কুষাণ সাম্রাজ্য দ্বিতীয় পর্ব (কনিষ্ক)
Set By - Manas Adhikary
কুষান সাম্রাজ্য দ্বিতীয় পর্ব (কনিষ্ক)।Kushan Dynasty Kanishka 2nd part.
কুষান সাম্রাজ্য। কনিষ্ক| Kushan Dynasty| Kanishka Dynasty| Kanishka| Kanishka Kushan| Kushan Dynasty Kanishka.
নমস্কার, অভিনব একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো কুষান সাম্রাজ্য দ্বিতীয় পর্ব । আজ এই পর্বে থাকছে কুষান শাসক কনিষ্ক সম্পর্কিত কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পরবর্তী পর্বে এই টপিক থেকে আরো অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর আলোচনা করা হবে । পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
কুষান সাম্রাজ্য ও কনিষ্ক | Kushan Dynasty and Kanishka MCQ.
প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন
টেলিগ্রাম গ্রুপ এ যোগদান করার জন্য - Click Here
কুষান সাম্রাজ্য। কনিষ্ক| Kushan Dynasty| Kanishka Dynasty| Kanishka| Kanishka Kushan| Kushan Dynasty Kanishka.
৪০) কোন বংশ সর্বপ্রথম আন্তর্জাতিক সাম্রাজ্যের ধারণা দেয়?
- কুশানবংশ
৪১) ) কনিষ্ক করে সিংহাসনে আরোহন করেন?
- ৭৮ খ্রীষ্টাব্দে
৪২) কনিষ্কের সিংহাসনে আরোহণের তারিখ 78 খ্রিস্টাব্দ, ইহা হিসাবে প্রথম কে দাবি করেন?
- A L Basham
৪৩) রামকৃষ্ণ গোপাল ভান্ডারকরের মতে, কনিষ্ক কোন সালে সিংহাসনে বসেন?
- 287 খ্রিস্টাব্দ
৪৪) বুদ্ধের পরিনির্বাণের 400 বছর পরে কনিষ্ক জম্বুদ্বীপের অধিপতি হয়েছিলেন- বক্তা কে?
- হিউয়েন সাং
৪৫) 1913 খ্রিস্টাব্দ এবং 1960 খ্রিস্টাব্দে কুষাণ সম্রাট কনিষ্কের রাজ্যে যোগদানের তারিখ সংক্রান্ত বিরোধ নিয়ে আলোচনা করার জন্য কোন স্থানে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল?
- লন্ডন
৪৬) কনিষ্ক যে নতুন বর্ষগননা চালু করেন তার নাম কী?
- শকাব্দ
৪৭) শক সংবত কবে শুরু হয়েছিল?
- 78 খ্রিস্টাব্দ
৪৮) শক সংবতের বা শকাব্দের প্রথম মাস কোনটি?
- চৈত্র
৪৯) কোন কুষান সম্রাটের মধ্যে চন্দ্রগুপ্ত মৌর্যের মতো রণোন্মদনা ও অশোকের মতো ধর্মীয় উদ্দীপনার এক অপূর্ব সমন্বয় দেখা যায়?
- কনিষ্ক
৫০) কাকে দ্বিতীয় অশোক বলা হয়?
- কনিষ্ক
৫১) কনিষ্ক এর প্রধানমন্ত্রীর নাম কী ছিল?
- মাথুর
৫২) কনিষ্কর উপাধিগুলি কী কী?
- দৈবপুত্র, কাইজার, শাহেনশা, শাহনুশাহি
৫৩) কোথাকার রাজকন্যাকে কনিষ্ক বিয়ে করার জন্য উদগ্রিব হয়ে পড়েছিলেন(এই তথ্যটি নিয়ে বিতর্ক রয়েছে)?
- চীনা
৫৪) চীনা রাজকন্যা বিয়ে করতে অস্বীকার করার কারণে চীনের সাথে কনিষ্কের যুদ্ধ হয় (এই তথ্যটি নিয়ে বিতর্ক রয়েছে)। কনিষ্ক এই যুদ্ধে চীনা সেনাপতির কাছে পরাজিত হন। এই চীনা সম্রাট কে ছিলেন?
- হো-তি
৫৫) কনিষ্ক কোন চীনা সম্রাটের কাছে পরাজিত হন?
- হো-তি
৫৬) কনিষ্ক কোন চিন সেনাপতির কাছে পরাজিত হন?
- চীনা সম্রাট হো-তি এর সেনাপতি প্যান চাও এর কাছে পরাজিত হন। ( যদিও কিছুদিন পর প্যান-চাও এর পুত্রকে কনিষ্ক পরাজিত করে পূর্বপরাজয়ের প্রতিশোধ নেন এবং সন্ধির জামিন হিসাবে একজন চীনা রাজকুমারকে (হোয়ান) নিজের দরবারে রেখে দিয়েছিলেন।)
৫৭) চীনের শাসককে পরাজিত করা প্রথম ভারতীয় শাসক কে?
- কনিষ্ক কুশান
৫৮) কনিষ্কের রাজত্বকালে মগধ থেকে রাজনৈতিক কার্যকলাপের কেন্দ্র কোন স্থানে স্থানান্তরিত হয়েছিল?
- পুরুষপুর বা পেশোয়ার (এখন পাকিস্তানে)
৫৮) কনিষ্কের রাজধানীর নাম কী?
- পুরুষপুর বা পেশোয়ার
৫৯) কোন শাসকের মধ্যে চন্দ্রগুপ্ত মৌর্যের রনোন্মাদনা ও অশোকের ধর্মীয় উদ্দীপনার এক অপূর্ব সমন্বয় দেখা যায়?
- কনিষ্ক
৬০) কার দ্বারা প্রভাবিত হয়ে কনিষ্ক বৌদ্ধ ধর্ম গ্রহন করেন?
- অশ্বঘোষ
৬১) কনিষ্ককে বৌদ্ধধর্মে দীক্ষা দেন কে?
- সুদর্শন
৬২) কনিষ্কের আমলে কোন বৌদ্ধ সম্মেলন হয়?
- চতুর্থ বৌদ্ধ-সঙ্গীতি
৬৩)কার পরামর্শে কনিষ্ক বৌদ্ধ সঙ্গিতির আয়োজন করেন?
- পার্শ্ব
৬৪) চতুর্থ বৌদ্ধ-সঙ্গীতি কোথায় হয়?
- কাশ্মীরের জলান্ধরে (মতান্তরে কান্দাহারে)
৬৫) চতুর্থ বৌদ্ধ-সঙ্গীতির সভাপতিত্ত্ব কে করেন?
- বসুমিত্র
৬৬) কতদিন ধরে চতুর্থ বৌদ্ধ-সম্মেলন চলেছিল?
- তিনমাস
৬৭) বৌদ্ধধর্মের মহাযান শাখা আনুষ্ঠানিকভাবে কার রাজত্বকালে আবির্ভূত হয়?
- কনিষ্ক
৬৮) কার রাজত্বকালে মহাযান শব্দটি প্রথম ব্যবহৃত হয়?
- কনিষ্ক
৬৯) বৌদ্ধধর্মালম্বীরা মহাযান ও হীনযান শাখায় বিভক্ত হয় কোন বৌদ্ধ সম্মেলনে?
- চতুর্থ
৭০) মহাযান কাদের বলা হয়?
- বৌদ্ধধর্মের যে শাখা সাধনার মূল্য স্বীকার করে এবং বুদ্ধকে মানব সমাজের ত্রানকর্ত বলে মনে করেন তাদেরকে মহাযান বলা হয়৷ এরা বোধিসত্ত্বের বিশ্বাসী হয়৷
৭১) হীনযান কাদের বলা হয়?
- বৌদ্ধ ধর্মে যে শাখা অহিংসা ও নিজের নির্বান লাভ করাকে শ্রেষ্ট ধর্ম বলে মনে করেন তাদের হীনযান বলা হয়৷
৭২) কনিষ্ক কোন মতবাদ গ্রহন করেন?
- মহাযান
৭৩) মহাযান ধর্মমতের শ্রেষ্ঠ ব্যাখ্যাকার কে ছিলেন?
- নাগার্জুন
৭৪) চতুর্থ বৌদ্ধ সম্মেলনে কী হয়?
- মহাযান ধর্মমত রাজস্বীকৃতি লাভ করে এবং বৌদ্ধ ধর্মশাস্ত্রগুলি সংস্কৃত ভাষায় অনুবাদ করা হয়৷
৭৫) কনিষ্কের সময়ে আহুত চতুর্থ বৌদ্ধ সম্মেলনে কোন গ্রন্থ রচিত হয়েছিল?
- মহাবিভাষা
৭৬) মহাবিভাষা কী?
- চতুর্থ বৌদ্ধ-সম্মেলনে গৃহীত ও সংকলিত ত্রিপিটকের ব্যাখ্যাসমুহ মহাবিভাষা নামে বৌদ্ধ সাহিত্যে স্থান লাভ করে৷
৭৭) মহাবিভাষা কে রচনা করেন?
- চতুর্থ বৌদ্ধ-সংগীতির সভাপতি বসুমিত্র৷
৭৮) কনিষ্ক কোথায় ধর্ম প্রচারের জন্য প্রচারক পাঠান?
- তিব্বত, কাশড়গড়, চীন, জাপান
৭৯) কনিষ্ক কোন নগর প্রতিষ্ঠা করেন?
- কনিষ্কনগর ও মথুরায় একটি নতুন নগর
৮০) কনিষ্ক কনিষ্কপুর নামক নগরী কোথায় স্থাপন করেন?
- কাশ্মীর
৮১) কুষান যুগের একটি অনবদ্য নিদর্শন কোনটি?
- কনিষ্ক কর্তৃক রাজধানী পুরুষপুরে গৌতম বুদ্ধের দেহাবশেষের উপর নির্মিত ৬০৮ ফুট উচ্চতা বিশিষ্ট একটি বিরাট চৈত বা মঠ।
৮২) কুষানযুগে বৌদ্ধমূর্তিগুলি কেমন ছিল?
- বুদ্ধমূর্তিগুলি গ্রীকদেবতা এপোলোর অনুকরনে অথচ ভারতীয় ধ্যানী বুদ্ধের ভঙ্গিতে তৈরী হয়৷
৮৩) মহাক্ষত্রপ কী?
- কনিষ্কের পর্বাঞ্চলের রাজকর্মচারী
৮৪) বেস্পাসি কী?
- কনিষ্কের উত্তরাঞ্চলের রাজকর্মচারী
৮৫) কনিষ্ক প্রথম কোন স্থানটিকে প্রথম কুষাণ সাম্রাজ্যের সাথে যুক্ত করেছিলেন?
- কাশ্মীর
৮৬) মৌর্যবংশের পতনের পর দোয়াব অঞ্চল কোন শাসক দখল করেন?
- কনিষ্ক
৮৭) পেশোয়ার ছাড়া আর কোনটি কনিষ্কের রাজধানী ছিল?
- মথুরা
৮৮) শ্রীধর্ম নিধান পিটক সূত্র অনুসারে কনিষ্ক কোন অঞ্চল আক্রমণ করেছিলেন বলে জানা যায়?
- মগধ
৮৯) কনিষ্কের রাজত্বের নীতি তাঁর কোন শিলালিপি থেকে জানা যায়?
- রেবতক অভিলেখ
৯০) কুষাণ শাসক কনিষ্কের সময়কার বানিজ্যের তথ্য আমরা কোন গ্রন্থ থেকে পাই?
- অবদান শতক
৯১) বর্তমান প্রেক্ষাপটে কনিষ্কের সাম্রাজ্য কতগুলি দেশে বিস্তৃত ছিল?
- 9
৯২) কনিষ্কের সাম্রাজ্যের পূর্ব সীমা কোন প্রদেশটি ছিল?
- চম্পা
৯৩) কনিষ্ক প্রথম অযোধ্যায় তাঁর সত্রাপ হিসাবে কাকে নিযুক্ত করেছিলেন?
- সত্যমিত্র
৯৪) কোন কুষাণ শাসকের সময়ে বিদিশাক্ষেত্রের উপর কুষাণদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছিল?
- কনিষ্ক
৯৫) তিব্বতীয় কিংবদন্তি অনুসারে, কুষাণ রাজা কনিষ্ক কোন অঞ্চলের রাজার সাথে মিলিত হয়ে ভারত আক্রমণ করেছিলেন?
- খোটান
৯৬) কনিষ্কের পূর্ব ও উত্তর ভারতীয় অঞ্চল জয়ের তথ্য আমরা কোথা থেকে পাই?
- শ্রীধর্মপিটকনিধানসুত্র, সংযুক্তরত্নপিটক,কল্পনামন্ডটীকা
৯৭) কনিষ্কের মুদ্রা কোন কোন ধাতু দিয়ে নির্মিত ছিল?
- সোনা, রুপা, তামা
৯৮) কনিষ্কের সীলমোহরে কোন কোন ধর্মের দেবতার প্রতিমূর্তি অঙ্কিত আছে?
- বৌদ্ধ দেবতা, ব্রাহ্মণ দেবতা,গ্রিক দেবতা, ইরানী দেবতা
৯৯) গৌতম বুদ্ধ কোন রাজার আমলে দেবতার মর্যাদা পেয়েছিলেন?
- কনিষ্ক
১০০) সর্বপ্রথম মৈত্রেয় বুদ্ধের প্রতিমূর্তি কার মুদ্রায় অঙ্কিত পাওয়া যায়?
- কনিষ্ক
কুষাণ সাম্রাজ্য প্রথম পর্ব (কনিষ্ক)>>>>
কুষাণ সাম্রাজ্য তৃতীয় পর্ব (কনিষ্ক)>>>>
ধন্যবাদ
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে - Click Here
কুষান সাম্রাজ্য। কনিষ্ক| Kushan Dynasty| Kanishka Dynasty| Kanishka| Kanishka Kushan| Kushan Dynasty Kanishka.