Type Here to Get Search Results !

পরিবেশ ও শিলামন্ডল MCQ / Environment and her Elements



পরিবেশ ও শিলামন্ডল

By- Manas Adhikary

পরিবেশ ও শিলামন্ডল সংক্ষিপ্তরূপ ও অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর।Environment and Lithospheric Abbreviations and Short Answers.

পরিবেশ। শিলামন্ডলEnvironment। Lithospheric MCQ| Soil MCQ.

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো পরিবেশ ও শিলামন্ডল। এই পর্বে থাকছে পরিবেশ ও শিলামান্দাল সম্পর্কিত সংক্ষিপ্ত আলোচনা সাথে MCQ   প্রশ্নোত্তর। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়। এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

পরিবেশ ও শিলামন্ডল MCQ। Environment| Soil of Earth MCQ.

 

পরিবেশ শব্দটির উৎপত্তি জার্মান শব্দ Environ থেকে, যার অর্থ en অর্থ in অর্থাৎ মধ্যে এবং viron অর্থে circuit অর্থাৎ পরিবেষ্টন অর্থাৎ পরিবেশ বলতে পরিবেষ্টনকারী পারিপার্শ্বিক অবস্থাকে বােঝায় পরিবেশের সংজ্ঞা হিসাবে দ্য কনসাইজ অক্সফোর্ড ডিকশনারিতে বলা হয়েছে - ‘পরিবেশ হল উদ্ভিদ প্রানী জগতের ওপর প্রভাব বিস্তারকারী বহিরঙ্গের অবস্থাগুলির সমষ্টি জীবের জন্ম, বৃদ্ধি অস্তিত্ব রক্ষার সহায়ক জৈব, অজৈব সাংস্কৃতিক উপাদানগুলি পারস্পরিক মিথস্ক্রিয়ায় যে পারিপার্শ্বিক অবস্থা গড়ে ওঠে তাকে পরিবেশ বলে’ প্রকৃতিগত পার্থক্য মৌলিক গঠনের উপর ভিত্তি করে পরিবেশকে দুটি প্রধান ভাগে ভাগ করা হয় যথা- প্রাকৃতিক পরিবেশ এবং সাংস্কৃতিক বা মনুষ্যসৃস্ট পরিবেশ

পৃথিবীতে মানুষ আসার আগেসাংস্কৃতিক পরিবেশ’ বলে কিছু ছিল না। যা ছিল তা সবইপ্রাকৃতিক পরিবেশ’। এই প্রাকৃতিক পরিবেশ তখন সর্বদা, সর্বত্র মানুষের অনুকুল ছিল না৷ তাই বৌদ্ধিক শক্তি বৈজ্ঞানিক কৃৎকৌশল প্রয়ােগের দ্বারা প্রয়ােজন সুবিধামতাে প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন ঘটিয়ে মানুষ যে পরিবেশ সৃষ্টি করেছে তাহাই হল প্রাকৃতিক পরিবেশ।

 আগেই বলেছি যে প্রাকৃতিক পরিবেশ মানুষের দ্বারা সৃষ্টি হয়নি৷ ইহা সৃষ্টি হয়েছে প্রকৃতির দ্বারাই৷ পৃথিবীতে জীব জন্মাবার আগে থেকেই প্রাকৃতিক পরিবেশ রচিত হয়ে আছে। প্রাকৃতিক পরিবেশ রচনায় জীবকুলের এমনকি বিশ্বের শ্রেষ্ঠ জীব মানুষেরও কোনাে ভূমিকা বা অবদান নেই৷ মাটি, জল, মরুভূমি, পাহাড়-পর্বত, তাপমাত্রা, আদ্রতা, মাটির গঠন প্রকৃতি, উদ্ভিদ, প্রানী সব কিছু নিয়েই প্রাকৃতিক পরিবেশ গঠিত। কোটি কোটি বছর ধরে এই প্রাকৃতিইক পরিবেশ গঠিত হতে সময় নিয়েছে। দীর্ঘ সময় ধরে খুব ধীর প্রক্রিয়ায় প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন হয়। প্রাকৃতিক পরিবেশ যেমন বিভিন্ন উদ্ভিদ প্রানীজগতকে প্রভাবিত করে, তেমনই মানুষের যাবতীয় ক্রিয়াকলাপের উপরও প্রাকৃতিক পরিবেশ প্রভাব বিস্তার করে। মানুষের নিকট প্রাকৃতিক পরিবেশ দুটি কারনে গুরুত্বপূর্ন। যথা-

) জীবনরক্ষার প্রয়ােজনীয় শর্ত হিসাবে

) সম্পদের ভান্ডার হিসাবে

কৃষি, খনিজ, শক্তি, বনজদ্রব্য এবং শিল্পবিকাশ সব কিছুরই মূল ভিত্তি হল প্রকৃতি৷

প্রাকৃতিক পরিবেশের বৈশিষ্ট*

) পরিবর্তনশীল - পৃথিবীর জন্মের সময় থেকে আজ পর্যন্ত পৃথিবীর ভৌত রাসায়নিক পরিবর্তন ঘটে চলেছে ভূ-অভ্যন্তরীন ভূ-গঠনিক শক্তি সমূহ ক্রিয়াশীল থাকায় সহনমন সংকোচন বলের প্রভাবে মহীখাতে সঞ্চিত পলিরাশিতে চাপের ফলে সৃষ্টি হয়েছে ভঙ্গিল পর্বত৷ পৃথিবীর জন্মলগ্নে ছিল না কোনাে আবহাওয়া৷ বিভিন্ন গ্যাস জলীয় বাষ্পের আনুপাতিক হারে পরিবর্তনের মধ্য দিয়ে বর্তমান বায়ুমন্ডলীয় পরিবেশের সৃষ্টি হয়েছে আবার বর্তমানে গ্রীন হাউস গ্যাসগুলির মাত্রাতিরিক্ত সঞ্চয়ের ফলে পৃথিবীর উষ্ণতার মাত্রা বৃদ্ধি পেয়েছে অতএব বলা যায়, প্রাকৃতিক পরিবেশ সততই পরিবর্তনশীল

) প্রকৃতিক নিয়ম স্থির সুনির্দিষ্ট মানুষ তার কাজকর্মের মাধ্যমে প্রকৃতিক প্রক্রিয়া সমূহের মাত্রা তীব্রতার পরিবর্তন ঘটালেও প্রাকৃতিক পরিবেশের মুখ্য প্রক্রিয়াসমূহ যথা অন্তর্জাত বহিজাত প্রক্রিয়াসমূহ কতকগুলি মৌলিক প্রাকৃতিক রাসায়নিক নিয়ম অনুসারে চলে

 ) প্রাকৃতিক পরিবেশ গঠনকারী উপাদানগুলি একে ওপরের সাথে সম্পর্কযুক্ত হওয়ায় এদের একটির পরিবর্তন ঘটলে অন্যটির উপর তার প্রভাব পড়ে।

) প্রাকৃতিক পরিবেশের কোনরূপ পরিবর্তন হলে প্রকৃতি সবসময় চেষ্টা করে তার পূর্বের অবস্থায় ফিরে আসার।

প্রাকৃতিক পরিবেশের উপাদান সমূহ প্রাকৃতিক পরিবেশ তিন প্রকারের উপাদান নিয়ে গঠিত। যথা-

) অজৈব বা ভৌত উপাদানসমূহ

) জৈব বা সপ্রান উপাদানসমূহ

) শক্তি উপাদান

প্রাকৃতিক পরিবেশের উপাদানের মধ্যে থাকা ভৌত উপাদান তিনটি উপাদানের সমন্বয়ে গঠিত যথা-

) কঠিন- পৃথিবীর কঠিন অংশ যা শিলামন্ডল নামে পরিচিত।

) তরল- পৃথিবীর তরল অংশ যা বারিমন্ডল নামে পরিচিত

) গ্যাস পৃথিবীর গ্যাসীয় অংশ যা বায়ােমন্ডল নামে পরিচিত।

 

  শিলামন্ডল  

কঠিন শিলা দ্বারা গঠিত পৃথিবীর বহিরাভরনকে শিলামন্ডল বলা হয়। বিভিন্ন ধরনের শক্ত শিলা দিয়ে ভুতুক বা শিলামন্ডল গঠিত। শিলামন্ডলের গভীরতা সর্বত্র সমান নহে। সমুদ্রের তলদেশে এর গভীরতা মাত্র কিমি। কিন্তু মহাদেশের অংশে এর গভীরতা প্রায় ৩৫ কিমি৷ শিলামন্ডলের সবচেয়ে বহিরাভরন অংশটি সিলিকা (Si) অ্যালুমিনিয়াম (Al) দ্বারা গঠিত হওয়ায় একে সিয়াল (SIAL) স্তর বলা হয়। মহাদেশগুলি সিয়াল স্তর দ্বারা গঠিত৷ এই স্তরে গ্রানাইট জাতীয় শিলা দেখা যায়। অন্যদিকে মহাসাগরগুলি সিমা শিলাস্তর দ্বারা গঠিত। এই স্তরে ব্যাসল্ট জাতীয় শিলা দেখা যায়। মহাদেশের শিলার ঘনত্ব ওজন মহাসাগরের শিলার থেকে কম বলে মহাসাগরগুলির ওপর মহাদেশগুলি ভাসমান অবস্থায় বিরাজ করছে শিলামন্ডল আগ্নেয়, পাললিক রূপান্তরিত শিলা দ্বারা গঠিত এই শিলা অবহবিকারের ফলে সৃষ্টির বিভিন্ন প্রক্রিয়ায় একসময় মাটিতে পরিনত হয় অর্থাৎ, ভূত্বকের ওপর শিথিল জৈব রাসায়নিক আবরনকে মাটি বলা হয় এই মাটিই পরিবেশের সজীব নির্জীব উপাদানগুলির মধ্যে সংযােগ রক্ষা করে চলে মৃত্তিকার মধ্যে অবস্থিত উপাদানগুলির পরিবর্তনশীলতা, মৃত্তিকার স্বাভাবিক ধর্মেরও পরিবর্তন ঘটায় বলে রাশিয়ান বিজ্ঞানী ভকুচেভ মাটিকে বলেছেন যে, মৃত্তিকা হল একটি গতিশীল মাধ্যম ভূত্বক গঠনকারী মৌলিক পদার্থগুলির মধ্যে অক্সিজেন, সিলিকন, অ্যালুমিনিয়াম, লৌহ, ক্যালসিয়াম, সােডিয়াম, পটাশিয়াম ম্যাগনেশিয়াম প্রধান এই আটটি মৌলিক পদার্থ দিয়ে ভূত্বকের ৯৮ শতাংশ গঠিত৷

শিলামন্ডল আগ্নেয়, পাললিক রূপান্তরিত শিলা দ্বারা গঠিত শিলা খনিজ পদার্থ দিয়ে তৈরী হয়ে থাকে শিলা গঠনকারী প্রধান দশটি খনিজের নাম হল কোয়াটাম, ফেলজ্জার*, অভ্র, কর্দম খনিজ, ক্লোরাইড, হর্নব্লেন্ড, অাইট*, অলিভিন, ক্যালসাইট, ডলােমাইট লৌহ আকরিক

 শিলামন্ডলের গুরুত্ব

) শিলামন্ডল হল জীবজগৎ উদ্ভিদের আবাসস্থল

) মানুষের প্রয়ােজনীয় সম্পদের আধার উৎস

) ভূত্বকের সর্বোচ্চ স্তরে আছে মৃত্তিকা৷ উদ্ভিদ প্রানিকুলের প্রয়ােজনীয় সব উপকরন পাওয়া যায় এই মৃত্তিকা থেকে

) ভূমির প্রকরতি শিলার বৈশিষ্ট্য দ্বারা নির্ধারিত হয় আর এই ভূমির প্রকৃতিই মানুষের অর্থনৈতিক কার্যকলাপকে বহুল অংশে নিয়ন্ত্রন করে

পরিবেশ। শিলামন্ডলEnvironment। Lithospheric MCQ| Soil MCQ.

 

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

) পরিবেশ শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে?

- Environ

) Environ কোন দেশীয় শব্দ?

- জার্মান দেশীয়

) পরিবেশকে কয় ভাগে ভাগ করা হয় কি কি?

- দুভাগে যথা- প্রাকৃতিক পরিবেশ সাংস্কৃতিক পরিবেশ বা মনুষ্যসৃষ্ট পরিবেশ

) পৃথিবীতে মানুষ আসার আগে কোন ধরনের পরিবেশ ছিল?

- প্রাকৃতিক পরিবেশ (সাংস্কৃতিক পরিবেশ ছিল না)

) প্রাকৃতিক পরিবেশ কোন কোন উপাদান নিয়ে গঠিত?

- অজৈব উপাদান বা ভৌত উপাদান, জৈব উপাদান এবং শক্তি উপাদান

) প্রাকৃতিক উপাদানের ভৌত উপাদান কি কি নিয়ে গঠিত?

- কঠিন, তরল গ্যাসীয় উপাদান

) ভৌত উপাদানের কঠিন উপাদান কী নামে পরিচিত?

- শিলামন্ডল

) ভৌত উপাদানের তরল উপাদান কী নামে পরিচিত?

- বারিমন্ডল

) ভৌত উপাদানের গ্যাসীয় উপাদান কী নামে পরিচিত?

- বায়ুমন্ডল

১০) শিলামন্ডল কাকে বলে?

- কঠিন শিলা দ্বারা গঠিত পৃথিবীর বহিরাবরনকে শিলামন্ডল বলা হয়৷

১১) সমুদ্রের তলদেশে শিলামন্ডলের গভীরতা কত?

- মাত্র কিমি

১২) মহাদেশ অংশে শিলামন্ডলের গভীরতা কত?

- ৩৫ কিমি

১৩) মহাদেশ গুলি মহাসাগরের উপর ভাসমান থাকে কেন?

- মহাদেশের শিলার ঘনত্ব ওজন মহাসারের তুলনায় কম বলে

১৪) “পরিবেশ হল প্রাকৃতিক উপাদান সমূহের প্রতিভূ, যেখানে মানুষ একটা গুরুত্বপূর্ন ভূমিকা পলান করে”- এটি কোন পরিবেশ বিদের বক্তব্য?

- গাইড

5) Environment refers to the sum total of conditions which surround man at a given point in space and time- এটি কোন পরিবেশ বিদের বক্তব্য?

- CC Park

১৬) জীব, উদ্ভিদ প্রানী তাদের জীবনচক্রের যে কোন সময়ে যে সমস্ত জৈব এবং অজৈব কারনগুলি দ্বারা প্রভাবিত হয়, সেই কারনগুলির সমষ্টিকে পরিবেশ বলা হয়- উক্তিটি কার?

-পরিবেশ বিদ বটকিন কেলার

১৭) ভূ-অভ্যন্তর কয়টি অংশ নিয়ে গঠিত কি কি?

- তিনটি যথা- ভূত্বক, গুরুমন্ডল, কেন্দুমন্ডল*

১৮) ভূ-অভ্যন্তরে তাপমাত্রা বৃদ্ধির হার কত?

- ভূ-অভ্যন্তরে প্রতি ৩২ মিটার গভীরতায় ডিগ্রী সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি পায়

১৯) পৃথীবীর গড় ব্যাসার্ধ কত?

- ৬৩৭১ কিমি

20) পৃথিবীর ভৌত উপাদান গুলির মধ্যে কোনটির সবথেকে বেশী?

- পৃথিবীর ভৌত উপাদানগুলির মধ্যে লােহার পরিমান সবথেকে বেশী

২১) পৃথিবীর গড় ঘনত্ব কত?

- ৫৫ গ্রাম/ঘনসেমি।

২২) পৃথিবীর কেন্দ্রে চাপের পরিমান কত?

- ৩৫০০ কিলােবার

২৩) ভূ-ত্বকের গড় গভীরতা কত?

- ৩৫ কিমি।

২৪) ভূ-ত্বকের গড় ঘনত্ব কত?

- . থেকে . গ্রাম/ঘনসেমি (মহাদেশ-.২গ্রাম/ঘনসেমি এবং মহাসাগর২. গ্রাম/ঘনসেমি)

২৫) ভূত্বকের উপাদানগুলি কি কি?

- সিলিকা, অ্যালুমিনিয়াম ম্যাগনেশিয়াম

২৬) শিলামন্ডল বা ভূত্বকের কয়টি অংশ কি কি?

- দুটি। যথা- সিয়াল সিমা

২৭) মহাদেশশিয় ভূ-ত্বককে কী বলা হয়?

- সিয়াল

২৮) মহাসাগরীয় ভূ-ত্বককে কী বলা হয়?

- সিমা।

২৯) মহাদেশীয় ভূত্বক বা সিয়াল(SIAL) স্তরের প্রধান উপাদান গুলি কি কি?

- সিলিকা(Si) অ্যালুমিনিয়াম(Al)

৩০) মহাসাগরীয় ভূত্বক বা সিমা স্তরের প্রধান উপাদানগুলি কী কী?

- সিলিকা ম্যাগনেশিয়াম

৩১) ভূ-ত্বক প্রধানত কোন শিলা দিয়ে তৈরি?

- আগ্নেয়শিলা

৩২) মহাদেশীয় ভূত্বক কোন শিলা দিয়ে তৈরী?

- গ্রানাইট।

৩৩) মহাসাগরীয় ভূ-ত্বক কোন শিলা দিয়ে তৈরী?

- ব্যাসল্ট

৩৪) ভূ-পৃষ্ট্রের কত অংশ স্থলভাগের অাত?

- ২৮. %

৩৫) সিয়াল সিমার মধ্যবর্তী সীমানাকে কি বলাহয়?

- কনরাড বিযুক্তি

৩৬) শিলামন্ডল গুরুমন্ডলের সীমানাকে কী বলা হয়?

- মােহাে বিযুক্তি

৩৭) গুরুমন্ডল কেন্দুমন্ডলের সীমানাকে কী বলা হয়?

- গুটেনবার্গ বিযুক্তি

৩৮) পৃথিবীর প্রাচীনতম মহাদেশ কোনটি?

- প্যানজিয়া

৩৯) পৃথিবীর প্রাচীনতম মহাসাগর কোনটি?

- প্যানথালাসা।

৪০) দুটি আগ্নেয় শিলার উদাহরন দাও?

- গ্রানাইট ব্যাসল্ট

৪১) দুটি রুপান্তরিত শিলার উদাহরন দাও?

- নিস কোয়ার্টজাইট

৪২) কোন শিলায় স্তর দেকা* যায়?

- পাললিক শিলায়

৪৩) আগ্নেয় শিলার ক্ষরিত পদার্থ থেকে কোন শিলার উৎপত্তি হয়?

- পাললিক

৪৪) রাস্তাঘাট নির্মানে কোন পাথর ব্যবহৃত হয়?

- ব্যাসল্ট

৪৫) পলির স্তর জমে কোন শিলার উৎপত্তি ঘটে?

- পাললিক

৪৬) বেলেপাথর, কাদাপাথর চুনাপাথর কী জাতীয় শিলা?

- পাললিক

৪৭) কোন মাটির জলধারন ক্ষমতা সবথেকে বেশি?

- এঁটেল মাটি

৪৮) কোন মাটিতে ফসল বেশি ফলে?

- দোয়াশ মাটি

৪৯) কোন মাটিতে বালি কাদার পরিমান সমান হয়?

- দোয়াশ মাটি

৫০) রেগােলিথ কী?

- প্ৰাকৃতি শক্তির দ্বারা শিলা ভেঙে গিয়ে রেগােলিথ সৃষ্টি হয়

৫১) কোন শিলাকে প্রাথমিক শিলা বলা হয়?

- আগ্নেয় শিলাকে

৫২) কোন শিলা থেকে অন্য সব শিলা গঠিত হয়েছে?

- আগ্নেয় শিলা

৫৩) ভূত্বক গঠনকারী কোন উপাদানটি নানা ধরনের খনিজের সমন্বয়ে গঠিত হয়?

- শিলা

৫৪) প্রাচীন প্রস্তর যুগে কোন শিলার সাহায্যে তীরবর্শা, দা, কুঠার প্রভৃতি হাতিয়ার তৈরি করা হত?

- পাললিক শিলা দ্বারা

৫৫) হীরা, প্লাটিনাম, ইউরেনিয়াম, সােনা রূপা প্রভৃতি কোন শিলার মধ্যে পাওয়া যায়?

- পাললিক শিলা

৫৬) কাঁচ তৈরীর জন্য কোনটি অত্যন্তবাবে প্রয়ােজন?

- কোয়ার্টজ বালি

৫৭) বিখ্যাত স্মৃতিসৌধ তাজমহল কোন শিলার পরিনত রূপ?

- রূপান্তরিত শিলা

৫৮) রূপান্তরিত শিলা অর্থনৈতিক গুরুত্ব বেশী কেন?

- ইহা দীর্ঘস্থায়ী, মূল্যবান এবং ইমারত তৈরীতে ব্যবহৃত হয় বলে | ৫৯) কোন ভূতত্ত্ববিদ সর্ব প্রথম শিলা চক্রের ধারনাটি প্রকাশ করেন?

- জেমস গনৈ

৬০) সিমেন্ট শিল্পের প্রধান কাঁচামাল কোনটি?

- চুনাপাথর ও জিপসাম

৬১) সােনার গুনগতমান যাচাই করার জন্য যে কষ্টিপাথর ব্যবহার করা হয় আসলে সেটি কী?

-একধরনের শিলা।

৬২) কোন মাটিতে বালির ভাগ বেশী থাকে?

- বেলে মাটি

৬৩) কোন মাটিতে পলির ভাগ বেশী ?

- পলি দোআঁশ

৬৪) এঁটেল(কদর্ম) দোয়াশ মাটিতে বালির ভাগ কত থাকে?

- ৩৩.৩৩%

৬৫) চীনামটির বাসনপত্র মাজার জন্য যে মাটি ব্যবহার করা হয় সেই মাটিতে কোন খনিজ পদার্থ বেশী তাকে*?

- কেওলিন

৬৬) কেওলিনাইট কোন খনিজের সংমিশ্রনে গঠিত হয়?

- অ্যালুমিনিয়াম, সিলিকন, অক্সিজেন জল

৬৭) চিনামটির আসল নাম কী?

- কেওলিনাইট

৬৮) মাটির উর্বরতা বৃদ্ধি করে নীচের কোনটি?

- মন্টমারিলােনাইট

৬৯) জৈব মৃত্তিকা বেশি উর্বরতা সম্পন্ন হয় কেন?

- বেশিমাত্রায় ধাতু ধরে রাখতে পারে বলে৷

৭০) কয়লা, প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়াম প্রভৃতি কোন ধরনের সম্পদ?

- অনবায়ূনযােগ্য সম্পদ

৭১) পেট্রোলিয়াম তােলার কাজকে কী বলা হয়?

- ড্রিলিং

৭২) মিশ্র খনিজ তেলের মধ্যে কী রাসায়নিক পদার্থ থাকে?

- প্যারাফিন

৭৩) পরিবেশে প্রথম মেরুদন্ডী জীবের উদ্ভব হয় কবে?

- প্যালিওজোয়িক যুগের অডােভিসিয়ান

৭৪) পরিবেশে মাছের উদ্ভব হয় কবে?

- প্যালিওজোয়িক যুগের সিলুরিন উপযুগে

৭৫) পরিবেশে প্রথম কয়লার উদ্ভব হয় কবে?

- প্যাজিওজোয়িক যুগের কার্বনিফেরাস উপযুগে

৭৬) পরিবেশে সরীসৃপের উদ্ভব হয় কবে?

- প্যালিওজোয়িক যুগের কার্বনিফেরাস যুগে

৭৭) পরিবেশ থেকে ডায়ানােসােরের বিলুপ্তি ঘটে কবে?

- মেসােজয়িক যুগের জুরাসিক উপযুগে

৭৮) আধুনিক মানুষের আর্বিভাব হয় কবে?

- কেনােজোয়িক যুগের প্রাইস্টোসিন উপযুগে

৭৯) শেষ হিমযুগ কোন সময়ে এসেছিল?

- কেনােজোয়িক যুগের প্রাইস্টোসিন উপযুগে

 

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

পরিবেশ। শিলামন্ডলEnvironment। Lithospheric MCQ| Soil MCQ.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad