নমস্কার
অভিনব একাডেমীতে আপনাদেরকে স্বাগত জানাই। এই পর্বে আমরা জানবো একটি অন্যতম গুরুত্বপূর্ন টপিক ‘অভিজাত বিদ্রোহ’ সম্পর্কে। আমি আমার সাধ্যমতাে চেষ্টা করেছি এই পােষ্টে অভিজাত বিদ্রোহ র সমস্ত দিকগুলি তুলে ধরার। এছাড়া বিভিন্ন টপিকের উপর মকটেস্ট দিতে নীচে দেওয়া আমাদের টেলিগাম গ্রুপ টিতে যােগদান করতে পারেন।
প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন
টেলিগ্রাম গ্রুপ এ যোগদান করার জন্য - Click Here
অভিজাত বিদ্রোহ
By- Manas Adhikary
ফরাসি বিপ্লবকে বুর্জোয়া বিপ্লব বলা হলেও, এই বিপ্লবের সূচনা হয়েছিল সমাজের দ্বিতীয় সম্প্রদায় (2nd Estate) বা অভিজাতদের হাত ধরেই। সম্রাট ষােড়শ লুই এর সময় থেকে পূর্বতন ফ্রান্স সমাজের সংকট ঘােরতরভাবে দেখা দিয়েছিল। বুঁরবো রাজবংশের রাজা চতুর্দশ লুই এর সময় ফ্রান্সে রাজার ক্ষমতা বা অধিকার খুব জোরালােভাবে প্রতিষ্ঠিত হয়েছিল। পঞ্চদশ লুই এর দীর্ঘ রাজত্বকালে এই ক্ষমতা মােটামুটিভাবে বজায় থাকলেও ক্রমাগত সামাজিক সমস্যা সমাধানে তাঁর ব্যর্থতা বুঁরবো রাজতন্ত্রকে দুর্বল করে দিয়েছিল।
১৭৭৮ সালে ষােড়শ লুই যখন সিংহাসনে বসেন তখন গােটা রাষ্ট্র ও সমাজব্যবস্থা প্রায় ভেঙে যাবার উপক্রম হয়। এই সময় রাজকোষ ছিল প্রায় শূন্য৷ প্রসঙ্গক্রমে স্মরন করা যেতে পারে যে, প্রথম সম্প্রদায়(1st Estate) অর্থাৎ যাজক শ্রেনি এবং দ্বিতীয় সম্প্রদায় (2nd Estate) অর্থাৎ অভিজাত সম্প্রদায় কর পরিশােধের দায়িত্ব থেকে কোনাে কোনাে ক্ষেত্রে আংশিক এবং কোনাে কোনাে পূর্ন অব্যাহতি ভােগ করে আসছিলেন৷ এইসব অভিজাত শ্রেনীর লােকেরা যেসব বিশেষ অধিকার ভােগ করত সেগুলি হল-
১) সরকারী উচ্চপদগুলিতে একচেটিয়া চাকুরীর অধিকার,
২) সভাসদের কাজ,
৩) সামরিক বিভাগের উচ্চপদস্থ চাকুরী,
৪) রাজার পক্ষ নিয়ে শাসন ক্ষমতা পরিচালনা করা,
৫) টাইল বা ভুমিকর থেকে অব্যাহতি,
৬) ইনটেনডেন্ট এর পদ লাভ করা,
৭) বিনাপারিশ্রমিকে শ্রমদান অর্থা কারভি থেকে অব্যাহতি
৮) দেশের ১/৫ অংশ ভুমির উপর সামন্ত প্রভূত্ব লাভ করা ইত্যাদি৷
অথচ প্রশাসনিক ও রাজ্যসভার ব্যয়ভার বেড়েই চলেছিল। এ অবস্থায় ফ্রান্স, আমেরিকার স্বাধীনতা যুদ্ধে যােগদান করে ফলে অর্থসংকট আরও তীব্র আকার ধারন করে। এই সমস্যা সমাধানের জন্য ষােড়শ লুই কর্তৃক নবনিযুক্ত অর্থমন্ত্রী তুর্গো প্রস্তাব দেন যে যাজক (1st Estate) এবং অভিজাত শ্রেনী অর্থাৎ (2nd Estate) এর উপর তাদের আয়ের অনুপাতে কর ধার্য করা উচিত। অর্থাৎ এতােদিন ধরে তারা যে কর প্রদান করা থেকে আংশিক ও পূর্ন অব্যাহতি পেয়ে আসছিল তাঁর অবসান হওয়া উচিত। এর পাশাপাশি তুর্গো ব্যবসায়ীদের কর প্রদান সংক্রান্ত কিছু সংস্কারসাধনের প্রয়ােজনীয়তার কথা উল্লেখ করেন। কারন গ্রামীন কৃষকদের উপর করের বােঝা এতই ছিল যে তাদের উপর আর কর বাড়ানাে সম্ভব ছিল না। এছাড়াও তুর্গো আরও পাঁচটি অর্থাৎ মােট ছয়টি প্রস্তাব দেন। এতে অভিজাত সম্প্রদায় ও ব্যবসায়ী শ্রেনীর মানুষজন তাঁর উপর অসন্তুষ্ঠ হন এবং তাদের ও রানীর চাপে রাজা ষােড়শ লুই তুর্গোকে ১৭৭৬ খ্রিষ্টাব্দে পদচ্যুত করতে বাধ্য হন। একথায় বলা যেতেই পারে যে, প্যারিস পার্লামেন্ট যার তৎকালীন নাম ছিল পার্লমঁ তুর্গোকে পদচ্যুত করানাের জন্য মুলত দায়ী৷ কিন্তু তুর্গোর পরামর্শের যৌক্তিকতা যােড়শ লুই বুঝতে পেরে বলেছিলেন যে, “কেবলমাত্র তুর্গো ও আমি দেশকে ভালােবাসি”। তুর্গোকে পদচ্যুত করার পর সম্রাট ষােড়শ লুই নেকারকে অর্থমন্ত্রী পদে নিযুক্ত করেন। কিন্তু খুব শীঘ্র যাজক সম্প্রদায় ও অভিজাত সম্প্রদায় তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করেন, কেননা তুর্গোর ন্যায় তিনিও প্রস্তাব করেন যে, যাজক ও অভিজাতদের উপর কর ধার্য করা উচিত৷ ফলত যাজক সম্প্রদায় ও অভিজাত সম্প্রদায়ের চাপে পড়ে রাজা ষােড়শ লুই নেকারকেও পদচ্যুত করতে বাধ্য হন। পরবর্তীতে অর্থমন্ত্রীরূপে নিযুক্ত করা হয় ক্যালােনকে। ক্যালােন প্রস্তাব দেন যে,
১) সব কৃষিজমির উপর ফসল অনুযায়ী ২.৫-৫% খাজনা ধার্য করা উচিত এবং এর আওতায় অভিজাত ও যাজকদের জমিগুলিকেও আনা উচিত৷
২) কারভি প্রথা লােপ করা,
৩) লবন কর (গ্যাবেলা) সকল শ্রেনীর মানুষের উপর সমানভাবে ধার্য করা,
৪) স্ট্যাম্পকর বৃদ্ধি করা
৫) ভ্যাতিয়ামের পরিবর্তে নতুন বর্ধিত কর আদায় করা,
৬) অন্তশুল্ক ব্যবস্থা লােপ করা।
ক্যালােন বলেন যে, - অভিজাত ও যাজক শ্রেনী কর ফাঁকি দিয়ে যে অর্থ গ্রহন করেছে, তাতে রাষ্ট্রের অধিকার বর্তায়। ক্যালােনের পরিকল্পনায় অভিজাত শ্রেনী মনে করে যে, ক্যালােনের প্রস্তাব গৃহীত হলে তাদের উপর বাড়তি করের বােঝা চেপে যাবে এবং তাদের মর্যাদা ও অধিকার লুপ্ত হবে। ফলে তারা ক্যালােনের প্রস্তাবের সমালােচনা করতে থাকে। ক্যালােন প্রস্তাব পাশ করানাের জন্য একটি প্রতিনিধি সভা ডাকেন যেখানে অভিজাত শ্রেনীর প্রতিনিধিরা বলতে থাকেন যে, দেশে অর্থনৈতিক সংকটের জন্য ক্যালােনই দায়ী এবং তারা অর্থ দপ্তরের হিসাব নেবে। প্রত্যুত্তরে কালােন অভিজাত ও যাজকশ্রেনীর লােকজনদের সমালােচনা করে একটি পুস্তিকা বের করেন। এরপরই অভিজাতরা সিদ্ধান্ত নেয় যে, ক্যালােনকে অর্থমন্ত্রীর পদ থেকে সরাতেই হবে নাহলে তাদের বিপদ বাড়াবে। তারা ক্যালােনের পদত্যাগ দাবি করে। রানীর এবং অভিজাতদের চাপে রাজা ষােড়শ লুই ক্যালােনকে পদচ্যুত করতে বাধ্য হন। এর ফলে অভিজাতরা দ্বিতীয়বার জয়লাভ করে।
পরবর্তী অর্থমন্ত্রী ব্রিয়াঁ অভিজাতদের শান্ত করার জন্য আয় ব্যয়ের হিসাব দেখাতে রাজী হলেন। কিন্তু তিনি স্ট্যাম্প কর বৃদ্ধি করার প্রস্তাব দেন। অভিজাতরা এর বিরােধিতা করে বলেন যে কর বাড়ানাের অধিকার কেবলমাত্র রয়েছে স্টেট জেনারেলের।
ষােড়শ লুই অভিজাতদের এরূপ অবাধ্যতায় ও বিরুদ্ধাচারনে বিরক্ত হয়ে নিজের ভাই ডিউক অফ অর্লিয়েন্স সহ মােট তিনজন সদস্যকে পার্লামেন্ট থেকে নির্বাসিত করে ১৭৮৭ খ্রীস্টাব্দে ২৪ মে সভা ভেঙে দেন। এতে পার্লামেন্টের বাকী সদস্যরা ক্ষুব্ধ হয়ে ওঠে এবং অভিজাতরা রাজার বিরুদ্ধে কয়েকটি আইন পাশ করে ইচ্ছামতাে নাগরিকদের গ্রেফতার, বিচারকদের অপসারন ইত্যাদি বিষয়গুলি থেকে রাজার ক্ষমতা কেড়ে নেয়। অভিজাতদের দ্বারা পার্লামেন্টের পরিবর্তিত আইনে রাজা ষােড়শ লুই ক্ষুব্ধ হয়ে সমস্ত প্রদেশের পার্লামেন্টগুলির থেকে আইন প্রনয়ন ও রাজস্ব সংক্রান্ত ক্ষমতা কেড়ে নিয়ে পার্লামেন্ট অফ প্যারিস বন্ধ করে দেন। এই সময় তিনি ৫৭ টি নতুন বিচারালয় স্থাপন করেন এবং নিজের প্রস্তাবিত সংস্কারগুলিকে আইনে পরিনত করেন।
রাজা পার্লামেন্ট মুলতবি করলে অভিজাতরা রাজার বিরুদ্ধে বিদ্রোহ ঘােষনা করে। এই সময় অভিজাতদের চক্রান্তের ফলে প্যারিস নগরী ও প্রাদেশিক শহরগুলি দাঙ্গা শুরু হয়ে যায়। কোথাও রাজবাহিনীর সাথে অভিজাতদের সংঘর্ষ আবার কোথাও ক্ষুব্ধ জনতা দল বেঁধে ইনটেনডেন্টদেরকে বন্দী করে রাখে। দোফিনে, তুলোঁ প্রভৃতি অঞ্চলে বিদ্রোহ দেখা দেয়। ১৭৮৮ সালের ২১জুলাই অভিজাত সম্প্রদায় ও যাজক শ্রেনী, তৃতীয় এস্টেটের বুর্জোয়া প্রতিনিধিদের সাথে একসঙ্গে ভিজিই-তে (Vizille) সভা করেন এবং স্টেটস জেনারেল আহ্বান ও পার্লামেন্ট পুনঃপ্রতিষ্ঠার দাবি করার সিদ্ধান্ত নেওয়া হয়৷১৭৮৮ সালের ২৪ আগষ্ট ব্রিয়াঁ পদত্যাগ করেন। তবে তিনি পদত্যাগ করার আগে প্রতিশ্রুতি দিয়ে যান যে, ১৭৮৯ খ্রিস্টাব্দের ১ মে স্টেটস জেনারেল আহ্বান করা হবে। ষােড়শ লুই বাধ্য হয়ে পার্লামেন্ট অফ প্যারিস বাতিলের আদেশ প্রত্যাহার করে নেন এবং প্রদেশের পার্লামেন্টগুলির বিচার ক্ষমতা ফিরিয়ে দেন। পার্লামেন্টের দাবি অনুযায়ী তিনি স্টেট জেনারেল অধিবেশন আহ্বান করেন।
এই বিদ্রোহে অভিজাতদের সাথে যাজক এবং বুর্জোয়ারাও যােগদান করে। ফলে যেটি ছিল কেবলমাত্র অভিজাত বিদ্রোহ, সেটি পরিনত হয় গনবিদ্রোহে৷ পার্লামেন্ট ও প্রাদেশিক সভা এই বিদ্রোহকে সমর্থন জানিয়েছিল। এই অভিজাত বিদ্রোহ থেকেই সূচনা হয়েছিল ১৭৮৯ সালের ফরাসি বিপ্লবের।
অভিজাত বিদ্রোহের গুরুত্ব:
ক) বুরবাে রাজতন্ত্রের বিরুদ্ধে এই অভিজাত বিদ্রোহ ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ন একটি ঘটনা। বুর্জোয়া ও যাজক শ্রেনীর মানুষ এই বিদ্রোহে ঐক্যবদ্ধ হয়েছিল।
খ) রাজা শেষ পর্যন্ত বিদ্রোহীদের কাছে নতিস্বীকার করতে বাধ্য হন এবং অভিজাতদের চাপে কোন উপায় না পেয়ে রাজা ষােড়শ লুই স্টেটস জেনারেলের অধিবেশন ডাকতে বাধ্য হন যা ছিল রাজার স্বৈরাতন্ত্রের বিরােধী। এর ফলে রাজার স্বঘােষিত ঐশ্বরিক ক্ষমতা ও স্বৈরাতন্ত্রের ভিত্তি দূর্বল হয়ে পড়ে।
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১) অভিজাত বিদ্রোহ আসলে কী ছিল?
- শ্রেনিস্বার্থ বজায় রাখার সংগ্রাম।
২) অভিজাত বিদ্রোহের প্রধান লক্ষ্য কী ছিল?
- রাজতন্ত্রের উপর প্রথম দুই শ্রেনীর (1st Estate & 2nd Estate) এর আধিপত্য বজায় রাখা।
৩) ষােড়শ লুই এর আমলে কে দুইবার অর্থমন্ত্রীর পদে নিযুক্ত হন?
- নেকার ( প্রথমবার তুর্গোর পর এবং দ্বিতীয়বার ব্রিয়েন পদত্যাগ করলে)
৪) “ফরাসি বিপ্লবের প্রাথমিক পর্যায়ে ফরাসি অভিজাতরাই বিপ্লব শুরু করেন এবং জয়ী হন” – উক্তিটি কার?
- ঐতিহাসিক লেফেভর
৫) ষােড়শ লুই এর আমলে পার্লামেন্টের রাজকীয় অধিবেশনকে কি বলা হত?
- Lit de Justice
৬) প্যারিসের পার্লামেন্ট কবে আইনী বিদ্রোহের সূচনা করেন?
- ১৭৮৮ সালের ৩ মে
৭) প্যারিসের পার্লামেন্ট কেন বিদ্রোহের সূচনা করেছিল?
- রাজা ষােড়শ লুই পার্লামেন্টের দ্বারা রাজকীয় অধিবেশন Lit de Justice এর দ্বারা তাঁর অর্থমন্ত্রীদের প্রস্তাবিত কর প্রস্তাব পাশ করানাের চেষ্টা করেছিলেন৷
৮) রাজা ষােড়শ লুই যে রাজকীয় অধিবেশনে কর প্রস্তাব পাশ করানাের চেষ্টা করেছিলেন সেই পার্লামেন্টের রাজকীয় অধিবেশনকে কারা অবৈধ বলে ঘােষনা করেছিলেন ?
- অরলেয়ঁ ডিউক এবং আরও দুই সদস্য।
৯) রাজা ষােড়শ লুই কাদেরকে প্যারিস থেকে নির্বাসিত করেন?
- অরলেয়ঁ ডিউক এবং বাকী দুজন সদস্যকে।
১০) অভিজাত শ্রেনী ও যাজকগন, তৃতীয় এস্টেটের প্রতিনিধিদের সাথে কবে সভা করেছিলেন?
- ১৭৮৮ সালের ২১ জুলাই।
১১) অভিজাত শ্রেনী ও যাজকগন, তৃতীয় এস্টেটের প্রতিনিধিদের সাথে ১৭৮৮ সালের ২১ জুলাই কোথায় সভা করেছিলেন?
- ভিজিইতে (Vizille)।
১২) অভিজাত শ্রেনী ও যাজকগন, তৃতীয় এস্টেটের প্রতিনিধিদের সাথে ১৭৮৮ সালের ২১ জুলাই ভিজিইতে (Vizille) সভা করে কী দাবি করেছিলেন?
- স্টেট জেনারেল আহ্বান ও পার্লামেন্টের পুনঃপ্রতিষ্ঠা
১৩) ষােড়শ লুই এর অর্থমন্ত্রী ব্রিয়েন কবে পদত্যাগ করেছিলেন?
- ১৭৮৮ সালের ২৪ আগষ্ট
১৪) কে প্রথম ও দ্বিতীয় শ্রেনী সম্প্রদায়ের কাছে অঙ্গীকারবদ্ধ হয়েছিলেন যে ১৭৮৯ সালের ১ মে স্টেট জেনারেল আহ্বান করা হবে?
- ব্রিয়েন।
১৫) কার আমলে স্টেট জেনারেল বন্ধ করে দেওয়া হয়েছিল?
- চতুর্দশ লুই।
১৬) স্টেট জেনারেল বন্ধ করে দেওয়ার কত বছর পর রাজা ষােড়শ লুই পুনরায় স্টেট জেনারেল আহ্বান করেছিলেন?
- ১৭৫ বছর (মতান্তরে ১৭৪ বছর)
১৭) তৎকালীন ফ্রান্সে অভিজাতদের কী বলা হত?
- প্যাট্রিসিয়া।
১৮) তৎকালীন ফ্রান্সে সাধারন মানুষকে কী বলা হত?
- প্লিবিয়ান
১৯ ) ব্রিয়াঁ প্রস্তাবিত স্ট্যাম্পকর ও ভুমির উপর প্রত্যক্ষ সর্বজন-প্রযােজ্য কর কারা মেনে নিতে পারেনি?
-যাজকশ্রেনী ও অভিজাত শ্রেনী।
২০) কোন বিদ্রোহকে ফরাসি বিপ্লবের অগ্রদূত বলা হয়?
- অভিজাত বিদ্রোহকে।
২১) অভিজাত বিদ্রোহ সমাজের কোন শ্রেনীর মানুষের হাত ধরে শুরু হয়েছিল?
- দ্বিতীয় সম্প্রদায় বা অভিজাত সম্প্রদায়
২২) রাজা যােড়শ লুই অর্থনৈতিক সংকট মােচনের উদ্দেশ্যে যেসব অর্থমন্ত্রীদেরকে নিযুক্ত করেছিলেন তাদের নাম লেখাে?
- তুর্গো, নেকার, ক্যালােন ও ব্রিয়াঁ
২৩) “কেবলমাত্র উনি এবং আমি দেশকে ভালােবাসি” -কার উদ্দেশ্যে ষােড়শ লুই এরূপ মন্তব্য করেছিলেন?
- অর্থমন্ত্রী তুর্গো।
২৪) কখন ষােড়শ লুই মন্তব্য করেছিলেন যে, কেবলমাত্র তুর্গো এবং আমি দেশকে ভালােবাসি?
-তুর্গোকে অর্থমন্ত্রীর পদ থেকে অপসারিত করার পর।
২৫) ক্যালােন তাঁর প্রস্তাবে উৎপন্ন ফসলের কত শতাংশ কর হিসাবে ধার্য করার কথা বলেছিলেন?
- ২.৫
২৬) “অভিজাত ও যাজক শ্রেনী কর ফাঁকি দিয়ে যে, অর্থ উপার্জন করেছে তাহা সামাজিক স্বার্থে রাষ্ট্র ব্যবহার করিবার অধিকারী”- উক্তিটি কার?
- ষােড়শ লুই এর অর্থমন্ত্রী ক্যালােন।
২৭) ষােড়শ লুই এর কোন অর্থমন্ত্রী কাউন্সিল অব নােটেবলস অর্থাৎ বিশিষ্ট ব্যক্তিদের পরিষদ নামক একটি অভিজাত নেতাদের সভা আহ্বান করেছিলেন?
- ক্যালােন।
২৯) ক্যালােন যে পুস্তিকাটি প্রকাশ করেছিলেন সেখানে তিনি কাদের সমালােচনা করেন?
- অভিজাত সম্প্রদায় ও যাজক শ্রেনীর।
৩০) Assambly of Notables- কী?
- ক্যালােন অর্থমন্ত্রী থাকাকালীন তাঁর প্রস্তাব যাতে প্যারিসের পার্লমঁ (Perlement of Paris) বিরােধিতা না করে সেজন্য ক্যালােন দেশের গন্যমান্য ব্যক্তিদের (উচ্চ পদস্থ যাজক, সামন্ত প্রভু, প্রাদেশিক পার্মর সদস্য, পৌরসভার সদস্য) আমন্ত্রিত করে একটি সভার মাধ্যমে তাদের দাবি আদায়ের চেষ্টা করেন। ইহাই Assambly of Notables নামে পরিচিত।
৩১) Assambly of Notables- এর সভা কত সালে অনুষ্ঠিত হয়েছিল?
- ১৭৮৯ সালে
৩২) প্যারিসের পার্লমঁ জনপ্রিয়তা লাভের জন্য রাজার নিকট কতকগুলি মৌলিক আইনের সুপারিশ করেন। সেগুলি কী কী?
- বিনা বিচারে গ্রেপ্তার ও কারাদন্ড বন্ধ করা, রাজার স্বৈর ক্ষমতা হ্রাস করা৷
ধন্যবাদ
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে পড়তে - Click Here
ভুগোল সম্পর্কিত বিভিন্ন টপিকগুলি পেতে - Click Here