Type Here to Get Search Results !

বায়ুমন্ডল MCQ

 

 নমস্কার,  

অভিনব একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই আপনাদের অনুরোধে শুরু করলাম পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট এর অধ্যায় ভিত্তিক আলোচনা আমার এই ব্লগে আপনারা পেয়ে যাবেন আগ্ প্রাইমারি টেটের অত্যন্ত গুরুত্বপূর্ন বিষয় পরিবেশের বিভিন্ন টপিক সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও অ্তিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর. আজকের টপিক হল - বায়ুমন্ডল এটি প্রাইমারি টেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক আশাকরি আপনাদের ভালো লাগবে


বায়ুমন্ডল

set by- Manas Adhikary


Atmosphere of Earth MCQ|বায়ুমন্ডল MCQ|

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

) বায়ুমন্ডলের একটি স্থায়ী উপাদানের নাম করুন?

- অক্সিজেন

) বায়ুমন্ডলে নাইট্রোজেনের পরিমান কত?

- ৭৮.০৮%

) বায়ুমন্ডলে অক্সিজেনের শতকরা পরিমান কত?

- ২০.৯৪%

) বায়ুমন্ডলে কার্ব-ডাই-অক্সাইডের পরিমান কত?

- .০৩৩%

) বায়ুমন্ডলে জলীয় বাষ্পের সর্বাধিক উপস্থিতির শতকরা হার কত?

- ভাগ।

) বায়ুমন্ডলে অবস্থিত কোন গ্যাস মাটির উর্বরা বৃদ্ধিতে সাহায্য করে?

-নাইট্রোজেন।

) কোন ব্যাকটিরিয়া মাটিতে নাইট্রোজেন সংবন্ধন ঘটায়?

- রাইজোবিয়াম

) রাইজোবিয়াম কোথায় থাকে?

-মটরশুটি, ছােলা প্রভৃতি ডাল জাতীয় উদ্ভিদের মূলে

) বায়ুমন্ডলে অবস্থিত কোন গ্যাসীয় উপাদানের দ্বারা শিলার আবহবিকার ঘটে?

- অক্সিজেন (অক্সিডেশান পদ্ধতিতে)

১০) বায়ুমন্ডলে অবস্থিত কোন গ্যাসীয় উপাদান সূর্য থেকে থেকে আগত বিভিন্ন ক্ষতিকারক রশ্মিকে শােষন করে জীবকূলকে রক্ষা করে?

- ওজোনগ্যাস

১১) বায়ুমন্ডলের কোন উপাদান জলীয়বাষ্পকে ঘনীভূত করে মেঘ তৈরী করে?

- ধূলিকনা

১১) বায়ুমন্ডলের কোন উপাদান জলীয়বাষ্পকে ঘনীভূত করে মেঘ তৈরী করে?

- ধূলিকনা

১২) বায়ুমন্ডলে সবচেয়ে ভারী গ্যাসের নাম কী?

- কার্বন-ডাই-অক্সাইড

১৩) বায়ুমন্ডলে কিসের উপস্থিতিতে আকাশের রং নীল হয়?

- ধূলিকনা

১৪) বায়ুর ঘনত্ব সর্বাধিক কোন স্তরে?

- ট্রপােস্ফিয়ার

১৫) বায়ুমন্ডলের কোনস্তরে আমরা বসবাস করি?

- ট্রোপােস্ফিয়ার

১৬) বায়ুমন্ডলের কোন স্তরে ঝড়-বৃষ্টি দেখা যায়?

- ট্রোপােস্ফিয়ার

১৭) বায়ুমন্ডলের কোনস্তরকে ক্ষুব্ধমন্ডল বলা হয়?

- ট্রোপােস্ফিয়ার

১৮) বায়ুমন্ডলের কোনস্তরে প্রপেলার বিমান চালানাে হয়?

- ট্রপােস্ফিয়ার

১৯) ট্রপােপজ কাকে বলে?

- ট্রপােস্ফিয়ার স্তরের উর্ধসীমায় প্রায় কিলােমিটার উচ্চতায় উষ্ণতার কোনরূপ পরিবর্তন হয় না একে ট্রপােপজ বলা হয়৷ ২০) শান্তমন্ডল কাকে বলে?

- বায়ুমন্ডলের স্ট্রাটোস্ফিয়ারে কোন ঝড়-বৃষ্টি দেখা যায় না একে শান্তমন্ডল বলা হয়৷

২১) অতিবেগুনি রশ্মি শােষিত হয় কোন স্তরে?

- স্ট্রাটোস্ফিয়ার

২২) জেট বিমান বায়ুমন্ডলের কোন স্তরে?

-স্ট্রাটোস্ফিয়ার

২৩) শুক্তি মেঘ বা মাদার অব পার্ল ক্লাউড বায়ুমন্ডলের কোন স্তরে সৃষ্টি হয়?

- স্ট্রাটোস্ফিয়ার

২৪) ওজোন গ্যাস দেখা যায় কোন স্তরে?

- স্ট্রাটোস্ফিয়ার


 

২৫) ওজোন গ্যাস কে আবিস্কার করেন?

- ফ্রেডরিক স্কোনবি

২৬) বায়ুমন্ডলের ওজোন স্তর কে আবিস্কার করেন?

- হেনরি বুশন চার্লস ফেব্রি

২৭) ওজোন স্তর যে ক্রমশ ক্ষয়ে যাচ্ছে এটি প্রথম কে প্রমান করেন?

- জে সি ফারমেন

২৮) উল্কাপিন্ড পুড়ে ছাই হয়ে যায় কোন স্তরে?

- মেসােস্ফিয়ারে

২৯) নৈশজ্যোতি মেঘ দেখা যায় কোনস্তরে?

- মেসােস্ফিয়ার

৩০) সুমেরু অঞ্চলের মেরুজ্যোতিপ্রভাকে কী বলা হয়?

- সুমেরু প্ৰভা বা আরােয়া বেরিয়ালিস

৩১) কুমেরু অঞ্চলের মেরুজ্যোতিপ্রভাকে কী বলা হয়?

- কুমেরু প্রভা বা আরোরা অস্ট্রালিস

৩২) বায়ুমন্ডলের শীতলতম স্তর কোনটি?

- মেসোস্ফিয়ার

৩৩) বায়ু আয়নিত থাকে কোন স্তরে?

- থার্মোস্ফিয়ার

৩৪) বেতার তরঙ্গ বায়ুমন্ডলের যে স্তরে প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে সেটি কী?

- আয়োনোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার

৩৫) বায়ুমন্ডলের উষ্ণতম স্তর কোনটি?

- এক্সোস্ফিয়ার

৩৬) বায়ুমন্ডলের সর্বোচ্চস্তর কোনটি?

- ম্যাগনেটোস্ফিয়ার

৩৭) পৃথিবীতে অ্যালবেডোর পরিমান কত?

- ৩৪%

৩৮) বিশ্বে গ্রিনহাউস বৃদ্ধিতে সর্বাধিক ভূমিকা রয়েছে কোন দেশের?

- চীন

৩৯) বায়ুমন্ডল কোন পদ্ধতিতে সর্বাধিক উত্তপ্ত হয়?

- বিকিরন

৪০) প্রধান গ্রীন হাউস গ্যাস কোনটি?

- কার্বন-ডাই-অক্সাইড

৪১) গ্রীন হাউজ প্রথম নামকরন করেন কে?

- জোসেফ ফুরিয়ার

৪২) সর্বাধিক গ্রীন হাউজ উৎপন্ন হয় কোথায়?

- তাপবিদ্যুৎকেন্দ্রে

৪৩) বায়ুর উষ্ণতা বৃদ্ধিতে কোন গ্যাস সবচেয়ে বেশী দায়ী?

- ক্লোরােফ্লুরাে কার্বন

 

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad