Type Here to Get Search Results !

শিশুর বিকাশের স্তর

 

নমস্কার, অভিনব একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই আপনাদের অনুরোধে আজ থেকে শুরু করলাম পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট এর অধ্যায় ভিত্তিক আলোচনা আজকের টপিক হল - শিশুর বিকাশের স্তর এটি প্রাইমারি টেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক আশাকরি আপনাদের ভালো লাগবে

শিশুর বিকাশ বৃদ্ধি

By-Manas Adhikary


শিশুকে সম্পূর্নভাবে বুঝতে হলে তার বিকাশ বৃদ্ধি সম্পর্কে আমাদের জানা দরকার কোন বয়সে একটি শিশু কী করতে পারবে আর পারবে না, তার কাছে আমাদের প্রত্যাশা কি তার সামর্থ্যের বাইরে বা তার চেয়েও কম, বিষয়ে জ্ঞান থাকা আবশ্যক বিকাশ মানব জীবনের একটি গুরুত্বপূর্ন জীবনব্যাপী প্রক্রিয়া, যা ধারাবাহিকভাবে চলতে থাকে বিকাশ হলাে গুনগত পরিবর্তন জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত বিকাশ কখনও থেমে থাকে না তবে বর্ধন হলাে পরিমানগত পরিবর্তন অনেকেই বৃদ্ধি এবং বিকাশ কে একই অর্থে ব্যবহার করে থাকেন কিন্তু আসলে তা এক নহে৷ বৃদ্ধিকে আমরা পরিমানগত পরিবর্তন বলে আখ্যায়িত এবং বিপরীতভাবে বিকাশকে গুনগত পরিবর্তন বলে আখ্যায়িত করতে পারি

বৃদ্ধি

বৃদ্ধি বলতে অপরিনত অবস্থা থেকে পূর্নতা প্রাপ্তিকে বােঝায় বৃদ্ধি হচ্ছে পরিমানগত পরিবর্তন যখন দেহের কোনাে একটি অংশের বা সমগ্র দেহের বৃদ্ধি ঘটে যার ফলে আকার আকৃতির পরিবর্তন হয় সেটাই বৃদ্ধি৷ যেমন- একটি শিশু যখন জন্মগ্রহন করে তখন সেই নবজাতকের ওজন - পাউন্ড এবং দৈর্ঘ্য ১৭-২০ ইঞ্চি হয়ে থাকে এই শিশুর বয়স বাড়ার সাথে সাথে দৈর্ঘ্য বাড়তে থাকে ওজনেও বাড়তে থাকে এই যে দৈর্ঘ্য ওজনের বৃদ্ধি যা পরিমানগত বৃদ্ধি তাই হলাে বৃদ্ধি

বিকাশ

বিকাশ হচ্ছে শিশুর গুনগত পরিবর্তন যা ধারাবাহিকভাবে চলতে থাকে এবং আচরনের মাধ্যমে প্রকাশ পায় শিশু দীর্ঘদিন যাবৎ ক্রমান্বয়ে শুধু দৈর্ঘ্যে এবং ওজনে বাড়ে না সঙ্গে সঙ্গে তার অঙ্গপ্রত্যঙ্গ কিছু ক্ষমতাও অর্জন করেছে যে ছােট হাতটি নিয়ে সে একাকী দোলনায় খেলত বছর বয়সে, হাত দিয়েই সে লিখতে পারছে, ১৫ বছর বয়সে ক্রিকেট খেলে হাত দিয়েই তাহলে দেখা যাচ্ছে হাতটি শুধু দৈর্ঘ্যে বাড়েনি তার গুনগত মানেও পরিবর্তন হয়েছে মাস বয়সে হাত দিয়ে সে যা করতে পারতাে না এখন তা করতে পারছে যেমন লিখতে পারছে বা ক্রিকেট খেলতে পারছে এটিই হলাে গুনগত পরিবর্তন যাকে আমরা বলি বিকাশ

বৃদ্ধি বিকাশের পার্থক্য

বৃদ্ধি

বিকাশ

) বৃদ্ধি বলতে দৈহিক আকার আয়তনের পরিবর্তনকে বােঝায়

) বিকাশ বলতে বােঝায় দৈহিক আকার আয়তনের পরিবর্তন এবং আচরন, দক্ষতা কার্যক্ষমতার পরিবর্তন

) বৃদ্ধি হলাে পরিমানগত পরিবর্তন।

) বিকাশ হলাে গুনগত পরিবর্তন

) নির্দিষ্ট সময় পর্যন্ত মানব জীবনে বৃদ্ধি সাধিত হয়

) বিকাশ ধারাবাহিকভাবে চলতে থাকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত

) বৃদ্ধির গতি উৰ্দ্ধমুখী

) বিকাশের গতি জীবনের শুরুতে উর্ধ্বমুখী ধ্যবয়সে মন্থর এবং বৃদ্ধ বয়সে নিম্নমুখী৷

) বৃদ্ধির ক্ষেত্রে পরিপক্কতা শিক্ষন গুরুত্বপূর্ন নহে এটি প্রাকৃতিক নিয়মে ঘটে

) বিকাশের ক্ষেত্রে পরিপক্কতা শিক্ষন অপরিহার্য

) ব্যক্তির সামাজিক অভিযােজনের সাথে বৃদ্ধি সরাসরি সম্পর্কিত নহে

) বিকাশ ব্যাহত হলে ব্যক্তির ব্যক্তিগত সামাজিক অভিযােজন ব্যাহত হয়

) বৃদ্ধি কেবল শারীরিক দিক নিয়েই আবর্তিত হয়

) বিকাশ মানবজীবনের বিভিন্ন দিক যেমন শারীরিক, মানসিক, সামাজিক, আবেগীয়, ভাষাগত বিভিন্ন দিক নিয়ে আবর্তিত

 

বিভিন্ন মনােবিদদের তত্ত্বানুযায়ী শিশুর বিকাশের স্তর

রুশাে

রুশাে শিশুর বিকাশের স্তরকে চারভাগে ভাগ করেছেন যথা-

) শৈশবকাল - থেকে বছর

) বাল্যকাল - থেকে ১২ বছর

) প্রাক কৈশাের - ১২ থেকে ১৫ বছর

) কৈশাের - ১৫ থেক ২০ বছর

জোনস

জোনস শিশুর বিকাশের স্তরকে চারভাগে ভাগ করেছেন যথা-

) শৈশবকাল - শিশুর জন্ম থেকে শুরু করে বছর

) বাল্যকাল - বছর থেকে শুরু করে ১২ বছর

) কৈশাের বা বয়ঃসন্ধিকাল - ১২ বছর থেকে শুরু করে ১৮ বছর

) পূর্ন বয়স্ককাল - ১৮ বছর থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত

জ্যাঁ পিঁয়াজে

পিয়াজে শিশুর বিকাশের স্তরকে চারভাগে ভাগ করেছেন যথা-

) সংবেদন সঞ্চালন স্তর - জন্মের সময় থেকে বছর (নানা আকারের রঙের জিনিসপত্র, খেলনা নাড়াচড়া করতে পারে)

) প্রাক সক্রিয়তার স্তর - বছর থেকে বছর (কথা বলা ভাষা বােধের দ্রুত উন্নতি হতে থাকে)

) মূর্ত সক্রিতার স্তর - বছর থেকে ১১ বা ১২ বছর ( গনিতের মৌলিক নিয়মযােগ, বিয়ােগ, গুন, ভাগ ইত্যাদি করতে পারে)

) যৌক্তিক সক্রিয়তার স্তর - ১১ বা ১২ থেকে ১৪ বা ১৫ বছর (সমপূর্ন যুক্তিনির্ভর শিখনে অভ্যস্ত হতে থাকে)

পিকুনাস

পিকুনাস শিশুর বিকাশের স্তরকে দশভাগে বিভক্ত করেছেন। যথা-

) প্রাক জন্মাস্তর - গর্ভসঞ্চার থেকে শুরু করে জন্মাবার পূর্ব মুহুর্ত পর্যন্ত

 ) সদ্যোজাত স্তর - জন্মের সময় থেকে সপ্তাহ পর্যন্ত

) প্রারম্ভিক শৈশব স্তর - মাস থেকে দেড় বছর পর্যন্ত

 ) প্রান্তীয় শৈশব স্তর - দেড় বছর থেকে আড়াই বছর পর্যন্ত

) প্রারম্ভিক বাল্যস্তর - আড়াই বছর থেকে বছর পর্যন্ত

) মধ্যবাল্য - বছর থেকে বছর পর্যন্ত।

) প্রান্তীয় বাল্য - বছর থেকে ১২ বছর পর্যন্ত

) যৌবনাগম স্তর - ১২ বছর থেকে ২১ বছর পর্যন্ত

) প্রাপ্ত বয়স্কস্তর - ২১ বছর থেকে ৭০ বছর পর্যন্ত

) বার্ধক্য স্তর - ৭০ বছর থেকে মৃত্যু পর্যন্ত

বিভিন্ন দার্শনিকদের শ্রেনিবিভাগগুলি পর্যালােচনা করে মানবজীবনের বিকাশের পর্যায়গুলিকে সার্বিকভাবে নিম্নলিখিত আকারে শ্রেনিবিভাগ করা হয়-

) প্রাক জন্মস্তর - নিষেক থেকে ২৪০ দিন (বিশেষত শারীরিক সঞ্চালনমূলক)

 ) জন্মকালীন - প্রসবের সময় (কোনাে বিকাশ হয় না)

) প্রথম বাল্য - প্রথম বছর ( শারীরিক সঞ্চালনমূলক)

) মধ্য বাল্যকাল - বছর থেকে বছর (জ্ঞানমূলক,ভাষা, প্রক্ষোভ, নৈতিক, সামাজিক ব্যক্তিগত বিকাশ)

) উত্তর বাল্যকাল - ৬বছর থেকে ১১ বছর ( জ্ঞানমূলক, ভাষা, প্রক্ষোভ, নৈতিক, সামাজিক ব্যক্তিগত বিকাশ)

) কৈশাের - ১১ বা ১২ বছর থেকে ২০ বছর ( জ্ঞানমূলক, ভাষা, প্রক্ষোভ, নৈতিক, সামজিক ব্যক্তিগত বিকাশ)

) প্রাপ্তবয়স্ক - ২০ থেকে ৬০ বছর বা পরিনত হওয়া থেকে সন্তান উৎপাদন সক্ষমতা পর্যন্ত ( জ্ঞানমূলক, ভাষা, প্রক্ষোভ, নৈতিক, সামাজিক ব্যক্তিগত বিকাশ)

) বার্ধক্য - ৬১ বছর থেকে মৃত্যু পর্যন্ত বা সন্তান উৎপাদন ক্ষমতা বন্ধ হওয়া থেকে মৃত্যু পর্যন্ত ( ধীরে হলেও বিকাশ এইসময় হ্রাস পায়)

 অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

1) মনােবিজ্ঞান হলাে আত্মার বিজ্ঞান- এই উক্তিটি কার?

- এরিস্টটল

2) কোন মনােবিজ্ঞানীঅ্যালবার্ট’ নামক শিশুর উপর গবেষনা করেছিলেন?

-ওয়াটসন

3) "The Articulated manual"- বইটি কার লেখা?

- অ্যাটকিস্যান

4) ‘সাইকোঅ্যানেলাইটিক’ মতবাদের প্রতিষ্ঠাতা কে?

- অ্যানা ফ্রয়েড

5) শিশুর বা ব্যক্তির দৈহিক, মানসিক, প্রক্ষোভিক প্রভৃতি নানান দিকের উন্নত এবং তাৎপর্যপূর্ন পরিবর্তনের প্রকিয়াকে কী বলা হয়?

- বিকাশ

6) শিশুর গুনগত পরিবর্তনকে কী বলা হয়?

- বিকাশ

7) শিশুর বিকাশ কোন ধরনের প্রক্রিয়া?

- একটি নিম্নভিমুখী প্রক্রিয়া

8) শিশুর বা ব্যক্তির আকার, আয়তন শুস্ক ওজনের স্থায়ীভাবে বাড়াকে কী বলা হয়?

- বৃদ্ধি

9) Process of maturation বলতে কী বোেঝ?

- দেহগত বৌদ্ধিক পরিবর্তন

10) শিশুর বিকাশগত পরিবর্তন কীসের মাধ্যমে প্রকাশ পায়?

-আচার-আচরনের মাধ্যমে

11) শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ বলতে কী বােঝ?

- শিক্ষার্থীর দেহ মনের, পুষ্টি ও স্বাস্থের বিকাশ এবং সামাজিক নৈতিক অনুভুতির গুরুত্ব

12) শিশুর বিকাশের জন্য কী প্রয়ােজন হয়?

- সঠিক পরিচালনা, সঠিক নিয়ন্ত্রন উপযুক্ত নির্দেশনা

13) শিশুর বৃদ্ধির সংকেত তার দেহের কোথায় লিপিবদ্ধ থাকে?

- DNA তে

14) শিশুর বৃদ্ধিতে বিশেষভাবে প্রভাব বিস্তার করে কোন উপাদানটি?

- হরমােন

15) শিশুর দেহে দেহজ বস্তুর স্থায়ী সংযােজনের মাধ্যমে কী ঘটে?

- বৃদ্ধি

16) বিকাশ বৃদ্ধির মধ্যে কোনটি একটি জীবনব্যাপি প্রক্রিয়া?

- বিকাশ

17) "The aim of education is development, the procss of education is development"- ইহার প্রবক্তা কে?

- ফ্রয়েবেল

18) " Children Actively Construct their understanding of the world"- এই উক্তিটি কার?

- পিয়াজে

 19) মনােবিদ জোনস মানবজীবন বিকাশকে কতগুলি স্তরে ভাগ করেছেন?

- চারটি

20) আর্নেস্ট জোনস এর মতে, মানবজীবনের বয়ঃসন্ধিকালের ব্যাপ্তি উল্লেখ করাে

বারাে থেকে আঠারাে বছর

21) আর্নেস্ট জোনস এর মতে মানবজীবনের বিকাশের ধারাতে পূর্নবয়স্ককালের ব্যাপ্তি উল্লেখ করাে

- আঠারাে বছর থেকে মৃত্যু পর্যন্ত

22) মনােবিদ পিকুনাস মানবজীবনের বিকাশকে কতগুলি স্তরে ভাগ করেছেন?

- দশটি

23) মনােবিদ পিকুনাসের মতে মানবজীবনের বিকাশের প্রথমস্তর কোনটি?

- প্ৰাকজন্মস্তর

 24) পিকুনাসের মানবজীবনের সদ্যোজাত এর স্তরের ব্যাপ্তি উল্লেখ কর

- জন্ম থেকে চার সপ্তাহ পর্যন্ত

25) মনােবিদ পিকুনাসের মতে প্রারম্ভিক শৈশব স্তরের ব্যাপ্তি উল্লেখ করাে

- একমাস থেকে দেড় বছর পর্যন্ত

26) পিকুনাসের মতে শিশুর প্রান্তীয় শৈশবের বিকাশ স্তর কোনটি?

- দেড় বছর বয়স থেকে আড়াই বছর বয়স পর্যন্ত

27) পিকুনাসের মতে মানবজীবন বিকাশের চতুর্থ স্তর কোনটি?

- প্রান্তীয় শৈশব স্তর

28) মনােবিদ পিকুনাসের মতে শিশুর জীবন বিকাশের অষ্টম স্তর কোনটি?

- যৌবনাগমের

29) মনােবিদ পিকুনাসের মতে মানবজীবনের বার্ধক্য স্তর কতবছর বয়স থেকে শুরু হয়?

- সত্তর বছর

30) বিশিষ্ট শিক্ষাবিদ রুশাে তাঁরএমিল’ গ্রন্থে মানবজীবন জীবনের ধারাকে কয়টিভাগে ভাগ করেছেন?

- চারটি পর্যায়ে

31) রুশাের মতে বাল্যকালের ব্যাপ্তি উল্লেখ করাে

- পাঁচ থেকে বারাে বছর

32) রুশাের মতে কৈশােরকালের সময় সীমা উল্লেখ করাে

- বারাে থেকে পনেরাে বছর

33) রুশাের মতে যৌবনকালের ব্যপ্তি উল্লেখ করাে

- পনেরাে থেক কুড়ি বছর

34) কে শিশুর জীবন বিকাশের স্তরকে আটটি ভাগে ভাগ করেছেন?

- এরিকসন

35) মনােবিদ রস এর মতে প্রারম্ভিক বাল্যকালের ব্যাপ্তি কত?

- -৬বছর

36) শিশুর বিকাশ প্রক্রিয়া যে দশায় শুরু হয় সেটি কী?

- ভ্রুনজ  দশা

37) বিকাশ সম্পূর্ন হয় যে দশায় সেটি কী?

- বার্ধক্য

38) শিশুর বিকাশের কোন দশাটিকে জীবনের রহস্যময় দশা বলা হয়?

- বাল্যকালকে

39) শৈশবকালে শিশুর দৈহিক বিকাশের গতি কেমন থাকে?

- খুব দ্রুত

40) জন্মের সময় একটি শিশুর মস্তিষ্কের ওজন কত থাকে?

- প্রায় ৩৫০ গ্রাম

41) শিশু যখন জন্মায় তখন তাঁর উচ্চতা কত থাকে?

- ২০-২০. ইঞ্চি

42) সাধারনত দুই বছর বয়সে শিশুর দৈহিক উচ্চতা কত হয়?

- ৩২-৩৪ ইঞ্চি

43) ছয় বছরের শিশুর উচ্চতা সাধারনত কত হয়?

- ৪২-৪৩ ইঞ্চি

44) শিশুর বয়স যখন এক বছর হয় তখন শিশু কয়টি শব্দ বলতে পারে?

- তিন থেকে চারটি শব্দ

45) একটি শিশু প্রথম সমন্বয়সাধন করতে পারে কীসের মাধ্যমে?

- মাথা ঘাড়ের নাড়াচাড়ার মাধ্যমে

46) শিশুরা সাধারনত কত বয়সে বসতে শেখে?

- ছয়মাস বয়সে।

47) শিশু সাধারনত কত বয়সে হামাগুড়ি দিতে পারে?

- দশ মাস বয়সে

48) স্বাভাবিক শিশু কত বয়সে নিজে নিজে দাঁড়াতে পারে?

- এক বছর বয়সে

49) স্বাভাবিক শিশু কত বয়সে নিজে নিজে হাঁটতে পারে?

- প্রায় দেড় বছর বয়সে

50) দুবছর বয়সের শিশু কতগুলি শব্দ শেখে?

- ২৫০ টি শব্দ।

51) কত বছর বয়সে শিশুর শব্দ ভান্ডার দ্রুত বৃদ্ধি পায়?

- দুই বছর

52) শিশু পাঁচ বছর বয়সে কতগুলি শব্দ শেখে?

- ২০৯২ টি।

53) শিশু মাকে চিনতে পারে কত মাস বয়সে?

- দুইমাস বয়সে

54) “শিশুর সাথে কেউ কথা বললে শিশু কান্না থামায় আর চলে গেলে কাঁদে”- এই বিষয়টি শিশুর মধ্যে প্রথম দেখা যায় কবে?

- তিন মাস বয়সে।

55) শিশু আদর করা বকাবকির মধ্যে পার্থক্য বুঝতে পারে কোন বয়সে?

-পাঁচ-ছয়মাস বয়সে

56) শিশুর আনন্দের প্রক্ষোভটি উচ্ছ্বাসে এবং অস্বাচ্ছন্দ্যের প্রক্ষোভটি বিরক্তিতে পরিনত হতে শুরু করে কোন বয়স থেকে?

- প্রায় ছয়মাস

57) শিশু কত বয়সে বয়স্কদের কথা অনুকরন করা শুরু করে?

- আট-নয় মাস বয়সে

58) শিশুমা’ শব্দের অর্থ বুঝতে পারে কত বয়সে?

- আট-নয় মাস বয়সে

59) কোন বয়সে প্রথম শিশুর মধ্যে নেতিবাচক মনােভাব দেখা যায়?

- দেড় বছর বয়সে

60) কোন বয়সে শিশু সমবয়সিদের থেকে বয়স্কদের বেশি পছন্দ করে?

- দেড় বছর বয়সে

61) কোন বয়সে শিশুর মধ্যে স্মৃতি, কৌতুহল, কল্পনা শক্তির প্রথম বিকাশ লক্ষ্য করা যায়?

- প্রায় দুই বছর বয়সে।

62) শিশুর মধ্যে সমাজ সচেতনতা শুরু হয় কোন বয়সে?

- দু বছর বয়স থেকে

63) শিশুর মধ্যে সহযােগিতা সহানুভুতির গুনগুলি বিকশিত হতে শুরু করে কোন বয়সে?

- দু-বছর বয়সে

64) শিশুর দুধ দাঁত গজানাে শেষ হয় কোন বয়সে?

- আড়াই বছর বয়সে।

65) শিশুর মস্তিষ্কের শতকরা ৭৫ ভাগ বিকাশ সম্পন্ন হয় কোন বয়সে?

- দুই বছর বয়সে।

66) সাধারনত শিশুর মস্তিষ্ক পরিপূর্নতা লাভ করে কোন বয়সে?

- বছর বয়সে

67) শিশুর মস্তিষ্কের পরিনমন ঘটে কোন বয়সে?

- দশ বছর বয়সে।

70) জ্যাঁ পিঁয়াজে মতে শিশুর সংবেদন সঞ্চালনমূলক স্তরের ব্যাপ্তি লেখা

- জন্ম থেকে দুই বছর পর্যন্ত

71) জ্যাঁ পিঁয়াজে মতে শিশুর প্রাকসক্রিয়তার স্তরের ব্যাপ্তি কত?

- বছর থেকে বছর পর্যন্ত

72) জ্যাঁ পিঁয়াজে মতে শিশুর শিশুর প্রাকধারনামূলক চিন্তনের ব্যাপ্তি কত?

- থেকে   বছর বয়স পর্যন্ত

73) জ্যাঁ পিঁয়াজে মতে শিশুর সংজ্ঞামুলক চিন্তনের স্তরের ব্যাপ্তি কত?

- থেকে বছর বয়স পর্যন্ত

74) জ্যাঁ পিঁয়াজে মতে শিশুর সক্রিয় চিন্তন স্তরের ব্যাপ্তি কত?

- থেকে ১৬ বছর বয়স পর্যন্ত

75জ্যাঁ পিঁয়াজে মতে শিশুর বাস্তব চিন্তনের ব্যাপ্তি কত?

- থেকে ১১ বছর বয়স পর্যন্ত।

76) জ্যাঁ পিঁয়াজে মতে শিশুর নিয়মতান্ত্রিক চিন্তনের স্তরের ব্যাপ্তি কত?

- ১১ থেকে ১৬ বছর বয়স পর্যন্ত

 

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad