Type Here to Get Search Results !

ফরাসি বিপ্লবের কারন [French Revolution]

ফরাসি বিপ্লবের  কারন
Set by - Manas Adhikary

ফরাসি বিপ্লবের  কারন। Causes of French Revolution.

ফরাসি বিপ্লবের  কারন| Causes of French Rebelion| Europe History| French Revolution| Oversimplified French Revolution| 1789 French Revolution| French Revolution Class 10| French Revolution UPSC| Marie Antoinette French Revolution| About French Revolution.


নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো ফরাসি বিপ্লবের  কারন ও অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

ফরাসি বিপ্লবের  কারন MCQ। Simplified on French Revolution MCQ.

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here



কোনাে সমাজ ব্যবস্থা যখন জরাজীর্ন এবং গতিহীন হয়ে পড়ে, তখন সমাজের মধ্য থেকে এমন শক্তি জেগে ওঠে যে তার আঘাতে পুরাতন সমাজ ব্যবস্থা  তাসের ঘরের ন্যায় ভেঙে পড়ে ক্ষয়ধরা সমাজকে ভেঙে পুরাতন ব্যবস্থার স্থলে নতুন ব্যবস্থা গড়ে ওঠে সমাজের এই তৎক্ষনাৎ মৌলিক পরিবর্তনই হল বিপ্লব মার্ক্সবাদী ঐতিহাসিকদের মতে বিপ্লব গঠনের সময় সমাজে দুটি শ্রেনি থাকে এক শ্রেনী সকল সুযােগ সুবিধা ভােগ করে এবং অপর শ্রেনি শােষিত হয় শােষিত শ্রেনি শেষ পর্যন্ত অধিকারভােগী শ্রেনীর প্রথাগত রাজনৈতিক এবং আর্থিক সকল অধিকার বিপ্লবের মাধ্যমে ধ্বংস করে

১৭৮৯ সালে ফ্রান্সে যে বিপ্লব দেখা যায়, তা কোনাে আকস্মিক কারনে ঘটেনি৷ চতুর্দশ লুইয়ের শাসনামলে ফ্রান্স একটি শক্তিশালী রাষ্ট্রে পরিনত হয় তবে তার সাম্রাজ্যবাদী নীতি দেশকে ভেতর থেকে দুর্বল করে দেয় তার পুত্র পঞ্চদশ লুই এর আমলে তাঁর (পঞ্চদশ লুই) অমিতব্যায়িতার জন্য এই দুর্বলতা আরও বৃদ্ধি পায় ষােড়শ লুই যখন সিংহাসনে বসেন তখন পুরাে রাজ্যজুড়ে এক অরাজক পরিস্থিতি৷ আর্থ সামাজিক বৈষম্য, রাজনৈতিক দুর্বলতার সাথে যুক্ত হয়ে ১৭৮৯ সালে এক বিস্ফোরক পরিস্থিতির সৃষ্টি করে ঐতিহাসিক আলফ্রেড কোবান এই অবস্থাকে অনেক ছােট বড় খরস্রোতা নদীর সংমিশ্রনে হঠাৎ ফুলে ফেঁপে ওঠা বিধ্বংসী বন্যার সাথে তুলনা করেছেন৷

ফরাসি বিপ্লবের রাজনৈতিক কারন

ফরাসি রাজার স্বৈরাচারী ক্ষমতা

ফরাসি বিপ্লব ছিল প্রকৃতপক্ষে দীর্ঘদিন ধরে সাধারন মানুষের মনে জমে থাকা বুরবাে রাজতন্ত্রের বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ রাজারা মনে করতেন যে, ঈশ্বর তাদেরকে নিযুক্ত করেছেনঈশ্বর প্রদত্ত ক্ষমতার অধিকারী হিসাবে রাজা চতুর্দশ লুই ফরাসী রাজতন্ত্রকে সর্বময় ক্ষমতার আধারে পরিনত করে তিনি একসময় ঘােষনা করেন যে - " The state, it is myself" অর্থাৎ আমিই রাষ্ট্র এছাড়াও তিনি ছিলেন অপদার্থ দাম্ভিক প্রকৃতির তিনি বলতেনআমি যা করি, তাহাই আইন তিনি রাজার পদকে সর্বময় করার জন্য ফ্রান্সের পার্লামেন্ট সভা স্টেট জেনারেলের অধিবেশন একসময় বন্ধ করে দেন এই স্টেট জেনারেলের অধিবেশনের মাধ্যমে সাধারন লােকেরা তাঁদের অসুবিধা অভিযােগের কথা রাজাকে জানাতেন কিন্তু তা বন্ধ হয়ে যাওয়ায় তাদের কথা রাজার নিকট পৌঁছাত না

বুরবাে রাজারা এইসময় সকল ক্ষমতা হস্তগত করে প্রজাদের সকল চাহিদা অধিকার অগ্রাহ্য করতে থাকেন৷ ফলে ফরাসি রাজতন্ত্র কমে সাধারন মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে পরবর্তী রাজা ছিলেন পঞ্চদশ লুই যিনি ছিলেন একজন বিলাসী, অলস পরিশ্রমবিমুখ তাঁর উপপত্নী মাদাম দু পম্পাদুরের দ্বারা তিনি ছিলেন প্রভাবিত পরবর্তী ফরাসী সম্রাট ষােড়শ লুই ছিলেন সৎ সদিচ্ছাপরায়ন৷ কিন্তু তিনি তাঁর সুন্দরী অহঙ্কারী পত্নী মেরী অ্যান্টয়নেট (অস্ট্রিয়ার রাজকুমারী) বশীভূত ছিলেন বুরবাে রাজাদের এই ব্যক্তিগত অযােগ্যতার ফলে রাজার সকল ক্ষমতা অভিজাত শ্রেনীর লােকেরা হস্তগত করে নেয়

দুনীতিগ্রস্থ প্রশাসন

 রাজশক্তির এই দূর্বলতার সুযােগে, অভিজাতরা রাষ্ট্রের শাসনভার সম্পূর্ণভাবে নিজেদের হাতে তুলে নেয়৷ সর্বত্র দেখা দেয় এক স্বৈরাচারী দুর্নীতিগ্রস্থ শাসনব্যবস্থা এই সময় ইনটেন্ডেন্ট নামক একধরনে রাজকর্মচারীর উদ্ভব হয় তারাই মূলত শাসক হয়ে ওঠেন তারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য চরম অত্যাচারী হয়ে ওঠেন তারা জনসাধারনের উপর বিভিন্ন বাড়তি কর চাপিয়ে দিয়েছিল এবং এর বৃহৎ অংশ তারা আত্মসাৎ করত জনসাধারনের কাছে তারা হয়ে উঠেছিলঅর্থলােলুপ নেকড়ে” এইসব রাজকর্মচারীরালেতর দ্য ক্যাশে” নামক গ্রেপ্তারি পরােয়ানার সাহায্যে বিনা বিচারে যেকোন মানুষকে বাস্তিল দুর্গে বন্দী করে রাখত ফলে বাস্তিল দূর্গ নিরাপরাধ বন্দীতে পূর্ন হয়ে যায়

যাজক শ্রেনীর স্বায়ত্বশাসন

ফ্রান্সের গির্জা অর্থাৎ গ্যালিকান চার্চ ছিল স্বয়ং শাসিত সংস্থা রাজা গির্জার অভ্যন্তরীন শাসনে হস্তক্ষেপ করতে পারতেন না ১৫৬১ সালে পােইসির চুক্তি অনুসারে চার্চের যাজকরা গির্জার ভূ-সম্পত্তির উপর স্বেচ্ছা কর দিতেন৷ রাজা নির্দিষ্ট কোন কর তাদের উপর ধার্য করতে পারতেন

রানীদের প্রভাব বৃদ্ধি

ফরাসি রাজতন্ত্রের অন্যতম দূর্বল দিক হলাে রাজকার্যের গুরুত্বপুর্ন সিদ্ধান্ত গ্রহনে রানীদের হস্তক্ষেপ পঞ্চদশ ষােড়শ  লুইয়ের রাজসভায় রানীর প্রভাব ছিল চোখে পড়ার মতাে৷ এনারা ছিলেন রানীর করতলায় তুর্গোর মতাে একজন বিচক্ষন রাজনৈতিক ব্যক্তিত্ব অর্থনীতিবিদকেও সম্রাট ষােড়শ  লুই তাঁর রানীর অ্যান্টনেটের কথায় মন্ত্রীর পদ থেকে অপসারিত করতে বাধ্য হন উপরােক্ত রাজনৈতিক কারনগুলি ছাড়াও আইনগত অসমতা, নাগরিক অধিকার না থাকা ছিল ফরাসি বিপ্লবের অন্যতম রাজনৈতিক কারন৷

অর্থনৈতিক কারনসমূহ

 রাজস্বের তারতম্যতা

তখনকার দিনে ফ্রান্সে দুইধরনের জনগােষ্ঠীর উদ্ভব হয়েছিল প্রথমটি ছিল অধিকারভােগী এই প্রথমশ্রেনীর মানুষজন ফ্রান্সের বেশিরভাগ ভূমি তাদের দখলে রেখেছিলেন৷ এরা কোন কর প্রদান করতেন না উপরন্তু রাষ্ট্রের প্রায় সব ধরনের সুযােগ সুবিধা ভােগ করতেন৷ দ্বিতীয়টি ছিল অধিকারবিহীন৷ এরা অতিরিক্ত কর প্রদান করেও রাষ্ট্রের সকল সুযােগ সুবিধা থেকে বঞ্চিত ছিল সেই সময় তিনধরনের কর প্রচলিত ছিল টেইল (ভুমিকর), ক্যাপিটেশান (উৎপাদনভিত্তিক কর), এবং ভ্যাঁতিয়াম (স্থাবর অস্থাবর সম্পত্তির কর)

এই তিনধরনের কর থেকে অভিজাত সম্প্রদায় (2nd Estate) এবং যাজকগন (1st Estate) নানাভাবে মুক্তি পেয়ে যেত ফলে ফলে প্রত্যক্ষ করের প্রত্যেকটির ভারই এসে পড়তাে তৃতীয় শ্রেনীর (3rd Estate) উপর৷ এছাড়াও চার্চ থেকে তাদেরকে টাইদ নামক ধর্মকর দিতে হতা করভাবে জর্জরিত ফ্রান্সের কৃষকরা বেশীরভাগ সময়ই আলু খেয়ে জীবন ধারন করত। ত্রুটিপূর্ণ  কর পদ্ধতির কারনে রাজকর্মচারী জমিদার এমনকি চার্চের রক্ষীদের হাতে নির্যাতিত হতাে অসহায় কৃষক সম্প্রদায় আর এই নির্যাতিত জনগােষ্ঠীই পরবর্তীকালে ফরাসি বিপ্লবের মূল হাতিয়ার হিসাবে কাজ করেছিল

শুন্য রাজকোষ

চতুর্দশ লুই ক্ষমতার দাপট দেখাতে গিয়ে বেশ কয়েকটি যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন এই যুদ্ধগুলির ফলে ফরাসি রাজকোষ চাপের মুখে পড়ে এরপর পঞ্চদশ লুই এর বিলাসবহুল জীবনযাপন এর পাশাপাশি আরাে কয়েকটি যুদ্ধে (পােল্যান্ডের বিভাজন সম্পর্কিত যুদ্ধ, অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধ, সপ্তবর্ষব্যাপি যুদ্ধ) জড়িয়ে পড়লে রাজকোষ শুন্য হয়ে পড়ে আমেরিকার স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহনের ফলে ষােড়শ লুই যখন সিংহাসনে বসেন তখন এমন অবস্থার সৃষ্টি হয়েছিল যে, রাষ্ট্রের মােট আয়ের শতকরা ৭৫ ভাগ ঋনশােধ প্রতিরক্ষা খাতেই ব্যয় হতাে

নেকার অপসারন

ষােড়শ লুই এর আমলে অর্থমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছিলেন অর্থনীতিবিদ নেকার তিনি তুর্গোর পর সর্বপ্রথম বিশেষ শ্রেনির আর্থিক সুবিধা বন্ধ করা, কঠোর হাতে শুল্ক খাতের দুর্নীতি দমন করা প্রশাসনিক অমিতব্যয়িতাকে গুরুত্ব সহকারে বিবেচনা করেন কিন্তু রানীর প্ররােচনায় এবং অভিজাতদের চাপে ষােড়শ লুই তাকে পদচ্যুত করেন৷ বলতে গেলে নেকারের অপসারনের মাধ্যমে ফরাসি অর্থনীতিতে যে নতুন করে সংকট তৈরী হয় তা বিপ্লবকে আরও অবশ্যাম্ভাবী করে তােলে

মুদ্রাস্ফীতি মন্ত্রীর

নেকারের অপসারনের পর প্রচলিত হয় অনিয়ন্ত্রিত অযৌক্তিক করপ্রথা এই অনিয়ন্ত্রিত অযৌক্তিক করপ্রথা মুদ্রাস্ফীতিকে প্রবল করে তােলে৷ সেইসময় প্রায় ৬৫ ভাগ মূল্যবৃদ্ধি ঘটলেও সেই অনুপাতে মানুষের আয় একদম বৃদ্ধি পায়নি যা ফরাসি বিপ্লবের আগমনকে ত্বরান্বিত করে সাধারন শ্রমিক চাকুরীজীবিদের পক্ষে জীবনধারন অসম্ভব হয়ে পড়ে অর্ধাহার, অনাহার আর রুটিদাঙ্গা হয়ে ওঠে তখনকার ফ্রান্সে নিত্য নৈমিত্তিক ঘটনা

মন্দা খাদ্য সংকট

অনিয়ন্ত্রিত কর আদায় নির্যাতনে কৃষকদের অবস্থা যখন জীবন মৃত্যুর সন্ধিক্ষনে তখন ফ্রান্সে ভয়াবহ মন্দা দেখা দেয় প্রাকৃতিক দুর্যোগে ফসলহানি ১৭৮৮ সালের ফ্রান্সে ভায়াবহ খাদ্য সংকট সৃষ্টি করে জীবন বাঁচানাের তাগিদে হাজার হাজার ক্ষুধার্ত মানুষ গ্রাম ছেড়ে শহরের দিকে পাড়ি দেয় এবং প্যারিসে এসে সমবেত হয় ক্ষুধার্ত মানুষ শহরে এসে বাকিদের বিলাসবহুল জীবন দেখে আক্রমনাত্মক হয়ে ওঠে এক টুকরাে রুটির জন্য তারা প্যারিসের নানা স্থানে চোরাগােপ্তা আক্রমন লুটপাট করতে থাকে ১৭৮৯ সালের দিকে ফ্রান্সের অনেকগুলি গ্রামে কৃষক বিদ্রোহ দেখা দেয় যা ধীরে ধীরে দেশজুড়ে ছড়িয়ে পড়ে

ফরাসি বিপ্লবের  কারন| Causes of French Rebelion| Europe History| French Revolution| Oversimplified French Revolution| 1789 French Revolution| French Revolution Class 10| French Revolution UPSC| Marie Antoinette French Revolution| About French Revolution.

 

 অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

) ফরাসি বিপ্লব কবে হয়েছিল?

- ১৭৮৯ খ্রীস্টাব্দে

) ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের কোন রাজবংশ রাজত্ব করত?

- বুরবাে রাজবংশ

) কোন রাজার আমলে ফরাসি বিপ্লব হয়েছিল?

 - ষােড়শ লুই

) ষােড়শ লুই কবে ফ্রান্সের সিংহাসনে বসেছিলেন?

- ১৭৭৪ খ্রিস্টাব্দে

) ষােড়শ লুইয়ের পত্নী কে ছিলেন?

- অ্যান্টনেট

) ষােড়শ লুইয়ের পত্নি অ্যান্টয়নেট কোথাকার রাজকুমারী ছিলেন?

অস্ট্রিয়ার

) ষােড়শ লুইয়ের পিতার নাম কী?

- পঞ্চদশ লুই

) পঞ্চদশ লুই কার দ্বারা বেশী প্রভাবিত ছিলেন?

-তাঁর উপপত্নী মাদাম দু পম্পাদুরের দ্বারা।

) কে ঘােষনা করেছিলেন রাজা হলেন ঈশ্বর প্রদত্ত ক্ষমতার অধিকারী?

- চতুর্দশ লুই (ইনি পঞ্চদশ লুইয়ের পিতা ছিলেন)

) " The state, it is myself" অর্থাৎ 'আমিই রাষ্ট্র' - বক্তা কে?

 - চতুর্দশ লুই।

১১) ‘আমি যা করি, তাহাই আইন' - বক্তা কে?

- চতুর্দশ লুই

১২) চতুর্দশ লুই এরআমি রাষ্ট্র' উক্তিটি বুরবাে রাজবংশের কোন চরিত্রকে প্রকাশ করেছে?

- দাম্ভিকতা/আত্ম অহংকার/অহংবােধ/স্বৈরাচারীতা

১৩) ফ্রান্সের কোন সম্রাট নিজেকেসূর্যরাজা’ বলতেন?

 - চতুর্দশ লুই

১৪) ফ্রান্সের কোন রাজাকেপ্রজাপতি রাজা’ বলা হত?

- ফরাসি রাজা পঞ্চদশ লুই

১৫) পূর্বতন ফ্রান্সের রাজধানী কোথায় ছিল?

- ভার্সাই (১৬৮২ থেকে ১৭৮৯ সাল পর্যন্ত)

১৬) ফ্রান্সের লুই রাজারা কোন রাজপ্রাসাদে বসবাস করতেন?

টুইলারিস

১৭) কে ফ্রান্সের পার্লামেন্ট সভা যা স্টেট জেনারেল নামে পরিচিত তার অধিবেশন বন্ধ করে দেন?

- ত্রয়োদশ লুই

১৮) কত সালে ত্রয়োদশ  লুই স্টেট জেনারেল সভা বন্ধ করে দিয়েছিলেন?

- ১৬১৪ সালে

১৯) অর্থসংকট থেকে মুক্তি পাওয়ার জন্য ষােড়শ লুই কত বছর পর স্টেট জেনারেলের অধিবেশন আহ্বান করেন?

- ১৭৫ বছর পর

২০) পুরাতন ব্যবস্থায় ফ্রান্সের স্টেটস জেনারেলের অধিবেশন কতদিন বন্ধ ছিল?

- ১৭৫ বছর

২১) ফ্রান্সের বিলাসী রাজারূপে কে খ্যাত ছিলেন?

 - পঞ্চদশ লুই

২২) পােইসির চুক্তি কী?

- এই চুক্তি অনুসারে চার্চের যাজকরা গির্জার ভূ-সম্পত্তির উপর স্বেচ্ছা কর দিতেন৷

২৩) কবে পােইসির চুক্তি সাক্ষরিত হয়?

- ১৫৬১ সালে

২৪) ফ্রান্সে পার্লামেন্টের সংখ্যা কতগুলি ছিল? 

- ১২ টি

২৫) পার্লামেন্ট অফ প্যারিস কী?

- এটি পূর্বতন ফ্রান্সের অভিজাত শ্রেনী পরিচালিত পার্লামেন্ট বা বিচারসভা এগুলির মধ্যে টি ছিল প্যারিসের পার্লামেন্ট

২৬) ফ্রান্সের কোন শহরকে বিপ্লবের জননী বলা হত?

প্যারিস

২৭) ফ্রান্সের ১২ টি পার্লামেন্টের মধ্যে কোথাকার বিচারসভা সবথেকে বেশী প্রতিপত্তিশালী ছিল?

- প্যারিসের

২৮) ফ্রান্সের কোন পার্লামেন্ট ষােড়শ লুইয়ের সময় তাঁর মন্ত্রী তুর্গোর প্রস্তাবিত মৌলিক সংস্কারের ব্যবস্থাকে কার্যকরী হতে দেয়নি?

- প্যারিসের পার্লামেন্ট

 ২৯) কার মতেফরাসী রাজতন্ত্র আসলে ছিল সামন্ত রাজতন্ত্র (The French monarchy was a feudal monarchy)”?

- ঐতিহাসিক ডেভিড থমসন

৩০) বুরবাে রাজতন্ত্রে কোন পরােয়ানার সাহায্যে যে কোনাে ব্যক্তিকে বিনা বিচারে গ্রেপ্তার করা যেত?

- লেতর দ্য ক্যাশে

৩১) বুরবাে রাজতন্ত্রে যারা রাজস্ব আদায় করত তাদেরকে কী বলা হত?

- ইন্টেন্ডেন্ট

৩২) জন সাধারন কাদেরকেঅর্থলােলুপ নেকড়ে বা ক্ষুধার্ত নেকড়ে’ বলত?

- রাজস্ব আদায়কারী ইন্টেন্ডেন্টদেরকে

৩৩) আমেরিকার স্বাধীনতার যুদ্ধে ইংল্যান্ডের বিরুদ্ধে যােগদান করে কোন বুরবাে সম্রাট পরাজিত হয়েছিলেন?

- ষােড়শ লুই

৩৪) বুরবাে সম্রাটদের রাজপ্রাসাদের নাম কী?

- টুইলারিস রাজপ্রাসাদ

৩৫) তুর্গো ব্রিয়া কে ছিলেন?

- ষােড়শ লুইয়ের অর্থমন্ত্রী

৩৬) ১৭৭৪ সালে অর্থনৈতিক সংস্কার প্রবর্তনের জন্য ফ্রান্সের সম্রাট ষােড়শ লুই প্রথম কাকে অর্থমন্ত্রী হিসাবে নিযুক্ত করেছিলেন?

- তুর্গোকে

৩৭) কে দেশের আর্থিক সংস্কারের জন্য রাজপ্রাসাদের খরচ হ্রাস এবং কর ব্যবস্থার পরিবর্তনের কথা বলেছিলেন?

- ষােড়শ লুইয়ের অর্থমন্ত্রী তুর্গো

৩৮) কাদের প্রভাবে ষােড়শ লুই তাঁর অর্থমন্ত্রী তুর্গোকে পদচ্যুত করেন?

- তাঁর পত্রী অ্যান্টয়নেট  প্যারিস পার্লামেন্টের অভিজাতদের প্রভাবে

৩৯) তুর্গোর পর কারা অর্থমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছিলেন?

- নেকার (১৭৭৬), ক্যালােন (১৭৮৩) এবং ব্রিয়াঁ(১৭৮৭)

৪০) ফ্রান্সে ফিজিওক্রাটরা নামে কারা পরিচিত ছিলেন?

- এক শ্রেনীর অর্থনীতিবিদ

৪১) ফরাসি বিপ্লবের পটভূমিতে ফ্রান্সে কতকগুলি কর প্রচলিত ছিল?

- প্রধানত তিনধরনের যথা - টেইল, ক্যাপিটেশান, এবং ভাতিয়াম এছাড়াও টাইদ করও ছিল

৪২) টেইল কী?

- ফ্রান্সে প্রচলিত ভুমিকর

৪৩) ১৭৮৯ খ্রিস্টাব্দে ফরাসি সমাজে উৎপাদনভিত্তিক আয়করকে কী বলা হত?

- ক্যাপিটেশান

৪৪) ভ্যাঁতিয়াম কী? 

- স্থাবর অস্থাবর সম্পত্তির কর

৪৫) ফ্রান্সে প্রচলিত ধর্মকর কী নামে পরিচিত ছিল? 

- টাইদ

৪৬) বানালিতে কী?

- পূর্বতন ফ্রান্সে গম পেষাই বাবদ সামন্ততান্ত্রিক কর ছিল এই বানালিতে

৪৭) পূর্বতন ফ্রান্সে প্রচলিত লবন করকে কী বলা হত?

- গ্যাবেলা

৪৮) ফরাসি কৃষকরা যে শ্রমকর দিতেন তার নাম কী ছিল?

- করভি

৪৯) দেশিম কী?

- পূর্বতন ফ্রান্সে প্রথম সম্প্রদায় দ্বারা প্রদত্ত কর।

৫০) বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সে প্রচলিত সম্পত্তি হস্তান্তরজনিত করকে কী বলা হত?

- লং ভেন্তি

৫১) একটি প্রত্যক্ষ করের নাম করুন যেটি কেবলমাত্র তৃতীয় সম্প্রদায়ের মানুষকে দিতে হত?

- ভ্যাঁতিয়াম

৫২) তৃতীয় সম্প্রদায়কে বহন করতে হত এমন তিনটি পরােক্ষ করের নাম কর

- গ্যাবেল (লবনকর), অ্যাদ (সুরা বা তামাক কর) এবং করভি (শ্রমকর বা বিনা পারিশ্রমিকে শ্রমদান)

৫৩) পূর্বতন ফ্রান্সের কোন সম্প্রদায়ের মানুষজন সব সমস্ত ধরনের সুবিধাভােগ করুত এবং সমস্ত করভার থেকে মুক্ত ছিল?

 - প্রথম দ্বিতীয় সম্প্রদায়

৫৪) ফরাসি বিপ্লবের পটভুমিতে সামজে মানুষের শ্রেনীবিভাগ কয়ধরনের ছিল?

- তিন৷ যথা- ধর্মযাজক (1st Estate), অভিজাত সম্প্রদায় (2nd Estate) এবং সাধারন মানুষ (3rd Estate) এদের সবার উপরে ছিল রাজা

৫৫) First Estate কারা ছিলেন?

- ধর্মযাজকরা

৫৬) second Estate কারা ছিলেন?

- অভিজাতরা

৫৭) Third Estate কারা ছিলেন?

- সাধারন মানুষ

৫৮) এমিগ্রি কাদের বলা হত?

- দেশত্যাগী অভিজাতদেরকে

৫৯) ফ্রান্সের সমস্ত কৃষিজমির কতভাগ অভিজাত সম্প্রদায়ের হাতে ছিল?

- / ভাগ

৬০) ফ্রান্সে কারানবিলিটি অব দ্য সাের্ড' নামে পরিচিত ছিলেন?

- বংশানুক্রমিক অভিজাতরা

৬১) ফরাসি কৃষকদের মধ্যে সব থেকে নীচে কারা ছিল?

- ভূমিদাস

৬২) ফ্রান্সে কাদেরকে গােলেতারিয়েত বলা হত?

- শ্রমিকদেরকে

৬৩) ফ্রান্সে তৃতীয় শ্রেনীর মানুষ কত ছিল?

- শতকরা ৯৭ ভাগ

৬৪) তৃতীয় শ্রেনীর প্রতিনিধিরা কী দাবি করেছিলেন?

- মাথাপিছু ভােটাধিকার

৬৫) অ্যাসাইনেট কী?

- ১৭৮৯ খ্রিস্টাব্দে ফরাসি প্রজাতান্ত্রিক সরকার কর্তৃক প্রচলিত একধরনের মুদ্রা

৬৬) আসিয়া রেজিম কথার অর্থ কী?

- ফরাসি বিপ্লবের পুর্বে অভিজাত প্রভাবিত ফরাসি সামজ এই নামে পরিচিত ছিল

৬৭) হটে বুর্জোয়া কাদের বলা হত?

- পূর্বতন ফ্রান্সের উচ্চমধ্যবিত্তদের

৬৮) বুর্জোয়া শব্দটি কোথা থেকে এসেছে?

- বার্গারাস

৬৯) সপ্তবর্ষব্যাপি যুদ্ধ কার আমলে হয়েছিল?

- পঞ্চদশ লুই

৭০) কোন যুদ্ধে অংশগ্রহন করে ফ্রান্স সম্পূর্ণ দেউলিয়া হয়ে যায়?

- আমেরিকার স্বাধীনতা যুদ্ধে

৭১) কার আমলে ফ্রান্স আমেরিকার স্বাধীনতা যুদ্ধে যােগদান করেছিল? 

- ষােড়শ লুই

৭২) কে বলেছিলেন – “আমার পরেই মহাপ্রলয় আসছে”?

 - পঞ্চদশ লুই

৭৩) আর্থিক অসংগতির জন্য ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর কে বলেছেন?

- অ্যাডম স্মিথ

৭৪) বিপ্লব পূর্ব ফরাসি রাজতন্ত্রের ত্রুটিপূর্ন বিচারব্যবস্থার পরিপ্রেক্ষিতে এবং রাজনৈতিক সংকট অবস্থার জন্য কে ফ্রান্সকেরাজনৈতিক কারাগার’ বলেছেন?

- ভলতেয়ার

৭৫) কোন ঐতিহাসিক ফরাসি বিপ্লবের জন্য ফরাসি রাজতন্ত্র দায়ী করেন?

- ঐতিহাসিক লুই ফিশার

 

 

For PDF of this topic please ............. Click Here

 

 ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

ফরাসি বিপ্লবের  কারন| Causes of French Rebelion| Europe History| French Revolution| Oversimplified French Revolution| 1789 French Revolution| French Revolution Class 10| French Revolution UPSC| Marie Antoinette French Revolution| About French Revolution.

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad