Type Here to Get Search Results !

রাষ্ট্রপতি সম্পর্কিত বিভিন্ন তথ্যসমূহ 95 MCQ [The President]

নমস্কার

অভিনব একাডেমীতে আপনাদেরকে স্বাগত জানাই এই পর্বে আমরা জানবো একটি অন্যতম গুরুত্বপূর্ন টপিক ‘ভারতের রাষ্ট্রপতি সম্পর্কে বিগত বিভিন্ন চাকুরীর পরীক্ষার প্রায় প্রত্যেকটিতে ভারতের রাষ্ট্রপতি থেকে ন্যূনতম একটি প্রশ্ন আসতে দেখা গিয়েছে তাই এই টপিকটি যেকোন চাকুরীর পরীক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ন আমি আমার সাধ্যমতাে চেষ্টা করেছি এই পােষ্টে ভারতের রাষ্ট্রপতির সমস্ত দিকগুলি তুলে ধরার  এছাড়া বিভিন্ন টপিকের উপর মকটেস্ট দিতে নীচে দেওয়া আমাদের টেলিগাম গ্রুপ বা হােয়াটস অ্যাপ গ্রুপগুলির যে কোন একটিতে যােগদান করতে পারেন

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া যেকোন একটা  গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ এ যোগদান করার জন্য - Click Here

হোয়াটসঅ্যাপ -1

হোয়াটসঅ্যাপ -2

হোয়াটসঅ্যাপ -3

 
রাষ্ট্রপতি সম্পর্কিত বিভিন্ন তথ্যসমূহ

Set By - Manas Adhikary


ভারতের রাষ্ট্রপতি হলেন কেন্দ্রের শাসন বিভাগের প্রধান এবং ভারতের প্রথম নাগরিক গণতান্ত্রিক ক্ষেত্রে ইংল্যান্ডের সাথে ভারতবর্ষের মিল থাকলেও ভারতের রাষ্ট্রপ্রধান অর্থাৎ রাষ্ট্রপতির পদটি ইংল্যান্ডের মত বংশানুক্রমিক নহে ক্ষেত্রে প্রজাতান্ত্রিক দেশ চিন বা সােভিয়েত রাশিয়ার সঙ্গে অনেকাংশে মিল আছে৷ সব দেশের মতাে ভারতবর্ষের রাষ্ট্রপ্রধানও প্রজাপুজ্ঞের মধ্য থেকে পরােক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হন ইংল্যান্ডের রাজা বা রানির মতাে ভারতের রাষ্ট্রপতি নিয়মতান্ত্রিক বা নামসর্বস্ব আর মন্ত্রীসভা হল ‘প্রকৃত শাসক' রাষ্ট্রপতি দেশের সাংবিধানিক তথা সশস্ত্র তিন বাহিনীর প্রধান তাঁর কার্যকাল পাঁচবছর পাঁচ বছরের মেয়াদ উত্তীর্ন হলে রাষ্ট্রপতি পদে নির্বাচন প্রার্থী হতে পারেন অন্যথায় অন্য কেউ নির্বাচনে জয়ী হয়ে তাঁর স্থলাভিষিক্ত হতে পারেন ভারতীয় লােকসভা রাজ্যসভা এবং বিভিন্ন অঙ্গরাজ্যের কেন্দ্রীয় শাসিত অঞ্চলের বিধানসভা সমূহের সদস্যদের ভােটে রাষ্ট্রপতি নিযুক্ত হয়ে থাকেন৷

যােগ্যতা

) রাষ্ট্রপতিকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে

) তাঁর বয়স অন্তত ৩৫ বছর বা তাঁর বেশী হতে হবে

) রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার সময় তিনি সংসদ বা রাজ্যবিধানসভার সদস্য বা কোনও সরকারি বা বেসরকারি পদে বা অর্থ প্রাপ্তি হয় এমন কোনােও পদে নিযুক্ত থাকতে পারবেন না

) তাঁকে লােকসভায় নির্বাচিত হওয়ার অর্থাৎ এম পি হওয়ার যােগ্যতা সম্পন্ন হতে হবে

) রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম ৫০ জন নির্বাচক দ্বারা প্রস্তাবিত এবং ৫০ জন নির্বাচক কর্তৃক সমর্থিত হতে হবে প্রস্তাবক এবং সমর্থক আলাদা আলাদা ব্যক্তি হতে হবে

) প্রত্যেক প্রার্থীর মনােনয়নপত্র জমা দেওয়ার সময় ১৫০০০ টাকা ফি-বাবদ জামানত হিসাবে দিতে হবে

নির্বাচন পদ্ধতি

রাজ্যসভার নির্বাচনের মতাে রাষ্ট্রপতি নির্বাচনে কোনও আমজনতা সরাসরি অশগ্রহন করতে পারে না গণতান্ত্রিক উপায়ে দেশের জনসাধারনের নির্বাচিত জনপ্রতিনিধিদের ভােটেই নির্বাচিত হন রাষ্ট্রপতি দেশের প্রতিটি রাজ্য কেন্দ্র শাসিত অঞ্চলের বিধায়ক এবং লােকসভা রাজ্যসভার নির্বাচিত সাংসদ এই ভােটদান প্রক্রিয়ায় অংশগ্রহন করেন ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতিকে বলা হয়একক হস্তান্তরযােগ্য ভােট দ্বারা সমানুপাতিক প্রতিনিধিত্বের" পদ্ধতি 

রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি সম্পর্কে বিশদে জানতে এখানে ক্লিক করুন

রাষ্ট্রপতির ক্ষমতা

শাসন সংক্রান্ত ক্ষমতা

) রাষ্ট্রপতি তাঁর ক্ষমতাবলে নিম্নলিখিত পদগুলিতে নিয়ােগ করতে পারেন প্রধানমন্ত্রী এবং মন্ত্রীসভার সদস্যগন, অ্যাটর্নি জেনারেল, অডিটর জেনারেল, সুপ্রিমকোর্ট হাইকোর্টের বিচারপতি, বিভিন্ন রাজ্যের রাজ্যপাল, নির্বাচন কমিশনার, প্রমুখ

) রাষ্ট্রপতি নিম্নলিখিত পদগুলির পদচ্যুতি করতে পারেন মন্ত্রীসভার সদস্যদের, বিভিন্ন রাজ্যের নিযুক্ত রাজ্যপালকে, অ্যাটর্নি জেনারেলকে,সুপ্রিমকোর্ট হাইকোর্টের বিচারপতিদেরকে এবং নির্বাচন কমিশনারকে প্রসঙ্গত উল্লেখ্য যে নির্বাচন কমিশনারকে পদচ্যুত করতে গেলে সংসদের সুপারিশের প্রয়ােজন হয়৷

) ভারতের রাষ্ট্রপতি স্থল, নৌ বিমানবাহিনীর প্রধানদের নিয়ােগ করেন তিনি সংসদ বা পার্লামেন্টের অনুমােদন সাপেক্ষে যুদ্ধ ঘােষনা শান্তি স্থাপন করতে পারেন।

) রাষ্ট্রপতি প্রতিটি কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য একজন করে প্রশাসক নিয়ােগ করতে পারেন।

আইন সংক্রান্ত ক্ষমতা

) ভারতের রাষ্ট্রপতি লােকসভা রাজ্যসভার অধিবেশন আহ্বান করতে পারেন বা অধিবেশন স্থগিত রাখতে পারেন। এমনকি তিনি কার্যকাল শেষ হওয়ার আগেও লােকসভা ভেঙে দিতে পারেন৷

) রাষ্ট্রপতি রাজ্যসভায় ১২ জন এবং লােকসভায় জন সদস্য মনােনয়ন করতে পারেন৷

) সংসদের উভয় কক্ষে যদি কোন কারনে মতবিরােধ বাঁধে তাহলে সেই মতবিরােধের নিষ্পত্তির জন্য রাষ্ট্রপতি যৌথ অধিবেশন আহ্বান করতে পারেন।

) রাষ্ট্রপতির সম্মতি ছাড়া কোনাে বিল আইনে পরিনত হতে পারে না অর্থবিল ছাড়া যেকোনাে বিলকে পুনর্বিবেচনার জন্য রাষ্ট্রপতি সংসদের উভয় পরিষদে ফেরত পাঠাতে পারেন৷ যে ক্ষমতাবলে রাষ্ট্রপতি কোন বিলকে বাতিল করতে পারেন সেই ক্ষমতাকে বলা হয় ভেটো ক্ষমতা

অর্থ সংক্রান্ত ক্ষমতা

) ভারতের অর্থমন্ত্রী রাষ্ট্রপতির হয়ে সংসদে বাজেট পেশ করেন। 

) বাজেট অধিবেশনের আগে রাষ্ট্রপতি সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে ভাষন দেন।

) রাষ্ট্রপতির হাতে রাষ্ট্রের আকস্মিক ব্যয় সংকুলানের জন্য একটি বিশেষ তহবিল থাকে।

বিচার বিভাগীয় ক্ষমতা

) রাষ্ট্রপতি দেশের সুপ্রিমকোর্ট হাইকোর্টগুলির প্রাধানবিচারপতি অন্যান্য বিচারপতিদের নিয়ােগ করেন এবং তাদেরকে পদচ্যুতও করতে পারেন৷

) সুপ্রিম কোর্টে মৃত্যু দন্ডপ্রাপ্ত কোনাে ব্যক্তির প্রানরক্ষার আবেদন রাষ্ট্রপতি মুকুব করতে পারেন আবার নাও মুকুব করতে পারেন৷ 

জরুরি ক্ষমতা

 ভারতের সংবিধান অনুযায়ী তিনটি বিশেষ ক্ষেত্রে রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করতে পারেন একে রাষ্ট্রপতির জরুরী ক্ষমতা বলা হয়৷

) জাতীয় জরুরী অবস্থা - যুদ্ধ, বৈদেশিক আক্রমন নির্বাচিত সরকারের  বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহের পরিস্থিতি সৃষ্টি হলে।

) রাজ্যগুলিতে শাসনতান্ত্রিক অচলাবস্থা বা দেশে অরাজক অবস্থা উপস্থিত হলে রাষ্ট্রপতি দেশে জরুরি অবস্থা (রাষ্ট্রপতি শাসন) ঘােষনা করতে পারেন।

) সমগ্র দেশ বা দেশের কোনাে অংশের আর্থিক স্থায়িত্ব সুনাম এবং অর্থনৈতিক নিরাপত্তা বিঘ্নিত হলে রাষ্ট্রপতি অর্থনৈতিক জরুরী অবস্থা ঘােষনা করতে পারেন

রাষ্ট্রপতি সম্পর্কিত ভারতীয় সংবিধানের বিভিন্ন ধারা:

ধারা

 বিষয়

৫২

ভারতের রাষ্ট্রপতি

৫৩

রাষ্ট্রপতির নির্বাহী ক্ষমতা

৫৪   

রাষ্ট্রপতি নির্বাচন

৫৫

রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি

৫৬

রাষ্ট্রপতি পদের মেয়াদকাল

৫৭

রাষ্ট্রপতি পুনঃনির্বাচনের যােগ্যতা

৫৮

রাষ্ট্রপতি নির্বাচনের যােগ্যতা

৫৯

রাষ্ট্রপতি পদে আসীন হওয়ার শর্তাবলী

৬০

রাষ্ট্রপতির শপথ (সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শপথবাক্য পাঠ করান)

৬১

রাষ্ট্রপতির অভিশংসনের (ইমপিচমেন্ট) পদ্ধতি

৬২

 

রাষ্ট্রপতির পদে শন্যপদ পূরনের জন্য নির্বাচন অনুষ্ঠানের সময়

৬৫

রাষ্ট্রপতির অবর্তমানে উপরাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসাবে কাজ করা

৭২

রাষ্ট্রপতির ক্ষমা মঞ্জুর করার ক্ষমতা এবং কিছু ক্ষেত্রে সাজা স্থগিত বা কমানাের ক্ষমতা  

৭৪

রাষ্ট্রপতিকে সাহায্য পরামর্শ দেওয়ার জন্য মন্ত্রী পরিষদ

৭৮

রাষ্ট্রপতির কাছে তথ্য প্রদানের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর দায়িত্ব

৮৫

রাষ্ট্রপতি দ্বারা সংসদের অধিবেশন স্থগিতকরন এবং বিলুপ্তিকরন  

১১১

সংসদ দ্বারা পাস করা বিলগুলিতে রাষ্ট্রপতির সম্মতিদান

১১২

কেন্দ্রীয় বাজেট

১২৩

রাষ্ট্রপতি সংসদের বিরতির সময় আদেশ জারি করার ক্ষমতা

১৪৩

সুপ্রিম কোর্টের সাথে রাষ্ট্রপতির পরামর্শ করার ক্ষমতা

 

 

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

) সংবিধানের কোন অধ্যায়ে রাষ্ট্রপতি পদটির উল্লেখ আছে?

- পঞ্চম অধ্যায়ে

) ভারতীয় সংবিধানের কত ধারা অনুযায়ী ভারত রাষ্ট্রের সমস্ত প্রশাসনিক ক্ষমতা রাষ্ট্রপতির হাতে দেওয়া হয়েছে?

- ৫২ নং

) ভারতীয় সংবিধানের কোন ধারার অধীনে, কেন্দ্রের নির্বাহি ক্ষমতা রাষ্ট্রপতির উপর ন্যস্ত?

- ধারা ৫৩

) ভারতীয় সংবিধানের কোন ধারা রাষ্ট্রপতি নির্বাচন সম্পর্কে সম্পর্কিত?

-ধারা ৫৪

) ভারতীয় সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি আলােচিত হয়েছে?

- ধারা ৫৫

) ভারতের রাষ্ট্রপতি সম্পর্কিত কোন ধারা দুটি সংশােধন করা অত্যন্ত কঠিন?

- ধারা ৫৪ এবং ৫৫

) ভারতীয় সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতির কার্যকাল সম্পর্কে আলােকপাত করা হয়েছে?

- ধারা ৫৬

) সংবিধান লঙ্খনের জন্য ভারতের রাষ্ট্রপতি কোন ধারার অধীনে অভিশংসিত (পদচ্যুত) হতে পারেন?

- ধারা ৬১ নং

) ভারতীয় সংবিধানের কোন ধারার বলে রাষ্ট্রপতি ক্ষমা করার ক্ষমতা পেয়েছেন?

- ধারা ৭২ নং

১০) সংবিধানের কোন ধারায় বলা আছে যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রীপরিষদ থাকবে এবং রাষ্ট্রপতিকে পরামর্শ দেবেন?

- ধারা ৭৪

১১) ভারতীয় সংবিধানের কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতি সংসদের বিরতির | সময় আদেশ জারি করতে পারেন?

- ধারা ১২৩

১২) ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতিকে অভিযুক্ত করা যেতে পারে?

- অনুচ্ছেদ ৬১

১৩) নিয়মতান্ত্রিক শাসক হিসাবে রাষ্ট্রপতির পদটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে?

- ব্রিটেন থেকে

১৪) কার অনুকরনে ভারতের রাষ্ট্রপতির পদটি সৃস্টি করা হয়েছে?

- ব্রিটেনের রানী।

১৫) ভারতের রাষ্ট্রপতির সাংবিধানিক অবস্থান কোন দেশের সর্বোচ্চ প্রশাসকের অবস্থানের সাথে বেশীরভাগটাই মিল রয়েছে?

- ব্রিটিশ রাজপদ

১৬) রাষ্ট্রপতির নির্বাচক সংস্থার ধারনা কোন দেশ থেকে নেওয়া হয়েছে?

-মার্কিন যুক্তরাষ্ট্র

১৭) রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে?

-আয়ারল্যান্ড থেকে

১৮) রাষ্ট্রপতির ক্ষমতা কার্যাবলির ধারনা কোন দেশ থেকে নেওয়া হয়েছে?

- মার্কিন যুক্তরাষ্ট্র

১৯) রাষ্ট্রপতির পদচ্যুতির (ইমপিচমেন্ট) ধারনা কোন দেশ থেকে নেওয়া হয়েছে?

- মার্কিন যুক্তষ্টরাষ্ট্র

২০) রাষ্ট্রপতির সেনাবাহিনীর সর্বাধিনায়কের ধারনা কোন দেশ থেকে নেওয়া হয়েছে?

- মার্কিন যুক্তরাষ্ট্র

২১) রাষ্ট্রপতি কর্তৃক রাজ্যসভায় সদস্য মনােনয়নের ক্ষমতা কোন দেশ থেকে নেওয়া হয়েছে?

- আয়ারল্যান্ড

২২) ভারতের রাষ্ট্রপতিকে নির্বাচিত করে কে?

- একটি নির্বাচক সংস্থা

) রাষ্ট্রপতির নির্বাচনের নির্বাচক সংস্থা কাদের নিয়ে গঠিত হয়?

- নির্বাচিত MP MLA দের নিয়ে (প্রসঙ্গত উল্লেখ্য মনােনীত MP MLA নির্বাচক সংস্থার সদস্য হতে পারেন না)

২৪) ভারতের রাষ্ট্রপতি নির্বাচনী মন্ডলের মধ্যে কী রাজ্যগুলির বিধান পরিষদের সদস্যরা অন্তর্গত?

- না

২৫) ভারতের রাষ্ট্রপতি হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য একজন প্রার্থী কমপক্ষে কত বয়স হতে হবে?

- ৩৫ বছর

২৬) ভারতের রাষ্ট্রপতি কতবার পুনর্নির্বাচিত হতে পারেন?

- কোনাে সীমা নেই

২৭) রাষ্ট্রপতি কার কাছে মনােনয়ন পত্র পেশ করেন?

- লােকসভার সচিবের কাছে৷

২৮) রাষ্ট্রপতির মনােনয়নপত্র কতজন নির্বাচকের দ্বারা প্রস্তাবিত হতে হয়?

-৫০ জন

২৯) রাষ্ট্রপতির মনােনয়নপত্র কতজন নির্বচকের দ্বারা সমর্থিত হতে হয়?

- ৫০ জন

৩০) রাষ্ট্রপতি মনােনয়নপত্র কোন নির্বাচক প্রস্তাবক সমর্থক উভয়ই হতে পারে কী?

- না

৩১) রাষ্ট্রপতি পদপ্রার্থীকে কত টাকা জামানত হিসাবে রাখতে হয়?

- ১৫০০০ টাকা

৩২) কত শতাংশ ভােট না পেলে রাষ্ট্রপতি পদ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়?

- / অংশ

৩৩) রাষ্ট্রপতির নির্বাচন পরিচালনা তত্ত্বাবধান করে কে?

- নির্বাচন কমিশন

৩৪) রাষ্ট্রপতি নির্বাচনের রিটার্নিং অফিসার কে?

- লােকসভা রাজ্যসভার মহাসচিব

৩৫) রাষ্ট্রপতি নির্বাচনে কোন দুটি নীতি মেনে চলতে হয়?

- সমানুপাতিক প্রতিনিধিত্ব একক হস্তান্তরযােগ্য ভােট পদ্ধতি

৩৬) রাষ্ট্রপতি নির্বাচনে সমানুপাতিক প্রতিনিধিত্বের কোন পদ্ধতি মেনে চলা হয়?

- হেয়ার পদ্ধতি

৩৭) রাষ্ট্রপতি নির্বাচনে ভােটদাতাকে কোন পছন্দ অবশ্যই জানাতে হয়?

-প্রথম পছন্দ

) রাষ্ট্রপতি নির্বাচনে কখন কোন ভােটদাতার ভােটকে অবৈধ বলে ধরা হয়?

- তিনি তাঁর প্রথম পছন্দ না জানালে

৩৮) রাষ্ট্রপতি নির্বাচনে প্রত্যেক ভােটদাতার কটি ভােট থাকে?

- যতজন প্রার্থী ততগুলি

৩৯) রাষ্ট্রপতির নির্বাচন সংক্রান্ত বিরােধের মীমাংসা করে কে?

- সুপ্রীম কোর্ট

৪০) কোন রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে প্রথম সুপ্রিমকোর্টে মামলা করা হয়?

- ভি ভি গিরির নির্বাচন (১৯৬৯- চতুর্থ নির্বাচন; দ্বিতীয় পছন্দের ভােটে ইনি রাষ্ট্রপতি হয়েছিলেন)

৪১) রাষ্ট্রপতির পদ শূন্য হলে কতদিনের মধ্যে নির্বাচন করতে হয়?

- মাস (৬২ নং ধারানুযায়ী)

৪২) প্রথম রাষ্ট্রপতি নির্বাচন কতসালে হয়েছিল?

- ১৯৫২ সালের মে

৪৩) কোন রাষ্ট্রপতি নির্বাচনে সব চেয়ে বেশী জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন?

- চতুর্থ রাষ্ট্রপতি নির্বাচনে (১৯৬৭)

৪৪) ১৯৬৭ সালের রাষ্ট্রপতি নির্বাচনে মােট কতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন?

- ১৭ জন

৪৫) প্রথম অন্তবর্তী রাষ্ট্রপতির নির্বাচন কত সালে হয়?

- ১৯৬৯ সালে (জাকির হােসেনের মৃত্যুর পর)

৪৬) ভারতে কতবার অন্তবর্তী রাষ্ট্রপতির নির্বাচন হয়?

- দুবার (১৯৬৯ জাকির হােসেনের মৃত্যর পর এবং ১৯৭৭- F A আহমেদের মৃত্যুর পর)

৪৭) ভারতীয় সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ সেনানায়ক কে?

- রাষ্ট্রপতি  

৪৮) রাষ্ট্রপতি কী প্রধান তথ্য কমিশনার নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিটির সদস্য হতে পারেন?

- না।

৪৯) ভারতের রাজ্যগুলির মুখ্যমন্ত্রী কী রাষ্ট্রপতি নিয়ােগ করতে পারেন?

- না

৫০) প্রাথমিকভাবে একটি রাজ্যে কতদিন রাষ্ট্রপতি শাসন জারি রাখা যায়?

- মাস

৫৪) ১৯৭১ সালে কোন রাষ্ট্রপতি জাতীয় জরুরী অবস্থা ঘােষনা করেছিলেন?

-ভি ভি গিরি

৫৫) ১৯৭৫ সালে কোন রাষ্ট্রপতি জাতীয় জরুরী অবস্থা ঘােষনা করেছিলেন?

- F A আহমেদ

৫৬) জাতীয় জরুরী অবস্থা ঘােষনা প্রত্যাহার করেন কে?

- রাষ্ট্রপতি

৫৭) ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?

- ডঃ রাজেন্দ্র প্রসাদ

৫৮) নির্বাচক সংস্থার দ্বারা নির্বাচিত ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কী?

- ডঃ রাজেন্দ্র প্রসাদ (১৯৫২)

৫৯) নির্বাচক সংস্থার দ্বারা নির্বাচিত দ্বিতীয় রাষ্ট্রপতি কে?

- রাধাকৃষ্ণন (১৯৬২)

৬০) কোন রাষ্ট্রপতি পুনঃনির্বাচিত/দুবার নির্বাচিত হন?

- ডঃ রাজেন্দ্র প্রসাদ (১৯৫২ ১৯৫৭)

৬১) দ্বিতীয় পছন্দের ভােটে প্রথম রাষ্ট্রপতি হন কে?

- ভি ভি গিরি (১৯৬৯চতুর্থ রাষ্ট্রপতি)

৬২) প্রথম কে অকংগ্রেসী দলের প্রার্থী হিসাবে রাষ্ট্রপতি নির্বাচিত হন?

- সঞ্জীব রেডিড (১৯৭৭- ষষ্ঠ রাষ্ট্রপতি)

৬৩) BJP দলের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?

- রামনাথ কোবিন্দ (১৪ তম, ২০ জুলাই ২০১৭)

৬৪) ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন?

- জাকির হােসেন (১৯৬৭; তৃতীয় রাষ্ট্রপতি)

৬৫) ভারতের কনিষ্ঠতম রাষ্ট্রপতি কে ছিলেন?

- সঞ্জীব রেডিড (১৯৭৭, ষষ্ঠ রাষ্ট্রপতি)

৬৬) ভারতের প্রবীনতম রাষ্ট্রপতি কে?

-K R নারায়ন (১৯৯৭ সালের দশম রাষ্ট্রপতি)

৬৭) ভারতের প্রথম দলিত রাষ্ট্রপতি কে ছিলেন?

- K R নারায়ন (১৯৯৭ সালের দশম রাষ্ট্রপতি)

৬৭) ভারতের প্রথম দলিত রাষ্ট্রপতি কে ছিলেন?

- K R নারায়ন (১৯৯৭ সালের দশম রাষ্ট্রপতি)

৬৮) ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি কে?

- দ্রৌপদী মুর্মু

৬৯) ১৯৭৫ সালে জরুরি অবস্থার সময় ভারতের রাষ্ট্রপতি কে ছিলেন?

-ফখরুদ্দিন আলী আহমেদ

৭০) সর্বপ্রথম কোন মহিলা রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন?

- লক্ষ্মী সায়গল

৭১) লক্ষ্মী সায়গল কততম রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন?

-দ্বাদশতম (২০০২)

৭২) ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কী?

- প্রতিভা দেবী সিং পাটিল (২০০৭, ১২তম)

৭৩) কতজন রাষ্ট্রপতি কর্মরত অবস্থায় নিজ অফিসে মারা যান?

- দুজন (জাকির হােসেন ১৯৬৯ এবং F A আহমেদ-১৯৭৭)

৭৪) ভারতে প্রথম অস্থায়ীভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন কে?

- ভি ভি গিরি (১৯৬৯- জাকির হােসেনর মৃত্যুর পর)

৭৫) সুপ্রীমকোর্টের কোন প্রধানবিচারপতি অস্থায়ীভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন?

-মহম্মদ হিদয়েতুল্লা ( ভি ভি গিরি নির্বাচনে প্রতিদ্বন্দ্বতা করেন এবং সেই নির্বাচনের ফলাফল নিয়ে সুপ্রীমকোর্টে মামলা হয় মামলা নিষ্পত্তি হওয়া পর্যন্ত সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি মহম্মদ হিদয়েতুল্লা রাষ্ট্রপতির পদ অলংকৃত করেছিলেন)

৭৬) কতজন উপরাষ্ট্রপতি অস্থায়ীভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন?

-দুজন (ভি ভি গিরি-১৯৬৯ বি ডি জাত্তি-১৯৭৭)

৭৭) একমাত্র কোন ব্যক্তি স্থায়ী অস্থায়ী উভয় রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হয়েছিলেন?

- ভি ভি গিরি

৮৩) কে প্রথম নির্দল প্রার্থী হিসাবে রাষ্ট্রপতি নির্বাচিত হন?

- ভি ভি গিরি

৮৪) রবার স্ট্যাম্প রাষ্ট্রপতি কাকে বলা হয়?

- ভি ভি গিরি

৮৫) কোন রাষ্ট্রপতির আমলে ভারতের স্বাধীনতা ৫০ তম বছর পালিত হয়?

-শঙ্কর দয়াল শর্মা (প্রধামন্ত্রী ছিলেন I K গুজরাল, ১৯৯৭)

৮৬) কোন রাষ্ট্রপতির সময় ভারতীয় প্রজাতন্ত্রের ৫০তম বছর পালিত হয়?

- K R নারায়নন(প্রধানমন্ত্রী বাজপেয়ী ২০০০)

৮৭) ভারতের রাষ্ট্রপতির অভিশংসনের (ইমপিচমেন্ট) প্রক্রিয়াটি কী?

-অর্ধ বিচার বিভাগীয় প্রক্রিয়া

৮৮) রাষ্ট্রপতির ইমপিচমেন্ট কোথায় শুরু করা যেতে পারে?

- সংসদের যেকোন কক্ষে

৮৯) ভারতের রাষ্ট্রপতির ইমপিচমেন্টের একমাত্র শর্ত কী?

- সংবিধান লঙ্ঘন

৯০) রাষ্ট্রপতি সংবিধান লঙ্ঘন করেছেন কিনা তা ঠিক করেন কে?

- সংশ্লিষ্ট কক্ষ

৯১) রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযােগ উত্থাপনের কতদিন আগে নােটিশ দিতে হয়?

- ১৪দিন

৯২) রাষ্ট্রপতির বিরুদ্ধে উত্থাপিত অভিযােগ কতজন সদস্যের দ্বারা অনুমােদিত হতে হয়?

- / অংশ

৯৩) রাষ্ট্রপতির অপসারনে কী মনােনীত সদস্যরা অংশ নিতে পারেন?

- হ্যাঁ পারেন৷

৯৪) ভারতের কোন রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করা হয়েছে?

- ভারতের কোনাে রাষ্ট্রপতি এখনও পর্যন্ত ইমপিচমেন্টের সম্মুখীন হয়নি৷

৯৫) রাষ্ট্রপতির অবর্তমানে তার দায়িত্ব কে পালন করেন?

- উপরাষ্ট্রপতি

ধন্যবাদ

ভালাে থাকবেন,

সুস্থ থাকবেন

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad