Type Here to Get Search Results !

জওহরলাল নেহেরু দ্বিতীয় পর্ব [J L Nehru]

 

জওহরলাল নেহরু   

Set by- Manas Adhikary 



জওহরলাল নেহেরু দ্বিতীয় পর্ব। Jawaharlal Nehru – II.

জওহরলাল নেহরু, জওহরলাল নেহেরু, জওহরলাল নেহরু এর জীবনী, জহরলাল নেহেরু, জওহরলাল নেহেরুর জীবনী, জওহরলাল নেহ্‌রু, জহরলাল নেহেরুর জীবনী,নেহেরু, পন্ডিত জওহরলাল নেহেরু, জওহরলাল নেহেরুর জীবন, জওহরলাল নেহেরু আত্মজীবনী, পন্ডিত জহরলাল নেহেরু, জহরলাল নেহরু, জাওহারলাল নেহেরু জীবনী, পন্ডিত জওহরলাল নেহেরু এবং সোস্যালিজ্ম, ভারতের প্রথম প্রধানমন্ত্রী, ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অদৃশ্য সাম্রাজ্যবাদ, ডিসকভারি অফ ইন্ডিয়া , আরাম হারাম হ্যায়, Letters from a father to daughter, Glimpses of World History, An Autobiography, Jawaharlal Nehru, Jawaharlal Nehru History, Jawaharlal Nehru Biography, Jawaharlal Nehru Speech, Pandit Jawaharlal Nehru, Jawaharlal Nehru Death, Jawahar Lal Nehru, Jawaharlal Nehru Political History, Nehru ,Pt. Jawaharlal Nehru, Jawaharlal Nehru Bhashan.

 

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই, আজকে আপনাদের জন্য আলোচনা করা  হলো জওহরলাল নেহেরু। এই পর্বে থাকছে  জওহরলাল নেহেরু  সম্পর্কে কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পরবর্তী পর্বে এই টপিক থেকে আরও কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হবে।  পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP  Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। 

জওহরলাল নেহেরু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। Jawaharlal Nehru MCQ.

 

১) নেহেরু পরিবারের আসল পদবী কি ছিল?

- কল (মুসলিম)

২) জওহরলাল নেহেরু মূলত কোথাকার বাসিন্দা ছিলেন?

- উত্তর প্রদেশের  

৩) জওহরলাল নেহেরু যে বাড়িতে বড় হয়েছিলেন সেটির নাম কি ছিল?

- আনন্দ ভবন

৪) জওহরলাল নেহেরু কোন পেশার সাথে যুক্ত ছিলেন?

- ওকালতি

৫) কত বছর বয়সে নেহেরু ইংল্যান্ডে যান?

- 15 বছর

৬)  ইউনাইটেড নেশনের জেনারেল এসেম্বলির প্রথম মহিলা প্রেসিডেন্ড বিজয়া লক্ষ্মী সম্পর্কে নেহেরুর কে ছিলেন?

- বোন

৭)  কমলা নেহেরু কে ছিলেন?

- জওহরলাল নেহেরুর পত্নী

৮) কয়েদি নম্বর-4126 নামে পরিচিত?

- জওহরলাল নেহেরু 

৯) ভারতের কোন নেতার ডাকনাম ছিল ‘জো বা ‘Joe’?

- জহরলাল নেহেরু 

১০) 1857 সালের বিদ্রোহের আগে জওহর লাল নেহরুর পিতামহ গঙ্গাধর নেহরু কোথাকার কোতোয়াল হিসাবে নিযুক্ত ছিলেন?

- দিল্লি 

১১) 1857 সালের বিদ্রোহকে ‘সামন্তবাদীদের বিদ্রোহ, যাতে বিদেশী বিরোধী অনুভূতিতে অনুপ্রাণিত লোকেরাও যোগ দেয় বলে বর্ণনা করেছেন কে?

- জওহরলাল নেহেরু 

১২) কার মা ‘স্বরূপাণী নেহেরু এলাহাবাদে ব্রিটিশ ঘোড়ার নালের নিচে পিষ্ট হয়েছিলেন?

- জওহরলাল নেহেরু

১৩) গণতান্ত্রিক সমাজতন্ত্রের ধারণা কে গড়ে তোলেন?

- জওহরলাল নেহরু  

১৪) কোন জাতীয়তাবাদী ব্যক্তি কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির সদস্য না হওয়া সত্ত্বেও এই পার্টিকে সমর্থন করতেন?

- জওহরলাল নেহরু

১৫) মহাত্মা গান্ধীকে প্রায়শই  দুই সমাজতান্ত্রিক এবং রক্ষণশীল ব্যক্তির মধ্যে মধ্যস্থতা করতে হতো। সেই দুই ব্যক্তি কারা?

- জওহরলাল নেহেরু এবং সর্দার প্যাটেল

১৬) কে তিনবার কংগ্রেসের সভাপতিত্ব করেছেন?

- জওহরলাল নেহেরু, দাদা ভাই নওরোজি

১৭) জওহরলাল নেহেরু কে রাজনীতিতে সক্রিয় হন?

- 1916 সালে (বিয়ের পর)

১৮) কোন আন্দোলনের মাধ্যমে জওহরলাল নেহেরু রাজনীতিতে প্রবেশ করেন?

- হোমরুল (স্বায়ত্ব শাসন) আন্দোলন

১৯) জওহরলাল নেহরু কোন সালে প্রথমবারের মতো কংগ্রেস অধিবেশনে অংশগ্রহণ করেন?

- 1912  (পাটনা বাঁকিপুর অধিবেশন) 

২০) জওহরলাল নেহরু কোন প্রসঙ্গে লিখেছেন – ‘দেশের বায়ুমণ্ডলে বিদ্যুৎ ছিল এবং আমরা যুবকরা এক অদ্ভুত উত্তেজনা ও উদ্দীপনা অনুভব করছিলাম?

- হোমরুল আন্দোলন

২১) কার প্রতিষ্ঠিত হোমরুল লীগের সদস্য ছিলেন জহরলাল নেহেরু?

- অ্যানি বেসান্ত

২২) ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে জওহরলাল নেহেরু সমাজতন্ত্রকে ভারতের সমস্যা সমাধানের চাবিকাঠি হিসেবে বর্ণনা করেছিলেন?

- লখনউ

২৩) 1920 খ্রি: জওহরলাল নেহেরুর প্রভাবে কে অযোধ্যা কিষাণ সভা প্রতিষ্ঠা করেন?

- বাবা রামচন্দ্র

২৪) জওহরলালা নেহরু তাঁর আত্মজীবনীতে কোন অধিবেশনকে ‘গান্ধী যুগের সূচনা বলে অভিহিত করেছেন?

- কলকাতার বিশেষ অধিবেশনকে (1920 খ্রি)

২৫) জওহর লাল নেহেরু কবে কংগ্রেসের সাধারণ সম্পাদক নিযুক্ত হন?

- 1923 সালে

২৬) জওহরলাল নেহেরু কোন স্থান থেকে কৃষকদের মধ্যে সফর শুরু করেন?

- এলাহাবাদ

২৭) জওহরলাল নেহেরুর সংসদীয় এলাকা কোনটি ছিল?

- ফুলপুর (এলাহাবাদ)

২৮) জওহরলাল নেহেরু 1924 সালে প্রথমবারের মতো কোথাকার প্রেসিডেন্ট নির্বাচিত হন?

- এলাহাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের

২৯) এলাহাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে জওহর লাল নেহেরু মোট কত বছর দায়িত্ব পালন করেন?

- দুই বছর

৩০) ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে জওহরলাল নেহেরু সমাজতন্ত্রকে ভারতের সমস্যা সমাধানের চাবিকাঠি হিসেবে বর্ণনা করেছিলেন?

- এলাহাবাদ

৩১) লখনউতে সাইমন কমিশনের বিরুদ্ধে যে প্রতিবাদ সংগঠিত হয়েছিল তাদের নেতা কে ছিলেন?

-  গোবিন্দ বল্লভ পন্ত, জওহর লাল নেহেরু

৩২) লক্ষনৌ শহরে পুলিশের হাতে কে প্রহৃত হন?

-  জওহরলাল নেহেরু,  গোবিন্দ বল্লভ পন্ত

৩৩) 1928 সালের আগস্ট মাসে প্রথম নিখিল বঙ্গ ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হয়। এর সভাপতি কে ছিলেন?

- জওহরলাল নেহেরু

৩৪) সুভাষচন্দ্র বসু কার সহযোগে Independence for India League তৈরি করেন?

- জওহরলাল নেহেরু 

৩৫) 1928 সালে জওহর লাল নেহেরু এবং সুভাষ চন্দ্র বসু দ্বারা গঠিত ‘ইন্ডিয়ান ইন্ডিপেনডেন্স লীগের সভাপতি কে ছিলেন?

- এস শ্রীনিবাস আয়েঙ্গার

৩৬) জাতীয় কংগ্রেসের অভ্যন্তরে বামপন্থী গোষ্ঠীর নেতৃত্ব ছিল কাদের হাতে?

- জহরলাল নেহেরু ও সুভাষচন্দ্র বসু 

৩৭) নেহেরু কমিটির সম্পাদক হিসাবে কাকে নিযুক্ত করা হয়? 

- জওহরলাল নেহেরু

৩৮) 1928 খ্রিস্টাব্দে 10ই আগস্ট মতিলাল নেহেরু কমিটি সর্বদলীয় কমিটির কাছে তাদের খসড়া সংবিধান পেশ করেছিল, এই কমিটির সচিব কে ছিলেন?

- জহরলাল নেহেরু

৩৯) কাকে সংবিধান প্রস্তাবনার জনক বলা হয়?

- জওহরলাল নেহেরু

৪০) 1929 সালে যখন সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রথমবার বিভক্ত হয়, তখন কে AITUC-এর সভাপতি ছিলেন?

- জওহরলাল নেহেরু 

৪২) জওহরলাল নেহেরু সর্বপ্রথম কবে সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি হন?

-লাহোর অধিবেশন, 1929

৪৩) 1929 সালের ঐতিহাসিক কংগ্রেসের লাহোর অধিবেশনে মূলত কার সভাপতিত্ব করার কথা ছিল কিন্তু তিনি করেননি?

- মহাত্মা গান্ধী

৪৪)  ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন কোন অধিবেশনে জওহরলাল নেহরু সভাপতিত্ব করেন?

- লাহোর অধিবেশন, 1929; লক্ষ্ণৌ অধিবেশন, 1936; ফৈজপুর অধিবেশন, 1937

৪৫) 1929 খ্রিস্টাব্দের 31শে ডিসেম্বর জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনে কে সভাপতির ভাষণে ঘোষণা করেন যে জাতীয় আন্দোলন লক্ষ্য পূর্ণ স্বরাজ অর্থাৎ পূর্ণ স্বাধীনতা অর্জন?

- জহরলাল নেহেরু

৪৬) 1929 সালে কংগ্রেসের লাহোর অধিবেশনে কে কংগ্রেসের লক্ষ্যকে 'সম্পূর্ণ স্বরাজ' হিসেবে ঘোষণা করেন?

- জওহরলাল নেহেরু 

৪৭) কংগ্রেসের কোন অধিবেশনে জওহরলাল নেহরু বলেছিলেন, ‘আমি একজন সমাজতান্ত্রিক এবং প্রজাতন্ত্রী এবং আমি রাজা ও রাজপুত্রদের বিশ্বাস করি না?

- 1929 সালের  লাহোর অধিবেশনে বলেছিলেন

৪৮) পন্ডিত জওহরলাল নেহেরু কবে রাভী নদীর তীরে স্বাধীনতার প্রতীক হিসাবে পতাকা উত্তোলন করেন?

- 1929 সালের 31 ডিসেম্বর

৪৯) 1929 সালের 31 ডিসেম্বরের মধ্যরাতে কে ভারতের পতাকা উত্তোলন করেন? 

- জওহরলাল নেহেরু 

৫০) 1929 সালে 31 শে ডিসেম্বর জহরলাল নেহেরু কোন নদীর তীরে স্বাধীনতার প্রতীক ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন করেন?

- রাভী বা ইরাবতী 

 

 

জওহরলাল নেহেরু প্রথম পর্ব (সংক্ষিপ্তরূপ)>>>> 

জওহরলাল নেহেরু  তৃতীয় পর্ব (অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর)>>>>  

 

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ  যোগদান করার জন্য - Click Here

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

জওহরলাল নেহরু, জওহরলাল নেহেরু, জওহরলাল নেহরু এর জীবনী, জহরলাল নেহেরু, জওহরলাল নেহেরুর জীবনী, জওহরলাল নেহ্রু, জহরলাল নেহেরুর জীবনী,নেহেরু, পন্ডিত জওহরলাল নেহেরু, জওহরলাল নেহেরুর জীবন, জওহরলাল নেহেরু আত্মজীবনী, পন্ডিত জহরলাল নেহেরু, জহরলাল নেহরু, জাওহারলাল নেহেরু জীবনী, পন্ডিত জওহরলাল নেহেরু এবং সোস্যালিজ্ম, ভারতের প্রথম প্রধানমন্ত্রী, ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অদৃশ্য সাম্রাজ্যবাদ, ডিসকভারি অফ ইন্ডিয়া , আরাম হারাম হ্যায়, Letters from a father to daughter, Glimpses of World History, An Autobiography, Jawaharlal Nehru, Jawaharlal Nehru History, Jawaharlal Nehru Biography, Jawaharlal Nehru Speech, Pandit Jawaharlal Nehru, Jawaharlal Nehru Death, Jawahar Lal Nehru, Jawaharlal Nehru Political History, Nehru ,Pt. Jawaharlal Nehru, Jawaharlal Nehru Bhashan.

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad