Type Here to Get Search Results !

রাস বিহারী বসু দ্বিতীয় পর্ব [Rash Bihari Bose]

 

রাস বিহারী বসু

Set by- Manas Adhikary



রাস বিহারী বসু দ্বিতীয় পর্ব। Rash Behari Bose – II.

রাস বিহারী বসু, রাসবিহারী বসু আত্মজীবনী, রাসবিহারী বসু, বিপ্লবী রাসবিহারী বসু, রাসবিহারী বসুর ভারত পর্ব, স্বাধীনতা সংগ্রামী রাসবিহারী বসু, রাসবিহারী বোস, রাসবিহারী বসুর ছদ্মবেশ, বিপ্লবী রাসবিহারী বসুর জীবনী, ছদ্মবেশী বিপ্লবী রাসবিহারী, স্বাধীনতা সংগ্রামী রাসবিহারী বসুর জীবনী, Rash Behari Bose, Rash Behari Bose UPSC, Rash Behari Bose INA, Rash Behari Bose India, Rash Behari Bose Japan, Rash Behari, About Rash Behari Bose, Rash Behari Bose Indian Independence, Ras Bihari Bose, Behari Bose, Indian Revolutionary Rash Behari Bose, Who was Ras Bihari Bose, Rash Behari Bose Death, Rash Behari Bose in Japan, Rash Behari Bose Biography.

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই, আজকে আপনাদের জন্য আলোচনা করা  হলো রাস বিহারী বসু। এই পর্বে থাকছে  রাস বিহারী বসু সম্পর্কে কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP  Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। 

রাস বিহারী বসু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর।  Rash Behari Bose MCQ.

 

১১) লালা হরদয়ালের ভারত ত্যাগের পর কে পাঞ্জাবের বিপ্লবী আন্দোলনের দায়িত্ব নিজ কাঁধে তুলে নেন?

- রাসবিহারী বসু

১২)  1912 সালে লর্ড হার্ডিঞ্জের উপর আক্রমনের পরিকল্পনা কার ব্লুপ্রিন্ট ছিল?

- রাসবিহারী বসু

১৩) 1912 সালে লর্ড হার্ডিঞ্জের উপর আক্রমনের পরিকল্পনা করার জন্য রাসবিহারী বসু রাজস্থানে কাদের সাথে যোগাযোগ করেছিল পরামর্শ নেওয়ার জন্য?

- জোরাওয়ার সিং বারহাথ, প্রতাপ সিং বারহাথ, গদর পার্টির কর্মীদের

১৪) 1912 সালে লর্ড হার্ডিঞ্জের উপর আক্রমনের পরিকল্পনা করার জন্য রাসবিহারী বসু পাঞ্জাব থেকে কাদেরকে ডেকে পাঠিয়েছিল?   

- অবধ বিহারী, মাস্টার আমিরচন্দ্রকে

১৫) কোন জায়গায় হার্ডিং-এর উপর বোমা নিক্ষেপের পরিকল্পনা করা হয়েছিল এবং নির্ধারিত তারিখে রাসবিহারী বসু এবং বসন্ত কুমার এই জায়গা থেকে দিল্লি পৌঁছেছিলেন?

- টেগোর ভিলা 

১৬)  1912 সালে লর্ড হার্ডিঞ্জের উপর কে বোমা মারেন?

- বসন্ত বিশ্বাস ( সাথে ছিলেন মন্মথ বিশ্বাস)

১৭)  কার নির্দেশে বসন্ত বিশ্বাস লর্ড হার্ডিঞ্জের উপর বোমা নিক্ষেপ করেন?

- রাসবিহারী বসু

 ১৮) কবে বসন্ত বিশ্বাস, বড়লাট হার্ডিঞ্জের উপর বোমা নিক্ষেপ করেন?

- 1912 সালে 23 ডিসেম্বর

 ১৯) কোথায় বসন্ত বিশ্বাস, বড়লাট হার্ডিঞ্জের উপর বোমা নিক্ষেপ করেন?

- দিল্লীর চাঁদনিচকে

 ২০) কোন অনুষ্ঠানের দিনে বসন্ত বিশ্বাস, বড়লাট হার্ডিঞ্জের উপর বোমা নিক্ষেপ করেন?

- দিল্লী রাজধানীর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানের দিনে শোভাযাত্রায়। এই বোমা হামলায় অল্পের জন্য বড়লাট হার্ডিঞ্জ অল্পের জন্য বেঁচে যান।

২১) কোন ছদ্মবেশ ধারন করে বসন্ত বিশ্বাস, বড়লাট হার্ডিঞ্জের উপর বোমা নিক্ষেপ করেন?

- মহিলার ছদ্মবেশ ধারন করে। নাম নিয়েছিলেন লীলাবতী

২২) বেনারস বিপ্লবের সময় রাসবিহারী বসুর সহকারী কে ছিলেন?

- বসন্ত বিশ্বাস

২৩)  বড়লাট হার্ডিঞ্জের উপর বোমা ছোঁড়াকে কেন্দ্র করে যে মামলা হয় তার নাম কী?

- দিল্লী ষড়যন্ত্র মামলা (1914)

২৪) কবে দিল্লী ষড়যন্ত্র মামলা শুরু হয়? 

- 1914 ই 16 মার্চ 

২৫) দিল্লী ষড়যন্ত্র মামলায়  কতজনকে গ্রেপ্তার করা হয়েছিল?

- 13 জন

২৬)  দিল্লী ষড়যন্ত্র মামলার প্রধান আসামী কে ছিলেন?

- রাসবিহারী বসু

২৭) দিল্লি ষড়যন্ত্র মামলার আসামীদের মধ্যে কে জাপানে পালিয়ে যেতে সফল হয়েছিল?

- রাস বিহারী বসু

২৮) দিল্লী ষড়যন্ত্র মামলার কোন আসামী বোমা নিক্ষেপের কথা স্বীকার করেন?

- বসন্ত বিশ্বাস

২৯) দিল্লি ষড়যন্ত্র মামলায়, কে চাপে পড়ে  সরকারি সাক্ষী হন?

- দিননাথ

৩০) দিল্লী ষড়যন্ত্র মামলায় কার কার ফাঁসি হয়?

- অবোধবিহারী, আমীরচাঁদ, বালমুকুন্দ ও বসন্ত বিশ্বাসের

৩১) দিল্লি ষড়যন্ত্র মামলায় মাস্টার আমির চন্দ্র এবং মাস্টার অবধ বিহারী এবং বাল মুকুন্দ এর ফাঁসী  কোথায় দেওয়া হয়েছিল?

-  দিল্লিতে

৩২) দিল্লি ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত বিপ্লবী বসন্ত কুমার বিশ্বাসকে কোন কারাগারে ফাঁসি দেওয়া হয়েছিল?

- আম্বালা জেল 

৩৩) জোরাবর সিং বারহাত কোন ষড়যন্ত্র মামলায় জড়িত ছিলেন?  

- দিল্লি ষড়যন্ত্র 

৩৪) রাসবিহারী বসুর অনুপ্রেরণায় রাজস্থানে সশস্ত্র বিপ্লবের জন্য একটি সংগঠন কে গঠন করেন?

- অর্জুন লাল শেঠি

৩৫) বিজয় সিং পথিক কার অনুসারী ছিলেন?

- রাসবিহারী বসু

৩৬) বিজয় সিং পথিক কোন ব্যক্তির পরামর্শে রাজস্থানে বিপ্লব সংগঠিত করার জন্য খারওয়া ঠাকুর গোপাল সিংয়ের কাছে এসেছিলেন?

- রাস বিহারী বসু  

৩৭) 1913 সালে ভারতীয় সিপাহি ও বিপ্লবীদের নিয়ে বিপ্লব স্বাধীনতা সংঘঠনের চেষ্টা কে করেন?

-রাসবিহারী বসু

৩৮) রাসবিহারী বসু নেতৃত্বে ভারতব্যাপী বিদ্রোহের পরিকল্পনা কত খ্রিস্টাব্দে হয়েছিল?

- 1915 খ্রিস্টাব্দে

৩৯) 1915 খ্রিস্টাব্দের 21 ফেব্রুয়ারি ভারতজুড়ে সামরিক অভ্যুত্থান ঘটানোই রাসবিহারী বসুর পরিকল্পনাটি কার বিশ্বাসঘাতকতা বানচাল হয়?

- কৃপাল সিং ও নবাব খাঁ;

৪০) প্রথম লাহোর ষড়যন্ত্র মামলা কাকে কেন্দ্র করে হয়েছিলএবং কবে হয়েছিল?

- 1915 খ্রিস্টাব্দে রাসবিহারী বসুকে কেন্দ্র করে 

৪১)  'লাহোর ষড়যন্ত্র মামলার প্রধান আসামী কে?

- রাসবিহারী বসু

৪২)  লাহোর ষড়যন্ত্র মামলায় কার কার ফাঁসি হয়?

- কার্তার সিং ও বিষ্ণু গনেশ পিংলার

৪৩)  রাসবিহারীকে ধরার জন্য কত টাকা ঘোষনা করেছিলেন?

- 1 লাখ

৪৪)  রাসবিহারী বসু কোন ছদ্মনাম ধারন করেছিলেন?

- পি এন ঠাকুর

৪৫)  রাসবিহারী বসু পি এন ঠাকুর ছদ্মনাম ধারন করেন। এই নামটির পুরোনাম কী?

- প্রিয়নাথ ঠাকুর।

৪৬)  কোন ঘটনার পর রাসবিহারী বসু পি এন ঠাকুর নাম নিয়ে জাপানে পালিয়ে যান?

- প্রথম লাহোর ষড়যন্ত্র মামলা

৪৭) রাসবিহারী বসু কত সালে জাপানে পালিয়ে যান?

- 1915 সালে 12 মে

৪৮)  রাসবিহারী বসু যে জাহাজে চেপে বিদেশে পালিয়ে যান তার নাম কী?

- এস সানুকি মারু

৪৯) রাসবিহারী বসুর সাথে জাপানে কে মিলিত হন?

- হেরম্বলাল গুপ্ত, লালা লাজপত রায়, তারকনাথ দাস, মানবেন্দ্রনাথ

৫০) জাপান সরকার রাসবিহারী কে নির্বাসনের নির্দেশ দিলে কে তাকে গুপ্ত আশ্রয়ে রাখেন?

- এম টোয়ামো 

৫১)  রাসবিহারী বসুকে জাপানে বিপ্লবী সংগঠন স্থাপন করায় কে সাহায্য করেন?

- এম টোয়ামো

৫২) ভারতের বাইরে প্রথম স্বাধীন ভারতীয় সৈন্যবাহিনী গঠন কে করেন?

- রাসবিহারী বসু

৫৩) জেনারেল ইওয়াকুরা আজাদ হিন্দ ফৌজ ভেঙে দেওয়ার পর, 1943 সালের ফেব্রুয়ারিতে রাশবিহারী বসুর প্রচেষ্টায় এটি কোন জায়গায় পুনর্গঠিত হয়েছিল?

- সিঙ্গাপুর

৫৪) 1942 সালের মার্চ মাসে টোকিওতে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেস লীগ কে সংগঠিত করেন?

- রাসবিহারী বসু (প্রসঙ্গত ইন্ডিয়া লীগ প্রতিষ্ঠা করেন শিশির কুমার ঘোষ)

৫৫)  ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেস লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়?

- 1942 সালে

৫৬) রাসবিহারী বসু কর্তৃক প্রতিষ্ঠিত ‘ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ’ কোন সম্মেলনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়?

- ব্যাংকক সম্মেলন

৫৭)  রাসবিহারী বসু কোথায় ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেস লীগ স্থাপন করেন?

- জাপান

৫৮) ব্যাংকক সম্মেলনে কে সভাপতিত্ব করেন যেখানে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ প্রতিষ্ঠিত হয়?

- রাস বিহারী বসু

 (আজাদ হিন্দ ফৌজ আনুষ্ঠানিকভাবে ব্যাংকক সম্মেলনেই প্রতিষ্ঠিত হয়েছিল। এর আগে ক্যাপ্টেন মোহন সিং আড়াই হাজার যুদ্ধবন্দী নিয়ে  আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠা করেছিলেন।)

৫৯) বিপ্লবী আন্দোলনে রাসবিহারী বসুকে কে প্রেরনা দেন?

- অরবিন্দ ঘোষ

৬০)  বার্লিন কমিটি কে গঠন করেন?

-রাসবিহারী বসু

৬১) আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা কে?

- রাসবিহারী বসু

৬২) আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠা কালীন অধিনায়ক কে ছিলেন?

- ক্যাপ্টেন মোহন সিং

৬৩) নেতাজি কার আহ্বানে জার্মানি থেকে জাপানে যান?

- রাসবিহারী বসু

৬৪) আদাজ হিন্দ ফৌজের দায়িত্ব নেতাজীর হাতে কে তুলে দেন?

-রাসবিহারী বসু

৬৫)  রাসবিহারী বসু কবে নেতাজীর হাতে আজাদহিন্দ বাহিনীর দায়িত্ব তুলে দেন?

- 4/7/1943

৬৬)  4 জুলাই, 1943 তারিখে  রাসবিহারী বসু কোথায় নেতাজীর হাতে আজাদহিন্দ বাহিনীর (পূর্ব এশিয়ায় ভারতীয় জাতীয় সেনাবাহিনী) দায়িত্ব তুলে দেন?

- সিঙ্গাপুরের ক্যাথে হলে

৬৭) রাসবিহারী বসু কবে সুভাষ চন্দ্র বসুকে আজাদ হিন্দ ফৌজের সর্বোচ্চ সেনাপতি হিসেবে ঘোষণা করেন?

- 4 জুলাই 1943

৬৮) রাসবিহারী বসু কবে নেতাজী কে সিঙ্গাপুরে এক জনসভায় আমন্ত্রণ জানান?

- 1943, 4  জুলাই 

৬৯) কোথায় সুভাষচন্দ্র বসু রাসবিহারী বসুর হাত থেকে আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব গ্রহণ করেন?

- সিঙ্গাপুর 

৭০) কোন ভারতীয় বিপ্লবী INA গঠনে সুভাষ চন্দ্র বসুকে সক্রিয় সমর্থন দিয়েছিলেন?

- রাস বিহারী বসু  

৭১)  আজাদ হিন্দ সরকারের প্রথম উপদেষ্টা কে ছিলেন?

- রাসবিহারী বসু

৭২)  রাসবিহারী বসু কোথায় মারা যান?

- জাপানে

৭৩)  রাসবিহারী বসু কবে মারা যান?

- 1945 সালে 21 জানুয়ারী

৭৪) রাস বিহারী বসু ব‘নিউ এশিয়া’ নামের সংবাদপত্রটি কোথায় সম্পাদনা করেছিলেন?

- জাপান  (তিনি জাপানি ভাষায় রামায়ণ অনুবাদ করেন)

৭৫)  'লিবার্টি' পুস্তকটি কে রচনা করেন?

-রাসবিহারী বসু

৭৬) কাকে 'সারা বিশ্বে বিচরনকারী নিঃসঙ্গ সিংহ' বলে কাকে অভিহিত করা হয়?

- রাসবিহারী বসুকে

৭৭) কোন পত্রিকায় রাসবিহারী বসুকে সারা বিশ্বে বিচরণকারী নিঃসঙ্গ সিংহ বলে অভিহিত করা হয়েছে?

 - অমৃতবাজার

৭৮) রাজাবাজার বিজ্ঞান কলেজ এর অপর নাম কি?

- রাসবিহারী শিক্ষাপ্রাঙ্গন

৭৯) ‘ঠাকুর কেশরী সিং বারহাথ ভারতে একমাত্র ব্যক্তি যিনি ভারত মাতার দাসত্বের শৃঙ্খল ভাঙার জন্য তাঁর পুরো পরিবারকে স্বাধীনতা সংগ্রামে নিক্ষেপ করেছিলেন’।-  এই বক্তব্যটি কার?

- রাস বিহারী বসু

৮০) 'এশিয়া এশিয়ানদের জন্য'- উক্তিটি কার?

- রাশ বিহারী বসু

৮১) কোন বিপ্লবী বলেছিলেন: ‘ভারতীয় শহীদদের রক্তের প্রতিশোধ নিন। আপনার মাতৃভূমিকে স্বাধীন করতে আপনার তরবারি ব্যবহার করুন। সারা ভারতে ইঙ্গ-আমেরিকান শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়ান’? 

- রাস বিহারী বসু  

 

রাস বিহারী বসু প্রথম পর্ব (সংক্ষিপ্ত আলোচনা )>>>>

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ  যোগদান করার জন্য - Click Here

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

রাস বিহারী বসু, রাসবিহারী বসু আত্মজীবনী, রাসবিহারী বসু, বিপ্লবী রাসবিহারী বসু, রাসবিহারী বসুর ভারত পর্ব, স্বাধীনতা সংগ্রামী রাসবিহারী বসু, রাসবিহারী বোস, রাসবিহারী বসুর ছদ্মবেশ, বিপ্লবী রাসবিহারী বসুর জীবনী, ছদ্মবেশী বিপ্লবী রাসবিহারী, স্বাধীনতা সংগ্রামী রাসবিহারী বসুর জীবনী, Rash Behari Bose, Rash Behari Bose UPSC, Rash Behari Bose INA, Rash Behari Bose India, Rash Behari Bose Japan, Rash Behari, About Rash Behari Bose, Rash Behari Bose Indian Independence, Ras Bihari Bose, Behari Bose, Indian Revolutionary Rash Behari Bose, Who was Ras Bihari Bose, Rash Behari Bose Death, Rash Behari Bose in Japan, Rash Behari Bose Biography.

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad