Type Here to Get Search Results !

প্রধানমন্ত্রী 65+ MCQ [THE PRIMEMINISTER MCQ]

 

নমস্কার

অভিনব একাডেমীতে আপনাদেরকে স্বাগত জানাই এই পর্বে আমরা জানবো একটি অন্যতম গুরুত্বপূর্ন টপিকপ্রধানমন্ত্রী সম্পর্কে বিগত বিভিন্ন চাকুরীর পরীক্ষার প্রায় প্রত্যেকটিতে ভারতের প্রধানমন্ত্রী থেকে  প্রশ্ন আসতে দেখা গিয়েছে তাই এই টপিকটি যেকোন চাকুরীর পরীক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ন আমি আমার সাধ্যমতাে চেষ্টা করেছি এই পােষ্টে ভারতের প্রধানমন্ত্রী সমস্ত দিকগুলি তুলে ধরার  এছাড়া বিভিন্ন টপিকের উপর মকটেস্ট দিতে নীচে দেওয়া আমাদের টেলিগাম গ্রুপ বা হােয়াটস অ্যাপ গ্রুপগুলির যে কোন একটিতে যােগদান করতে পারেন

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া যেকোন একটা  গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ এ যোগদান করার জন্য - Click Here

হোয়াটসঅ্যাপ -1

হোয়াটসঅ্যাপ -2

হোয়াটসঅ্যাপ -3

 

প্রধানমন্ত্রী (The Primeminister)

Set by- Manas Adhikary 


 

ব্রিটেনের ন্যায় ভারতের সংসদীয় শাসন ব্যাবস্থায় প্রধানমন্ত্রী (The Primeminister) বিশেষ গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেন ভারতের শাসনব্যবস্থার সর্বোচ্চ শাসক রাষ্ট্রপতি হলেও প্রধানমন্ত্রী হলেন প্রকৃত প্রধান শাসক ভারতের সংসদীয় শাসন ব্যবস্থায় ক্যাবিনেট ব্যবস্থার মাধ্যমে প্রধানমন্ত্রীর শাসন ব্যবস্থা পরিচালিত হয় তাই ভারতীয় শাসন ব্যবস্থা তথা রাজনৈতিক ক্ষেত্রে সর্বাধিক গুরুত্বপূর্ন পদাধিকারী হলেন প্রধানমন্ত্রী সংবিধানের ৭৫() নং ধারা অনুসারে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিয়ােগ করেন তত্ত্বগতভাবে রাষ্ট্রপতির ইচ্ছার উপর প্রধানমন্ত্রীর নিয়ােগ নির্ভর করলেও বাস্তবে এব্যাপারে রাষ্ট্রপতির কোনাে স্বেচ্ছাধীন ক্ষমতা নেই৷ লােকসভার সংখ্যাগরিষ্ঠ দল বা জোটের নেতা বা নেত্রীকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীপদে নিয়ােগ করতে বাধ্য থাকেন তা না হলে শাসনক্ষেত্রে বিশৃঙ্খলা দেখা দেবে এবং সরকারের স্থায়িত্ব বিপন্ন হবে কিন্তু লােকসভায় কোনাে দল বা মাের্চা একক-সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারলে রাষ্ট্রপতি নিজের মনােমতাে ব্যক্তিকে প্রধানমন্ত্রীপদে নিয়ােগ করতে পারেন অবশ্য সেক্ষেত্রেও পদে নিযুক্ত ব্যক্তির প্রতি লােকসভার সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন থাকতে হবে প্রধানমন্ত্রীকে লােকসভা বা রাজ্যসভার সদস্য হতে হবে প্রধানমন্ত্রীকে পার্লামেন্টের সদস্য  হতে হয়, অন্যথায় তিনি পদে অধিষ্ঠিত থাকতে পারেন না প্রধানমন্ত্রীর কার্যকালের সাধারন মেয়াদ বছর অবশ্য এইসময়কাল শেষ হওয়ার পুর্বে বিরােধিরা অনাস্থা ভােটের মাধ্যমে প্রধানমন্ত্রীকে যদি পরাজিত করতে পারেন, তাহলে উক্ত ব্যক্তি প্রধানমন্ত্রীর পদ থেকে পদচ্যুত হন ভারত সরকারের সব ক্ষমতাই রাষ্ট্রপতির নামে পরিচালিত হলেও ভারতের প্রকৃত শাসন ক্ষমতার অধিকারী হলেন প্রধানমন্ত্রী তাঁর মন্ত্রী পরিষদ মন্ত্রীদের মধ্যে দপ্তর বন্টন, মন্ত্রীপরিষদের কর্মসূচী প্রনয়ন এবং বিভিন্ন দপ্তরের মধ্যে সামঞ্জস্য রক্ষা করা এবং রাষ্ট্রপতির সাথে তাঁর মন্ত্রীপরিষদের যােগসূত্র রক্ষা করাই হলাে প্রধানমন্ত্রী অন্যতম দায়িত্ব কর্তব্য 

 লােকসভার নেতা 

 ভারতের প্রধামন্ত্রী লােকসভার নেতা বা নেত্রী হিসাবে বিবেচিত হন লােকসভার অধিবেশন কখন আহুত হবে, কতদিন চলবে, কোন কোন বিষয়ের  উপর আলােচনা চলবে ইত্যাদি বিষয়ের উপর সিদ্ধান্ত গ্রহনের একমাত্র অধিকারী হলেন প্রধানমন্ত্রী। প্রয়ােজন মনে করলে লােকসভা ভেঙে দেওয়ার জন্য তিনি রাষ্ট্রপতিকে পরামর্শ দিতে পারেন৷ যাতে সভার কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করা যায় সেজন্য তিনি যতটা সম্ভব বিরােধীদের সাথে সদ্ভাব বজায় রাখবেন। 

 মন্ত্রীসভার গঠনে ভূমিকা 

 প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি মন্ত্রীসভার সদস্যদের নিয়ােগ করেন অর্থাৎ মন্ত্রীসভা গঠনে প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ন ভুমিকা গ্রহন করেন। মন্ত্রীসভার সদস্যদের নিয়ােগের সময় প্রধানমন্ত্রী নিম্নলিখিত বিষয়গুলির উপর গুরুত্ব দিতে হয়।

) নিজেদের নেতৃস্থানীয় ব্যক্তিদের মন্ত্রিসভায় স্থান দিতে হয়।

) সকল রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলি যাতে মন্ত্রিসভায় তাদের প্রতিনিধি প্রেরন করতে পারে সেদিকে দৃষ্টি রাখতে হয়।

) মন্ত্রীসভায় তপশিলি জাতি, উপজাতি, অনুন্নত সম্প্রদায়গুলির প্রতিনিধি যাতে স্থান লাভ করতে পারে সেদিকে গুরুত্ব দিতে হয়।

) ভবিষ্যতে দলের নেতৃত্ব গ্রহনের উপযােগী করে গড়ে তােলার জন্য নিজদলের তরুন এবং উদীয়মান নেতাদের মন্ত্রীসভায় স্থানদানের ব্যাপারে গুরুত্ব দিতে হয়৷

 ক্যাবিনেটের নেতা 

 ক্যাবিনেট সভায় প্রধানমন্ত্রী সভাপতিত্ব করেন সেক্ষেত্রে তাঁকে কয়েকটি গুরুত্বপূর্ন ভূমিকা পালন করতে হয় যথা –

) প্রধামনমন্ত্রীর পরামর্শেই রাষ্ট্রপতি ক্যাবিনেট মন্ত্রীদের নিয়ােগ করেন এবং পদচ্যুতি করতে পারেন

) ক্যাবিনেট মন্ত্রীদের মধ্যে দপ্তর বন্টন করা প্রধানমন্ত্রীর অপর একটা গুরুত্বপূর্ন দায়িত্ব

) ক্যাবিনেটের নীতি নির্ধারনের ব্যাপারেও প্রধানমন্ত্রী যথেষ্ট গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেন

 আন্তর্জাতিক ক্ষেত্রে ভূমিকা

প্রধানমন্ত্রী ভারতের বৈদেশিক নীতি নির্ধারনের যেমন গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেন তেমনি  তিনি  বিশ্ব রাজনীতিতে ভারতের প্রধান মুখপাত্র হিসাবে বিবেচিত হন বিশ্ব রাজনীতিতে ভারতের সুনাম স্বার্থরক্ষায় তাঁকে বিশেষ ভূমিকা পালন করতে হয়৷ এছাড়া বিদেশি রাষ্ট্রের প্রধানদের তিনি ভারতবাসীর পক্ষ থেকে স্বাগত জানান এবং শুভেচ্ছা বিনিময় করেন

নিয়ােগ সংক্রান্ত ক্ষমতা

 রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শে ভারত যুক্তরাষ্ট্রের সমস্ত গুরুত্বপূর্ন পদে নিয়ােগ করে তাকেন**৷ যেমন- বিভিন্ন রাজ্যের রাজ্যপাল, সুপ্রিমকোর্টের বিচারপতি, নির্বাচন কমিশন ইত্যাদি

রাষ্ট্রপতির পরামর্শদাতা

 প্রধানমন্ত্রী হলেন রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা প্রধানমন্ত্রীর মাধ্যমে রাষ্ট্রপতি এবং মন্ত্রীসভার সদস্যদের সংযােগ স্থাপিত হয়৷ মন্ত্রীসভায় যেসব সিদ্ধান্ত গৃহীত হয় সেগুলি রাষ্ট্রপতিকে জানানােটা হলাে প্রধানমন্ত্রীর গুরুদায়িত্ব রাষ্ট্রপতি কোন কিছু জানতে চাইলে সে ব্যাপারে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে জানাতে বাধ্য থাকেন৷ কোনাে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা, দেশের জরুরি অবস্থা ঘােষনা করা, সামরিক বাহিনীর প্রধানদের নিয়ােগ রাজ্যসভার সদস্য মনােনয়ন, প্রজাতন্ত্র দিবসে খেতাব বন্টন ইত্যাদি বহু বিষয়ে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে পরামর্শ দিয়ে থাকেন

এছাড়াও লােকসভার সংখ্যাগরিষ্ঠ নেতা এবং সমগ্র জাতির নেতা হিসাবে প্রধানমন্ত্রীকে বহুবিধ দায়িত্ব কর্তব্য পালন করতে হয়৷

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

) ভারতের প্রধানমন্ত্রীর পদটি কোনদেশ থেকে নেওয়া হয়েছে?

- গ্রেট ব্রিটেন

) প্রধানমন্ত্রীকে কে নিয়ােগ করেন?

- রাষ্ট্রপতি

) প্রধানমন্ত্রী কিভাবে নিযুক্ত হন?

- লােকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসাবে নিয়ােগ করেন।

) ভারতের শাসন বিভাগের প্রকৃত প্রধান কে?

- প্রধানমন্ত্রী।

) ভারতের প্রধানমন্ত্রীকে কে শপথবাক্য পাঠ করান?

- রাষ্ট্রপতি

) কোন কোন পদাধিকারী ব্যক্তিদের নিয়ােগে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে পরামর্শ দিতে পারেন?

- ক্যাগ, অ্যাটর্নি জেনারেল, নির্বাচন কমিশন, অর্থ কমিশন upsc এর চেয়ারম্যান সদস্য

) প্রধানমন্ত্রী কোথায় দায়বদ্ধ থাকেন?

- লােকসভার কাছে

) ভারতের আন্তঃরাষ্ট্রীয় পরিষদের সভাপতি কে?

- প্রধানমন্ত্রী

) ভারতের সংবিধানের কোন তপশীলে ভারতের প্রধানমন্ত্রীর শপথগ্রহনের বা প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার কথা বর্নিত আছে?

- তৃতীয়

১০) লােকসভার সদস্যদের সদস্য পদ খারিজ কার উপর নির্ভর করে?

-প্রধানমন্ত্রী

১১) ভারতের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন কোনটি?

- নং রেস কোর্স রােড

১২) ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য আবশ্যিক নুনতম বয়স কত হতে হয়?

- ২৫ বছর ( যদি লােকসভার সদস্য হন)

১৩) ভারতের প্রধানমন্ত্রী পদপ্রার্থী ব্যক্তি যদি রাজ্যসভার সদস্য হন তবে তাঁর ন্যূনতম বয়স কত হতে হয়?

- ৩০ বছর

১৪) প্রধানমন্ত্রীর কার্যকালের মেয়াদ কত?

- সাধারনত বছর হলেও উনার কার্যকাল ততদিন যতদিন তিনি লােকসভায় সংখ্যাগরিষ্ঠতা ভােগ করেন

১৫) প্রধানমন্ত্রী সংসদের কোন কক্ষের (রাজ্যসভা/লােকসভা) সদস্য হন?

-প্রধানমন্ত্রী সংসদের যে কোনাে কক্ষের সদস্য হতে পারেন৷

১৬) সংসদ সদস্য না হয়েও কি প্রধানমন্ত্রী হওয়া যায়?

- কোন কক্ষের সদস্য না হয়েও প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হতে পারেন, তবে তাকে নিযুক্তির মাসের মধ্যে যে কোন কক্ষের সদস্য পদ গ্রহন করতে হয়৷

১৭) ক্যাবিনেট মন্ত্রীদের মধ্যে কে দপ্তর বন্টন করেন?

- প্রধানমন্ত্রী

১৮) ক্যাবিনেটে কে সভাপতিত্ব করেন?

- প্রধানমন্ত্রী

১১) প্রধানমন্ত্রী সংসদ কে কিভাবে নিয়ন্ত্রন করেন?

- প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি সংসদের অধিবেশনগুলিকে আহ্বান বা স্থগিত রাখেন

২০) প্রধানমন্ত্রী কোন কোন সংস্থার সভাপতি?

- পদাধিকারবলে প্রধানমন্ত্রী নিম্নলিখিত সংস্থাগুলির সভাপতি হন- নীতি আয়ােগ, জাতীয় উন্নয়ন পর্ষদ,  জাতীয় সংহতি পর্ষদ আন্তঃরাজ্য পর্ষদ প্রভৃতি

২১) ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কী?

- জওহরলাল নেহেরু

২২) ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কী?

- ইন্দিরা গান্ধী

২৪) একটানা সবথেকে বেশীদিন প্রধানমন্ত্রীর পদে কে আসীন ছিলেন?

-জওহরলাল নেহেরু

২৫) ভারতের সবথেকে কমদিন প্রধানমন্ত্রীর পদে কে নিযুক্ত ছিলেন?

- অটল বিহারী বাজপেয়ী (১৩দিন)

২৬) ভারতের একমাত্র কোন প্রধানমন্ত্রীকে লােকসভায় উত্থাপিত অনাস্থা প্রস্তাবে পরাজিত হয়ে পদত্যাগ করতে হয়েছিল?

- বিশ্বনাথ প্রতাপ সিং

২৭) কে ভারতের অস্থায়ী প্রধানমন্ত্রীরূপে নিযুক্ত হয়েছিলেন?

- গুলজারিলাল নন্দ

২৮) রাজ্যসভার সদস্য হিসাবে নির্বাচিত প্রধানমন্ত্রী কে?

- ইন্দিরা গান্ধী  মনমােহন সিং

২৯) প্রথম অকংগ্রেসী প্রধানমন্ত্রী কে ছিলেন?

- মােরারজী দেশাই।

৩০) প্রথম কোন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছিলেন?

- মােরারজী দেশাই

৩১) ভারতের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীর নাম কী?

- রাজীব গান্ধী।

৩২) ভারতের কোন রাজ্য থেকে সর্বাধিক প্রধানমন্ত্রী হয়েছে?

- উত্তরপ্রদেশ

৩৩) ভারতের কোন কোন প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী হওয়ার আগে অর্থমন্ত্রী হিসাবে নিযুক্ত ছিলেন?

- মনমােহন সিং বিশ্বনাথ প্রতাপ সিং

৩৪) কোন বিদেশমন্ত্রী পরবর্তীকালে প্রধানমন্ত্রীরূপে নিযুক্ত হন?

- ইন্দ্র কুমার গুজরাল

৩৫) প্রথম কোন দক্ষিন ভারতীয় ভারতের প্রধানমন্ত্রীরূপে নিযুক্ত হয়েছিলেন?

-নরসিমা রাও

৩৬) ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রীকে ছিলেন?

- লাল বাহাদুর শাস্ত্রী

৩৭) ১৯৭১ সালে ভারত পাকিস্থানের যুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন?

- ইন্দিরা গান্ধী

৩৮) ১৯৮৪ সালের ভােপাল গ্যাস দূর্ঘটনার সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন?

- রাজীব গান্ধী

৩৯) ভারতের কোন প্রধান প্রধান মন্ত্রী গান্ধিজীর অসহযােগ আন্দোলনে যােগ দিয়ে গ্রেপ্তার হয়েছিলেন কিন্তু বয়স কম থাকার দরুন তিনি মুক্তি পান?

- লাল বাহাদুর শাস্ত্রী

৪০) ভারতের কোন প্রধানমন্ত্রী শাস্ত্রী উপাধি পেয়েছিলেন?

- লাল বাহাদুর

৪১) ভারতের কোন প্রধানমন্ত্রী ভারতসীর কাছে একদিনের জন্য উপােস রাখার আর্জি জানিয়েছিলেন?

- লাল বাহাদুর শাস্ত্রী (১৯৬৫ সালে পাকিস্তানের সাথে যুদ্ধের সময় ভারতে খরা দেখা দিলে তিনি আর্জি জানিয়েছিলেন)

৪২) ভারতের কোন প্রধানমন্ত্রীজয় জওয়ান জয় কিষান' স্লোগান দিয়েছিলেন?

- লাল বাহাদুর শাস্ত্রী

৪৩) ভারতের বাইরে মারা যাওয়া একমাত্র ভারতীয় প্রধানমন্ত্রীর নাম কী?

-লাল বাহাদুর শাস্ত্রী।

৪৪) ভারতের কোন প্রধানমন্ত্রী নরসিংহ রাও এর সরকারের সময়ে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন?

- মনমােহন সিং

৪৫) ভারতের কোন প্রধানমন্ত্রী জন্মদিন ছিল বড়দিন?

- অটল বিহারী বাজপেয়ী।

৪৬) ভারতের প্রথম কোন প্রধানমন্ত্রী কখনও কোনও সরকারি পদে অধিষ্ঠিত হননি?

- চন্দ্রশেখর নাইডু

৪৭) রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন তখন ভারতের রাষ্ট্রপতি কে ছিলেন?

- গিয়ানী জাইল সিং

৪৮) কোন প্রধানমন্ত্রীর আমলে ভারতে জাতীয় জরুরী অবস্থা ঘােষনা করা হয়?

- ইন্দিরা গান্ধী

৪৯) ইন্দিরা গান্ধীর আমলে যখন জাতীয় জরুরী অবস্থা ঘােষিত হয় তখন ভারতের রাষ্ট্রপতি কে ছিলেন?

- ফকরুদ্দিন আলি আহমেদ

৫০) প্রধানমন্ত্রী ইস্তফা দিলে বা তাঁর মৃত্যু হলে মন্ত্রীসভার কী হয়?

- মন্ত্রীসভা ভেঙে যায়

৫১) ভারতের প্রথম অ্যাকটিং প্রধানমন্ত্রী কে ছিলেন?

- চৌধূরী চরন সিং

৫২) একমাত্র ভারতীয় প্রধানমন্ত্রীর নাম লিখুন যিনি তাঁর শাসনামলে কখনাে সংসদের মুখােমুখি হননি?

- চৌধূরি চরন সিং

৫৩) ভারতের কোন প্রধানমন্ত্রী ভারতেরকৃষকদের চ্যাম্পিয়ন’ নামে পরিচিত ছিলেন?

- চৌধুরী চরন সিং

৫৪) কর্মরত অবস্থায় কতজন ভারতীয় প্রধানমন্ত্রী মারা গেছেন?

-চারজন -জওহরলাল নেহেরু, লাল বাহাদুর শাস্ত্রী এবং ইন্দিরা গান্ধি ও রাজীব গান্ধী 

৫৫) জওহরলাল নেহেরু লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর পর দু-বার কার্যনির্বাহি হিসাবে কে প্রধানমন্ত্রীর কর্তব্য করেন?

- গুলজারী লাল নন্দ

৫৬) কোন প্রধানমন্ত্রী সর্বপ্রথম সিয়াচেন সফর করেছিলেন?

- মনমােহন সিং

৫৭) কোন ভারতীয় প্রধানমন্ত্রীকে সর্বপ্রথম মরনােত্তর ভারতরত্ন প্রদান করা হয়েছিল?

- লালবাহাদুর শাস্ত্রী

৫৮) ভারতের কোন প্রধানমন্ত্রীর জন্মদিনে সদ্ভাবনা দিবস পালন করা হয়?

-রাজীব গান্ধী

৫৯) কোন প্রধানমন্ত্রীর কার্যকালেদলত্যাগ বিরােধি বিল’ পাশ হয়?

- রাজীব গান্ধী

৬০) ভারতের কোন প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত হওয়ার পূর্বে কোন ক্যাবিনেট পদে অধিষ্ঠিত হননি?

- রাজীব গান্ধী

৬১) ভারতের কোন প্রধানমন্ত্রী প্রথম কেন্দ্রীয় বাজেট পেশ করেন?

-জওহরলাল নেহেরু

৬২) কোন প্রধানমন্ত্রীর আত্মজীবনির নাম - Matters of Discretion: An Autobiography?

- আই কে গুজরাল

৬৩) কতজন প্রধানমন্ত্রী এখনাে পর্যন্ত ভারতরত্নে ভূষিত করা হয়েছে?

- ছয়জন

৬৪) একমাত্র কোন প্রধানমন্ত্রী পাকিস্থানের সর্বোচ্চ পুরস্কারনিসান--পাকিস্থান’ উপাধিতে ভূষিত হয়েছেন?

- মােরারজী দেশাই।

৬৫) ভারতে সবচেয়ে বয়স্ক প্রধানমন্ত্রী কে?

- মােরারজী দেশাই

৬৬) প্রথম কোন অকংগ্রেসী প্রধানমন্ত্রী তাঁর মেয়াদ পূর্ন করেন?

- অটল বিহারী বাজপেয়ী

 ধন্যবাদ
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad