Type Here to Get Search Results !

ভাষার আয়ত্তি ও ভাষা শিখন/ Language Acquisition and Laguage Learning pedagogy

 

ভাষার আয়ত্তি ও ভাষা শিখন

Set By -Manas Adhikary


ভাষার আয়ত্তি ও ভাষা শিখন সংক্ষিপ্তরূপ ও ২৫ টী প্রশ্নোত্তর| Language Acquisition and Laguage Learning pedagogy MCQ

ভাষার আয়ত্তি ও ভাষা শিখন| Language Acquisition and Laguage Learning pedagogy mcq| learning and acquisition| first language acquisition| primary tet| wbprimary tet

 নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে  আপনাদের জন্য নিয়ে এসেছি পেডাগোজির একটি অন্যতম টপিক ভাষার আয়ত্তি ও ভাষা শিখন এর সংক্ষিপ্তরূপ ও উক্ত টপিক থেকে   ২৫ টী প্রশ্নোত্তর পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত শিক্ষা সংক্রান্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (Competitive exam: WBPrimarytet, SLST, SI, School Service etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

 


ভাষার আয়ত্তি (Language Acquisition)

ভাষা আয়ত্ত করাকেই বলা হয় ভাষার আয়ত্তি৷ শিশু ছােটবেলায় তার পিতামাতা ও চারপাশের পরিবেশ থেকে যেভাবে ভাষাজ্ঞান লাভ করে সেটাই হলাে ভাষা আয়ত্তি৷ এটি একটি অবচেতনমূলক প্রক্রিয়া। প্রাকৃতিক, স্বতঃস্ফুর্ত, আন্তরিক এবং সংবেদনশীল পরিবেশে সংঘটিত ভাষা শিখনের প্রক্রিয়াই হল ভাষার আয়ত্তি৷ ভাষার আয়ত্তি হল অনিয়ন্ত্রিত এবং প্রথা বহিভূত একটি প্রক্রিয়া। ভাষার আয়ত্তিতে ব্যাকরনের নিয়মাবলীর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় না। এক্ষেত্রে যােগাযােগস্থাপন ও ভাবের আদান-প্রদান ঘটানােই হল মূল কথা।

ভাষা শিখন(Laguage Learning)

ভাষা ব্যবহারের নিয়ম কানুন জেনে শিশুর ভাষা শেখাকে বলা হয় ভাষা শিখন। এই প্রক্রিয়ায় শিশু সচেতনভাবেই ভাষা সম্পর্কে নতুন জ্ঞান সঞ্চয় করে। যেমন- বিদ্যালয়ে যখন ব্যাকরন সহযােগে ভাষা শিক্ষা দেওয়া হয় তখন সেটি হলাে ভাষা শিখন। শিক্ষার্থীর বারবার ভুল ও সংশােধনের মাধ্যমে এই ভাষা শিখন প্রক্রিয়াটি চলতে থাকে। সঠিক ভাষা শিখনের ক্ষেত্রে শিক্ষার্থীকে বারবার অনুশীলন করতে হয়। ভাষা শিখন হল কঠোরভাবে প্রথাগত অর্থাৎ লিপিবদ্ধ এবং প্রত্যক্ষ ও সক্রিয় অংশগ্রহনমূলক একটি প্রক্রিয়া।

 

ভাষার আয়ত্তি ও ভাষা শিখন| Language Acquisition and Laguage Learning pedagogy mcq| learning and acquisition| first language acquisition| primary tet| wbprimary tet

 

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

 ১) ভাষাগত দক্ষতা বিকাশের ক্ষেত্রে দুটি স্বতন্ত্র প্রক্রিয়া কী কী?

- ভাষার আয়ত্তি ও ভাষা শিখন।

২) শিশুর মস্তিষ্কের জ্ঞানত্মক বিকাশের সমর্থ এবং ভাষার ধারনাগত কাঠামাে ও শব্দার্থতত্ত্ব বিষয়ে স্পষ্ট ধারনা প্রাপ্তির প্রক্রিয়াকে কী বলা হয়?

- ভাষার আয়ত্তি

৩) ভাষা শিখবার জন্য সক্রিয় অংশগ্রহন ও প্রচেষ্টাকে কী বলা হয়?

- ভাষা শিখন

৪) একটি শিশুর ক্ষেত্রে ভাষার আয়ত্তি কোন ধরনের প্রক্রিয়া?

-অবচেতনমূলক এবং স্বাভাবিক প্রক্রিয়া।

৫) ভাষা শিখন কোন ধরনের প্রক্রিয়া?

- প্রত্যক্ষ অংশগ্রহনমূলক এবং সচেতনমূলক প্রক্রিয়া

৬) ভাষার আয়ত্তি বলতে কী বােঝ?

- শিশু যেভাবে মাতৃভাষা শেখে, সেইভাবে ভাষাজ্ঞান লাভ করে।

৭) ভাষার আয়ত্তির মূল উদ্দেশ্য কী?

-যােগাযােগ স্থাপনে সক্ষম হওয়া

৮) ভাষা শিখনের ক্ষেত্রে শিক্ষার্থী কোনটি সম্পর্কে সচেতন থাকে?

- ভাষার জ্ঞান সম্পর্কে

৯) বাংলা ব্যাকরন নিয়মকানুন জানলেই কী একজন শিক্ষার্থী বাংলা ভাষা ভালােভাবে লিখতে ও বলতে পারবে?

- না (এগুলির জন্য শুধুমাত্র বাংলা ব্যাকরন জানাটা যথেষ্ট নহে)।

১০) একটি শিশু তার মাতৃভাষা আয়ত্ত করে কোথা থেকে?

- তার পিতামাতা ও চারপাশের পরিবেশ থেকে।

১১) যােগাযােগ স্থাপনকে বাদ দিয়ে ভাষা কেমন, তার একটি ব্যঙ্গাত্মক উদাহরন দাও।

- শিশুকে বাদ দিয়ে শিশুদিবস উদযাপন করার মতাে। ১২) বাংলা ভাষা শিক্ষার ক্ষেত্রে বেশি গুরুত্ব দেওয়া উচিত কোনটিকে?

-ভাষার আয়ত্তি ঘটানােকে।

১৩) ভাষার শিখন কেমন ধরনের প্রক্রিয়া?

- প্রত্যক্ষ অংশগ্রহনমূলক প্রক্রিয়া

১৪) ভাষা শিখনের অন্যতম উদ্দেশ্য কোনটি?

- ভাষার নিয়ম কানুন জেনে ভাষা ব্যবহার করা।

১৫) ভাষার আয়ত্তি প্রক্রিয়ায় কোনটি বেশি গুরুত্ব পায়?

- ভাবে আদান-প্রদান ও যােগাযােগের বিষয়টি

১৬) ভাষা শিখন ও আয়ত্তিকে একে ওপরের কী বলা চলে?

- পরিপূরক।

১৭) ভাষা শিখনের জন্য কোনটি বিশেষ করে প্রয়ােজন?

- যথাযথ অনুশীলন

১৮) ভাষাগত দক্ষতা বিকাশের ক্ষেত্রে ভাষা শিখন ও ভাষার আয়ত্তির মধ্যে কোনটি বেশী ফলদায়ক?

- ভাষার আয়ত্তি।

১৯) ভাষার আয়ত্তির সময় কোনটি তেমন গুরুত্ব পায় না?

- ভাষার গঠনগত দিক।

২০) বারবার ভুল ও সংশােধনের মাধ্যমে কোন প্রক্রিয়াটি চলতে থাকে?

-ভাষা শিখন।

২১) কোন প্রক্রিয়ায় শিশু বুঝতে পারে যে সে একটি নতুন জ্ঞান অর্জন করছে?

- ভাষা শিখুন।

২২) কোন শিশু ছােটোবেলায় তার বাবা মা ও চারপাশের পরিবেশ থেকে যেভাবে ভাষাজ্ঞান লাভ করে সেটি কী?

- ভাষার আয়ত্তি।

২৩) ভাষার অসংগতি আছে, এমন শিক্ষার্থীকে কোনাে প্রশ্নের উত্তর দেওয়ার শিক্ষক তাকে কেমন সময় দেবেন?

- বেশি সময় দেবেন।

২৪) ভাষা শিখনের অন্যতম উদ্দেশ্য কী?

- ভাষার নিয়ম-কানুন জেনে ভাষা ব্যবহার করা

২৫) কোনটির ক্ষেত্রে শিক্ষার্থীকে ভাষার জ্ঞান সম্পর্কে সচেতন থাকতে হয় -ভাষার আয়ত্তি ও ভাষা শিখন?

- ভাষা শিখন

২৬) বাংলা ভাষা শিক্ষার ক্ষেত্রে বেশি গুরুত্ব দেওয়া উচিত কোনটিকে?

-ভাষার আয়ত্তি ঘটানাের উপর

 

ধন্যবাদ! ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

ভাষার আয়ত্তি ও ভাষা শিখন| Language Acquisition and Laguage Learning pedagogy mcq| learning and acquisition| first language acquisition| primary tet| wbprimary tet

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad