Type Here to Get Search Results !

নন্দবংশ [Nanda Dynasty]

 

ABHINABA ACADEMY

নন্দবংশ

SET BY - MANAS ADHIKARY

 

    পুরান মতে, মগধের শিশুনাগ বংশের রাজা কালাশােকের রাজসভায় রাজনাপিতের কাজ করত নন্দবংশের লােকজন এই নন্দবংশের প্রধান ছিলেন মহাপদ্মনন্দ মহাপনন্দের সাথে কালাশােকের মহিষীর প্রনয়ঘটিত সম্পর্ক স্থাপিত হয় পরবর্তীতে কালাশােকের মহিষী এবং মহাপদ্মনন্দের ষড়যন্ত্রের ফলে কালাশােক এবং তাঁর দশ পুত্র নিহত হন এবং মগধের সিংহাসনে মহাপদ্মনন্দ আসীন হয়ে মগধে নন্দবংশের প্রতিষ্ঠা করেন মগধে এই বংশ ৩৪৪ খ্রিস্টপূর্ব থেকে ৩২২ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত রাজত্ব করে এই বংশের রাজ্যসীমা পূর্বের বাংলা, পশ্চিমে পাঞ্জাব এবং দক্ষিনে বিন্ধ্যপর্বতমালা পর্যন্ত বিস্তৃত ছিল পুরানের মতে মহাপদ্মনন্দ ইক্ষাকু, পাঞ্চাল,কলিঙ্গ, অষ্মক, কাশী, কুরু শুরসেন প্রভৃতি রাজ্য ধ্বংস করে সমগ্র উত্তর ভারতে মগধের আধিপত্য প্রতিষ্ঠা করেন তাঁর বিশাল শক্তিশালী সৈন্যবাহিনী ছিল সেইজন্য তাঁকে ভারতের প্রথম সাম্রাজ্য  বিস্তারকারী বলে বর্ননা করা হয়৷ মহাপদ্মনন্দের পূর্বে আর কোনাে ভারতীয় নরপতি এতবড় সাম্রাজ্যের অধীশ্বর হতে পারেননি পুরানে তাকেএকরাটবাএকচ্ছত্র সম্রাটসর্বক্ষত্ৰান্ত্রক বা সকল ক্ষত্রিয় রাজার উচ্ছেদকারী বা সর্বক্ষত্রিয়ছেত্রা এবং দ্বিতীয় পরশুরাম বলে আখ্যায়িত করা হয়েছে ডাক্তার রাধাকুমুদ মুখােপাধ্যায়ের মতে, মহাপদ্মনন্দ ছিলেন উত্তর ভারতের প্রথম মহান ঐতিহাসিক সম্রাট মহাপানন্দ দ্বারা প্রতিষ্ঠিত নন্দবংশকে পুরানেনবনন্দ নামে আখ্যা দেওয়া হয়েছে মহাপদ্মনন্দ সহ আটপুত্রকে নিয়ে এই নবনন্দ গঠিত হয়েছে মহাপদ্ম নন্দের পর তার আট পুত্র পর্যায়ক্রমে মগধের সিংহাসনে আসীন হন কিন্তু এদের কেউই সুযােগ্য শাসক ছিলেন না৷ এদের সকলের সিংহাসন চ্যুতির সুযােগে ধননন্দ মগধের সিংহাসনে আরােহন করেন 



নন্দবংশের শেষ রাজা ধননন্দ এক সুবিশাল সাম্রাজ্য শক্তিশালী সেনাবাহিনীর অধিপতি ছিলেন তিনি অত্যন্ত অত্যাচারী ছিলেন গ্রিক সাহিত্য পুরান মতে ধননন্দের রাজধানী ছিল পাটলিপুত্র পুরানে ধননন্দকেঐগ্রসৈন্য আখ্যা দেওয়া হয়েছে কারন তার পিতা মহাপদ্মনন্দের নাম ছিলউগ্রসেন সম্ভবত উগ্রসেন এর পুত্র হিসেবে ধননন্দকে পুরানে ঐগ্রসৈন্য নাম দেওয়া হয়েছে ধননন্দের আমলে গ্রীকবীর আলেকজান্ডার ৩২৭ খ্রীস্টপূর্বাব্দে ভারতে প্রবেশ করেন ধননন্দ গ্রীকদের কাছে  ঐগ্রসৈন্য থেকেআগ্রামেস উপাধিতে ভূষিত হন গ্রিক ঐতিহাসিকগনের বিবরন  অনুযায়ী তাঁর সামরিক বাহিনীতে ২০০০০ অশ্বারােহী, দুলক্ষ পদাতিক, ২০০০ রথ, ৩০০০ রণ হস্তি নিয়ে তার সেনা দল গঠিত ছিল গ্রিক বিবরন থেকে জানা যায় যে, বিপাশা নদীর পূর্বপাড়ে শক্তিশালী রাজা ধননন্দের সেনাবাহিনীর বহর দেখে আলেকজান্ডার সেখান থেকে ফিরে যান  

নন্দরা তাদের বিপুল ধন-সম্পদের জন্য বিখ্যাত ছিল তারা সেচ প্রকল্পের ব্যবস্থা নিয়েছিল সমগ্র সম্রাজ্য জুড়ে ব্যবসা করার আদর্শ পরিবেশ সৃস্টি করেছিল নন্দ বংশে নরপতিগন বহুসংখ্যক মন্ত্রীর সাহায্য নিয়ে রাজ্যশাসন করত৷ অর্থনৈতিক জোর-জুলুমের জন্য ধননন্দ জনপ্রিয়তা হারান এবং বিদ্রোহের সূচনা হয়  আনুমানিক খ্রিস্টপর্ব ৩২৮ অব্দে ধননন্দের প্রধানমন্ত্রী কৌটিল্যর সহযােগীতায় চন্দ্রগুপ্ত মৌর্য, ধননন্দ তথা নন্দবংশের উচ্ছেদ ঘটিয়ে মগধের সিংহাসন দখল করেন এবং মৌর্য বংশের সূচনা করেন

 অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

) নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

 - মহাপদ্মনন্দ৷ কালাশােক বা কাকবর্নকে সপরিবারে হত্যা করে মহাপদ্মনন্দ মগধে নন্দবংশ প্রতিষ্ঠা করেন।

) মহাপদ্মনন্দ জাতিতে কী ছিলেন?

 - পুরান, জৈনশাস্ত্র বৌদ্ধ গ্রন্থানুযায়ী মহাপদ্মনন্দ সুত বা শুদ্র বংশজাত ছিল এবং ক্ষৌরকার্য করতেন।

) মহাপনন্দের মা কী করতেন?

 - মহাপনন্দের মা শিশুনাগ বংশের রাজবাড়িতে দাসীর কাজ করত।

) মগধের সিংহাসনে প্রথম কোন অক্ষত্রিয় বসেন?

- পুরান, জৈন বৌদ্ধগ্রন্থ মতে নাই অর্থাৎ মহাপদ্মনন্দ হলেন প্রথম আক্ষত্রিয় যিনি মগধের সিংহাসনে বসেন

) মহাপদ্মনন্দ কাকে কাকে পরাজিত করেছিলেন?

 - পুরানের মতে তিনি সমস্ত ক্ষত্রিয়দের (পাঞ্চাল, কলিঙ্গ, কাশী, অস্মক, কুরু, সুরেন, মিথিলা ইত্যাদি) পরাজিত করে এক সুবিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন

) মগধের কোন রাজা সর্বপ্রথম বিন্ধ্যপর্বতের দক্ষিনাংশ জয় করে নিজের সাম্রাজ্যভুক্ত করেন

- মহাপদ্মনন্দ

) ঐতিহাসিক ডঃ রাধাকুমুদের মতে কে ছিলেন উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট

 - মহাপদ্মনন্দ ( ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট - চন্দ্রগুপ্ত মৌর্য)

) নবনন্দ কাদের বলা হয়?

 - মহাপদ্মনন্দ এর পর তার আরাে আট জন পুত্র নন্দবংশের সিংহাসনে বসেন এদেরকে একত্রে নবনন্দ বলা হয়

) নবনন্দে রাজাগনের নাম লেখ?

- নয়জন রাজা- পান্ডুকা, পান্ডুগতি, ভূতপাল, রাষ্ট্ৰপাল, গবিষানিক দশসিদ্ধক, কৈবর্ত, ধননন্দ

১০) মহাপদ্মনন্দের উপাধিগুলি কী কী ছিল?

- একরাট, সর্বক্ষত্রিয়েচ্ছেডা, দ্বিতিয় পরশুরাম এবং উগ্রসেন

১১) মহাপদ্মনন্দ কি জন্য একরাট উপাধি গ্রহন করেন?

 - মহাপদ্মনন্দ সমগ্র ভারতবর্ষ জয় করে একরাট উপাধি গ্রহন করেন

১২) গ্রীক বিবরনে কাকে আগ্রামেস বলে উল্লেখ করা হয়েছে?

- মহাপদ্মনন্দ

১৩) গঙ্গারীড বা গাঙ্গেয় উপত্যাকা কোন মগধ নরপতি নিজের আয়ত্বে নিয়েছিলেন?

-মহাপদ্মনন্দ

১৪) কে উগ্রসেন নামে পরিচিত ছিল?

- মহাপদ্মনন্দ

১৫) ধননন্দের মায়ের নাম কী?

 - সুদ

১৬) ধননন্দ এর আসল নাম কী

- ঘনানন্দ

১৭) ধননন্দ কেমন শাসক ছিলেন?

- অত্যাচারী, অর্থলােলুপ, অহংকারী

১৮) কোথা থেকে ধননন্দের ধনলিপ্সার কথা জানা যায়?

- তৎকালীন তামিল কবি মামুলনারের কবিতা অহনানুরু থেকে জানা যায়

১৯) শকটার শুলভদ্র কে ছিলেন?

- ধননন্দের আমলের দুই জৈন সন্ন্যাসী৷ ধননন্দ এদেরকে সহ্য করতে পারতেন না

২০) ধননন্দের রাজনর্তকীর নাম কী ছিল

- চিত্ররূপা

২১) ধননন্দের সেনাপতির নাম কী?

- ভদ্রশাল

২২) ধননন্দের কন্যার নাম কী?

- দুর্ধরা

২৩) কৌটিল্য বা চানক্য বা বিষ্ণু গুপ্ত কে ছিলেন?

 - ধননন্দের মন্ত্রী ছিল (ইনি আবার চন্দ্রগুপ্ত মৌর্যের মন্ত্রী ছিলেন)

২৪) নন্দ বংশের পতন ঘটানাের জন্য কে চন্দ্রগুপ্ত মৌর্যকে সাহায্য করেছিল?

 - ধননন্দের মন্ত্রী কৌটিল্য কারন ধননন্দ সর্বদাই কৌটিল্যকে অপমান করত৷ কৌটিল্য সেই অপমানের বদলা নিতে নন্দ বংশের অবসান ঘটাবেন বলে প্রতিজ্ঞা করেছিলেন

২৫) গ্রীকরা ধননন্দকে কি বলত?

 - এগ্রামিন

২৬) কোন গ্রন্থ থেকে জানা যায় যে, ধননন্দ তাঁর সম্পদ গঙ্গা নদীর তীরে লুকিয়ে রাখতেন?

- কথাসরিৎসাগর

২৭) কোন নন্দ শাসক আলেকজান্ডারের সমসাময়িক ছিলেন?

- ধননন্দ

২৮) কে ঔগ্রসেন নামে পরিচিত ছিল?

- ধননন্দ

২৯) কাকে অত্যচারী রাজ বলা হত?

- ধননন্দ

৩০) মুরা কার উপপত্নী ছিলেন?

- ধননন্দ (বিতর্কিত)

৩১) ধননন্দের সময় মগধ কলিঙ্গের মধ্যে বিরােধ দেখা দেয় কেন?

 - নন্দ রাজকুমার সৌরানন্দের সাথে কলিঙ্গ রাজকুমারী দয়মন্তীর বিবাহের পর সংসারিক কারনে মগধ কলিঙ্গের মধ্যে বিরােধ দেখা দেয় এর ফলে কলিঙ্গরাজার সহিত ধননন্দের যুদ্ধ বাধে এবং সেই যুদ্ধে কলিঙ্গরাজ খরশালা, ধননন্দের কাছে পরাস্ত হন

৩২) আলেকজান্ডার যখন ভারতে আসেন তখন মগধের সিংহাসনে কে বসেছিলেন?

ধননন্দ

৩৩) আলেকজান্ডার কিজন্য বিপাশা নদী অতিক্রম করতে পারে নি?

 - ধননন্দের প্রবল সামরিক শক্তির জন্য

৩৪) কোথাকার সংরক্ষনাগার প্রমান করে যে নন্দ রাজার আদেশে একটি খাল খনন করা হয়েছিল?

- কলিঙ্গ

৩৫) নন্দবংশের শেষ সম্রাট কে ছিলেন?

- ধননন্দ

৩৭) নন্দবংশের উচ্ছেদসাধন করেন কে?

- চন্দ্রগুপ্ত মৌর্য

৩৬) ধননন্দকে কে হত্যা করেন?

- চন্দ্রগুপ্ত মৌর্য

 

এই পোস্ট টি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে একটু  জানাবেন। 

ধন্যবাদ

ভালো থাকবেন সুস্থ থাকবেন 

 

প্রাচীন ভারতের বিভিন্ন অধ্যায় সম্পর্কিত এরূপ সংক্ষিপ্তরুপ ও প্রশ্নোত্তর পেতে নীচে দেওয়া লিংকে ক্লিক করুন

Click Here 

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া যেকোন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad