Type Here to Get Search Results !

শিখ গুরুদের সম্পর্কিত গুরুত্বপূর্ন তথ্য সমূহ| About Shikhguru.

 

শিখ গুরুদের সম্পর্কিত গুরুত্বপূর্ন তথ্য সমূহ

SET BY- MANAS ADHIKARY

 শিখ গুরুদের সম্পর্কিত গুরুত্বপূর্ন তথ্য সমূহ|

শিখ গুরুদের সম্পর্কিত গুরুত্বপূর্ন তথ্য সমূহ| গুরু নানক। গুরু গোবিন্দ সিং। গুরু তেগবাহাদুর। গুরু রামদাস। গুরু অর্জুন সিং। Guru Nanak| Guru Gobinda Sing| Guru Tegbahadur| Guru Ramadas| Guru Arjun Sing|

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলোআপনাদের জন্য নিয়ে এসেছি ভারতের শিখ গুরুদের সম্পর্কিত গুরুত্বপূর্ন তথ্য সমূহ  পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। 

শিখ গুরুদের সম্পর্কিত গুরুত্বপূর্ন তথ্য সমূহ| শিখ ধৰ্ম সম্পর্কিত তথ্য  ।  About Shikhguru.

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here

 



গুরু নানক

) ইনি ছিলেন শিখধর্মের প্রবর্তক এবং শিখদের প্রথম গুরু

) ইনি পাকিস্তানের লাহােরের নিকট তালবন্দী গ্রামে জন্মগ্রহন করেন।

) গুরু নানক প্রথম জীবনে দৌলত খাঁ লােদীর অধীনে কাজ করতেন।

) গুরু নানক পার্সিয়ান, হিন্দি এবং পাঞ্জাবি ভাষা জানতেন৷

) ইনি মূর্তিপূজার ঘাের বিরােধী ছিলেন

 ) গুরু নানক ১৪৯৯ সালে সাধনায় সিদ্ধিলাভ করেন৷

) গুরু নানক লঙ্গর খানা প্রতিষ্ঠা করেন।

) গুরু নানক ভগবানের ব্যাখ্যা করতে গিয়ে নির্গুণ নিরাকার শব্দগুলি ব্যবহার করেন৷

) বাবর, গুরু নানকের সমসাময়িক ছিলেন৷

১০) গুরু নানাকের উপদেশবানীর সংকলনকে বলা হয়গ্রন্থসাহেব বা আদিগ্রন্থ’।

১১) গুরু নানকের ধর্মমত প্রচার কেন্দ্রকে বলা হয়খানকা’।

১২) গুরু নানকের জীবনকথার নাম হলজনমসখি’

গুরু অঙ্গদ

) শিখদের দ্বিতীয় গুরু ছিলেন গুরু অঙ্গদ৷

) গুরু অঙ্গদের প্রকৃত নাম ভাই লেহান৷

) ইনি পাঞ্জাবি ভাষায় গুরুমুখী স্ক্রিপ্ট রচনা করেন

) এঁনার আমলে লঙ্গরখানা জনপ্রিয় হয়ে ওঠে৷

) শিখদের শারীরিক আধ্যাত্বিক বিকাশের জন্য তিনি মাল আখড়া গঠন করেন৷

গুরু অমরদাস

শিখধর্মের দশজন গুরুর মধ্যে গুরু অমরদাস হলেন তৃতীয় গুরু৷ শিখধর্ম গ্রহন করার আগে তিনি সন্ন্যাসীর বেশে একজন গুরুর খোঁজ করছিলেন৷ একদিন তিনি তাঁর ভাইপাের স্ত্রী বিবি

আমরাে গুরু নানকের স্তোত্র পাঠ করা শুনে শিখধর্মের প্রতি আকৃষ্ট হয়ে বিবি আমরােকে অনুরােধ করেন তৎকালীন শিখগুরু গুরু অঙ্গদের সাথে পরিচয় করে দেওয়ার জন্য বিবি আমরাে ছিলেন গুরু অঙ্গদের কন্যা৷ পরবর্তীকালে গুরু অঙ্গদ আমরদাসকে শিখধর্মের গুরু হিসাবে নির্বাচিত করেন৷ তিনি সর্বপ্রথম শিখগুরু যিনি শিখধর্মের মধ্যে মনজিশ প্রবর্তন করেন তিনি ৯৫ বছর বয়স পর্যন্ত শিখগুরু ছিলেন৷

) ইনি ছিলেন শিখদের তৃতীয় গুরু

) গুরু অমরদাস শিখসম্প্রদায়কে ২২টি মনজিশে বিভক্ত করেন৷ ) ইনি সতীদাহ পর্দাপ্রথার বিরুদ্ধে প্রচার করেন৷

) গুরু অমরদাস বিধবা বিবাহ সমর্থন করেছিলেন৷

) মােঘল সম্রাট আকবর অমুসলিমদের উপর যে কর চাপিয়েছিলেন, গুরু অমরদাস তা তুলে নেবার জন্য আকবরকে অনুরােধ করেন৷

) গুরু অমরদাস ৬০ বছর বয়সে শিখধর্ম গ্রহন করেছিলেন

 

শিখ গুরুদের সম্পর্কিত গুরুত্বপূর্ন তথ্য সমূহ| গুরু নানক। গুরু গোবিন্দ সিং। গুরু তেগবাহাদুর। গুরু রামদাস। গুরু অর্জুন সিং। Guru Nanak| Guru Gobinda Sing| Guru Tegbahadur| Guru Ramadas| Guru Arjun Sing|

 

গুরু রামদাস

) শিখদের চতুর্থ গুরুর নাম ছিল গুরু রামদাস

) সম্পর্কে ইনি গুরু অমরদাসের জামাতা ছিলেন।

) গুরু রামদাস শিখদের বিবাহ রীতিআনন্দ কারাজ’ প্রবর্তন করেন৷

) মােগল সম্রাট আকবরহারমিন্দার সাহিব’ বানানাের জন্য গুরু রামদাসকে জমি দান করেছিলেন৷ হারমিন্দার সহিবের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন হাজী মিয়া মীর (এই মিয়া মীর ছিলেন দারাশিকোর গুরু)

) গুরু রামদাস অমৃতসরের স্বর্নমন্দির নির্মান করেন৷

 ) গুরু রামদাস অমৃতসর শহরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন৷

) টাং গ্রামের মালিকের থেকে ৭০০টাকা দিয়ে গুরু রামদাস জমি কেনেন অমৃতসর শহর প্রতিষ্ঠা করার জন্য

) গুরু রামদাস যখন ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তখন এর নাম দেন রামদাসপুর নগর৷

) গুরু রামদাসের সমসাময়িক মােঘল সম্রাট ছিলেন আকবর ১০) সম্রাট আকবর গুরু রামদাসকে অমৃতসর প্যালেস জমি দান করেছিলেন৷

গুরু অর্জুনদেব

) শিখদের পঞ্চম গুরু ছিলেন গুরু অর্জুন দেব৷ ইনি ছিলেন গুরু রামদাসের পুত্র। ইনি আদি গ্রন্থ বা গ্রন্থসাহেব সংকলিত করেছিলেন৷ গ্রন্থসাহেব গুরুমুখী ভাষায় লিপিবদ্ধ করা৷

) এই শিখগুরু অমৃতসরের কারাতপুরের নির্মানকাজ সম্পন্ন করেছিলেন৷

) ‘শুকমনি’ নামক গ্রন্থ রচনা করেন এই শিখ গুরু

) এই শিখগুরু অমৃতসরের হরমন্দিরটি নির্মান করেছিলেন৷

) এই শিখগুরু’ মসন্দ’ নামে একটি প্রতিনিধি দল গঠন করেছিলেন যাঁরা শিখ গুরুদের আদর্শ শিক্ষাদান প্রচার করে বেড়াতেন৷

) তিনি দসভন্দ প্রথা চালু করেন৷ এই প্রথা অনুযায়ী শিখরা তাদের উপার্জনের একাংশ অর্থ, দ্রব্যসামগ্রী বা সেবার মাধ্যমে স্বেচ্ছায় দান করতেন৷

) মােঘল সম্রাট জাহাঙ্গীরের বিদ্রোহীপুত্র খসরুকে সাহায্য করেন এবং খসরুকে শিখ ধর্মে দিক্ষীত করেন৷৷

এই সাহায্য করার জন্য জাহাঙ্গীর, গুরু অজুনদেবকে হত্যা করেন৷ ) জাহাঙ্গীর গুরু অজুনকে মৃত্যুদন্ডের পূর্বে ৫০০০ টাকা জরিমানা করেছিলেন৷

) শিখদের প্রথম শহীদ বাশাহিদে -দি-সরতাজ’ বলা গুরু অজুনদেবকে

১০) এই শিখগুরু বানিজ্যে যুক্ত ছিলেন৷

গুরু হরগােবিন্দ

) সবচেয়ে বেশী সময় (৩৭বছর মাস দিন) ধরে শিখগুরু ছিলেন গুরু হরগােবিন্দ৷ মাত্র এগারাে বছর বয়সে শিখ গুরুর পদ লাভ করেন৷ ইনি ছিলেন ষষ্ঠ শিখগুরু।

) সমগ্র শিখজাতিকে একটি সামরিক জাতিতে পরিনত করেন এই গুরু হরগােবিন্দ

) ইনি হারমিন্দর সাহিব কমপ্লেক্সে আকাল তখত স্থাপন করেন৷ ) গুরু হরগােবিন্দ প্রথম শিখগুরু যিনি যুদ্ধে লিপ্ত হয়েছিলেন৷ মােঘল সেনারা শিখদের মধ্যে প্রথম গুরু হরগােবিন্দের কাছে পরাজয় স্বীকার করেন৷

) গুরু হরগােবিন্দ তাঁর রাজধানী কারতারপুরে স্থাপন করেন৷ ) গুরু হরগােবিন্দ লৌহপুর দূর্গ কর্তারপুরে সামরিক কেন্দ্র গড়ে তােলেন৷

) ইনিসাচ্চা পাদশাহ' উপাধি গ্রহন করেন

) গুরু হরগােবিন্দ প্রত্যেক শিখজাতির মানুষকে নিজ কাছে মিরি পিরি নামক দুটি চাকু রাখতে বলেন৷

গুরু হররায়

) শিখদের সপ্তম গুরু ছিলেন গুরু হররায়।

) এই গুরু হররায় ঔরঙ্গজেবের পুত্র দারাশিকোকে সুস্থ করে তােলায় সম্রাট ঔরঙ্গজেব তাঁকে মােঘল রাজসভায় ডেকে পাঠান৷

গুরু হরকিষন

) শিখদের অষ্টম সর্বকনিষ্ঠ গুরু ছিলেন৷ মাত্র বছর বয়সে গুরুর পদে স্থলাভিসিক্ত হন৷

) গুরু হরকিষন বালগুরু নামেও পরিচিত ছিলেন৷

) এই শিখগুরু গুটিবসন্তে আক্রান্ত হয়ে অষ্টম জন্মদিনের আগেই মারা যান৷

গুরু তেগবাহাদুর

) শিখদের নবম গুরু ছিলেন তেগবাহাদুর।

) গুরু তেগবাহাদুর বিহার আসামে শিখ ধর্মপ্রচার করেন৷

) তিনি বান্দা বাহাদুরকে শিখ সেনাদের প্রধান হিসাবে নিযুক্ত করেন৷

 ) গুরু তেগবাহাদুরহিন্দ-দি-চাদর' নামেও পরিচিত ছিলেন৷

) মােঘল সম্রাট ঔরঙ্গজেব তাঁকে মুসলিম ধর্ম গ্রহন করার প্রস্তাব দিলে তিনি তা প্রত্যাখ্যান করেন এবং ঔরঙ্গজেবের বিরুদ্ধে বিদ্রোহ ঘােষনা করেন৷

) দিল্লীর চাঁদনি চকে জন সাধারনের সামনেই মােঘল সম্রাট ঔরঙ্গজেব গুরু তেগবাহাদুরের শিরচ্ছেদ করেন৷ তেগবাহাদুরকে যেখানে হতা করা হয়েছিল সেটি বর্তমানেসিসগঞ্জ সাহিব গুরুদ্বার’ নামে খ্যাত।

) তাঁকে উদ্দেশ্য করে শিখরা বলেনগুরু শির দিয়া, সার(ধর্ম) না দিয়া’

গুরু গােবিন্দ সিং

) গুরু গােবিন্দ সিং হল শিখদের দশম শেষ গুরু

) ইনি বিহারের পাটনায় জন্মগ্রহন করেন৷ তাঁর জন্মতিথিকেপ্রকাশ পর্ব' হিসাবে পালন করা

) গুরু গােবিন্দ সিংখালসা’ প্রথার প্রবর্তন করেন৷ খালসা শব্দের অর্থ পবিত্র৷ ব্যাক্তিগত গুরুপদ তিনি রদ করেন৷ তিনি বলেন খালসা সংস্থাই হল শিখদের গুরু৷ তিনি ১৬৯৯ সালে পাঞ্জাবের। আনন্দপুরে খালসা বাহিনী গড়ে তােলেন৷

) গুরু গােবিন্দ সিংদশম পাদশা কা গ্রন্থ’ রচনা করেন৷

) তিনি শিখদেরপঞ্চ ক’ { কেশ (লম্বাচুল), কঙ্কতী (চিরুনী), কৃপান (তরবারি), কচ্ছ (খাটো পায়জামা), কড় (হাতের বালা) } ব্যবহার করার আদেশ দেন৷

) জাতি-বর্ণ নির্বিশেষে তিনি সকল শিখকে সিং বা সিংহ উপাধি ব্যবহার করার নির্দেশ দেন৷

) গুরু গােবিন্দ সিং বৈশাখী-উৎসবের প্রচলন করেন৷

) তিনি দীক্ষা পাহুল প্রচলন করেন৷

) গুরু গােবিন্দ সিং, মুঘল গভর্নর ওয়াজির প্রেরিত আফগান ঘাতকের ছুরির আঘাতে আহত হয়ে মারা যান৷

১০) গুরু গােবিন্দ সিং এর মৃত্যুর পর শিখদের নেতৃত্ব দেন তাঁর প্রিয় শিষ্য বান্দা তিনি বান্দা বৈরাগী বা বান্দা বাহাদুর নামেও পরিচিত সম্রাট ফারুখশিয়ার ১৭১৬ সালে তাঁকে হাতির পায়ের তলায় পিষে নিষ্ঠুরভাবে হত্যা করেন৷

১১) "Plate of his Tribe"  বলা হয় গুরু গােবিন্দ সিংকে

১২) গুরু গােবিন্দ সিংহের আত্মজীবনীর নাম বিচিত্র নাটক

১৩) গুরু গােবিন্দ সিংহিয়াকত’ ফার্সীতে অণুবাদ করেন৷

১৪) গুরু গােবিন্দ সিং সরাসরি মােঘলদের বিরুদ্ধে অস্ত্রধারন করেন৷

 

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

শিখ গুরুদের সম্পর্কিত গুরুত্বপূর্ন তথ্য সমূহ| গুরু নানক। গুরু গোবিন্দ সিং। গুরু তেগবাহাদুর। গুরু রামদাস। গুরু অর্জুন সিং। Guru Nanak| Guru Gobinda Sing| Guru Tegbahadur| Guru Ramadas| Guru Arjun Sing|

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad