Type Here to Get Search Results !

ভক্তিবাদী আন্দোলন দ্বিতীয় পর্ব (শ্রীচৈতন্যদেব,মীরাবাঈ,ভক্তদাদু )| Bhakti Movement Part-2 (Chaitanyadev, Meerabai, Bhakta Dadu)

 শ্রীচৈতন্যদেব,মীরাবাঈ,ভক্তদাদু

Set By - Manas Adhikary

 ভক্তিবাদী আন্দোলন দ্বিতীয়  পর্ব (শ্রীচৈতন্যদেব,মীরাবাঈ,ভক্তদাদু )| Bhakti Movement Part-2 (Chaitanyadev, Meerabai, Bhakta Dadu)

 ভক্তিবাদী আন্দোলন দ্বিতীয়  পর্ব (শ্রীচৈতন্যদেব,মীরাবাঈ,ভক্তদাদু)| Bhakti Movement। Chaitanyadev। Meerabai। Bhakta Dadu। Sant Mirabai|Bhakta Dadu| Dadu Dayal| Sant Dadu Dayal.

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো ভারতের ভক্তিবাদী আন্দোলনের বিভিন্ন ব্যক্তিত্ব সম্পর্কিত অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর   পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

 

শ্রীচৈতন্যদেব,মীরাবাঈ,ভক্তদাদু অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর | Question & Answer on Chaitanyadev, Meerabai, Bhakta Dau.

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here

 

 শ্রীচৈতন্য মহাপ্রভু

) কে বাংলায় নব বৈষ্ণব আন্দোলন শুরু করেন?

- বিজয়কৃষ্ণ গােস্বামী

) বৈষ্ণব ধর্মাচার্যদের মধ্যে শ্রেষ্ঠ কাকে বলা হয়?

- শ্রীচৈতন্যদেবকে

) শ্রীচৈতন্যদেব প্রচারিত ধর্মের নাম কী?

- গৌড়ীয়  বৈষ্ণব  ধর্ম

) বাংলার কোন সুলতান শ্রীচৈতন্য মহাপ্রভুর সমসাময়িক ছিলেন?

- আলাউদ্দিন হুসেন শাহ

) শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রকৃত নাম কী?

- বিশ্বম্ভর মিশ্র

) শ্রীচৈতন্য মহাপ্রভু কবে জন্মগ্রহন করেন?

- ১৪৮৬ সালে

) শ্রীচৈতন্য মহাপ্রভু কোথায় জন্মগ্রহন করেন?

- নবদ্বীপ

) কোন হিন্দু সন্ত হিন্দু-মুসলমান উভয়কেই শিষ্য করেছিলেন?

- শ্রীচৈতন্য মহাপ্রভু

) শ্রীচৈতন্য মহাপ্রভুর গুরুদেবের নাম কী?

- ঈশ্বর পুরি

১০) উড়িষ্যারাজ প্রতাপ রুদ্রদেব কার শিষ্য ছিলেন?

- শ্রীচৈতন্য মহাপ্রভু

১১) কে বিশ্বম্ভর মিশ্রকে শ্রীচৈতন্য উপাধি দেন?

- কেশব ভারতী

১২) ‘অচিন্ত ভেদাভেদতত্ত্ব’ এর প্রবক্তা কে?

- শ্রীচৈতন্য মহাপ্রভু

১৩) শ্রীচৈতন্য মহাপ্রভুর পিতার নাম কী?

- জগন্নাথ মিশ্র

১৪) শ্রীচৈতন্য মহাপ্রভুর মাতার নাম কী?

- শচীদেবী

১৫) শ্রীচৈতন্য মহাপ্রভুর ডাকনাম কী ছিল?

- নিমাই

১৬) কোন ভক্তিবাদী আন্দোলনের প্রচারকের নাম ছিল গােরা?

- শ্রীচৈতন্য মহাপ্রভুর (এছাড়াও গৌরাঙ্গ, গৌর ইত্যাদি নামে পরিচিত ছিলেনগায়ের রং ফর্সা ছিল বলে তার এরূপ নামে প্রতিবেশীরা ডাকতেন)

১৭) শ্রীচৈতন্য মহাপ্রভু কাকে তর্কযুদ্ধে পরাজিত করেন?

- কেশব কাশ্মীরীকে

১৮) শ্রীচৈতন্য মহাপ্রভুর একজন মুসলিম শিষ্যের নাম কর?

- যবন হরিদাস

১৯) কে তাঁর অনুগামীদের তৃণর মতাে নম্র নিরহঙ্কার হতে উপদেশ দেন?

- শ্রীচৈতন্য মহাপ্রভু

 ভক্তিবাদী আন্দোলন দ্বিতীয়  পর্ব (শ্রীচৈতন্যদেব,মীরাবাঈ,ভক্তদাদু)| Bhakti Movement। Chaitanyadev। Meerabai। Bhakta Dadu। Sant Mirabai|Bhakta Dadu| Dadu Dayal| Sant Dadu Dayal.

মীরাবাঈ

) সাধিকা মীরাবাঈ কে ছিলেন?

- মধ্যযুগে ভারতে ভক্তি আন্দোলনের নেতৃবৃন্দের মধ্যে একজন। ইনি ছিলেন মেবারের রাজমহিষী।

) সাধিকা মীরাবাঈ এর স্বামীর নাম কী?

- মেবারের রানা কুম্ভ (মতান্তরে মেবারের রানা সঙ্গের পুত্র ভােজরাজ)

) মীরাবাঈ কার কার উপাসনা করতেন?

- শ্রীকৃষ্ণের

) মীরাবাঈ এর ভজনগুলি কোন ভাষায় রচিত?

- ব্রজবুলি

) মীরাবাঈ কোন বংশের বধু ছিলেন?

- শিসােধিয়া।

) মীরাবাঈ কার সমসাময়িক ছিলেন?

- আকবর

) প্রথম কোন ভারতীয় মহিলার ছবি ডাকটিকিটে প্রকাশ পায়?

- মীরাবাঈ

) দক্ষিনের মীরাবাঈ নামে কোন সাধিকা পরিচিত ছিলেন?

- অন্ডান

) গিরিধারী সাধিকা নামে কে পরিচিত?

- মীরাবাঈ।

১০) আকবর ছদ্মবেশে কার ভজন শুনেছিলেন?

- মীরাবাঈ এর

ভক্তদাদু

) ভক্তদাদু কে ছিলেন?

- ভক্তিবাদী মতবাদের প্রচারক

 ) ভক্ত দাদুর অনুগামীদেরকে কী বলা হয়?

- ব্ৰহ্ম সম্প্রদায়

) হিন্দুসাধক জগন্নাথ মুসলমান সাধক রজ্জব কার শিষ্য ছিলেন?

- ভক্ত দাদু

) ভক্ত দাদু কোন মুসলিম সুফীর শিষ্য ছিলেন?

- শয়খ বুধন

) ভক্ত দাদুর পিতা মাতার নাম কি?

- পিতার নাম লােদি মাতার নাম বসীবাঈ

) ভক্তদাদু কার সমসাময়িক ছিলেন?

- আকবর

) জ্ঞান পিপাসু আকবর কার সাথে দীর্ঘ ৪০ দিন ধর্ম নিয়ে আলােচনা করেন?

- ভক্তদাদুর সাথে (স্থান- ফতেপুর সিক্রির এক নির্জন প্রান্তে)

) রাজা ভগবান দাস কার শিষ্যত্ব গ্রহন করে?

- দাদু দয়াল

) দাদু দয়ালের কবিতা কী নামে পরিচিত?

- বানী

১০) দাদু কোন সম্প্রদায়ের লােক ছিলেন?

- নিগুন সম্প্রদায়ের (কবীরের মত)

১১) আকবরের সভাসদ ভগবান দাস কার শিষ্য ছিলেন?

- দাদু দয়াল

১২) আকবরের সাথে কোন ভক্তিবাদি সাধকের দেখা হয়?

- দাদু

 ১৩) “আমি হিন্দু হতে চাই না, মুসলমান হতে চাই না ষড়দর্শনের পথ আমার নয়; আমি চাই দয়াময়কে’- উক্তিটি কার?

- দাদু দয়াল

১৪) ভক্ত দাদুর গুরুদেব কে ছিলেন?

- বল্লভাচাৰ্য্য

 

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

 ভক্তিবাদী আন্দোলন দ্বিতীয়  পর্ব (শ্রীচৈতন্যদেব,মীরাবাঈ,ভক্তদাদু)| Bhakti Movement। Chaitanyadev। Meerabai। Bhakta Dadu। Sant Mirabai|Bhakta Dadu| Dadu Dayal| Sant Dadu Dayal.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad