Type Here to Get Search Results !

আমেদাবাদ সত্যাগ্রহ ও খেদা সত্যাগ্রহ প্রথম পর্ব [Kheda Satyagraha]

 

আমেদাবাদ সত্যাগ্রহ ও খেদা সত্যাগ্রহ 

Set by- Manas Adhikary

 


মহাত্মা গান্ধির আমেদাবাদ সত্যাগ্রহ ও খেদা সত্যাগ্রহ প্রথম পর্ব। Ahmedabad Satyagraha and Kheda Satyagraha– I

আমেদাবাদ সুতিবস্ত্র মিল সত্যাগ্রহ, সত‍্যাগ্রহ, অহিংস সত্যাগ্রহ আন্দোলন, খেদা সত্যাগ্রহ, সত্যাগ্রহ আন্দোলন, খেদা সত্যাগ্রহের কারণ ও ফলাফল, ভারতে জাতীয়তাবাদ অহিংস সত্যাগ্রহ, মাধ্যমিক ইতিহাস প্রশ্ন উওর ও সাজেশন 2024, ahmedabad mill strike,ahmedabad mill strike 1918,ahmedabad satyagraha,satyagraha,ahmedabad mill strike satyagraha,ahmedabad mill satyagraha by gandhiji 1918,ahmedabad mill workers strike, kheda satyagraha,kheda satyagraha 1918,kheda satyagraha of 1918,kheda satyagrah,kheda satyagrah 1918,kheda satyagraha in bengali,kheda satagraham,kheda styagrah,what is kheda satyagraha of 1918,define kheda satyagraha of 1918,   

জানাই, আজকে আপনাদের জন্য আলোচনা   করা  হলো  আমেদাবাদ সত্যাগ্রহ ও খেদা সত্যাগ্রহ। এই পর্বে থাকছে  মহাত্মা গান্ধির আমেদাবাদ সত্যাগ্রহ ও খেদা সত্যাগ্রহ সম্পর্কে  সংক্ষিপ্ত আলোচনা। পরবর্তী পর্বে এই টপিক থেকে কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হবে।  পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP  Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

আমেদাবাদ সত্যাগ্রহ ও খেদা সত্যাগ্রহ সংক্ষিপ্ত আলোচনা। About Ahmedabad Satyagraha and Kheda Satyagraha.  

 

 

আমেদাবাদ মিল ধর্মঘট

 

আমেদাবাদ সত্যাগ্রহ মহাত্মা গান্ধীর একটি শক্তিশালী হাতিয়ার ছিল এবং এটি ভারতের ইতিহাসে অন্যতম প্রধান স্বাধীনতা আন্দোলন বলে মনে করা হয়। দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে আসার পর, গান্ধী আমেদাবাদ সত্যাগ্রহের নেতৃত্ব দেন। আমেদাবাদের শ্রমিক এবং মিল মালিকদের মধ্যেমজুরি নিয়ে বিরোধ ছিল।  গান্ধীজী  আহমেদাবাদ সত্যাগ্রহএর মাধ্যমে এই বিরোধের অবসান ঘটান।  তাই এর নাম দেওয়া হয়েছিল আহমেদাবাদ মিল ধর্মঘট। গান্ধীজি এই ধর্মঘটে প্রথম অনশনকে অস্ত্র হিসাবে ব্যবহার করেছিলেন।

প্রথমবারের মতো, মহাত্মা গান্ধী আহমেদাবাদের একটি কটন মিলের মালিক ও শ্রমিকদের মধ্যে শিল্প বিরোধের জন্য সত্যাগ্রহ এবং অনশন ধর্মঘটের নেতৃত্ব দিয়েছিলেন।

ক)  যুদ্ধকালীন মুদ্রাস্ফীতির জন্য ক্ষতিপূরণ দেওয়ার জন্য, শ্রমিকরা মজুরি 50% বৃদ্ধি চেয়েছিল।

খ)  আমেদাবাদ মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এবং আম্বালাল সারাভাইয়ের বোন অনুসূয়া সারাভাইকে ন্যায়বিচারের লড়াইয়ে সাহায্যের জন্য যোগাযোগ করা হয়েছিল। 

গ)  অনুসূয়া  শ্রমিকদের এবং মিল মালিকদের মধ্যে বিরোধ সমাধানে সহায়তা করার জন্য গান্ধীর সাথে যোগাযোগ করেন।

ঘ) গান্ধী 35% বেতন বৃদ্ধির দাবিতে কর্মীদের পাশে  এসে দাঁড়ান। 

ঙ) গান্ধী ধর্মঘটে থাকাকালীন শ্রমিকদের শান্তিপূর্ণ থাকতে বলেছিলেন। মিল মালিকদের সাথে একটি বৈঠকে মিল মালিকরা মাত্র 20% বেতন বৃদ্ধি করতে প্রস্তুত হওয়ায় গান্ধীজী শ্রমিকদেরকে উৎসাহিত করার জন্য তার প্রথম অনশনে শুরু করেন। 

চ) মিল মালিকরা হাল ছেড়ে দেন এবং শেষ পর্যন্ত শ্রমিকদের দাবি শুনতে রাজি হন।

ছ)   মিল মালিকরা শেষ পর্যন্ত শ্রমিকদের 35% মজুরি বৃদ্ধি করলে এক পর্যায়ে ধর্মঘট শেষ হয়।

 

 

গান্ধিজীর খেদা আন্দোলন-

আমেদাবাদ সত্যাগ্রহের মাত্র 4 দিন পর 1918 সালের 11 মার্চ খেদা সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়। 1918 খ্রিস্টাব্দে গুজরাটের খেদা বা খেড়া জেলায় দুর্ভিক্ষ ও প্লেগ দেখা দেয়। এর ফলে সেখানে খাদ্য উৎপাদন বিশেষভাবে ব্যাহত হয়েছিল। নতুন ফসল না জন্মানোর কারণে সেখানকার কৃষকদের অবস্থা খুবই দুর্বিষহ হয়ে ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে সেখানকার নিত্য প্রয়োজনীয় দ্রব্য-সামগ্রীর দাম প্রচণ্ড হারে বেড়ে যায়। উৎপন্ন ফসলের পরিমান এতটাই কম  ছিল যে কৃষকরারাজস্ব পরিশোধ করতে অক্ষম ছিল। এই সংকটময় পরিস্থিতিতে ঐ অঞ্চলের কৃষকরা ইংরেজ সরকারের কাছে তাদের  খাজনা হ্রাসের আবেদন জানায়। কিন্তু সরকার তাদের এই আবেদনে সাড়া না দিয়ে  কৃষকদের কাছ থেকে রাজস্ব আদায়ের জন্য বিভিন্নভাবে তাদের ওপর অত্যাচার করতে শুরু করে। গান্ধিজী সরকারের এরূপ আচরণে ক্ষুদ্ধ হয় এবং কৃষকদের খাজনা দেওয়া বয়কট করার দাবি জানায়। ঐ অঞ্চলের কৃষকদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে গান্ধিজী কৃষক আন্দোলনে অনড় থাকে। তৎকালীন কংগ্রেস নেতা বল্লভভাই প্যাটেল, ইন্দুলাল প্রমুখ সত্যাগ্রহীদের সহযোগিতায় গান্ধিজী খেদা সত্যাগ্রহের ডাক দেয় 1918 খ্রিস্টাব্দের 21 মার্চ। এই আন্দোলন 6 জুন পর্যন্ত চলে। আন্দোলনে কৃষকরা সরকারের শাস্তির ভয়কে উপেক্ষা করে দলে দলে অংশগ্রহণ করে এবং শেষ পর্যন্ত সরকার একটা বোঝাপড়ায় আসতে বাধ্য হয়।

আন্দোলনের তাৎপর্য:

গান্ধিজী পরিচালিত গুজরাটের খেড়া বা খেদায় কৃষক আন্দোলন বিশেষ সাফল্য অর্জন করতে পারেনি। কিন্তু এর তাৎপর্য ছিল সুদূরপ্রসারী। কারন আন্দোলনের মধ্যে দিয়ে গুজরাটে কৃষক সচেতনতার প্রথম প্রকাশ ঘটে। খেদা আন্দোলন একটি আঞ্চলিক আন্দোলন হলেও এর মধ্যে দিয়ে ভারতের স্বাধীনতা সংগ্রাম একটি নতুন চরিত্র লাভ করে। আন্দোলনের মাধ্যমে শান্ত, নিরীহ গ্রামবাসীদের পক্ষে কেবল আত্মবিশ্বাসের ওপর নির্ভর করে সত্যাগ্রহ ও গণআন্দোলনের পথে অগ্রসর হওয়া সম্ভব, সেই কথা সাধারণ গ্রামবাসীদের মধ্যে স্পষ্ট হয়ে ওঠে।

 

আমেদাবাদ সত্যাগ্রহ ও খেদা সত্যাগ্রহ  দ্বিতীয় পর্ব (অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর )>>>> 

 

 

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ  যোগদান করার জন্য - Click Here

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

 আমেদাবাদ সুতিবস্ত্র মিল সত্যাগ্রহ, সত‍্যাগ্রহ, অহিংস সত্যাগ্রহ আন্দোলন, খেদা সত্যাগ্রহ, সত্যাগ্রহ আন্দোলন, খেদা সত্যাগ্রহের কারণ ও ফলাফল, ভারতে জাতীয়তাবাদ অহিংস সত্যাগ্রহ, মাধ্যমিক ইতিহাস প্রশ্ন উওর ও সাজেশন 2024, ahmedabad mill strike,ahmedabad mill strike 1918,ahmedabad satyagraha,satyagraha,ahmedabad mill strike satyagraha,ahmedabad mill satyagraha by gandhiji 1918,ahmedabad mill workers strike, kheda satyagraha,kheda satyagraha 1918,kheda satyagraha of 1918,kheda satyagrah,kheda satyagrah 1918,kheda satyagraha in bengali,kheda satagraham,kheda styagrah,what is kheda satyagraha of 1918,define kheda satyagraha of 1918,  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad