Type Here to Get Search Results !

মহাত্মা গান্ধীর দক্ষিণ আফ্রিকা সফর দ্বিতীয় পর্ব [Gandhiji]

 

মহাত্মা গান্ধীর দক্ষিণ আফ্রিকা সফর

Set by- Manas Adhikary 

 


মহাত্মা গান্ধীর দক্ষিণ আফ্রিকা সফর দ্বিতীয় পর্ব। Mahatma Gandhi– II  

গান্ধিজী। নাটাল ইন্ডিয়ান কংগ্রেস। ফিনিক্স আশ্রম। সর্বোদয়। টলস্টয় ফার্ম। গান্ধী আশ্রম। সত্যাগ্রহ আশ্রম।  হিন্দ স্বরাজ। ইন্ডিয়ান ওপিনিয়ন। এশিয়াটিক নিবন্ধন আইন। গান্ধীজির প্রথম সত্যাগ্রহ।

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই, আজকে আপনাদের জন্য আলোচনা   করা  হলো মহাত্মা গান্ধির দক্ষিণ আফ্রিকা সফর। এই পর্বে থাকছে  মহাত্মা গান্ধির দক্ষিণ আফ্রিকা সফর সম্পর্কে  কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হবে।  পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP  Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

মহাত্মা গান্ধীর দক্ষিণ আফ্রিকা সফর  অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। Gandhiji MCQ.

 

১) মহাত্মা গান্ধী কবে জন্মগ্রহন করেন?

- 1869 সালের 2 অক্টোবর

২) মহাত্মা গান্ধী কোথায় জন্ম গ্রহন করেন?

- পোরবন্দর

৩) মহাত্মা গান্ধীর পুরো নাম কী?

- মোহনদাস করমচাঁদ গান্ধী

৪) গান্ধিজী বাবার পেশা কী ছিল?

- পোরবন্দরের দেওয়ান

৫) মহাত্মা গান্ধীর মাতার নাম কী?

- পুতলিবাঈ

৬) মহাত্মা গান্ধীর পত্নীর নাম কী?

- কস্তুরাবাই

৭) কত বছর বয়সে মহাত্মা গান্ধী বিয়ে করেন?

- 13 বছর বয়সে

৮) মহাত্মা গান্ধীর পত্নী কবে মারা যান?

- 1924 সালের 22 ফেব্রুয়ারি

৯) গান্ধীজি কবে আইনে স্নাতক হন?

- 1891 সালে লন্ডন ইউনিভার্সসিটি থেকে

১০) কার কাছে গান্ধীজি প্রতিজ্ঞা করেছিলেন তিনি মদ, মাংস ও নারীর সঙ্গ থেকে বিরত থাকবেন?

- পুটলিবাঈ

১১) গান্ধীজির কোন পুত্র ইসলাম ধর্ম গ্রহন করেন?

- প্রথম পুত্র হরিলাল গান্ধী। ইসলাম গ্রহন করার পর আব্দুল্লা গান্ধী নাম ধারন করেন।

১২) গান্ধিজী কত খ্রিষ্টাব্দে আইন ব্যবসার উদ্দেশ্যে দক্ষিন আফ্রিকায় যাত্রা করেন?

- 1893 সালে

১৩) কোন রেলস্টেশনে গান্ধিজীকে আপমান করে বের দেওয়া হয়?

- দক্ষিন আফ্রিকার পিটার মারিশবার্গ (1893 সাল)

১৪) দক্ষিন আফ্রকায় মহাত্মা গান্ধী প্রতিষ্ঠিত সংঘঠনের নাম কী?

- ন্যাটাল ইন্ডিয়ান কংগ্রেস (1894)

১৫) নাটাল ইন্ডিয়ান কংগ্রেস কে প্রতিষ্ঠা করেন?

- মহাত্মা গান্ধী 

১৬) মহাত্মা গান্ধীর নাটাল ইন্ডিয়া কংগ্রেস কত সালে কবে প্রতিষ্ঠিত হয়?

- 22 মে 1894

১৭) মহাত্মা গান্ধীর সাথে সম্পর্কিত কোন আশ্রমটি প্রাচীনতম?

- ফিনিক্স

১৮) ফিনিক্স আশ্রম কে প্রতিষ্ঠা করেন?

- গান্ধীজী 

১৯) মহাত্মা গান্ধী কোথায় ফিনিক্স ফার্মস প্রতিষ্ঠা করেছিলেন?

- নাটালের ডারবানে

২০) গান্ধীজি কবে ডারবানে ফিনিক্স আশ্রম প্রতিষ্ঠা করেন? 

- 1904

২১) ফিনিক্স আশ্রম প্রতিষ্ঠার জন্য গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় যে জমি কিনেছিলেন তার মূল্য কত ছিল?

- 1000 পাউন্ড 

২২) ফিনিক্স আশ্রমে গান্ধীজির কুঁড়েঘরের নাম কী ছিল?

- সর্বোদয়

২৩) গান্ধীজি 1904 সালে ডারবানে ফিনিক্স আশ্রম প্রতিষ্ঠা করেন, ইহা কবে ফিনিক্স ট্রাস্টে রূপান্তরিত হয়?

- 1912 

২৪) ফিনিক্স আশ্রম কবে পুনরায় চালু হয়েছিল?

- 27 ফেব্রুয়ারি 2000 

২৫) গান্ধীজি টলস্টয় ফার্ম কবে প্রতিষ্ঠা করেন?

- 1910

২৬) গান্ধীজি টলস্টয় ফার্ম কোথায়  প্রতিষ্ঠা করেন?

-জোহানেসবার্গ (দক্ষিণ আফ্রিকা)

২৭) গান্ধীজি কার সহযোগিতায় টলস্টয় ফার্ম প্রতিষ্ঠা করেছিলেন?

- ক্যালেন বাখ  

২৮) গান্ধীজি ক্যালেন বাচের সহায়তায় ‘টলস্টয় ফার্ম প্রতিষ্ঠা করেছিলেন, কালেন বাচ কোথায় বাসিন্দা ছিলেন?

- জার্মানি

২৯) মহাত্মা গান্ধী কার নাম পরিবর্তন করে ‘গান্ধী আশ্রম রাখেন?  

- টলস্টয় ফার্ম 

৩০) গান্ধীজি সত্যাগ্রহ আশ্রম (সবরমতি আশ্রম ) কবে প্রতিষ্ঠা করেন?

- 1915

৩১) গান্ধীজি সত্যাগ্রহ আশ্রম কোথায় প্রতিষ্ঠা করেন?

- কোচরাব (সবরমতি নদী তীরে আহমেদাবাদ)

৩২) গান্ধীজি সেবাগ্রাম আশ্রম কবে প্রতিষ্ঠা করেন?

1936

৩৩) লেখক হিসেবে গান্ধীজীর প্রথম গ্রন্থ কোনটি?

- লন্ডন গাইড

৩৪) হিন্দ স্বরাজ নামক গ্রন্থের রচয়িতা কে?

- মোহনদাস করমচাঁদ গান্ধী 

৩৫) মহাত্মা গান্ধী তাঁর কোন পুস্তকে ব্রিটিশ পার্লামেন্টকে বন্ধ্যা ও পতিতা বলেছেন?

- হিন্দ স্বরাজ 

৩৬) পশ্চিমী মূল্যবোধের সমালোচনা করে মহাত্মা গান্ধী কবে তাঁর হিন্দ স্বরাজ গ্রন্থটি রচনা করেন?

- 1909 (মতান্তরে 1908 সালে)

৩৭) 1909 সালে গান্ধীজি কোন ভাষায়  ‘হিন্দ স্বরাজ বইটি রচনা করেন? 

- গুজরাটি  

৩৮) কোন বইটি গান্ধীজির সাথে সম্পর্কিত?

- সর্বোদয়, সত্যাগ্রহ, গীতা বোধ, আত্মা শুদ্ধি, রাষ্ট্র বানী, হিন্দ স্বরাজ

৩৯) মহাত্মা গান্ধীর ‘হিন্দ স্বরাজ বইটিকে অশোধিত বলে ব্যাখ্যা করে কে অপছন্দ করেন?

- গোপাল কৃষ্ণ গোখলে 

৪০) মহাত্মা গান্ধী কোন কোন সংবাদপত্রের সাথে যুক্ত ছিলেন ?

- নবজীবন, যুগান্তর, ইয়ং ইন্ডিয়া, ইন্ডিয়ান ওপিনিয়ন 

৪১) দক্ষিণ আফ্রিকায় অবস্থানকালে মহাত্মা গান্ধী নিচের কোন পত্রিকাটি প্রকাশ করেছিলেন?

- ইন্ডিয়ান ওপিনিয়ন (সাপ্তাহিক)

৪২) 'ইন্ডিয়ান ওপিনিয়ন' পত্রিকার প্রতিষ্ঠাতা কে?

- মহাত্মা গান্ধী

৪৩) দক্ষিণ আফ্রিকায় অবস্থানকালে মহাত্মা গান্ধী  কোন পত্রিকাটি প্রকাশ করেছিলেন?

- ইন্ডিয়ান ওপিনিয়ন   

৪৪) ভারতীয়দের দাবিতে সোচ্চার অভিব্যক্তি দেওয়ার জন্য গান্ধীজির পরামর্শে কে সাপ্তাহিক সংবাদপত্র ‘ইন্ডিয়ান ওপিনিয়ন শুরু করেন?

- মদন জিৎ 

৪৫) কোন সালে গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় নিষ্ক্রিয় প্রতিরোধ অভিযানের জন্য সত্যাগ্রহ শুরু করার জন্য 'ইন্ডিয়ান ওপিনিয়ন' পত্রিকাটি প্রতিষ্ঠা করেন?

- 1903

৪৬) দ্য ইন্ডিয়ান ওপিনিয়ন পত্রিকা কতগুলি ভাষায় প্রকাশিত হয়েছিল?

- 4

৪৭) ইন্ডিয়ান ওপিনিয়ন পত্রিকা কোন চারটি ভাষায় প্রকাশিত হয়েছিল? 

- গুজরাটি, হিন্দি, তামিল এবং ইংরেজি

৪৮) গান্ধীজির হিন্দ স্বরাজ কোথায় প্রকাশিত হয়েছিল? 

- ইন্ডিয়ান ওপিনিয়ন  

৪৯) ইন্ডিয়ান ওপিনিয়ন ম্যাগাজিন প্রকাশনা কবে শুরু হয়?

- 1903 

৫০) ইন্ডিয়ান ওপিনিয়ন ম্যাগাজিনের প্রথম এবং অবৈতনিক সম্পাদক কে ছিলেন? 

- মনসুখলাল নজর 

৫১) গান্ধীজি তার কোন পুস্তকে দক্ষিণ আফ্রিকায় বসবাসকারী ভারতীয়দের দুর্দশার চিত্র তুলে ধরেছেন?

- ইন্ডিয়ান  ফ্র্যাঞ্চাইজ 

৫২) আফ্রিকায় মহাত্মা গান্ধী কোন আইনের বিরোধিতা করেছিলেন, যা ভারতীয়দের নিবন্ধন শংসাপত্রের সাথে সম্পর্কিত ছিল?

- এশিয়াটিক নিবন্ধন আইন

৫৩) এশিয়াটিক রেজিস্ট্রেশন আইনটি কোনটি সম্পর্কিত ছিল?

- ভারতীয়দের নিবন্ধন শংসাপত্র সম্পর্কিত ছিল।

৫৪) গান্ধীজি কবে এশিয়াটিক রেজিস্ট্রেশন আইনের বিরোধিতা করেছিলেন? 

-   1906 সালে

৫৫) মহাত্মা গান্ধী তাঁর 'অহিংস আন্দোলন' প্রথম শুরু করেন কোথা থেকে?

- দক্ষিন আফ্রিকার ন্যাটালে ট্রানসভাল থেকে।

৫৬)  মহাত্মা গান্ধী প্রথম কোথায় সত্যাগ্রহ আন্দোলন করেন?

- দক্ষিন আফ্রিকার নাটালে

৫৭) কিসের বিরুদ্ধে মহাত্মা গান্ধী প্রথম সত্যাগ্রহ আন্দোলন করেন?

- The Asiatic Ordinance

৫৮) গান্ধী দক্ষিন আফ্রিকায় কতবার সত্যাগ্রহ আন্দোলন করেন?

- 3 বার

৫৯) কবে প্রথম মহাত্মা গান্ধী জেলে যান?

- 1908 সালে দক্ষিন আফ্রিকার জোহনেসবার্গে

৬০) 1909 সালে, গান্ধীজি জোহানেসবার্গে টলস্টয় ফার্ম প্রতিষ্ঠা করেন, কোন গ্রুপ  ভারতে সত্যাগ্রহীদের পরিবারের পুনর্বাসনের সমস্যা সমাধানের জন্য গান্ধীকে ₹ 25,000 প্রদান করেছিলেন?

- টাটা গ্রুপ 

৬১) ) 1893 সাল থেকে 1914 সাল পর্যন্ত মহাত্মা গান্ধী কোথায় ছিলেন?

- দক্ষিন আফ্রিকা

 

মহাত্মা গান্ধির দক্ষিণ আফ্রিকা সফর প্রথম পর্ব (সংক্ষিপ্ত আলোচনা)>>>> 

মহাত্মা গান্ধি তৃতীয় পর্ব (ভারতে প্রত্যাবর্তন)>>>> 

 

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ  যোগদান করার জন্য - Click Here

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

গান্ধিজী। নাটাল ইন্ডিয়ান কংগ্রেস। ফিনিক্স আশ্রম। সর্বোদয়। টলস্টয় ফার্ম। গান্ধী আশ্রম। সত্যাগ্রহ আশ্রম।  হিন্দ স্বরাজ। ইন্ডিয়ান ওপিনিয়ন। এশিয়াটিক নিবন্ধন আইন। গান্ধীজির প্রথম সত্যাগ্রহ। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad