Type Here to Get Search Results !

উপ-রাষ্ট্রপতি MCQ [ The Vice President]

নমস্কার

অভিনব একাডেমীতে আপনাদেরকে স্বাগত জানাই এই পর্বে আমরা জানবো একটি অন্যতম গুরুত্বপূর্ন টপিক ‘ভারতের রাষ্ট্রপতি সম্পর্কে বিগত বিভিন্ন চাকুরীর পরীক্ষার প্রায় প্রত্যেকটিতে ভারতের রাষ্ট্রপতি থেকে ন্যূনতম একটি প্রশ্ন আসতে দেখা গিয়েছে তাই এই টপিকটি যেকোন চাকুরীর পরীক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ন আমি আমার সাধ্যমতাে চেষ্টা করেছি এই পােষ্টে ভারতের রাষ্ট্রপতির সমস্ত দিকগুলি তুলে ধরার  এছাড়া বিভিন্ন টপিকের উপর মকটেস্ট দিতে নীচে দেওয়া আমাদের টেলিগাম গ্রুপ বা হােয়াটস অ্যাপ গ্রুপগুলির যে কোন একটিতে যােগদান করতে পারেন

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া যেকোন একটা  গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ এ যোগদান করার জন্য - Click Here


উপ-রাষ্ট্রপতি

Set By –Manas Adhikary



ভারতীয় সংবিধানের ৬৩ নং ধারা অনুযায়ী ভারতে একজন উপ-রাষ্ট্রপতি থাকাটা আবশ্যিক ভারতের সংবিধানে রাষ্ট্রপতির পরবর্তী স্থান হল উপ-রাষ্ট্রপতি সংবিধানের ৬৪ নং ধারা অনুসারে উপ-রাষ্ট্রপতি পদাধিকারবলে রাজ্যসভার চেয়ারম্যান পদে নিযুক্ত হন এবং রাজ্যসভার অধিবেশন পরিচালনা করার দায়িত্ব পালন করতে হয় সংবিধানের ৬৫ নং ধারা অনুসারে রাষ্ট্রপতির অবর্তমানে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির সমস্ত দায়িত্ব পালন করেন এবং এই সময় তাঁর বেতনক্রম পদমর্যাদা রাষ্ট্রপতির অনুরূপ হয়৷ উপরাষ্ট্রপতির শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি বা রাষ্ট্রপতি নিযুক্ত কোন ব্যক্তি রাষ্ট্রপতি পদপ্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হয় তাঁর বয়স অন্তত ৩৫ বছর হতে হবে উপরাষ্ট্রপতি পদের মেয়াদ পাঁচবছর তবে তাঁর মেয়াদ শেষ হয়ে গেলেও পরবর্তী উপরাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি উপরাষ্ট্রপতি পদে আসীন থাকবেন মেয়াদ পূর্ণ হওয়ার পূর্বে উপরাষ্ট্রপতি স্বেচ্ছায় পদত্যাগ করতে পারেন তবে সেক্ষেত্রে পদত্যাগ পত্র রাষ্ট্রপতিকে প্রেরন করতে হয়৷ অসাংবিধানিক কার্যকলাপের জন্য উপরাষ্ট্রপতিকে বরখাস্ত করা যায় সেক্ষেত্রে রাষ্ট্রপতির বরখাস্ত করার পদ্ধতি অবলম্বন করা হয় রাষ্ট্রপতির ক্ষেত্রে ইমপিচমেন্ট প্রস্তাব সংসদের উভয় কক্ষে উত্থাপিত করতে হয় কিন্তু উপরাষ্ট্রপতির ক্ষেত্রে ইমপিচমেন্ট প্রস্তাব শুধুমাত্র রাজ্যসভায় উত্থাপনকরা যায়৷ উপরাষ্ট্রপতি পদাধিকারবলে রাজ্যসভার সভাপতি হলেও রাজ্যসভায় তাঁর কোন ভােটাধিকার নেই৷ রাজ্যসভার সমস্ত বিল, প্রস্তাব মােশনগুলি তাঁর সম্মতিক্রমে পাশ হয়৷ রাষ্ট্রপতির পদ শুন্য হলে সর্বাধিক ছয়মাসের জন্য তিনি রাষ্ট্রপতির পদে আসীন থাকতে পারেন এই সময় তিনি রাজ্যসভার সভাপতির দায়িত্ব পালন করেন না এবং রাজ্যসভার সভাপতির বেতনও গ্রহন করেন না এই সময় তিনি রাষ্ট্রপত্রি বেতন ভাতা গ্রহন করেন ভারতের কনসলিডেটেড তহবিল থেকে উপরাষ্ট্রপতির বেতন ধার্য করা হয়

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

) ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত করেন কে কারা?

-লােকসভা রাজ্যসভার সদস্যগন

) ভারতের সাংবিধানিক ব্যবস্থায় পদমর্যাদার দিক থেকে রাষ্ট্রপতির পর কার স্থান?

-উপরাষ্ট্রপতি  

) উপরাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত?

-পাঁচ বছর

) উপরাষ্ট্রপতিকে তাঁর কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগে তাঁর পদ থেকে অপসারন করতে পারেন কে?

রাজ্যসভা ( দুই তৃতীয়াংশ সদস্যের সমর্থন লাভের মাধ্যমে)

 ) উপরাষ্ট্রপতির পদচ্যুতির প্রস্তাব কোথায় উত্থাপন করা যায়?

-কেবলমাত্র রাজ্যসভায়  

) নিমলিখিত কে উপ- রাষ্ট্রপতিকে তার পদ থেকে অপসারন করতে পারে?

-সংসদ

) সংবিধান অনুযায়ী কোন ব্যক্তি কতবার উপরাষ্ট্রপতিপদে নির্বাচিত হতে পারেন?

-কিছু বলা হয় নি  

) যখন রাজ্যসভার চেয়ারম্যান (উপরাষ্ট্রপতি) দেশের রাষ্ট্রপতির কার্যনির্বাহির পদে নিযুক্ত হন তখন রাজ্যসভার চেয়ারম্যানের দায়িত্ব কে পালন করেন?

-ডেপুটি চেয়ারম্যান

১০) উপরাষ্ট্রপতি পদাধিকারবলে কোথাকার সভাপতিরূপে নিযুক্ত হন?

-রাজ্যসভার

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া যেকোন একটা  গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ এ যোগদান করার জন্য - Click Here


 

১১) রাজ্যসভায় উপরাষ্ট্রপতি তাঁর পদাধিকার বলে সভাপতিত্ব করেন। এখন প্রশ্ন হলাে উপরাষ্ট্রপতির রাজ্যসভায় পদটিকে কী বলা হয়?

-চেয়ারম্যান

১২) যদি উপরাষ্ট্রপতি তাঁর মেয়াদকাল শেষ হওয়ার পূর্বেই পদত্যাগ করতে ইচ্ছুক হন তবে তাঁর পদত্যাগ পত্রটি কাকে পাঠাতে হবে?

-রাষ্ট্রপতি

১৩) রাষ্ট্রপতি যদি স্বেচ্ছায় পদত্যাগ করতে চান তবে পদত্যাগপত্র লেখার সময় তিনি কাকে সম্বােধন করবেন? -উপরাষ্ট্রপতিকে

১৪) ভারতের উপরাষ্ট্রপতির নুনতম বয়স কত হতে হবে?

-৩৫ বছর

১৫) উপরাষ্ট্রপতি নির্বাচনের সময় কোন সমস্যা দেখা দিলে সেই সমস্যা সমাধান কে করেন?

-সুপ্রিম কোর্ট

১৬) ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন?

-ডাঃ এস রাধাকৃষন

১৭) স্বাধীন ভারতের প্রথম মুসলিম উপরাষ্ট্রপতির নাম কী?

-ডঃ জাকির হােসেন

১৮) স্বাধীন ভারতের কোন ব্যক্তি সর্বপ্রথম পরপর দুবার উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত হেটেছিলেন?

-ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন

১৯) স্বাধীন ভারতের প্রথম দলিত উপরাষ্ট্রপতি কে ছিলেন?

-কে আর নারায়নন

20) ভারতের কোন উপরাষ্ট্রপতি প্রথম কার্যনির্বাহি রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন

-ভি ভি গিরি

২১) ভারতে একমাত্র উপরাষ্ট্রপতির নাম করাে যিনি রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য উপরাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন?

-ভি ভি গিরি

২২) ভারতের উপ-রাষ্ট্রপতি সম্পের্কে নীচের কোন বক্তব্যটি সঠিক নহে?

-তিনি পুনর্নির্বাচন যােগ্য নন

২৪) ভারতের সংবিধানের কোন ধারা অনুসারে, রাষ্ট্রপতির অবর্তমানে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি হিসাবে কাজ করতে পারেন?

-ধারা ৬৫

২৫) উপরাষ্ট্রপতিকে তাঁর পদ থেকে সরিয়ে দিলে কী হবে?

-নতুন উপরাষ্ট্রপতি নির্বাচন না হওয়া পর্যন্ত পদটি শুন্য থাকবে  

২৬) মত্য*, পদত্যাগ, অপসারন বা অন্য কোনও কারনে রাষ্ট্রপতি তার দায়িত্ব পালন করতে না পারলে উপরাষ্ট্রপতি কতদিন রাষ্ট্রপতি হিসাবে কাজ করতে পারেন?

-৬ মাস

২৭) ভারতের কোন উপরাষ্ট্রপতি ক্ষমতায় থাকাকালীন মারা যান?

-কৃষ্ণকান্ত

২৮) নিয়ােগের সময় উপরাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান?

-রাষ্ট্রপতি

২৯) অনাবশ্যকমহামহিম কাকে বলা হয়?

- উপরাষ্ট্রপতি

৩০)যখন রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি উভয়েরই পদ খালি থাকে তখন সেই পদের দায়িত্ব কে নেন?

-সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি

৩১) ভারতের উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু দ্বারা প্রকাশিতসুপরিপালনা’ নামক বইটি কে রচনা করেন?

-শৈলেন্দ্র কুমার যােশী

৩২) উপরাষ্ট্রপতিকে ইমপিচ করার ক্ষেত্রে রাজ্যসভায় কি ধরনের মেজরিটি আনতে হয়?

-Simple Majority

৩৩) রাজ্যসভার সাংবিদানিক প্রদান কে?

-উপরাষ্ট্রপতি

৩৪) নিম্নের কোন উপরাষ্ট্রপতি দীর্ঘতম সময় ধরে কর্মরত ছিলেন?

-এস রাধাকৃষ্ণন

৩৫) উপরাষ্ট্রপতি যে রাজ্যসভার সভাপতি তা সংবিধানের কোন ধারায় বলা আছে?

-ধারা নম্বর ৬৪

৩৬) ভারতের উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুর উপর ভিত্তি করে যে বইটি প্রকাশিত হয়েছে তার নাম কী?

-Listening, Learning and Leading

৩৭) রাষ্ট্রপতি উপ রাষ্ট্রপতির অবর্তমানে কে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে?

-ভারতের সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি

৩৮) কোন মহান ব্যক্তিকেদার্শনিক রাষ্ট্রপতি’ বলা হয়?

- রাধাকৃষন

৩৯) অক্টোবর ১৯৪৬ সালে অন্তবর্তী সরকারের প্রথম উপরাষ্ট্রপতি কে হয়েছিল?

-জহরলাল নেহেরু

৪০) উপরাষ্ট্রপতির পদপ্রার্থী হিসাবে কতটাকা জমা দিতে হয়?

- ১৫০০০

এই অধ্যায় সম্পর্কিত MCQ মকটেস্ট দেওয়ার জন্য  Click Here

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad