আলেকজান্ডার
SET BY - MANAS ADHIKARY
আলেকজান্ডার MCQ| Alexander MCQ.
আলেকজান্ডার| Alekjander| Alexander| Alexjander| Horse Name of Alexander| আলেকজান্ডারের ঘােড়ার নাম| About Alexander.
নমস্কার, অভিনব একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো আলেকজান্ডার। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
আলেকজান্ডার সংক্ষিপ্তরূপ ও MCQ প্রশ্নোত্তর। Information About Alexander and MCQ.
প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন
টেলিগ্রাম গ্রুপ এ যোগদান করার জন্য - Click Here
গ্রীসের উত্তর অঞ্চলে ম্যাসিডনের রাজা প্রথম লুই ফিলিপের পুত্র ছিলেন দ্বিগ্বিজয়ী বীর আলেকজান্ডার। তার গৃহশিক্ষক ছিলেন অ্যারিস্টেটল। আলেকজান্ডার বাল্যকাল হতে যুদ্ধবিদ্যায় পারদর্শিতা দেখান। বড় হয়ে তিনি সংকল্প করেন যে পৃথিবীজুড়ে তিনি নিজের সাম্রাজ্য বিস্তার করবেন। পারস্যজয়ের পর ভারতের সম্পদের লােভ আলেকজান্ডারের উচ্চাকাঙ্খাকে প্রভাবিত করেন। ৩২৭ খ্রীঃপূর্বাব্দে ৩০ হাজার সৈন্যসহ হিন্দুকুশ পর্বত পার হয়ে ভারতের মাটিতে পা রাখেন। এই সময় ভারতের উত্তর-পশ্চিমে যে ২৮টি গনতান্ত্রিক ও প্রজাতান্ত্রিক রাজ্য ছিল তারা পরস্পরের সাথে কলহে লিপ্ত ছিল। ফলে এই রাজ্যগুলি সম্মিলিতভাবে আলেকজান্ডারকে বাধা দিতে পারে নি। কাবুল নদীর তীরে এসে আলেকজান্ডার তার সেনাবাহিনীকে দুটি দলে ভাগ করেন। একটা দল কাবুলনদীর দক্ষিন তীর বরাবর অগ্রসর হয়ে পুষ্কলাবতী রাজ্যকে আক্রমন করে এবং পুষ্কলাবতী রাজ্যের রাজা অসটেস বা অস্টককে পরাজিত ও নিহত করে পুষ্কলাবতী জয় করে সিন্ধু নদের তীরে ওপর বাহিনীর জন্য অপেক্ষা করতে থাকে। আলেকজান্ডারের নেতৃত্বে থাকা ওপর বাহিনীটি কাবুল নদীর উত্তর তীর বরাবর অগ্রসর হয়ে অস্মক জাতির রাজাকে তার রাজধানী মাসাগা বা মশকাবতীতে চারদিন যুদ্ধের পর পরাজিত ও নিহত করেন। এই যুদ্ধে নারীরাও অলেকজান্ডারের বিরুদ্ধে অস্ত্রধারন করেন। এরপর একে একে অন্য রাজ্যগুলিকে জয় করে আলেকজান্ডার তার অগ্রবর্তী বাহিনীর সাথে সিন্ধুনদের তীরে মিলিত হয়। এরপর সম্মিলিত বাহিনী সিন্ধুনদী পার করে তক্ষশীলায় এলে একে একে রাজা অম্ভি ও কাশ্মীরের অভিসার অঞ্চলের রাজা তার বশ্যতা স্বীকার করেন। একমাত্র ঝিলাম ও চেনাব নদীর মধ্যবর্তী অঞ্চলের বিখ্যাত - কুরুবংশীয় রাজা পুরু আলেকজান্ডারের বশ্যতা স্বীকার না করে তাকে যুদ্ধক্ষেত্রে আহ্বান করেন। ঝিলাম নদীরতীরে কাড়ি নামক স্থানে আলেকজান্ডারের সাথে পুরুর যুদ্ধ হয় এবং পুরু শরীরের নয়টি স্থানে ভীষনভাবে আঘাতপ্রাপ্ত হয়ে পরাজিত ও বন্দী হন। যুদ্ধক্ষেত্রে পুরুর বীরত্ব দেখে আলেকজান্ডার তার সাথে বন্ধুত্বস্থাপন করেন এবং পুরুর রাজ্যের সাথে আরও কয়েকটি রাজ্যকে যুক্ত করে তা পুরুকে ফিরিয়ে দেন। পুরুর সাথে আলেকজান্ডারের যুদ্ধ হিদাসপিস বা ঝিলামের যুদ্ধ নামে পরিচিত। গ্রীকসেনারা ঝিলাম নদীকে হিদাসপিস নদী বলত তাই এই যুদ্ধকে হিদাসপিসের যুদ্ধ বলা হয়। এরপর আলেকজান্ডার বিপাসা নদীর দিকে অগ্রসর হয়। পথে গ্লৌগানিকাই, কাথাই বা কঠ প্রভৃতি উপজাতি যুদ্ধে পরাজিত হয়ে তার বশ্যতা স্বীকার করেন। আলেকজান্ডার বিপাশা নদীর তীরে উপস্থিত হলে তার সেনাদল ভারতের সমতল অঞ্চলে বা গঙ্গাযমুনার উপত্যকায় না ঢুকে ফিরে যেতে চায়। এর কারন ক) দীর্ঘকাল প্রবাসে থাকার ফলে গ্রীক সেনারা গৃহকাতর হয়ে স্বদেশে ফেরার জন্য ব্যাকুল হয়ে ওঠে, খ) বিপাশা নদী ছিল পারস্য সাম্রাজ্যের শেষসীমা, এরপর মগধ রাজ্যের নন্দ রাজাদের বিশাল। সেনাবহরের কথা শুনে তারা মনােবল হারায়। আলেকজান্ডার সিন্ধুদেশের পথে ফিরে আসেন। পথে শিবি, মালব,ক্ষুদ্রক, মুষিকান রাজ্যের রাজাদের সাথে প্রবল যুদ্ধের পর তিনি জয়লাভ করেন। মালব রাজ্যের দুর্গ দখল করতে গিয়ে আলেকজান্ডার নিজেও আহত হন। অবশেষে সিন্ধুনদের মােহনায় উপস্থিত হলে তার একদল সৈন্য নৌসেনাপতি নিয়ারকুসের অধীনে জলপথে ম্যাসিডনে যাত্রা করে। অপর দলটি স্থলপথে পারস্য অভিমুখে অগ্রসর হয়। ব্যবিলনে হঠাৎ তিনি প্রচন্ড জ্বরে অসুস্থ হয়ে পড়েন এবং মাত্র ৩৩ বছর বয়সে ৩২৩ অব্দের জুন মাসে ঐ জ্বরে ব্যাবিলনেই মৃত্যু হয় আলেকজান্ডারের।
আলেকজান্ডার| Alekjander| Alexander| Alexjander| Horse Name of Alexander| আলেকজান্ডারের ঘােড়ার নাম| About Alexander.
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১) কোন গ্রিক শাসক সর্বপ্রথম ভারত আক্রমন করেন?
- আলেকজান্ডার
২) আলেকজান্ডার কোথাকার রাজা ছিলেন?
- ম্যাসিডনের
৩) আলেকজান্ডারের আসল নাম কী?
- আলেক্সান্দ্রোস হাে মেগাস
৪) আলেকজান্ডারের পিতার নাম কী?
- লুই ফিলিপ
৫) আলেকজান্ডারের শিক্ষককের নাম কী?
- অ্যারিস্টেটল
৬) আলেকজান্ডার কত বছর বয়সে সিংহাসনে বসেন?
- ২০ বছর বয়সে
৭) আলেকজান্ডারের স্ত্রীর নাম কী?
- ক) ব্যকট্রিয়ার রাক্সনা,
খ) পারস্যের দ্বিতীয় স্টেটেইরা
৮) আলেকজান্ডারের পিতা দ্বিতীয় ফিলিপকে কে হত্যা করেন?
- আলেকজান্ডার নিজেই
৯) সেলুকাস কে ছিলেন?
- আলেকজান্ডারের সেনাপতি।
১০) নিয়ারকুস কে ছিলেন?
- আলেকজান্ডারের নৌ-সেনাপতি
১১) আলেকজান্ডারের ঘােড়ার নাম কী?
- বুকেফালাস।
১২) আলেকজান্ডার কবে ভারতের মাটিতে পা রাখেন?
- ৩২৭ খ্রীস্টপূর্বাব্দে
১৩) আলেকজান্ডার কোন নদীর তীরে সেনাসমাবেশ ঘটান?
- চিনাব
১৪) ভারত আক্রমন কালে কোন নদীর তীরে আলেকজান্ডার তার সেনাবহিনীকে দুটি ভাগে ভাগ করেন?
- কাবুল
১৫) আলেকজান্ডারের আক্রমনকালে ভারতের পুস্কলাবতী রাজ্যের রাজা কে ছিলেন?
- আসটেক বা অষ্টক
১৬) কার সাথে যুদ্ধের সময় আলেকজান্ডারের বিরুদ্ধে নারীরাও অস্ত্র ধারন করেছিল?
- অম্মক জাতির রাজার সাথে আলেকজান্ডারের যুদ্ধে। যেটা হয়েছিল ঐ রাজার রাজধানী মাসাগা বা মশকাবতীতে।
১৭) কুরু রাজ্যটি কোথায় অবস্থিত?
- ঝিলাম ও চেনাব নদীর মধ্যবর্তী অঞ্চলে
১৮) আলেকজান্ডারের আক্রমনকালে কুরু রাজ্যের রাজা কে ছিলেন?
- পুরু ( ইনি আলেকজান্ডারের বশ্যতা স্বীকার করেন নি)।
১৯) পুরু ও আলেকজান্ডারের যুদ্ধ কোথায় হয়?
- ঝিলাম নদীর তীরে কাড়ি নামক স্থানে।
২০) হিদাসপিসের যুদ্ধ কাদের মধ্যে হয়?
- ঝিলাম নদীর তীরে কাড়ি নামক স্থানে হিদাসপিসের যুদ্ধ আলেকজান্ডার ও পুরু মধ্যে হয়। আলেকজান্ডারের সেনাবাহিনী ঝিলাম নদীকে বলত হিদাসপিস। তাই এই যুদ্ধের নাম হিদাস্পিসের যুদ্ধ।
২১) আলেকজান্ডার কোন রাজাকে যুদ্ধে পরাজিত করেও তার সাথে বন্ধুত্বস্থাপন করে তার রাজত্ব ফিরিয়ে দেন?
- কুরু রাজ্যের রাজা পুরু
২২) আলেকজান্ডার পুরুকে কয়টি রাজ্য দান করেন?
- ৩৭ টি
২৩) আলেকজান্ডার ঝিলাম ও বিপাসা নদীর মাঝামাঝি অঞ্চলে পঞ্চম প্রদেশে কাকে শাসক হিসাবে নিযুক্ত করেন?
- পুরুকে
২৪) আলেকজান্ডার পুরুকে কোথায় দেখা করতে বলেছিলেন?
- তক্ষশিলায়।
২৫) বিজয়ের প্রমান হিসাবে আলেকজান্ডার ঝিলম নদীর তীরে কয়টি নগরী প্রতিষ্ঠা করেন?
- নিকায়া ও বুকিফালা নামক দুটি নগরী।
২৬) পুরুকে কে হত্যা করেন এবং কার ভয়ে?
- আলেকজান্ডারের সেনাপতি ইউডামাস বিশ্বাসঘাতকতা করে বিষ দিয়ে হত্যা করেন। চন্দ্রগুপ্তের ভয়ে।
২৭) কোন দূর্গ দখল করতে গিয়ে আলেকজান্ডার নিজেও আহত হন?
- মালব।
২৮) আলেকজান্ডার কবে সিন্ধু নদী অতিক্রন করেন?
- ৩২৬ খ্রীঃপূঃ।
২৯) আলেকজান্ডার কবে খাইবারপাস অতিক্রম করেন?
- ৩২৭ খ্রীঃপূঃ
৩০) আলেকজান্ডারের সেনাবাহিনী কিসের জন্য বিপাসানদী পার হতে চায় নি? –
ক) বিপাসানদীর অপর পারে নন্দ বংশের রাজাদের বিপুল সেনাবাহিনীর ভয়ে।
খ) অনেকদিন প্রবাসে থাকার ফলে স্বদেশে ফেরার ব্যাকুলতার জন্য ।
৩১) কোন নদী থেকে আলেকজান্ডার ফিরে গিয়েছিলেন?
- বিপাসা
৩২) সিন্ধু থেকে বিপাশা জয় করতে আলেকজান্ডার কতদিন সময় ব্যয় করেন?
- ৯মাস
৩৩) আলেকজান্ডারের আক্রমনকালে সিন্ধুনদী পার হওয়ার জন্য কে সেতু নির্মান করেন?
- হেফেস্টিয়ান
৩৪) ভারতের মাটিতে আলেকজান্ডারের শেষ জয় কোনটি?
- পটলেনী বা পাতাল নগরী (সিন্ধু নদীর মােহনায়)
৩৫) আলেকজান্ডার কতৃক প্রতিষ্ঠিত দুটি নগরীর নাম কী?
- বুকিফালা, নিকাইয়া, আলেকজান্দ্রিয়া, সােগভিয়ান
৩৬) আলেকজান্ডারের সেনাবাহিনী কোথায় ৩০ দিন অবরুদ্ধ থাকেন?
- পুস্করাবতীর রাজ্যে (এখানকার রাজা ছিলেন অষ্টক)
৩৭) আলেকজান্ডার হিন্দুকুশ পর্বত পার করার পর ভারতে মােট কতদিন ছিলেন?
- ২ বছর ৫ মাস।
৩৮) আলেকজান্ডার ভারতে কত সময় ছিলেন?
- ১৯ মাস
৩৯) আলেকজান্ডারের কোন সেনা আধিকারিক, যা তার বেতন তার দ্বিগুন বেতন পেতেন?
- সেলুকাস
৪০) আলেকজান্ডার কোন নগর অগ্নিদাহ করেন?
- পরাশর রাজধানী পার্সেপােলিস নগরী।
৪১) আলেকজান্ডার কাকে পরাজিত করে পারস্য জয় করেন?
- তৃতীয় দারায়ুস।
৪২) ৩৩২ খ্রীঃপূঃ আলেকজান্ডার আরবেলার যুদ্ধে কাকে পরাজিত করেন?
- তৃতীয় দারায়সকে।
৪২) ৩৩২ খ্রীঃপূঃ আলেকজান্ডার আরবেলার যুদ্ধে কাকে পরাজিত করেন?
- তৃতীয় দারায়ুসকে
৪৩) ৩৩০ খ্রীঃপুঃ সংঘঠিত গৌগামেলার যুদ্ধে আলেকজান্ডারের কাছে কোন শাসক পরাজিত হন?
- তৃতীয় দারায়ুস ৯আসলে এই যুদ্ধের নাম ছিল আরবেলার যুদ্ধ। এরিয়ান এই যুদ্ধকে গােগামেলার যুদ্ধ বলেন)
৪৪) আলেকজান্ডার যখন ভারত আসেন তখন কোথায় তাঁর সঙ্গে যুবক চন্দ্রগুপ্ত মৌর্যের দেখা হয়?
- পাঞ্জাবের নিকিয়ানগরে
৪৫) চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করেন?
- আলেকজান্ডারের সেনাপতি সেলুকাসকে
৪৬) সেলুকাস তার কন্যা হেলেনাকে কার সাথে বিবাহ দিয়েছিলেন?
- চন্দ্রগুপ্ত মৌর্য
৪৭)আলেকজান্ডার কোন রাজার সময়কালে ভারতে আসেন?
- ধননন্দ
৪৯) মেগাস্থিনিস কার দুত ছিলেন?
-আলেকজান্ডারের সেনাপতি সেলুকাসের
৫০) মেগাস্থিনিস রচিত গ্রন্থের নাম কী?
- ইন্ডিকা
৫১) মেগাস্থিনিস কার আমলে ভারতে আসেন?
- চন্দ্রগুপ্ত মৌর্য
৫২) ইন্ডিকাগ্রন্থে মগধের প্রাসাদ কি দিয়ে তৈরী ছিল বলে উল্লেখ আছে?
- কাঠ
৫৩) ইন্ডিকা গ্রন্থানুযায়ী তখন সমাজে কয়টি বর্ণ ছিল?
- সাতটি
৫৪) আলেকজান্ডারের জীবনিকার কে?
- প্লটার্ক
৫৫) আলেকজান্দ্রিয়া শহরটি বর্তমানে কোথায় অবস্থিত?
- মিশর
৫৬) আলেকজান্ডার কোন মহাকাব্যকে সবসময় নিজের সঙ্গে রাখতেন?
- হােমারের লেখা ইলিয়াড
৫৭) আলেকজান্ডার কবে কোথায় মারা যান?
- ৩২৩ খ্রীঃপুর্বাব্দে জুন মাসে ব্যাবিলনে
৫৮) আলেকজান্ডার কোন রােগে মারা যান?
- জ্বরে আক্রান্ত হয়ে ।
৫৯) আলেকজান্ডার কত বছর বয়সে মারা যান?
- মাত্র ৩৩ বছর বয়সে।
৬০) আলেকজান্ডারের সমাধি কোথায় অবস্থিত?
- এখনাে পর্যন্ত আলেকজান্ডারের সমাধির সঠিক সন্ধান পাওয়া সম্ভব হয় নি।
ধন্যবাদ
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here
প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here
অসাধারণ তথ্য
উত্তরমুছুনTHANK YOU...
মুছুনSATHE THAKBEN...