Type Here to Get Search Results !

ক্রিপস মিশন দ্বিতীয় পর্ব [Kripps Mission]

 

ক্রিপস মিশন

Set by- Manas Adhikary



ক্রিপস মিশন দ্বিতীয় পর্বCripps Mission– II

ক্রিপস মিশনক্রিপস মিশনক্রিপস প্রস্তাবক্রিপস দৌত্য। ক্রিপস মিশনের সদস্যক্রিপস মিশনের শর্তক্রিপস মিশনের উদ্দেশ্যক্রিপস প্রস্তাব প্রত্যাখ্যানA Post-dated Cheque on a Falling Bank। পোস্ট ডেটেড চেক।

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই, আজকে আপনাদের জন্য আলোচনা   করা  হলো ক্রিপস মিশন। এই পর্বে থাকছে  ক্রিপস মিশন সম্পর্কে কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর।    পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP  Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। 

ক্রিপস মিশন অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর Cripps Mission  MCQ.

 

 

১) ব্যক্তিগত সত্যাগ্রহের পরে এবং ক্রিপস মিশনের আগে, তেজ বাহাদুর সাপ্রু 1941 সালে ব্রিটিশ সরকারের সাথে একটি সমঝোতায় পৌঁছাতে এবং ভারতীয় দৃষ্টিভঙ্গি সামনে রাখার জন্য একটি সম্মেলনের আয়োজন করেন। তিনি কোথায় এই সম্মেলনের আয়োজন করেছিলেন?

- বোম্বাই

২) দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতের পূর্ণ সহযোগিতা লাভ ও ভারতের সংবিধান সংক্রান্ত প্রস্তাবলি নিয়ে আলাপ আলোচনার জন্য ভারতে আসে?

- ক্রিপস মিশন 

৩) ক্রিপস মিশন কত সালে ভারতে আসে?

- 23 মার্চ 1942 

(মতান্তরে 22 মার্চ 1942)

৪) ক্রিপস মিশনের প্রধান কে ছিলেন?

-  স্যার স্ট্যাফোর্ড ক্রিপস

৫)  স্ট্যাফোর্ড কেমন ধরনেরমানুষ ছিলেন?

- সমাজতন্ত্রে বিশ্বসী।

৬) স্যার স্ট্যাফোর্ড ক্রিপস কোন দলের সদস্য ছিলেন?

- লেবার পার্টি

৭) স্যার স্ট্যাফোর্ড ক্রিপস কে  ছিলেন?

- ব্রিটিশ মন্ত্রীসভার উপপ্রধানমন্ত্রী 

৮)  কোন ভারতীয় ক্রিপসের বন্ধুস্থানীয় ব্যক্তি ছিলেন?

- পন্ডিত জওহরলাল নেহেরু

৯) 23 মার্চ 1942 সালে, স্যার স্টাফোর্ড ক্রিপসকে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল ভারতীয় নেতাদের সাথে কথা বলার জন্য পাঠান।  ক্রিপস মিশনের সাথে কথা বলার জন্য কংগ্রেস তাদের কোন দুই প্রতিনিধিকে নির্বাচিত করেছিল?

 - পন্ডিত জহরলাল নেহেরু এবং মৌলানা আবুল কালাম আজাদ

১০)  কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারতে ক্রিপস মিশন পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল?

বা, ক্রীপস মিশন যখন ভারতে আসে তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন?

- বৃটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল

১১) ক্রিপস মিশনের আগমনের সময় সেক্রেটারি অফ স্টেট (রাষ্ট্রসচিব) কে ছিলেন?

- চার্চিল

১২)  ক্রীপস মিশন ভারতে আসার সময় ভারতের বড়লাট কে ছিলেন?

- লিনলিথগো

১৩) ক্রীপস মিশন ভারতে আসার সময় মার্কিন রাষ্ট্রপতি কে ছিলেন?

- রুজভেল্ট

১৪) ক্রীপস মিশন ভারতে আসার সময় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন?

- আবুল কালাম আজাদ

১৫)  ক্রিপস মিশন যখন ভারতে আসে তখন ভারত সচিব কে ছিলেন?

- লিও আমেরি

১৬) ক্রিপস মিশনের সদস্যদের নাম লিখুন?

- ক্রিপস, এ ভি আলেকজান্ডার, পেথিক লরেন্স

১৭) ক্রিপস মিশনের কোন সদস্য বাণিজ্য সচিব ছিলেন?

- স্ট্যাফোর্ড ক্রিপস

১৮) চার্চিল কেন ক্রিপস মিশন ভারতে পাঠান?

- রোজভেল্ট এর কঠোরতার চাপে

১৯) ক্রিপস মিশন ভারতে আসার সময় চীনের রাষ্ট্রপতি কে ছিলেন ?

- চিয়াংকাই শেখ

২০) ক্রিপস মিশন এবং সিমলা সম্মেলনের আলোচনায় কংগ্রেসের নেতৃত্ব দেন কে?

 - আবুল কালাম আজাদ 

২১) কোন কংগ্রেস সভাপতি ক্রিপস মিশন এবং লর্ড ওয়াভেল উভয়ের সাথে আলোচনা করেছিলেন?

- আব্দুল কালাম আজাদ

২২) ক্রিপস প্রস্তাবের আলোচনার অগ্রগতি লক্ষ্য করার জন্য আমেরিকা থেকে কাকে পাঠানো হয়েছিল?   

- কর্নেল জনসন 

২৩) ক্রিপস মিশন ভারতে আসার কারন কি ছিল?

- দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের যোগদান

২৪) ক্রিপস মিশন ভারতে আসে প্রধান কোন উদ্দেশ্য নিয়ে?

- দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতের পূর্ণ সহায়তা লাভকরা

২৫) কবে ক্রিপস মিশন তার প্রস্তাব পেশ করে?

অথবা, ক্রিপস তার খসড়াটি কবে সাংবাদিক সম্মেলনে পেশ করেন ?  

- 29 March, 1942

২৬) ক্রিপস মিশনে কতগুলি শর্ত ছিল? 

- 7টি

২৭) স্যার স্ট্যাফোর্ড ক্রিপস ব্রিটিশ সরকারের প্রস্তাবগুলির একটি খসড়া ঘোষণা নিয়ে ভারতে এসেছিলেন। সেই খসড়ায় কোন পরিকল্পনা ছিল?

-  দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শীঘ্রই ডোমিনিয়ন মর্যাদা সহ একটি ভারতীয় ইউনিয়ন তৈরি করা হবে। এই সময়কালে (ডোমিনিয়ন অবস্থায়), ভারতের নিরাপত্তার দায়িত্ব ব্রিটেনের হাতে থাকবে। ভারতীয় ইউনিয়ন করার জন্য সমস্ত প্রদেশ এবং রাজ্যগুলিকে একীভূত করতে হবে। যেকোনো প্রদেশ বা রাজ্য ভারতীয় ইউনিয়নের বাইরে থাকার সিদ্ধান্ত নিতে পারে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গণপরিষদের সদস্যরা প্রাদেশিক আইনসভার দ্বারা নির্বাচিত হবে।গণপরিষদ কর্তৃক প্রণীত সংবিধানের বৈধ বলে গন্য করা হবে। ভারতীয় সংবিধান অবশ্যই ভারতের জনগণের দ্বারা গঠিত হবে।

সরকার গণপরিষদ কর্তৃক প্রণীত সংবিধান দুটি শর্তে বাস্তবায়ন করতে পারবে।

শর্তদুটি হল -

1. যদি কোনও প্রদেশ সংবিধানের সাথে একমত না হয় তবে তারা তার নিজস্ব সংবিধান বজায় রাখতে পারে।

2.  প্রত্যেক প্রদেশ ও রাজ্যের এটা গ্রহন বা প্রত্যাখ্যান করার নিজস্ব অভিমত থাকবে

২৮) কোন পরিকল্পনার অধীনে 1942 সালে এটি গৃহীত হয়েছিল যে ভারতে একটি নির্বাচিত গণপরিষদ গঠিত হবে যা যুদ্ধের পরে সংবিধান প্রণয়ন করবে ?

- ক্রিপস পরিকল্পনা

২৯) ক্রীপস প্রস্তাবানুযায়ী গণপরিষদের মোট সদস্য সংখ্যা নির্বাচক সংস্থার কত অংশ হবে বলে উল্লেখ করা হয়?

- 1/10অংশ

৩০) ক্রিপস মিশন অনুযায়ী পাঞ্জাবের সংখ্যাগরিষ্ট মুসলমানরা ভারত থেকে আলাদা হয়ে গেলে কাদের স্বার্থ বিপন্ন হবে?

- শিখ সম্প্রদায়ের 

৩১) কোন রাজনৈতিক দল ক্রিপস প্রস্তাবকে প্রত্যাখ্যান করেন?

- ভারতীয় জাতীয় কংগ্রেস, হিন্দুমহাসভা, মুসলীম লীগ

৩২) একমাত্র কোন রাজনৈতিক দল ক্রীপস প্রস্তাবকে সমর্থন করে?

- মানবেন্দ্র রায় প্রতিষ্ঠিত র্যা ডিক্যাল ডেমোক্রেটিক পার্টি

৩৩) জাতীয় কংগ্রেস ক্রিপস প্রস্তাবকে মেন নেয় নি কেন?

- ক)  এই প্রস্তাবানুযায়ী গুরুত্বপূর্ন Protfolio ইংরেজ সরকার নিজের হাতে রেখেছিল।

খ) প্রদেশ বিচ্ছিন্ন হওয়ার অধিকার দান 

৩৪) মুসলিম লীগ কিজন্য ক্রিপস প্রস্তাব প্রত্যাখ্যান করে?

- পাকিস্তান বিভাগের দাবি সরাসরি মেনে নেওয়া হয়নি

৩৫) ক্রীপস প্রস্তাব কবে বাতিল হয়?

- 1942 সালে 11 এপ্রিল

৩৬) কবে স্যার স্ট্যাফোর্ড ক্রিপস তার প্রস্তাব প্রত্যাহার করে লন্ডন যাত্রা করেন?

- 12 এপ্রিল, 1942

৩৭) ক্রিপস প্রস্তাব ব্যর্থ হওয়ার কারণ কি?

- সংবিধান সভাকে সার্বভৌম ক্ষমতা না দেওয়া

৩৮)  ক্রিপস দৌত্য ব্যর্থ হওয়ার পর ভারতবর্ষে কোন আন্দোলন শুরু হয়?

- ভারত ছাড়ো আন্দোলন

৩৯) কার প্রতিক্রিয়াযস্বরূপ ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল?

 - ক্রিপস প্রস্তাব 

৪০) A Post-dated Cheque on a Falling Bank - কথাটি কে কোন প্রসঙ্গে বলেছিলেন?

- মহাত্মাগান্ধী ক্রিপস প্রস্তাব প্রসঙ্গে একথা বলেছিলেন।

৪১) কে ক্রিপস প্রস্তাবকে  দুর্ভাগ্যজনক প্রস্তাব বলে অভিহিত করেন?

- মহাত্মা গান্ধী

৪২) ক্রিপস  একমুখে দুই কথা বলতেন – উক্তিটি কার ? 

- হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়

৪৩) আমি যখন এই প্রস্তাবগুলি প্রথম দেখি তখন খুব ভেঙে পড়েছিলাম - ক্রিপস মিশনের প্রস্তাব সম্পর্কে কে উক্তিটি করেন?

- জহরলাল নেহেরু 

৪৪) গান্ধিজীকে  ‘রাজদ্রোহী ফকির’ বলে উপহাস করেন কে?

- উইনস্টন চার্চিল

৪৫) কে গান্ধীজি কে old rascal বলে অভিহিত করেন?

- চার্চিল

৪৬) কে গান্ধীজীর আন্দোলনকে 'রাজনৈতিক ব্ল্যাকমেল' বলে উল্লেখ করেছেন?

- লর্ড লিনলিথগো

৪৭) ক্রিপস আর একটু ধৈর্যের পরিচয় দিলে এবং বড়লাটের কাছ থেকে সঠিক সহযোগিতা পেলে হয়তো তিনি ব্যর্থ হতেন না-  উক্তিটি কার?

- চক্রবর্তী রাজা গোপালাচারী 

৪৮) আমাদের সততা প্রমানের জন্যই ক্রিপস মিশন অপরিহার্য। ভারতীয় নেতারা যদি এই প্রস্তাব বাতিল করে দেন তাহলে বিশ্বের কাছে আমাদের আন্তরিকতা প্রমাণিত হবে।– উক্তিটি কার? 

- চার্চিল

৪৯) ক্রিপস প্রস্তাব ছিল রক্ষণশীল, প্রতিক্রিয়াশীল এবং সীমাবদ্ধ-  উক্তিটি কার? 

- এস গোপাল

৫০) কে ক্রিপস মিশনের প্রেক্ষাপটে বলেছিলেন, ‘ক্রিপস প্রস্তাবটি ছিল এমন একটি শিশুর চিকিৎসার জন্য একটি অসফল প্রস্তাব যে এখনও জন্ম নেয়নি’? 

- পট্টাভী সীতারামাইয়া 

৫১) কোন পত্রিকায় ক্রিপস মিশনকে 'The ill fated proposal' হিসেবে অভিহিত করা

হয়?

- হরিজন 

৫২) ক্রিপস মিশনের ব্যর্থতার পর 1942 খ্রিস্টাব্দে 26 এপ্রিল গান্ধীজি কোন পত্রিকা মারফত ব্রিটিশ সরকারকে অবিলম্বে ভারতত্যাগের পরামর্শ দেন?

- হরিজন

৫৩) ক্রিপস মিশন ব্যর্থতার পশ্চাতে সমকালীন ব্রিটিশ রাজনীতি দায়ী ছিল।"- উক্তিটি কার?

- হ্যারল্ড ল্যাস্কি

৫৪) ক্রিপস মিশনের ব্যর্থতার জন্য কে চার্চিলকে দায়ী করেছিল?

- রুজভেল্ট 

৫৫) ‘চার্চিল: ক্রিপস এন্ড ইন্ডিয়া'- গ্রন্থটি কে রচনা করেন?

- আর জে মুর

 

ক্রিপস মিশন প্রথম পর্ব>>>>

 

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ  যোগদান করার জন্য - Click Here

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

ক্রিপস মিশনক্রিপস মিশনক্রিপস প্রস্তাবক্রিপস দৌত্য। ক্রিপস মিশনের সদস্যক্রিপস মিশনের শর্তক্রিপস মিশনের উদ্দেশ্যক্রিপস প্রস্তাব প্রত্যাখ্যানA Post-dated Cheque on a Falling Bank। পোস্ট ডেটেড চেক।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad