চম্পারন সত্যাগ্রহ
Set by - Manas Adhikary
চম্পারণ সত্যাগ্রহ দ্বিতীয় পর্ব। Champaran Satyagraha Part - II.
চম্পারন সত্যাগ্রহ। ভারতে জাতীয়তাবাদ অহিংস সত্যাগ্রহ। চম্পারন। তিনকাঠিয়া প্রথা। মহাত্মা গান্ধী ও সত্যাগ্রহ। মহাত্মা গান্ধীর স্বরাজ ভাবনা ও অহিংস সত্যাগ্রহ। champaran satyagraha, champaran satyagraha kya hai, champaran satyagraha 1917 ,champaran satyagrah, #champaran satyagraha, champaran satyagraha 1917 upsc, #champaran satyagraha 1917, champaran satyagrah 1917, champaran, champaran satyagraha psc, champaran satyagraha upsc, champaran satyagraha in bihar, champaran satyagraha class 10, champaran satyagraha in bihar for bpsc.
নমস্কার, অভিনব একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই, আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো চম্পারণ সত্যাগ্রহ। এই পর্বে থাকছে চম্পারণ সত্যাগ্রহ সম্পর্কে কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
চম্পারন সত্যাগ্রহ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। Champaran Satyagraha MCQ.
১) গান্ধিজী কবে ভারত ফিরে আসেন?
- 1915 সালের 9 জানুয়ারী
২) প্রবাসী ভারতীয় দিবস হিসাবে কোন দিনটিকে উদ্যাপিত করা হয়?
- 9 জানুয়ারী (মহাত্মা গান্ধীর দক্ষিন আফ্রিকা থেকে ভারতে ফেরার দিনটিকে)
৩) গান্ধী দিবস কোনদিন পালন করা হয়?
- 2 অক্টোবর (জন্মদিন)
৪) গান্ধিজী যখন দক্ষিন আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন তখন তাঁর বয়স কত?
- প্রায় 46 বছর
৫) 1915 সালে কোন নেতার আমন্ত্রনে গান্ধীজি ভারতে আসেন?
- গোপাল কৃষ্ণ গোখলে।
৬) কোন সময়কালটিকে আমরা গান্ধিজীর যুগ বলে?
- 1915 থেকে 1948
৭) দক্ষিণ আফ্রিকা থেকে ফেরার পর ব্যাপক জনসাধারণের মধ্যে গান্ধীজি প্রথম কোথায় আবির্ভূত হন?
-বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের (BHU) উদ্বোধনী অনুষ্ঠানে
৮) মহাত্মা গান্ধী ভারতে কোথায় প্রথম জনসাধারণের উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন?
- বারাণসী
(মহাত্মা গান্ধী 1916 সালের ফেব্রুয়ারিতে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতে প্রথম জনসাধারণের উদ্দেশ্যে ভাষণ দেন।)
৯) দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে আসার পর ভারতে গান্ধীজি প্রথম সত্যাগ্রহ কোথায় করেছিলেন?
- চম্পারণে
১০) কোনটি গান্ধীজির প্রথম সত্যাগ্রহ আন্দোলন যেখানে তিনি আইন অমান্য আন্দোলন ব্যবহার করেছিলেন?
- চম্পারণ সত্যাগ্রহ
১১) কোন ঘটনার সময় গান্ধীজি প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন?
- এশিয়ান নিবন্ধন আইনের বিরুদ্ধে
(এশিয়াটিক নিবন্ধন আইন ভারতীয়দের নিবন্ধন শংসাপত্রের সাথে সম্পর্কিত ছিল। যার বিরোধিতা করেছিলেন গান্ধীজি ১৯০৬ সালে দক্ষিণ আফ্রিকায়। ভারতে প্রথম সত্যাগ্রহ 1917 সালে চম্পারণ থেকে শুরু হয়েছিল।)
১২) কোন ঘটনার পর গান্ধীজি একজন সত্যিকারের জাতীয় নেতা হয়ে ওঠেন?
- রাউলাট সত্যাগ্রহ
১৩) সর্বভারতীয় রাজনীতিতে গান্ধীজির প্রথম সাহসী পদক্ষেপ কোনটি?
- রাউলাট আন্দোলন
(চম্পারন আন্দোলন শুধুমাত্র চম্পারণেই সীমাবদ্ধ ছিল। গান্ধীজীর জাতীয় পর্যায়ে প্রথম আন্দোলন শুরু হয়েছিল রাউলাট সত্যাগ্রহ (1919))
১৪) চম্পারণ সত্যাগ্রহ কবে সংঘটিত হয়?
- এপ্রিল 19, 1917
১৫) চম্পারণ সত্যাগ্রহের সাথে কোন কোন ব্যক্তি জড়িত ছিলেন ?
- ব্রজকিশোর প্রসাদ, রাজেন্দ্র প্রসাদ, অনুগ্রহ নারায়ণ সিনহা, নরহরি পারেখ, মাজহার উল হক, মহাদেব দেশাই, জে বি কৃপালানি
১৬) 1917 সালের 10 এপ্রিল চম্পারণ সত্যাগ্রহে গান্ধীজির সাথে আর কে যোগ দিয়েছিলেন?
- রাজেন্দ্র প্রসাদ
১৭) মহাত্মা গান্ধী চম্পারণ আন্দোলনের রূপরেখা কোথায় প্রস্তুত করেছিলেন?
- রাঁচি
১৮) মহাত্মা গান্ধী কোথায় প্রথম কৃষক আন্দোলন শুরু করেন?
- চম্পারণ
১৯) চম্পারণ কোথায় অবস্থিত?
- বিহারের উত্তরাঞ্চলে
২০) গান্ধীজির প্রথম কৃষক আন্দোলন চম্পারণ কোন অঞ্চলে শুরু হয়েছিল?
- উত্তর বিহার
২১) জোরপূর্বক নীল চাষের বিরুদ্ধে মহাত্মা গান্ধী দ্বারা অনুপ্রাণিত প্রধান আন্দোলন কোনটি ছিল?
- চম্পারণ সত্যাগ্রহ
২২) ভারতে প্রথম কৃষক আন্দোলন কোনটি?
- বিজোলিয়া
২৩) 1917 সালে মহাত্মা গান্ধীকে চম্পারণে কে আমন্ত্রন করেছিলেন?
অথবা, কে গান্ধীজীকে স্বয়ং চম্পারণে এসে সেখানকার রায়টদের করুণ অবস্থা দেখার অনুরোধ করেছিলেন?
- রাজকুমার শুক্লা
২৪) রাজকুমার শুক্লার আমন্ত্রনে মহাত্মা গান্ধী যখন চম্পারণে স্টেশনে গেলে, কে তাকে স্টেশন থেকে নিয়ে এসেছিলেন?
- জে বি কৃপালানি
২৫) চম্পারণ সত্যাগ্রহের প্রধান কৃষক নেতা কে ছিলেন?
- রাজকুমার শুক্লা
২৬) কোন ব্রিটিশ অফিসার রাজকুমার শুক্লাকে চম্পারণের একমাত্র মানুষ বলে অভিহিত করেছিলেন?
- এমন
২৭) গান্ধীজীর চম্পারণ আন্দোলনের লক্ষ্য কি ছিল?
- নীল শ্রমিকের সমস্যা সমাধান করা
২৮) তিনকাঠিয়া প্রথা কোন সত্যাগ্রহের সাথে সম্পর্কিত?
- চম্পারণ সত্যাগ্রহ
২৯) চম্পারণে তিনকাঠিয়া প্রথা নিচের কোনটিকে বোঝায়?
- 3/20 জমিতে নীল চাষ করা
৩০) কে চম্পারণ থেকে তিনকাঠিয়া প্রথা বিলুপ্ত করেন?
- মহাত্মা গান্ধী
৩১) চম্পারণ আন্দোলনের সময় বিহারে গান্ধীর জীবন কে রক্ষা করেছিলেন?
- বতখ মিয়া
৩২) গান্ধীজি কবে থেকে জুতা (জুতা পরা) ছেড়ে দেন?
- চম্পারণ সত্যাগ্রহে
(গান্ধীজি যখন শুনলেন যে নীল কারখানার মালিকরা নিম্নবর্ণের পুরুষ ও মহিলাদের জুতা পরতে দেয় না, তখন তিনি তা পরা বন্ধ করে দেন।)
৩৩) কোন সময় গান্ধীর নামের আগে মহাত্মা যুক্ত হয়?
- চম্পারন সত্যাগ্রহের সময়
৩৪) গান্ধিজিকে মহাত্মা উপাধি কে দিয়েছিলেন?
- রবীন্দ্র নাথ ঠাকুর
৩৫) কোন আন্দোলনের সাফল্যে অভিভূত হয়ে রবীন্দ্র নাথ ঠাকুর মহাত্মা গান্ধীকে মহাত্মা উপাধি দেন?
- চম্পারণ সত্যাগ্রহ
৩৬) কে মহাত্মা গান্ধীর চম্পারণ সত্যাগ্রহের বিরোধিতা করেছিলেন?
- এন জি রঙ্গা
৩৭) মহাত্মা গান্ধীর চম্পারণ সত্যাগ্রহের কারণে বিহারের তৎকালীন লেফটেন্যান্ট গভর্নর এডওয়ার্ড অ্যালবার্ট গেট কার সভাপতিত্বে একটি তদন্ত কমিটি গঠন করেন?
- এফ জি স্লাই
৩৮) চম্পারন কৃষি তদন্ত কমিটির সদস্য কারা ছিলেন ?
- স্লাই, রিড, মহাত্মা গান্ধী
৩৯) চম্পারন কৃষি তদন্ত কমিটিতে কোন ভারতীয় নিযুক্তি ছিলেন?
- মহাত্মা গান্ধী
৪০) কবে ইউরোপীয় নীল বাগান মালিকদের বিরুদ্ধে চম্পারন কৃষি আইন (চম্পারন কৃষি আইন) পাস করা হয়েছিল?
- 4 মার্চ 1918
৪১) কোন সংবাদপত্র গান্ধীর চম্পারণ আন্দোলনকে প্রচার করেছিল?
- প্রতাপ
৪২)’দুখি', 'দুখি আত্মা', 'দুখী হৃদয়'-ছদ্মনামে লেখনীর মাধ্যমে চম্পারণের কৃষকদের দুর্দশার কথা তুলে ধরেছেন কে?
- মহম্মদ মুনিস
৪৩) চম্পারণ সত্যাগ্রহ গ্রন্থটি কার রচনা?
- রাজেন্দ্র প্রসাদ
৪৪) চম্পারনে মহাত্মা গান্ধী কার রচনা?
- ডাঃ রাজেন্দ্র প্রসাদ
৪৫) সম্প্রতি ‘গান্ধী এবং চম্পারণ সত্যাগ্রহ’ নামে বইটি কে লিখেছেন?
- সুরঞ্জন দাস
চম্পারন সত্যাগ্রহ প্রথম পর্ব >>>>
ধন্যবাদ
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন
টেলিগ্রাম গ্রুপ এ যোগদান করার জন্য - Click Here
পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here
ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here
চম্পারন
সত্যাগ্রহ।
ভারতে জাতীয়তাবাদ অহিংস সত্যাগ্রহ। চম্পারন। তিনকাঠিয়া প্রথা। মহাত্মা গান্ধী ও সত্যাগ্রহ। মহাত্মা
গান্ধীর স্বরাজ ভাবনা ও অহিংস সত্যাগ্রহ। champaran satyagraha, champaran
satyagraha kya hai, champaran satyagraha 1917 ,champaran satyagrah,
#champaran satyagraha, champaran satyagraha 1917 upsc, #champaran
satyagraha 1917, champaran satyagrah 1917, champaran, champaran
satyagraha psc, champaran satyagraha upsc, champaran satyagraha in
bihar, champaran satyagraha class 10, champaran satyagraha in bihar for
bpsc.