Type Here to Get Search Results !

বাংলার সুলতানি সাম্রাজ্য সম্পর্কিত ৬০ টি অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর | Bangla Saltanat 60 MCQ

 

বাংলার সুলতানি সাম্রাজ্য

Set By- Manas Adhikary

 

বাংলার সুলতানি সাম্রাজ্য সম্পর্কিত ৬০ টি অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। Bangla Saltanat 60 MCQ

 বাংলার সুলতানি সাম্রাজ্য সম্পর্কিত ৬০ টি অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। Bangla Saltanat| Iliyas Shah| Raja Ganesh| Husen Shah| Maladhar Basu

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলোআপনাদের জন্য নিয়ে এসেছি বাংলার সুলতানি সাম্রাজ্য সম্পর্কিত ৬০ টি অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর।   পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

Bangla Saltanat 60 MCQ| Bangla Saltanat Question Answer.

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here

 


 

) বাংলায় মুসলিম শাসন কে প্রতিষ্ঠা করেন?

- ইক্তিয়ার উদ্দীন মহম্মদ বিন বখতিয়ার খলজী

) বখতিয়ার খলজী কোন সম্প্রদায়ভুক্ত ছিলেন?

- তুর্কিদের খলজী সম্প্রদায়ভুক্ত

) বাংলার প্রথম কোনটী জয় করেন?

- নদীয়া

) বখতিয়ার খলজী যখন বাংলা আক্রমন করেন তখন বাংলার নবাব কে ছিলেন?

- লক্ষন সেন (বাংলার শেষ স্বাধীন হিন্দু নরপতি)

) বখতিয়ার খলজীর রাজধানী কোথায় ছিল?

- লক্ষ্মনাবতী বা লখনৌতি বা গৌড়

) বখতিয়ার খলজীর কোন অভিযান ব্যর্থ হয়?

- তিব্বত অভিযান (১২০৬সালে)

) বখতিয়ার খলজী কোথায় মারা যান?

- দিনাজপুরের দেবকোটে (এইখানে বখতিয়ার খলজী নতুন রাজধানী স্থাপন করেন)

) বখতিয়ার খলজী কোথায় নতুন রাজধানী স্থাপন করেন?

- দিনাজপুরের দেবকোটে

) বখতিয়ার খলজীর পর কে বাংলার সিংহাসনে বসেন?

- গিয়াসউদ্দীন  ইওয়াজ খলজী

১০) কে দিনাজপুরের দেবকোট থেকে রাজধানীকে পুনরায় লক্ষ্মণাবতীতে স্থানান্তরিত করেন?

- গিয়াসউদ্দীন ইওয়াজ খলজী।

১১) গিয়াসউদ্দীন ইওয়াজ খলজী যখন বাংলা শাসন করতেন তখন দিল্লীর শাসনকর্তা কে ছিলেন?

- ইলতুতমিস।

১২) গিয়াসউদ্দীন ইওয়াজ খলজীকে কে হত্যা করেন?

- ইলতুতমিসের জেষ্ঠ্য পুত্র নাসির উদ্দীন মামুদ

১৩) গিয়াসউদ্দীন বলবন মারা যাবার পর বাংলার সিংহাসনে স্বাধীন সুলতানি বংশের প্রতিষ্ঠা কে করেন?

- নাসিরউদ্দীন মাহমুদ শাহ।

১৪) নাসিরউদ্দীন মাহমুদ শাহের আসল নাম কী?

- বুখরা খান।

১৫) নাসিরউদ্দীন মাহমুদ শাহ বাংলাদেশকে কয়টি ভাগে বিভক্ত করেন?

-চারটি

১৬) মহম্মদ বিন তুঘলকের আমলে বাংলা কয়ভাগে বিভক্ত ছিল?

- দুই৷ যথা-

) পূর্ববাংলা বা সোনার গাঁও এর শাসক ছিলেন ফকরুদ্দীন মুবারক শাহ

) পশ্চিমবাংলা বা লখনৌতি এর শাসক ছিলেন আলাউদ্দিন আলি শাহ (প্রসঙ্গত উল্লেখ্য যে এরা দুজনেই মহম্মদ বিন তুঘলকের আমলে স্বাধীনতা ঘােষনা করেন)

১৭) কার শাসনকালে দুই বাংলা একত্রিত হয়?

- শামসুদ্দিন ইলিয়াস শাহ ( ইনি আলাউদ্দিন আলি শাহের ভ্রাতা ছিলেন)

১৮) ডঃ নুরুলের মতে বাংলার সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা কে?

- শামসুদ্দিন ইলিয়াস শাহ

১৯) দিল্লীর সুলতান ফিরােজ শাহ তুঘলক, ইলিয়াস শাহের বিরুদ্ধে অভিযান চালালে ইলিয়াস শাহ কোথায় পালিয়ে গিয়ে আত্মরক্ষা করেন?

- মহানন্দা নদের একটি দুর্ভেদ্য দ্বীপের একডালা দূর্গে

২০) বাংলার কোন সুলতান কামরূপ অভিযান করেন?

- ইলিয়াস শাহ

২১) ফিরােজ শাহ তুঘলক যখন দ্বিতীয়বার বাংলা আক্রমন করেন তখন বাংলার শাসক কে ছিলেন?

- সিকান্দার শাহ (ইনি ইলিয়াস শাহের পুত্র ছিলেন। ইনিও পিতার মত একডালা দূর্গে আশ্রয় গ্রহন করে আত্মরক্ষা করেন)

২২) ফিরােজ শাহ তুঘলক বাংলার কোন শাসকের সাথে সন্ধি স্থাপন করেন?

-সিকান্দার শাহ

২৩) আদিনা মসজিদ কে নির্মান করেন?

- সিকান্দার শাহ

২৪) আদিনা মসজিদ কোথায় অবস্থিত?

- পান্ডুয়াতে

২৫) আদিনা মসজিদ কার অনুকরনে তৈরী করা হয়?

- দামাস্কাসের মসজিদের অনুকরনে

২৬) আদিনা মসজিদ তৈরী করতে কত সময় লেগেছিল?

- ২০ বছর

২৭) বিখ্যাত কোতােয়ালি দরওয়াজা কে নির্মান করেন?

-সিকান্দার শাহ

২৮) সিকান্দার শাহের পর কে সিংহাসনে বসেন?

- পর্যায়ক্রমে গিয়াসউদ্দিন আজম শাহ, সৈফুদ্দিন হামজা শাহ, শিহাবুদ্দিন বায়াজিদ শাহ

২৯) পারস্যের বিখ্যাত কবি হাফিজের সাথে বাংলার কোন সুলতানের সখ্যতা ছিল?

- গিয়াস উদ্দিন আজম শাহ

৩০) গিয়াস উদ্দিন আজম শাহ কার সাথে বসে কবিতার পাদপূরন করতেন?

-হাফিজের সাথে

৩১) কার মৃত্যুর পর ইলিয়াস শাহী বংশের সাময়িক পন ঘটে?

- শিহাবুদ্দিন বায়াজিদ শাহ

৩২) কার দ্বারা বাংলার ইলিয়াস শাহী বংশের সাময়িক পতন ঘটে?

 - রাজা গনেশ

৩৩) বাংলার সিংহাসনে বসার আগে রাজা গনেশের পরিচয় কী ছিল?

-ভাতুড়িয়া দিনাজপুরের ব্রাহ্মন জমিদার

৩৪) রাজা গনেশের উপাধি কী ছিল?

- দনুজমদদেব

৩৫) রাজা গনেশের পর কে বাংলার সিংহাসনে বসেন?

- তাঁর পুত্র যদু (ইনি পরে ইসলাম ধর্ম গ্রহন করে জালাল উদ্দিন মুহম্মদ শাহ নামে বাংলার সিংহাসনে বসেন তিনি জন্মসুত্রে ব্রাহ্মন হলেও হিন্দুদের উপর আনেক অত্যাচার করতেন)

৩৬) জালাল উদ্দিনের মৃত্যুর পর কে সিংহাসনে বসেন?

-সামসুদ্দিন আহমেদ

 ৩৭) সামসুদ্দীন আহমেদকে কে হত্যা করেন?

- বাংলার আমীরগন (তাঁর কুশাসনে অতিষ্ট হয়ে)

৩৮) ইলিয়াস শাহী বংশের পুনঃপ্রতিষ্ঠা করেন?

- নাসির উদ্দীন মামুদ

৩৯) কার বর্ননা থেকে বাংলার নাসির উদ্দিন মামুদ এর রাজত্বকাল সম্পর্কে জানা যায়?

- ফিরিস্তা

৪০) ইলিয়াস শাহী বংশের শেষরাজার নাম কী?

- জালাল উদ্দীন ফৎ

৪১) ইলিয়াস শাহী বংশের প্রথম রাজার নাম কী?

- শামসুদ্দিন ইলিয়াস শাহ।

৪২) বাংলার কোন শাসক পান্ডুয়া থেকে গৌড় রাজধানী স্থানান্তরিত করেন?

-নাসির উদ্দিন মামুদ শাহ

৪৩) বাংলার কোন শাসক দুবার চীনে দূত পাঠান?

- নাসিরুদ্দিন মামুদ শাহ

৪৪) বাংলার কোন নরপতি আরাকান রাজার থেকে চট্টগ্রাম উদ্ধার করেন?

-বরবক শাহ

৪৫) মালাধর বসু কার পৃষ্ঠপােষকতা লাভ করেন?

- বরবাক শাহ

৪৬) মালাধর বসু কোন কাব্য রচনা করেন?

- শ্রীকৃষ্ণ বিজয়কাব্য

৪৭) মালাধর বসুর উপাধি কী ছিল?

- গুনরাজ খান

৪৮) মালাধর বসুকে কে গুনরাজ খান উপাধি দেন?

- বারবক শাহ

৪৯) কোন সুলতানের নির্দেশে বাংলা ভাষায় রামায়ন (কৃত্তিবাস এর দ্বারা) লেখা হয়?

- বরবাক শাহ

৫০) কোন আমলে বাংলা থেকে বাঁশের চোঙায় ভরে সূক্ষ মসলিন কাপড় রপ্তানি করা হত?

- ইলিয়াস শাহী বংশের আমলে

৫১) গৌড়ে ফতে খাঁ এর সমাধি ভবন কে নির্মান করেন?

- রাজা গনেশ

৫২) পান্ডুয়াতে কেএকলাখী প্রাসাদ’ নির্মান করেন?

- রাজা গনেশ

৫৩) ইলিয়াস শাহী বংশের শ্রেষ্ঠ নরপতির নাম কী?

- বরবাক শাহ

৫৪) বরবাক শাহের উপাধিগুলি কী কী?

- অল-ফাজিল অল-কামিল (তাঁর পান্ডিত্যের জন্য এই উপাধি দেওয়া হয়)

৫৫) রবাক শাহ কোন টীকাকারের পৃষ্টপােষকতা করতেন?

- বৃহস্পতি মিশ্র

৫৬) বৃহস্পতি মিশ্র রচিত গ্রন্থের নাম কী?

- পদচন্দ্রিকা

৫৭) বৃহস্পতি মিশ্রের উপাধি কী ছিল?

- পন্ডিত সার্বভৌম্য

৫৫) বরবাক শাহ কোন টীকাকারের পৃষ্টপােষকতা করতেন?

- বৃহস্পতি মিশ্র

৫৬) বৃহস্পতি মিশ্র রচিত গ্রন্থের নাম কী?

- পদচন্দ্রিকা

৫৭) বৃহস্পতি মিশ্রের উপাধি কী ছিল?

- পন্ডিত সার্বভৌম্য

৫৮) বরবক সাহের আমলে কোন মুসলিম পন্ডিতসফরনামা’ রচনা করেন?

-ইব্রাহিম করুকি

৫৯) শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্ম হয় কার আমলে?

- জালাল উদ্দিন ফতে

৬০) কে ভাগবত পুরাণ অনুবাদ করেন?

- মালাধর বসু (অনুবাদিত কাব্যের নাম শ্রীকৃষ্ণবিজয় বা গােবিন্দমঙ্গল)

 

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 বাংলার সুলতানি সাম্রাজ্য সম্পর্কিত ৬০ টি অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। Bangla Saltanat| Iliyas Shah| Raja Ganesh| Husen Shah| Maladhar Basu

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad