জওহরলাল নেহরু
Set by- Manas Adhikary
জওহরলাল নেহেরু প্রথম পর্ব। Jawaharlal Nehru – I.
জওহরলাল নেহরু, জওহরলাল নেহেরু, জওহরলাল নেহরু এর জীবনী, জহরলাল নেহেরু, জওহরলাল নেহেরুর জীবনী, জওহরলাল নেহ্রু, জহরলাল নেহেরুর জীবনী,নেহেরু, পন্ডিত জওহরলাল নেহেরু, জওহরলাল নেহেরুর জীবন, জওহরলাল নেহেরু আত্মজীবনী, পন্ডিত জহরলাল নেহেরু, জহরলাল নেহরু, জাওহারলাল নেহেরু জীবনী, পন্ডিত জওহরলাল নেহেরু এবং সোস্যালিজ্ম, ভারতের প্রথম প্রধানমন্ত্রী, ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অদৃশ্য সাম্রাজ্যবাদ, ডিসকভারি অফ ইন্ডিয়া , আরাম হারাম হ্যায়, Letters from a father to daughter, Glimpses of World History, An Autobiography, Jawaharlal Nehru, Jawaharlal Nehru History, Jawaharlal Nehru Biography, Jawaharlal Nehru Speech, Pandit Jawaharlal Nehru, Jawaharlal Nehru Death, Jawahar Lal Nehru, Jawaharlal Nehru Political History, Nehru ,Pt. Jawaharlal Nehru, Jawaharlal Nehru Bhashan.
নমস্কার, অভিনব একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই, আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো জওহরলাল নেহেরু। এই পর্বে থাকছে জওহরলাল নেহেরু সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পরবর্তী পর্বে এই টপিক থেকে আরও কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হবে। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
জওহরলাল নেহেরু সংক্ষিপ্ত আলোচনা। About Jawaharlal Nehru.
জওহরলাল নেহেরু ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের রাজনীতিবিদ, ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রধান নেতা এবং স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। দূরদৃষ্টিসম্পন্ন, আদর্শবাদী, পন্ডিত এবং কূটনীতিবিদ নেহেরু ছিলেন একজন আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব। বিশিষ্ট লেখক হিসাবেও নেহেরু পরিচিত ছিলেন।
রাজনীতিবিদ এবং স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর জন্ম এলাহবাদে 1889 খ্রীঃ 14 নভেম্বর। তাঁর পিতা মতিলাল নেহেরু এবং মাতা স্বরূপারানী। মতিলাল নিজে জাতীয়তাবোধে প্রানিত হলেও তার পরিবারের পরিবেশ ছিল বিদেশানুগত। ধনীর বিলাস ও আদরেই লালিত হয়েছিলেন জওহরলাল নেহেরু। 1905 সালে জওহরলালকে বিলেত পাঠানো হয়। সেখানে হ্যারোস্কুল, ট্রিনিটি কলেজ, কেমব্রিজ বিশ্ববিদ্যালয় এবং সর্বশেষ লন্ডন স্কুল অব ইকনমিক্সে সর্বমোট সাতবছর অধ্যায়ন করেন। রসায়ন, ভুতত্ত্ব, পদার্থবিদ্যা নিয়ে পড়তে পড়তে তিনি সহসা উদ্ভিদবিদ্যা নিয়ে পরা আরম্ভ করেন। পরে লন্ডন থেকে 1922 সাল দেশে ফেরেন ব্যারিষ্টার হয়ে। এলাহবাদে আইন ব্যবসায়ে কিছুকাল লিপ্ত থাকার সময়ে দিল্লির ময়দাকল মালিকের কন্যা কমলার সঙ্গে জওহরলাল বিবাহ হয়। 1922 সালে জওহরলাল নেহেরু এলাহবাদ পৌরসভার চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হন। আইন ব্যবসা ছাড়াও পাশাপাশি তিনি পারিবারিক ঐতিহ্যানুযায়ী রাজনীতিতেও পরিপক্কতা অর্জন করতে থাকেন। 1916 সালে বিয়ের পর তিনি রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন এবং তার রাজনৈতিক গুরু এবং পরবর্তীকালে ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর সংস্পর্শে আসেন। তিনি ভাবরতে স্বাধীনতা স্যগ্রামে সর্বদাই সর্বাবস্থায় গান্ধীজীর সঙ্গে সহযোগিতা করেন। বৃটিশ সরকারের নীতির বিরোধিতা করায় এবং স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দান করায় জওহরলাল নেহেরু গান্ধীজির মতই বহুবার কারারুদ্ধ হন এবং সর্বমোট প্রায় 9 বছর জেল খাটেন। জেলে বসেই কয়েকটি গ্রন্থ রচনা করেন যেগুলো পরে বিখ্যাত হয়েছিল। তাঁর লেখা বইগুলির মধ্যে 'ডিসকভারি অব ইন্ডিয়া, গ্লিম্পসেস অব ওয়ান্ড হিস্ট্রি এবং অটোবায়োগ্রাফি। জওহরলাল নেহের জেলে বসে নানা বিষয়ে কন্যা ইন্দিরা গান্ধিকে অনকে চিঠি লেখেন। সেগুলো নিয়ে পরে একটা সংকলন গ্রন্থও প্রকাশিত হয়। তাঁর আত্মাজীবিনীর একটা অংশ স্কুলপাঠাও হয়েছিল যার নাম ছিল মাই চাইল্ডহুড।
জওহরলাল নেহেরুর সভাপতিত্বেই একসভায় 1929 সালে ভারতীয় কংগ্রেস দল স্বাধীনতার পক্ষে সর্বাত্মক রায় দেয়। 1937 সালে অনুষ্ঠিত প্রাদেশিক নির্বাচনে কংগ্রেস দলের প্রধান স্থাপক ছিলেন জওহরলাল নেহেরু। 1947 সালের 15 আগষ্ট ভারত স্বাধীনতা লাভ করলে জওহরলাল নেহেরু প্রথম দেশের প্রধানমন্ত্রী মনোনীত হন। জওহরলাল নেহেরু যদিও আর্জীবন রাজনীতিতে গান্ধীর শিষ্য ছিলেন, কিন্তু ভারতের অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনায় দুজনের মধ্যে বেশ মতপার্থক্য ছিলো। গান্ধী ছিলেন পল্লীনির্ভর অর্থনীতির পক্ষে, কিন্তু নেহেরু পাশ্চাত্যের মতো শিল্পে উন্নত করে আধুনিক ভারত গড়ার পক্ষপাতি ছিলেন। ভারত স্বাধীন হওয়ার কয়েকমাস পরে মহাত্মা গান্ধী আততায়ীর হাতে নিহত হলে তাদের এই মতপার্থক্য জটিলরূপ নিতে পারেনি। 1964 সালের 27 মে 75 বছর বয়সে জওহরলাল নেহেরু মৃত্যুবরন করেন।
জওহরলাল নেহেরু দ্বিতীয় পর্ব (অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর)>>>>
ধন্যবাদ
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন
টেলিগ্রাম গ্রুপ এ যোগদান করার জন্য - Click Here
পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here
ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here
জওহরলাল নেহরু, জওহরলাল নেহেরু, জওহরলাল নেহরু এর জীবনী, জহরলাল নেহেরু,
জওহরলাল নেহেরুর জীবনী, জওহরলাল নেহ্রু, জহরলাল নেহেরুর জীবনী,নেহেরু,
পন্ডিত জওহরলাল নেহেরু, জওহরলাল নেহেরুর জীবন, জওহরলাল নেহেরু আত্মজীবনী,
পন্ডিত জহরলাল নেহেরু, জহরলাল নেহরু, জাওহারলাল নেহেরু জীবনী, পন্ডিত
জওহরলাল নেহেরু এবং সোস্যালিজ্ম, ভারতের প্রথম প্রধানমন্ত্রী, ভারতের
পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অদৃশ্য সাম্রাজ্যবাদ, ডিসকভারি অফ ইন্ডিয়া , আরাম
হারাম হ্যায়, Letters from a father to daughter, Glimpses of World
History, An Autobiography, Jawaharlal Nehru, Jawaharlal Nehru History,
Jawaharlal Nehru Biography, Jawaharlal Nehru Speech, Pandit Jawaharlal
Nehru, Jawaharlal Nehru Death, Jawahar Lal Nehru, Jawaharlal Nehru
Political History, Nehru ,Pt. Jawaharlal Nehru, Jawaharlal Nehru
Bhashan.