নমস্কার
অভিনব একাডেমীতে আপনাদেরকে স্বাগত জানাই। এই পর্বে আমরা জানবো একটি অন্যতম গুরুত্বপূর্ন টপিক ‘এস্টেট জেনারেল এবং টেনিস কোর্ট শপথ’ সম্পর্কে। আমি আমার সাধ্যমতাে চেষ্টা করেছি এই পােষ্টে এস্টেট জেনারেল এবং টেনিস কোর্ট শপথ র সমস্ত দিকগুলি তুলে ধরার। এছাড়া বিভিন্ন টপিকের উপর মকটেস্ট দিতে নীচে দেওয়া আমাদের টেলিগাম গ্রুপ টিতে যােগদান করতে পারেন।
প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন
টেলিগ্রাম গ্রুপ এ যোগদান করার জন্য - Click Here
এস্টেট জেনারেল
By- Manas Adhikary
ফ্রান্সের জাতীয় সভার নাম ছিল এস্টেট জেনারেল। এই এস্টেট জেনেরেলে বিভিন্ন আইন পাশ করা হত নির্বাচনের মাধ্যমে। এই নির্বাচনে প্রথম সম্প্রদায় অর্থাৎ যাজক শ্রেনী, দ্বিতীয় সম্প্রদায় অর্থাৎ অভিজাত শ্রেনী এবং তৃতীয় সম্প্রদায় অর্থাৎ সাধারন মানুষের প্রতিনিধিরা নিজেদের ভােটাধিকার প্রয়ােগ করতেন। ষােড়শ লুই অভিজাতদের বিদ্রোহের চাপে পড়ে পার্লামেন্ট অফ প্যারিস বাতিলের আদেশ প্রত্যাহার করে নিয়ে পার্লামেন্টের দাবি অনুযায়ী স্টেট জেনারেল অধিবেশন আহ্বান করেন ১৭৮৮ খ্রিস্টাব্দে। তিনি ঘােষনা করেন যে, মে মাসের প্রথম দিনটিতে (১৭৮৯ সালের ১ মে) স্টেটস জেনারেল আহুত হবে। যে এস্টেট জেনারেলের সভা ১৬১৪ সালে রাজা চতুর্দশ লুই বন্ধ করে দিয়েছিলেন প্রায় ১৭৫ বছর পর রাজা ষােড়শ লুই অর্থনৈতিক সংকট মােচনের জন্য এবং অভিজাতদের বিদ্রোহের চাপে পড়ে এস্টেট জেনারেলের সভা আহুত করেন। ইতিমধ্যে দেশের লােকেরা স্টেটস জেনারেলের কথা প্রায় ভুলেই গিয়েছিল৷ ষােড়শ লুই পুরানাে নিয়মানুসারে যাজক শ্রেনী, অভিজাত শ্রেনী এবং তৃতীয় শ্রেনীর মানুষদের প্রতিনিধিকে এই জাতীয় সভায় আহ্বান করেন। কিন্তু এই সময় ফ্রান্সের তৃতীয় শ্রেনীর মানুষজন যাদেরকে বুর্জোয়া নামে চিহ্নিত করা হয় তারা দার্শনিক ভারধারার মন্ত্রে দীক্ষিত হয়ে উঠেছিলেন রাজনীতিজ্ঞ এবং অধিকরা সচেতন৷ এই তৃতীয় শ্রেনীর মানুষজন দীর্ঘদিন ধরে অভিজাত সম্প্রদায়ের অধিকার এবং সামাজিক মর্যাদা নিয়ে ঈর্ষা করত৷ বিদ্যা ও অর্থে তারা অভিজাতদের থেকে উৎকৃষ্ঠ হলেও বংশ কৌলিন্যের অভাবে তাদেরকে কোনঠাসা করে রাখা হয়েছিল। তারা এই বৈষম্যমূলক ব্যবস্থাকে দূর করতে বদ্ধপরিকর হয়ে ওঠে। এই বুর্জোয়া শ্রেনীর প্রধান লক্ষ্য হয়ে উঠেছিল অভিজাতদের মতাে সমান অধিকার লাভ করা কিংবা অভিজাতদের অধিকার ধ্বংস করা।
স্টেট জেনারেলের এই সভায় বিভিন্ন শ্রেনীর মােট ১২১৪ জন সভ্য উপস্থিত ছিলেন। এদের মধ্যে তৃতীয় শ্রেনীর প্রতিনিধির সংখ্যা ছিল ৬২১ জন (মতান্তরে ৬১০জন) এবং যাজক ৩০৮জন ও অভিজাতদের সদস্য ছিল ২৮৫ জন। তৃতীয় এস্টেটের নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে ছিলেন বেইয়ি, তাৰ্জে, মুনিয়ে, বারনাভ, বুজ, রােবসপিয়ের। এই সভা শুরু হলে তৃতীয় শ্রেনীর প্রতিনিধিরা পেট্রিয়াটিক পার্টি বা ন্যাশনাল পার্টি নামক একটি দল গঠন করে। অভিজাত শ্রেনীর মিরাব্যু, লাফায়েৎ, আবি সিয়েস প্রমুখ ব্যক্তিরা এই দলে যােগদান করলে এই দলের ক্ষমতা বৃদ্ধি পায়৷ মাদাম তেসে নামক এক ধনী মহিলার প্যালেস রয়্যাল নামক ভবনে এই দলের বৈঠক হয়৷ স্টেটস জেনারেলের অভ্যন্তরে সামাজিক শ্রেনী বৈষম্যের চিহ্ন ছিল প্রকট। সেকানে* মাথা পিছু ভােট ছিল না। তার পরিবর্তে ছিল সম্প্রদায় বা এস্টেট পিছু ভােট। ফলে যাজক ও অভিজাত মিলে হত দুই, তৃতীয় সম্প্রদায় এক। কিন্তু এইসময় তৃতীয় শ্রেনীর পেট্রিয়াটিক দল দাবী করেন যে, তিনটি শ্রেনীর সদস্যরা একত্রে একটি সভায় বসে মাথাপিছু ভােটধিকার প্রয়ােগ করবেন। অভিজাত ও যাজক সম্প্রদায় এর বিরুদ্ধাচারন করে। কারন এই প্রস্তাব গৃহীত হলে তারা অর্থাৎ যাজক ও অভিজাতরা, তৃতীয় শ্রেনীর প্রতিনিধিদের কাছে পরাজিত হবেন এটা নিশ্চিত ছিল। তাই প্রথম শ্রেনী ও দ্বিতীয় শ্রেনীর প্রতিনিধিরা পুরানাে পদ্ধতি বহাল রাখার পক্ষে দাবি জানায়। অ্যাবি সিয়েস তৃতীয় শ্রেনীর প্রতিনিধিদেরকে পরামর্শ দেন যে, তারা জাতীয় সভায় বসে ওপর দুই শ্রেনীর প্রতিনিধিদের ডেকে হাজিরা নথিভুক্ত করবেন করবেন যারা অনুপস্থিত থাকবে জাতীয় সভার সদস্য হিসাবে তাদের নাম কেটে যাবে। এইমত ১৭৮৯ খ্রীস্টাব্দে ১৭ জুন জাতীয় সভা গঠিত হয় এবং এর সভাপতি নির্বাচিত হন বেইলী। জাতীয় সভা দুটি আদেশনামা দ্বারা জানিয়ে দেয় যে, রাজা এই সভা ভেঙে দিলে তাঁকে আর কর দেওয়া হবে না এবং জাতীয় সভার সদস্যদের গ্রেপ্তার বা কারারুদ্ধ করা যাবে না৷ রাজা কোনরূপ সিদ্ধান্ত গ্রহন করতে না পেরে স্টেট জেনারেল সভার অধিবেশন ভেঙে দিয়ে প্রতিনিধিদের ফিরে যেতে বলেন।
টেনিস কোর্ট শপথ
১৭৮৯ সালের ২০ জুন তৃতীয় শ্রেনীর প্রতিনিধিরা স্টেট জেনারেলের দ্বারে উপস্থিত হয়ে সভার বন্ধ দরজায় রাজা ষােড়শ লুই কর্তৃক সৈন্য মােতায়ন করা দেখে।এমতাবস্থায় ডঃ গিলেটিন নামক এক সদস্য পাশেই অবস্থিত রাজকীয় টেনিস কোর্টে তৃতীয় শ্রেনীর সদস্যদের সমবেত হয়ে সভা করার জন্য আহ্বান করেন। সেইমতাে ১৭৮৯ খ্রীষ্টাব্দে উত্তেজিত তৃতীয় শ্রেনীর সদস্য জড়াে হয়ে শপথ গ্রহন করেন। ইহা বিখ্যাত ‘টেনিস কোর্ট শপথ’ নামে পরিচিত। এই শপথে বলা হয় যে ‘ফ্রান্সের জন্য নতুন সংবিধান রচনার কাজ না হওয়া পর্যন্ত আমরা অধিবেশন কক্ষে সভা করব না এবং প্রয়ােজনে এইখানে সভা পরিচালনা করব’। এই সময় তৃতীয় সম্প্রদায়ের নেতা মিরাব্যু ঘােষনা করলেন, “ আমরা সাধারন মানুষের প্রতিনিধি, আমাদের ইচ্ছার বিরুদ্ধে বহিষ্কার করতে হলে বলপ্রয়ােগ ভিন্ন উপায় নেই”। রাজা ষােড়শ লুই অবশেষে তৃতীয় শ্রেনীর দাবী মেনে নেয়৷ ১৭৮৯ খ্রিস্টাব্দে একটি আদেশ দ্বারা তিনি এই তিন শ্রেনীর প্রতিনিধিদের একসাথে মাথাপিছু ভােটের ভিত্তিতে জাতীয় সভায় বসার অধিকার দেন৷ ফলে বুর্জোয়া শ্রেনীর হাতে বিপ্লবের নিয়ন্ত্রন চলে যায় এবং জাতীয় সভা সংবিধান রচনার জন্য সচেষ্ট হয়৷
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১) ফ্রান্সের জাতীয় সভার নাম কী ছিল?
- এস্টেট জেনারেল।
২) ষােড়শ লুইএর আমলে যে স্টেটস জেনারেল বা জাতীয় প্রতিনিধি সভার অধিবেশন আহুত করা হয় তার পূর্বে কত বছর এই স্টেট জেনারেলের অধিবেশন বন্ধ ছিল?
- ১৭৫ বছর ।
৩) স্টেটস জেনারেলে ভােটাধিকার প্রয়ােগের পূর্বতন নিয়ম কী ছিল?
-সম্প্রদায় বা এস্টেট পিছু ভােট (ফলে যাজক-অভিজাত মিলে হত দুই অপরপক্ষে তৃতীয় সম্প্রদায়ের হত এক)।
৪) ষােড়শ লুই কবে ঘােষনা করেছিলেন যে আগামী বছর ১ মে স্টেটস জেনারেল আহ্বান করা হবে?
- ১৭৮৮ সালের ৮ আগষ্ট
৫) স্টেট জেনারেলের সভায় প্রথম ও দ্বিতীয় এস্টেটের মানুষজনকে কোন ধরনের পােশাক পরে আসার অনুমিত ছিল যা, তৃতীয় এস্টেটের মানুষজন পরে আসার অনুমতি ছিল না?
- ময়ূরের পাখনা লাগানাে জমকালাে পােশাক।
৬) তৃতীয় এস্টেটের মুখপাত্র কে ছিলেন?
- আবে সিয়েস।
৭) কে বলেছিলেন তৃতীয় শ্রেনিই হলেন গােটা জাতি?
- অ্যাবে সিয়াস
৮) অ্যাবে সিয়াস লিখিত বিখ্যাত গ্রন্থটির নাম কী?
- Essay on Privileges
৯) "What is Third Estate" গ্রন্থটি কার লেকা*?
- অ্যাবে সিয়াস
১০) অ্যাবে সিয়াস "What is Third Estate" কবে নামক তাঁর বিখ্যাত গ্রন্থ লেখেন?
- রাজা ষােড়শ লুই বুর্জোয়াদের দাবি না মেনে নিলে জাতীয় সভার কাজ তিনসপ্তাহ মতাে বন্ধ ছিল। এই তিন সপ্তাহ সময়কালের মধ্যে অ্যাবে সিয়াস তাঁর এই বিখ্যাত গ্রন্তটি লিখে ছিলেন।
১১) তৃতীয় শ্রেনী হলাে প্রকৃত জাতি- উক্তিটি কার?
- জাতীয় সভার সভাপতি বেইলী
১২) ১৭৮৯ সালের জানুয়ারিতে যে স্টেটস জেনারেল নির্বাচন হয় সেখানে কতজন প্রতিনিধি নির্বাচিত হয়েছিলেন?
- ১২১৪ জন
১৩) ১৭৮৯ সালের জানুয়ারিতে যে স্টেটস জেনারেলএর নির্বাচন হয় সেখানে কতজন অভিজাত শ্রেনির প্রতিনিধি নির্বাচিত হয়েছিলেন?
- ২৮৫ জন।
১৪) ১৭৮৯ সালের জানুয়ারিতে যে স্টেটস জেনারেল নির্বাচন হয় সেখানে কতজন যাজক শ্রেনির প্রতিনিধি নির্বাচিত হয়েছিলেন?
- ৩০৮ জন।
১৫) ১৭৮৯ সালের জানুয়ারিতে যে স্টেটস জেনারেল নির্বাচন হয় সেখানে কতজন তৃতীয় শ্রেনির প্রতিনিধি নির্বাচিত হয়েছিলেন?
- ৬২১ জন।
১৬) তৃতীয় এস্টেটের কয়েকজন নির্বাচিত প্রতিনিধির নাম করুন?
- বেইয়ি, তাৰ্জে, মুনিয়ে, বারনাভ, বুজ, রােবসপিয়ের প্রমুখ।
১৭) তৃতীয় এস্টেটের নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে কতজন সচ্ছল কৃষক ছিলেন?
- ৭-৯%।
১৮) কারা ‘প্যাট্রিয়ট দল’ গঠন করেছিলেন?
- মূলত তৃতীয় সম্প্রদায়ের মানুষজন। তবে এদের সাথে বেশ কয়েকজন উদারপন্থী অভিজাত ও যাজক সম্প্রদায়ের মানুষ যােগদান করেছিলেন।
১৯) প্যাট্রিয়ট দলের বৈঠক কোথায় হত?
- মাদাম তেসে নামক এক ধনী মহিলার রয়্যাল প্যালেস নামক।
20) স্টেট জেনারেল কবে আহূত হয়েছিল?
- ১৭৮৯ সালে ৫ মে
২১) এস্টেট জেনারেল কোথায় আহূত হয়েছিল?
- ভার্সাই শহরে
২২) তৃতীয় সম্প্রদায়ের মানুষের দাবি কী ছিল?
- মাথাপিছু একটি করে ভােট
২৩) এস্টেট জেনারেল কোন সিদ্ধান্তে না পৌঁছাতে পারায় কারা নিজেদের সভাকে ফ্রান্সের জাতীয় সভা বা ন্যাশান্যাল এসেমরি বলে ঘােষনা করেন?
-তৃতীয় সম্প্রদায়ের ব্যক্তিবর্গ।
২৪) কে তৃতীয় এস্টেট ঘােষিত ন্যাশনাল এসেমব্লিকে বেআইনী বলে ঘােষনা করেন?
- রাজা ষােড়শ লুই।
২৫) কবে তৃতীয় সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ নিজেদের সভাকে ন্যাশানাল এসেমব্লি বলে ঘােষনা করেন?
- ১৭ জুন ১৭৮৯ সাল
২৬) কবে রাজা ষােড়শ লুই তৃতীয় শ্রেনীর দাবিদাওয়া নাকচ করে দিয়ে অধিবেশন কক্ষের তালা বন্ধ করে দেন?
- ২০ জুন ১৭৮৯সালে
২৭) কবে তৃতীয় সম্প্রদায়ের মানুষজন ‘টেনিস কোর্ট শপথ’ নেয়?
- ১৭৮৯ সালের ২০ জুন
২৮) “আমরা সাধারন মানুষের প্রতিনিধি, আমাদের ইচ্ছার বিরুদ্ধে বহিষ্কার করতে হলে বলপ্রয়ােগ ভিন্ন অন্য উপায় নেই”- উক্তিটি কার?
- তৃতীয় সম্প্রদায়ের নেতা মিরাবো।
২৯) কতজন যাজক শ্রেনীর ব্যক্তি তৃতীয় শ্রেনীর সাথে যােগদান করেছিল?
-১৭০ জন।
৩০) কতজন অভিজাত তৃতীয় সম্প্রদায়ের সাথে যােগদান করেছিল?
- প্রায় ৫০ জন।
৩১) রাজা ষােড়শ লুই কবে তৃতীয় শ্রেনীর দাবিকে আংশিক মেনে নিয়ে রাজকীয় অধিবেশন শুরু করেন?
- ১৭৮৯ সালের ২২ জুন
৩২) রাজা ষােড়শ লুই কবে তিন শ্রেনীর মিলিত অধিবেশন মেনে নেন?
-১৭৮৯ সালের ২৩ জুন।
৩৩) রাজা ষােড়শ লুই মাথা প্রতি এক ভােট গ্রহনের নীতিকে স্বীকৃতি জানান?
- ১৭৮৯ সালের ২৭ জুন।
৩৪) তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিদের বিপ্লব অপর কী নামে পরিচিত?
-বুর্জোয়া বিপ্লব।
৩৫) কবে জাতীয় সভা (National Assembly), সংবিধান সভায় (Constituent Assembly) পরিনত হয়?
- ১৭৮৯ সালের ২৭ জুনের পর
৩৬) কোন কাজের ফলে জাতীয় সভা, সংবিধান সভায় পরিনত হয়?
- সংবিধান রচনায় বা সংস্কারে ব্রতী হওয়ার পর।
৩৭) আইন তান্ত্রিক বিপ্লব নামে কোন বিপ্লব পরিচিত?
- বুর্জোয়া শ্রেনীর বিপ্লব
৩৮) কেজিয়ার কি ছিল?
- গ্রেটারদের দাবিনামা।
৩৯) বুর্জোয়া কাদের বলা হত?
- তৃতীয় শ্রেনীর শহুরে সদস্যদেরকে
৪০) বার্জ কী?
- মধ্যযুগে শহরগুলি প্রাচীর দিয়ে ঘেরা থাকত৷ এই প্রাচীর গুলিকে বলা হত বার্জ।
৪১) তৃতীয় শ্রেনীর শহুরে মানুষজনকে বুর্জোয়া বলা হত কেন?
- এরা বার্জের ভিতর বসবাস করত বলে এদেরকে বুর্জোয়া বলা হত।
৪২) বুর্জোয়া বিপ্লব বলতে কোনটিকে বােঝায়?
- ১৭৮৯ সালে ২৭ জুনের ঐতিহাসিক ঘটনাটিকে বুর্জোয়া বিপ্লব বলা হয়৷
ধন্যবাদ
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে পড়তে - Click Here
ভুগোল সম্পর্কিত বিভিন্ন টপিকগুলি পেতে - Click Here
Tags- এস্টেট জেনারেল, টেনিস কোর্ট শপথ(Tennis Court Oath)