Type Here to Get Search Results !

রুশো MCQ

 

জ্যাঁ জ্যাক রুশো

Set By- Manas Adhikary

রুশো সম্পর্কিত প্রশ্নোত্তর| Rousseau Mcq Questions and Answer

রুশো সম্পর্কিত প্রশ্নোত্তর| Rousseau Mcq Questions and Answer|Jean Jacques Rousseau| French Philosopher| Philosophers of French Revolution| French Philosopher Rousseau|Philosophy of The French Revolution|Rusho।Jean Jacques Rousseau Confessions| Discourse on Inequality|

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলোফরাসি বিপ্লবের প্রভাববিস্তারকারী অন্যতম ফরাসি দার্শনিক রুশোর জীবনী রুশো সম্পর্কিত অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

 

মকটেস্টের জন্য নীচে দেওয়া আমাদের অফিসিয়াল  গ্রুপে জয়েন করতে পারেন

*টেলিগ্রাম গ্রুপ এ যোগদান করার জন্য - Click Here

 


ফরাসি বিপ্লবের প্রেরনা আবেগ সৃষ্টিকারী হিসাবে যেসব মনীষীদের নাম উল্লেখযোগ্য তাঁদের মধ্যে রুশো অন্যতম। ফরাসি বিপ্লবের জনক হিসাবেও রুশোকে অভিহিত করা হয়৷ রূশো ছিলেন অনন্য প্রতিভার অধিকারী জনপ্রিয় চিন্তাবিদ৷ অষ্টাদশ শতকের রাজনৈতিক আদর্শের ইতিহাসে তাঁর প্রভাব সম্ভবত সবথেকে বেশী৷ ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন নিঃসঙ্গ এবং বন্ধুত্বকামী। কিন্তু বন্ধুত্ব রক্ষায় তিনি ছিলেন অসমর্থ। দার্শনিক হিসাবে তিনি সর্বাধিক পরিচিত হলেও সঙ্গীত রচয়িতা, সুরকার, উপন্যাস লেখক ইত্যাদি নানা ভুমিকাতেও তিনি তাঁর অসামান্য অবদান রেখে গেছেন। রাজনৈতিক জাগরন তো বটেই, তাছাড়া দর্শকদের সঙ্গীত বিভিন্ন শিল্পের স্বাদ বদলের নেপথ্যেও রুশোর অবদান অনস্বীকার্য৷ এমনকি সন্তানদের শিক্ষাদানে পিতা মাতা কিভাবে যত্নশিল হবেন বা তাদের শিক্ষাদানের পদ্ধতি কী হওয়া উচিত সেবিষয়েও রুশো আলোকপাত করে গিয়েছেন। মানুষের অধিকারগুলির মধ্যে রুশো সর্বাগ্রেস্বাধীনতা' এর উপর বিশেষ গুরুতব আরোপ করেছিলেন। তাঁর মতে দুর্বলদের উপর শক্তিশালী শাসন করার ইচ্ছা থেকেই রাষ্ট্রের উৎপত্তি হয়েছে

 ১৭১২ সালের ২৮ জুন সুইজারল্যান্ডের জেনেভা শহরে জ্যাঁ জ্যাক রুশাে জন্মগ্রহন করেন তাঁর পিতা আইজ্যাক রুশাে ছিলেন একজন ঘড়ি নির্মানকারী বিক্রেতা। রুশাের মা ছিলেন সুজান বার্নার্ড রুশাে, যিনি জন্মের নয়দিন পর জুলাই জ্বরে আক্রান্ত হয়ে মারা যান। রুশাের এক দাদা ছিলেন, যার নাম ছিল ফ্রাঙ্কোইস৷ রুশাের বয়স যখন পাঁচ তখন তাঁর বাবা আইজ্যাক রুশাে তাঁদের বাড়িটি বিক্রি করে উচ্চবিত্তদের মহল্লা ছেড়ে দিয়ে বিভিন্নরকম কারিগর, খােদাইকর, ঘড়ি প্রস্তুতকারকদের এলাকায় গিয়ে বসবাস করতে শুরু করেন। সেই অর্থে আনুষ্ঠানিক শিক্ষার কোন স্মৃতি রুশাের ছিল না। বাবার মাধ্যমেই ছােটবেলা থেকেই প্রাচীন গ্রিক রােমান সাহিত্যের সঙ্গে পরিচিত হন রুশাে।বিশেষকরে পলায়নবাদী (Escapist) গল্পগুলি তাঁর উপর বিশেষ প্ৰভাব বিস্তার করেছিল। আইজ্যাক যখন ঘড়ি নির্মান করতেন রুশাে তখন তাঁর প্রিয় গ্রন্থ প্রটার্কের লাইভস অফ দ্য নােবেল গ্রিক এন্ড রােমান পড়ে শােনাতেন এবং বাবার সাথে তা নিয়ে আলােচনা করতেন এই কারনেই যে পরবর্তীকালে তাঁর মধ্যে মুক্ত এবং প্রজাতান্ত্রিক এক চেতনার জন্ম হয় তা তিনি নিজেই স্বীকার করে নিয়েছিলেন রূশাের উত্থান মূলত একটি প্রবন্ধের মাধ্যমে বিজ্ঞান শিল্পকলার অগ্রগতি নৈতিকতাকে পবিত্র, নাকি কলুষিত করছে, তাহাই ছিল প্রবন্ধের মূল বিষয় প্রবন্ধে রুশাে লিখেছিলেন যে, প্রকৃতপক্ষে জ্ঞান-বিজ্ঞান-কলা যত অগ্রগতি হচ্ছে, মানুষ নৈতিকভাবে ততটাই দূর্বল হয়ে পরছে প্রকৃতির সন্তান হিসাবে মানুষের যে স্বাভাবিক স্বাধীনতা সুযােগ-সুবিধা থাকার কথা, জ্ঞান-বিজ্ঞানের অগ্রসরে মানুষ তা ক্রমে হারাচ্ছে বলা বাহুল্য প্রবন্ধটি প্রথম পুরস্কার জিতে নিয়েছিল রুশাে সভ্যতার মূল ভিত্ত* হিসাবেমােরাল ইনটুইশন’ কে (শ্রদ্ধা,বিশ্বাস্নৈতিকতা*) বেশি গুরুত্ব দিতেন রুশাে বলতেন বুদ্ধি হল ভয়ঙ্কর কারন তা শ্রদ্ধাকে বিনষ্ট করে, বিজ্ঞান হলাে ধংসাত্মক কারন তা বিশ্বাসের বিপরীত, প্রজ্ঞাও খারাপ কারন তা নৈতিকতাকে হুমকির মুখে ফেলে দেয় তৎকালীন যুক্তিবাদের জোয়ারে রুশাের এধরনের দর্শন কিছুটা উচ্চবিলাসী ছিল তাকে বলা হত৷ অযুক্তিবাদী বলা হতাে যুক্তির বিপরীত রােম্যান্টিক প্রতিক্রিয়া রুশাে মনে করতেন আমরা যে নগরজীবন গড়ে তুলছি, সেটা একটা বিরাট বন্দীশালা একদিকে বিরাট অট্টালিকা, আরেক দিকে জীর্নকুটীর সমতা স্বাধীনতার বালাই নেই এই নগরজীবনে তার চেয়ে গ্রাম অনেক সরল রাজতন্ত্র সামন্তবাদের বিপক্ষে বলা শুরু করলেন তিনি৷ যেসব প্রতিষ্ঠান অধিকার হরন করত, তাদেরকে কোনােরকম সংস্কার নয় বরং সমূলে উচ্ছেদ করার আহ্বান জানিয়েছিলেন তিনি সব মানুষের কাছে স্বাধীনতা পৌঁছে দেয়াই ছিল তাঁর মূল বক্তব্য

রুশাে ছিলেন মানবতাবাদী তিনি রাজতন্ত্র সামন্তবাদের ঘােরতর বিরােধী ছিলেন৷ এদের কোন সংস্কার না, বরং পুরাে ব্যবস্থাটাকেই সমূলে উৎপাটন করার কথা বলেন তিনি তাঁর মতে মানুষের কথাই হলাে ঈশ্বরের কথা তিনি স্বৈরাতান্ত্রিক শাসনের বিরােধীতা করে বলেন যে, স্বৈরতান্ত্রিক শাসনের অবসান ঘটিয়ে জনগনের শাসন আনতে হবে যার ভিত্তি হবে সাম্য স্বাধীনতা যে সমাজে সাম্য স্বাধীনতা নেই সে সমাজে মানুষ নিজেই নিজেকে বন্দি করে রাখে শিকলে তিনি তাঁর গ্রন্থে প্রগতিশীল শিক্ষা ব্যবস্থার কথা বলেন ফলে শাসকগােষ্ঠী লােকজন তাঁর উপর রেগেই ছিল রুশাের রাষ্ট্র-তত্ত্বমূলক বিখ্যাত গ্রন্তটি হলসােশ্যাল কন্ট্রাক্ট’ বাসমাজ চুক্তি’ বাসামাজিক চুক্তি’ রুশাের মতে এই সামাজিক চুক্তি কোন ব্যাক্তি তার শাসকের সাথে করেনি বা চুক্তি মারফত কোন একচ্ছত্র শাসককে সে তৈরি করে নি৷ চুক্তিতে আবদ্ধ হয়েছে এক ব্যক্তি আর এক ব্যক্তির সাথে অর্থাৎ প্রত্যেকে প্রত্যেকের সাথে চুক্তির মূলকথা হল, একে অপরের অধিকারে হস্তক্ষেপ করবে না এমনিভাবে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের চুক্তিতে সৃষ্টি হয়েছে এক সাধারন ইচ্ছা বা সাধারন শক্তি এই সাধারন ইচ্ছাই হল রাষ্ট্রীয় জীবনে মানুষের নিয়ামক এই ইচ্ছা কোনাে ব্যক্তির যথার্থ স্বার্থের বৈরী নহে এই গ্রন্থটি ইউরােপে বিশেষ করে ফ্রান্সে রাজনৈতিক সংস্কার বা বিপ্লবকে ভীষনভাবে অনুপ্রানিত করেছিল রাজার আইনপ্রনয়নের ক্ষমতা ঈশ্বরপ্রদত্ত, এই ধারনার বিরােধিতা করেন জাঁ জ্যাক রুশাে তাঁর এই গ্রন্থ তার বদলে সর্বসাধারনের হাতেই সে ক্ষমতা রয়েছে বলে সিদ্ধান্ত দেন তিনি৷ যৌক্তিক কঠোরতা এই বইটির একটি উল্লেখযােগ্য বিশেষত্ব

১৭৬২ সালে তাঁর "The Emile" গ্রন্থটি প্রকাশিত হলে বইটিরপরফেশন অগ ফেইথ অফ দ্য স্যাভয়ার্ড ভিকার’ অংশটির জন্য ফ্রান্সে নিষিদ্ধ বলে ঘােষনা করে পুড়িয়ে দেওয়া হয়। কয়েকবছর পর তাঁকে ফ্রান্স থেকে বিতাড়িত করা হয়। এমনকি ইউরােপের আরাে কয়েকটি দেশেও তিনি নিষিদ্ধ হন। শেষ পর্যন্ত তিনি আশ্রয় নেন ইংল্যান্ডে। শেষ বয়সে তাঁর সময়টা ভালাে কাটেনি৷ কিন্তু তাঁর সাম্যের দর্শনেই ঘটে গেলাে বিপ্লব, পাল্টে গেল দুনিয়া। তাঁর দর্শনকে সামনে রেখেই ফ্রান্সের মানুষ অধিকারের প্রশ্নে একত্রিত হয় এবং দুর্গে দুর্গে জ্বলে ওঠে বিপ্লবের আগুন।

 

রুশো সম্পর্কিত প্রশ্নোত্তর| Rousseau Mcq Questions and Answer|Jean Jacques Rousseau| French Philosopher| Philosophers of French Revolution| French Philosopher Rousseau|Philosophy of The French Revolution|Rusho।Jean Jacques Rousseau Confessions| Discourse on Inequality|

 

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

) রুশাে কবে জন্মগ্রহন করেন?

- ১৭১২ সালের ২৮ জুন

) রুশাে কোথায় জন্মগ্রহন করেছিলেন?

- সুইজারল্যান্ডের জেনে

) রুশাে পিতার নাম কী?

- আইজ্যাক রুশাে

) রুশাের মাতার নাম কী?

- সুজান বার্নার্ড

) রুশাের পিতার জীবিকা কী ছিল?

- ঘড়ি নির্মান করা

) কোন বিখ্যাত দার্শনিকের মা জন্ম দেওয়ার নয়দিন পর মারা গিয়েছিলেন?

-রুশাে

) রুশাের পুরাে নাম কী?

- জাঁ জ্যাক রুশাে

) প্রকৃতিবাদের জনক কাকে বলা হয়?

- রুশােকে

) সামাজিক চুক্তি তত্ত্বের প্রবক্তা কে?

- রুশাে

১০) সােশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটির রচয়িতা কে?

- রুশাে

১১) The Emile গ্রন্থটির রচয়িতা কে?

- রুশাে

১২) রুশাের কোন গ্রন্থটিকে পুড়িয়ে দেওয়া হয়?

- The Emile

১৩) The Emile গ্রন্থটি কয়টি খন্ডে বিভক্ত ছিল?

- পাঁচটি

১৪) কোন খন্ডটির জন্য The Emile গ্রন্থটি পুড়িয়ে দেওয়া হয়?

- প্রফেশন অফ ফেইথ অফ দ্য স্যাভয়ার্ড ভিকার

১৫) I prefer liberty with danger than peace with slavery- এই বিখ্যাত উক্তিটি কার?

- রুশাে

16) Man is born free, and everywhere he is in chains- 7997 কে?

- রুশাে

১৭) রুশাে প্রকৃতির রাজ্যের মানুষকে কী বলে অভিহিত করেছিলেন?

- Noble Savage (অভিজাত বর্বর)

১৮) রুশাের সমসাময়িক ফ্রান্সের অপর এক দার্শনিকের নাম কী?

- ভলতেয়ার

১৯) কার আমন্ত্রনে রুশাে ইংল্যান্ডে গিয়েছিলেন তাঁর সাথে বসবাস করার জন্য?

-হিউম (কিন্তু মাত্র দুবছর পর উভয়ের মধ্যে মতবিরােধ দেখা দেয় ফলে রুশাে স্থান তাগ করেন)

২০) কে রুশােকে আজীবন পেনশান দেওয়ার কথা ঘােষনা করেছিলেন?

- রাজা পঞ্চদশ লুই (কিন্তু রুশাে তা প্রত্যাখ্যান করেন)

 

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

 

রুশো সম্পর্কিত প্রশ্নোত্তর| Rousseau Mcq Questions and Answer|Jean Jacques Rousseau| French Philosopher| Philosophers of French Revolution| French Philosopher Rousseau|Philosophy of The French Revolution|Rusho।Jean Jacques Rousseau Confessions| Discourse on Inequality|


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad