্লেখ আছে অথ:- হাঁড়ী, পিটা, ঘড়ি ঘডুলী

৮০) চর্যাপদের কোন পদে বাঙালির সুখ-দুঃখের কথা উল্লেখ আছে?

- ৩৩নং

৮১) চর্যাপদে ব্যবহৃত হরিনী শব্দের অর্থ কী?

- জ্ঞানমুদ্রা

৮২) চর্যাপদে পুলিন্দ শব্দের অর্থ কী?

- নপুংশক

৮৩) চর্যাপদে দুলি' শব্দের অর্থ কী?

- স্ত্রী কচ্ছপ

৮৪) চর্যাপদেতিআড়া' শব্দের অর্থ কী?

- ললনা, রসনা অবধুতিকা

৮৫) চর্যাপদেভবনই' শব্দের অর্থ কী?

- ভব রূপ নদী

৮৬) চর্যাপদে অভিসার বিহঙ্গ কার লেখা?

- লুইপা

৮৭) চর্যাপদে পিটা শব্দের অর্থ কী?

- দুধ দোয়ানোর পাত্র

৮৮) চর্যাপদে কোন কোন হাতিয়ারের কথা উল্লেখ আছে?

- কুঠার, টাঙ্গী, খনতা

৮৯) কাহ্নপা রচিত বিখ্যাত পদ কোনটি?

- জেতই বোলী তেতবী টাল

৯০) চর্যাপদে কোন ফলের নাম পাওয়া যায়?

- তেঁতুল

৯১) চর্যাপদে কাল শব্দটির অর্থ কী?

- মৃত্যু

৯২) চর্যাপদে দেহকে কীরূপে অবতারনা করা হয়েছে?

- বৃক্ষ

৯৩) চর্যাপদের যুগে ডোমেরা কী করত?

- তাঁত বুনতো চাঙরী তৈরী করত

৯৪) কোথা থেকে জানা যায় যে দারিকপা অষ্টম শতকেও বর্তমান ছিলেন?

- চর্যাপদের তিব্বতী অনুবাদ থেকে

৯৫) চর্যাপদের যুগে (কাহ্নপা এর মতে) কোন জাতির মধ্যে বিধবা বিবাহ প্রচলিত ছিল?

- ডোমজাতির মধ্যে বিধবা বিবাহ (চর্যাপদে যাহা সাঙ্গা নামে উল্লেখিত) প্রচলিত ছিল

৯৬) চর্যাপদে উল্লেখিত ধুনিরী কী?

- একধরনের পেশা

৯৭) মহীধরপা কয়টি পদ লিখেছিলেন?

- ১টি

৯৮) ‘ভবনই গহন গম্ভীর বেগে বাহী' পদকর্তা কে?

- চাটিল পা

 ৯৯) হাঁউ নিরাসী খমন সাঈ- পদকর্তা কে?

- কুক্কুরীপা

১০০) চর্যাপদকে আলোআঁধারি ভাষা কে বলেছেন?

- ডঃ হরপ্রসাদ শাস্ত্রী

 

চর্যাপদ প্রথম পর্ব>>>>

 

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad