গোপালকৃষ্ণ
গোখলে
Set by- Manas Adhikary
গোপালকৃষ্ণ গোখলে। Gopal Krishna Gokhale.
গোপাল কৃষ্ন গোখলে, গোপাল কৃষ্ন গোখলে জীবনী, গোখলে গান্ধীজী এবং গোবিন্দবাবু, বাঙালি আজ যা ভাবে,ভারত ভাবে আগামীকাল, Gopal Krishna Gokhale, Gopal Krishna Gokhale Biography, Gopal Krishna Gokhale Biography in Bengali, Gopal Krishna Gokhale ki Jivani, Gopal Krishna Gokhale History, Gopal Krishna Gokhale Bio, Gopal Krishna Gokhale Bio in Bengali.
নমস্কার, অভিনব একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই, আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো গোপালকৃষ্ণ গোখলে। এই পর্বে থাকছে গোপালকৃষ্ণ গোখলে সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
গোপালকৃষ্ণ গোখলে সংক্ষিপ্ত আলোচনা ও অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। About Gopal Krishna Gokhale & MCQ.
ভারতের স্বাধীনতা আন্দোলনের এক স্বনামধন্য রাজনৈতিক নেতা এবং এক বিশিষ্ট সমাজ সংস্কারক ছিলেন গোপালকৃষ্ণ গোখলে। 1866 সালের 9 মে বোম্বাইয়ের রত্নগিরি জেলার কোটালুকে গোপালকৃষ্ণ গোখলের জন্য হয়। গোপালকৃষ্ণ গোখলে কোলহাপুরে অবস্থিত রাজারাম কলেজে পড়াশুনা করেন। তারপর 1884 সালে এলফিনস্টোন কলেজ থেকে তিনি গ্রাজুয়েট হন। তিনি ডেকান এডুকেশান সোসাইটির আজীবন সদস্যপদ গ্রহন করেন। গোপালকৃষ্ণ গোখলে 1885 সালে ফারগুসন কলেজের অধ্যাপক হন পরে প্রিন্সিপাল হন। 1904 সালে সালে তিনি জনসেবায় নিজেকে নিয়োগ করার জন্য স্বেচ্ছা অবসর নেন। গোপালকৃষ্ণ গোখলে 1889 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করেন। তাঁর রাজনৈতিক গুরু ছিলেন বিশিষ্ট সমাজ সংস্কারক মহাদেব গোবিন্দ রানাডে। দাদাভাই নৌরজী ও ফিরোজ শাহ মেহেতাকে তিনি অনুসরন করতেন। 1890 সালে পুনা সার্বজনিক সভার সচিব হিসাবে নির্বাচিত হন। 1893 সালে বোম্বাইয়ের প্রাদেশিক সম্মেলনে সচিব হিসাবে যুক্ত হন। গোপালকৃষ্ণ গোখলে বরাবরই নরমপন্থী নেতা হিসাবে থাকতেই পছন্দ করতেন। তিনি মনে করতেন আবেদন-নিবেদনের মাধ্যমে ব্রিটিশদের কাছ থেকে নিজেদের দাবি-দাওয়াগুলি আদায় করে শ্রেয়। 1894 সালে গোপালকৃষ্ণ গোখলে, বালগঙ্গধর তিলকের সঙ্গে যৌথভাবে কংগ্রেসের সভাপতি হিসাবে নির্বাচিত হন। গোপালকৃষ্ণ গোখলে ভারতবর্ষে সর্বপ্রথম অবৈতনিক প্রাথমিক শিক্ষা চালু করার কথা বলেছিলেন। 1911 সালে ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলে কংগ্রেস নেতা গোপালকৃষণ গোখলে 'বাধ্যতামূলক অবৈতনিক প্রাথমিক শিক্ষা বিল' উত্থাপন করেন। কিন্তু বিলটি পাশ না হওয়ায় কার্যকর হয় নি। সেই সময় থেকে 100 বছর পর তাঁর চিন্তাধারয় ভারতবর্ষে 2011 সালে 'শিক্ষার অধিকার' আইন প্রনয়ন করা হয়। 1896 সালে গোখলের সাথে গান্ধিজীর প্রথম সাক্ষাৎ ঘটে। তারপর 1901 সালে কলকাতায় তাঁরা প্রায় একমাস একে অপরের সান্নিধ্য লাভ করেন। 1905 সালে গোপালকৃষ্ণ গোখলে প্রতিষ্ঠা করেন সার্ভেন্ট অব ইন্ডিয়া সোসাইটি। ভারতে শিক্ষার প্রসার করাই ছিল এই সোসাইটির উদ্দেশ্য। স্বাধীন পাকিস্থানের গভর্নর মহম্মদ আলি জিন্নাও গোপালকৃষ্ণ গোখলের আর্দশে অনুপ্রানিত হন। গোপালকৃষ্ণ গোখেলের বিখ্যাত উক্তি ‘What Bengal thinks today, India Thinks Tomorrow’
প্রশ্নোত্তর পর্ব
১) গোপালকৃষ্ণ গোখলে কোথায় জন্মগ্রহন করেন?
- মহারাষ্ট্রের রত্নগিরিতে
২) গোপালকৃষ্ণ গোখলে কোথা থেকে স্নাতক হন?
- এলফিনস্টোন কলেজ (1884 সাল)
৩) গোখলে ছিলেন পেশায় কি ছিলেন?
- অধ্যাপক
৪) গোপালকৃষ্ণ গোখলের রাজনৈতিক গুরু কে ছিলেন?
- মহাদেব গোবিন্দ রানাডে
৫) গোপালকৃষ্ণ গোখলে কার কার রাজনৈতিক গুরু ছিলেন?
- মহাত্মা গান্ধী ও জিন্না
৬) কাকে বাগ্মী বক্তা বলা হয়?
- গোপালকৃষ্ণ গোখলে (এছাড়াও বিপিন চন্দ্র পালকে বাগ্মী বক্তা বলা হয়)
৭) কোন জাতীয়তাবাদী নেতা ভারতের হীরা নামে পরিচিত?
- গোপালকৃষ্ণ গোখলে
৮) কে গোপালকৃষ্ণ গোখলেকে ভারতের হীরা বলে অভিহিত করেছেন?
- বালগঙ্গাধর তিলক
৯) আমরা সবাই জানি সম্রাট অশোককে মহামতি বলা হয়। প্রশ্ন হলো সম্রাট অশোক ছাড়া আর কোন ঐতিহাসিক ব্যক্তিত্বকে আমরা মহামতি বলি?
- গোপালকৃষ্ণ গোখলে
১০) সমুদ্র গুপ্তকে প্রাচীন ভারতীয় সুবর্ন যুগের অগ্রদূত বলে কে অভিহিত করেছেন?
- গোখলে
১১) গোপালকৃষ্ণ গোখলে গান্ধীজীর গুরু এই গোপালকৃষ্ণ গোখলে একজন নরমপন্থী। তিনি কবে জাতীয় কংগ্রেসে যোগদান করেন?
- 1889
১২) গোখলে কবে পুনা সার্বজনীন সভার সদস্য হন?
- 1890
১৩) গোপালকৃষ্ণ গোখলের উদ্যোগে কোন আইরীশ জাতীয়তাবাদী নেতা কংগ্রেসের সভাপতি হন?
- আলফ্রেড ওয়েব (1894সালে)
১৪) কারা ধন নিষ্কাশন নীতি বিষয়ে তাদের মতামত তুলে ধরেন?
- দাদাভাই নওরোজি, আর সি দত্ত, মহাদেব গোবিন্দ রানাডে, গোপালকৃষ্ণ গোখলে
১৫) কে 1901 সালে ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলে বাজেটের উপর বক্তৃতা দেওয়ার সময় ‘ধন নিষ্কাশন নীতি’ উপস্থাপন করেছিলেন?
- গোপালকৃষ্ণ গোখলে
১৬) দাদাভাই নৌরজীর উদ্যোগে সম্পদ নির্গমন তত্ত্বকে বিস্তারিতভাবে আলোচনা কে করেছিলেন?
- গোপালকৃষ্ণ গোখলে
১৭) বঙ্গভঙ্গ ও স্বদেশী আন্দোলনের সময় কংগ্রেসের সভাপতি কে ছিলেন?
- গোপালকৃষ্ণ গোখলে
১৮) গোপালকৃষ্ণ গোখলে কংগ্রেসের কোন অধিবেশনে সভাপতিত্ব করেন?
- 1905 সালে বারাণসী অধিবেশন। এই অধিবেশনে তিনি স্বদেশী আন্দোলনের জন্য প্রস্তাব গ্রহন করেন এবং বয়কট আন্দোলন সমর্থন করেছিলেন।
১৯)সুরাট বিচ্ছেদের পর তিলকের পুনরায় কংগ্রেসে অন্তর্ভুক্তিতে কারা ঘোরতর প্রতিবাদ জানান?
- গোপালকৃষ্ণ গোখলে ও ফিরোজ শাহ মেহেতা
২০) 'ভারত সেবক সমাজ ' বা ‘Servants of India Society’ কবে কে প্রতিষ্ঠিত করেন?
- গোপালকৃষ্ণ গোখলে (1905 সালে)
২১) ভারত সমাজ সেবক সংগঠনের উদ্দেশ্য কী ছিল?
- স্বদেশী আন্দোলনের আদর্শ সারা দেশে ছড়িয়ে দেওয়া।
২২) ভারত সমাজ সেবক সংগঠন কর্তৃক যে পত্রিকা প্রকাশ করা হত তার নাম কী?
-ন্যাশানালিস্ট
২৩) গোখলে কবে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার জন্যে দাবি জানান?
- 1910
২৪) কে নাইটহুড উপাধি ত্যাগ করার পাশাপাশি ভারতের সেক্রেটারি অব স্টেট এর কাউন্সিল স্থান লাভের আহ্বান ফিরিয়ে দেন?
- গোপালকৃষ্ণ গোখলে
২৫) লর্ড হার্ডিঞ্জ এর অনুরোধে গান্ধীজিকে আনতে কে দক্ষিন আফ্রিকায় গিয়েছিলেন?
- গোপালকৃষ্ণ গোখলে
২৬) গোপালকৃষ্ণ গোখলে যে পত্রিকার এডিটর ছিলেন তার নাম কী?
- সুধাকর
২৭) পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের প্রতিষ্ঠাতা কে?
- গোপালকৃষ্ণ গোখলে
২৮) লর্ড কার্জনের শাসন কালকে ঔরঙ্গজেবের শাসনকালের সাথে কে তুলনা করেছিলেন?
- গোপালকৃষ্ণ গোখলে
২৯) 'জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা কোন ভারতীয়ের পক্ষে সম্ভব ছিল না'- উক্তিটি কার?
- গোপালকৃষ্ণ গোখলে
৩০) ‘যদি কংগ্রেসের প্রতিষ্ঠাতা একজন ইংরেজ না হতেন, তবে কর্তারা যে কোন উপায়ে কংগ্রেস প্রতিষ্ঠার আন্দোলন দমন করত'- উক্তিটি কার?
- গোপালকৃষ্ণ গোখলে
৩১) 'বাংলা আজ যা ভাবে, কাল ভারত তা ভাববে'(What Bengal thinks today, India Thinks Tomorrow) - উক্তিটি কার?
- গোপালকৃষ্ণ গোখলে
৩২) 1912 সালে ‘মুসলিম গোখলে’ হওয়ার ইচ্ছাপ্রকাশ করেন কে?
- মহ: আলি জিন্না
৩৩) মরলে-মিন্টো আইনকে উদার ও ন্যায্য আইন বলে কে অভিহিত করেন?
- গোপালকৃষ্ণ গোখলে
৩৪) মহম্মদ আলী জিন্নাকে হিন্দু-মুসলিম ঐক্যের অগ্রদূত বলেছেন কে?
- গোপালকৃষ্ণ গোখলে
(প্রসঙ্গত - মোহাম্মদ আলী জিন্নাকে হিন্দু-মুসলিম ঐক্যের দূত বলেছিলেন সরোজিনী নাইডু )
৩৫) প্রাচীনভারতের সুবর্নযুগের অগ্রদূত কে কাকে বলেছিলেন?
- গোপালকৃষ্ণ গোখলে বলেছিলেন সমুদ্রগুপ্ত সম্পর্কে
৩৬) কেবলমাত্র ভারতীয়দের পক্ষে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করা সম্ভব ছিল না - উক্তিটি কার?
- গোপালকৃষ্ণ গোখলে
৩৭) কে গোখলে কে লিখেছিলেন – ‘আপনি আর তিলক কলহ মিটিয়ে ফেললে ভারত সম্বন্ধে আবার আশা ফিরবে’।
- মতিলাল ঘোষ
৩৮) কে মন্তব্য করেন - কংগ্রেসীরা পদলোভী?
- গোপালকৃষ্ণ গোখলে
৩৯) 1903 সালে কোন নেতা 'স্বরাজ 'এর ধারণা সম্পর্কে বিদ্রূপ করে বলেছিলেন – ‘পাগল আশ্রয়ের বাইরে পাগলরা কেবল স্বাধীনতার কথা ভাবতে বা বলতে পারে’।
- গোপালকৃষ্ণ গোখলে
৪০) 1907 খ্রিস্টাব্দে অক্টোবরে কে লেখেন – ‘ভাঙ্গন হলে তার অর্থ হবে বিপর্যয়, কেন না আমলাতন্ত্রের পক্ষে উভয় অংশকে দমন করা খুব কঠিন হবে না’?
- গোপাল কৃষ্ণ গোখলে
৪১) কে কখন পাঞ্জাব হিন্দুসভাকে খোলাখুলি মুসলিম বিরোধী আন্দোলন বলেছেন?
- 1909 সালে গোপালকৃষ্ণ গোখলে
৪২) 'আমাদের ব্যর্থতার মধ্যে ভবিষ্যতের মহান সাফল্য লুকিয়ে আছে'- উক্তিটি কার?
-গোপালকৃষ্ণ গোখলে
৪৩) জাতীয় কংগ্রেস সম্পর্কে কে মন্তব্য করেছেন যে, ‘ আমরা ভিক্ষুক নই এবং ভিক্ষাবৃত্তি আমাদের নীতি নয়’
- গোপালকৃষ্ণ গোখলে
৪৪) রাজা রাম মোহন রায়কে কে ‘আধুনিক ভারতের জনক’ বলে অভিহিত করেন?
- গোপাল কৃষ্ণ গোখলে
৪৫) কে গান্ধীজি কে 1915-1916 ভারত পরিভ্রমণের উপদেশ দেন?
- গোখলে
৪৬) কে গান্ধীজিকে এক বছরের জন্য ব্রিটিশ ভারতে ভ্রমণ করার এবং কান খোলা কিন্তু মুখ বন্ধ রাখার পরামর্শ দিয়েছিলেন?
- গোপালকৃষ্ণ গোখলে
৪৭) লর্ড কার্জনকে দ্বিতীয় আওরঙ্গজেব উপাধি দেন কে?
- গোপাল কৃষ্ণ গোখলে
ধন্যবাদ
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন
টেলিগ্রাম গ্রুপ এ যোগদান করার জন্য - Click Here
পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here
ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here
গোপাল কৃষ্ন গোখলে, গোপাল কৃষ্ন গোখলে জীবনী, গোখলে গান্ধীজী এবং গোবিন্দবাবু, বাঙালি আজ যা ভাবে,ভারত ভাবে আগামীকাল, Gopal Krishna Gokhale, Gopal Krishna Gokhale Biography, Gopal Krishna Gokhale Biography in Bengali, Gopal Krishna Gokhale ki Jivani, Gopal Krishna Gokhale History, Gopal Krishna Gokhale Bio, Gopal Krishna Gokhale Bio in Bengali.