Type Here to Get Search Results !

1853 সালের সনদ আইন [Charter Act -1853]

 

1853 সালের সনদ আইন

Set by- Manas Adhikary



1853 সালের সনদ আইন Charter Act -1853.

1853 সালের সনদ আইন 1853 সালের চার্টার অ্যাক্ট সর্বশেষ সনদ আইন প্রথম সনদ আইন সনদ আইনের কার্যকাল  কার্যকরী আইন পরিষদ প্রতিষ্ঠা সিভিল সার্ভিস পরীক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষার বিধান

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই, আজকে আপনাদের জন্য আলোচনা   করা  হলো 1853 সালের সনদ আইন এই পর্বে থাকছে  1853 সালের সনদ আইন  সম্পর্কে কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP  Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। 

1853 সালের সনদ আইন অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর। Charter Act -1853 MCQ

 

 

১) মোট কটি সনদ আইন পাশ হয়েছিল?

- 4 টি

২) ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম সনদ আইন পাশ হয় কবে?

- 1793

৩) সর্বশেষ সনদ আইনটি কোনটি ছিল?

- 1853

৪) কোম্পানির সনদ আইন সাধারনত  কত বছরের জন্য কার্যকরী থাকত? 

- 20 বছর

৫) কোন সনদ আইনে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন পরিচালনার অধিকারের মেয়াদ বৃদ্ধির উল্লেখ করা হয়নি?

- 1853 খ্রিস্টাব্দের আইন 

৬) কোন আইনের অধীনে, ভারতে গভর্নর জেনারেল কাউন্সিলের সদস্য সংখ্যা চার থেকে তিন করা হয়েছিল?

- 1784 খ্রি 

৭) কোন আইনের দ্বারা সূর্যাস্ত আইন পাশ করা হয়?

- সনদ আইন 1793 

৮) ব্রিটিশ সরকারের কোন আইনে ভারতে প্রথমবারের মতো শিক্ষার জন্য এক লাখ টাকা দেওয়া হয়েছিল?

 - সনদ আইন 1813

৯) কোন আইনের অধীনে, ভারতে কোম্পানির দখলকৃত অঞ্চলগুলিকে প্রথমবারের মতো ‘ব্রিটিশ অধিকৃত ভারতীয়প্রদেশ’  নাম দেওয়া হয়েছিল? 

- 1784 খ্রি 

১০) কোন বছরে সরকারি চাকরির জন্য ইংরেজি শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছিল?

- 1844

(লর্ড হার্ডিঞ্জ সরকারি অফিসের জন্য উন্মুক্ত প্রতিযোগিতায় ইংরেজি শিক্ষাকে অগ্রাধিকার দেন।)

১১) কোন আইন ভারতে প্রথমবারের মতো কার্যকরী আইন পরিষদ তৈরি করেছিল?

অথবা, ভারতে সর্বপ্রথম কোন আইনের অধীনে আইন পরিষদ প্রতিষ্ঠিত হয়?

- সনদ আইন 1853  

১২) কোন আইনের মাধ্যমে প্রথমবারের মতো নির্বাহী ও আইন প্রণয়ন ক্ষমতা আলাদা করা হয় এবং ভারতে প্রথমবারের মতো আইন পরিষদ প্রতিষ্ঠিত হয়।

- 1853 সালের সনদ আইন দ্বারা

১৩) কোন আইনের মাধ্যমে আঞ্চলিক প্রতিনিধিত্বের নীতিটি প্রথম প্রয়োগ করা হয়েছিল

- 1853

১৪) 1853 সালের সনদ আইন দ্বারা, ভারতে আইন প্রণয়নের জন্য একটি আইন পরিষদ প্রতিষ্ঠিত হয়েছিল, যেখানে আঞ্চলিক প্রতিনিধিত্বের নীতি বাস্তবায়িত হয়েছিল। এতে কতজন সদস্য জড়িত ছিল?

- 12

১৫) ভারতের জন্য 12-সদস্যের আইন পরিষদ গঠন করে কোন আইনের মাধ্যমে কার্যনির্বাহী এবং আইন প্রণয়ন কার্যগুলিকে পৃথক করা হয়েছিল?

- 1853 সালে 

১৬) কোন আইনের অধীনে গভর্নর জেনারেল কাউন্সিলের আইন প্রণয়ন ও প্রশাসনিক কার্যাবলী পৃথক করা হয়েছিল?

- সনদ আইন 1853

১৭) কোন আইনের অধীনে গভর্নর জেনারেলের কার্যনির্বাহী পরিষদে ছয়জন নতুন কাউন্সিলর যোগ করা হয়?

- সনদ আইন 1853

১৮) 1853 সালের আইন দ্বারা, আইন পরিষদে গভর্নর জেনারেলকে সহায়তা করার জন্য কতজন সদস্য মনোনীত করার বিধান করা হয়েছিল?

- 6

১৯) কোন আইনে কোর্ট অফ ডিরেক্টরসের সংখ্যা 24 থেকে কমিয়ে 18 করা হয়েছিল?

- 1853 সালের সনদ আইন

(1600 সালের সনদে, পরিচালনা পর্ষদের সদস্য সংখ্যা ছিল 24, যার মধ্যে একজন গভর্নর এবং একজন ডেপুটি গভর্নর এবং 22 জন সদস্য ছিলেন।)

২০) কোন আইনের মাধ্যমে কোর্ট অফ ডিরেক্টরসকে নতুন প্রেসিডেন্সি তৈরি করার এবং পুরানো সীমানা পরিবর্তন করার অধিকার দেওয়া হয়েছিল?

- 1853 সালের সনদ আইন

২১) কোন আইনের পর বাংলা,  গভর্নর জেনারেল ছাড়া আলাদা গভর্নর পেয়েছিল?

- সনদ আইন 1853 

২২) অতিরিক্ত দায়িত্ব ছাড়াই ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?

- লর্ড ডালহৌসি 

(1833 সনদ আইনের অধীনে বাংলার গভর্নর জেনারেলকে ভারতের গভর্নর জেনারেল করা হয়েছিল।

বাংলার প্রথম গভর্নর: রবার্ট ক্লাইভ

ওয়ারেন হেস্টিংস, বাংলার প্রথম গভর্নর জেনারেল

লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক, ভারতের প্রথম গভর্নর জেনারেল। লর্ড ক্যানিং, ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয়

1853 সালের আইনে বাংলার জন্য একটি পৃথক লেফটেন্যান্ট গভর্নর নিয়োগের ব্যবস্থা করা হয়েছিল, যার পরে ভারতের গভর্নর জেনারেলকে বাংলার গভর্নরের অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।)

২৩) কোন আইন দ্বারা লেফটেন্যান্ট গভর্নর নিযুক্ত হন এবং ডালহৌসি ভারতের প্রকৃত প্রথম গভর্নর জেনারেল হন?

-  1853 চার্টার অ্যাক্ট

২৪) ‘বোর্ড অফ কন্ট্রোল’ এর প্রধান চার্লস উড কবে উডের ঘোষণাপত্র জারি করেন?

- 1854 সালের  19 জুলাই 

(ইহা উডের ডেসপ্যাচ নামে খ্যাত)  

২৫) এশিয়ার প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ রুরকি কবে প্রতিষ্ঠিত হয়?

- 1853

 (1948 সালে থমসন কলেজ অফ সিভিল ইঞ্জিনিয়ারিং এর নাম পরিবর্তন করে রুরকি রাখা হয়।)

২৬) কোন সনদ আইনের অধীনে সরকারি কর্মচারী নির্বাচনের জন্য উন্মুক্ত প্রতিযোগিতামূলক পরীক্ষা শুরু হয়েছিল?

- 1853 খ্রি 

২৭) কোন সনদ আইনে ডাইরেক্টর এর কাছ থেকে  নিয়োগ সংক্রান্ত ক্ষমতা প্রত্যাহার করা নেওয়া  হয়েছিল?

- 1853 সালের সনদ আইন 

(প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিয়োগের বিধান দেওয়া হয়)

২৮) কোন সনদ আইনের অধীনে, প্রতিযোগিতার বিধান করে ভারতীয় সিভিল সার্ভিসে নিয়োগের বিধান করা হয়েছিল?

- 1853

২৯) ‘সিভিল সার্ভিস কমিশন’ কত সালে প্রতিষ্ঠিত হয়?

- 1855 খ্রি

৩০) 1853 সালের সনদ আইনে প্রতিযোগিতামূলক পরীক্ষার বিধান করা হয়েছিল। কোন সালে লন্ডনে প্রথম প্রতিযোগিতামূলক পরীক্ষা অনুষ্ঠিত হয়?

- 1855

(সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে)

৩১) 1853 সালে, সিভিল সার্ভিস পরীক্ষায় অংশগ্রহণের বয়স কত ছিল?

-  23 বছর

৩২) কবে সিভিল সার্ভিস পরীক্ষায় অংশগ্রহণের বয়স কমিয়ে 19 বছর করা হয়েছিল?

- 1876 সালে

৩৩) ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, ইন্ডিয়ান হাইকোর্ট অ্যাক্ট, ইন্ডিয়ান সিভিল সার্ভিস অ্যাক্ট কবে পাশ হয়..?

- 1861

৩৪) 1863 খ্রিস্টাব্দে ভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষায় পাশ করা প্রথম ভারতীয় কে?

- সত্যেন্দ্র নাথ ঠাকুর

৩৫) সত্যেন্দ্র নাথ ঠাকুর প্রথম ভারতীয় যিনি ভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হন, তিনি প্রথম কোন প্রদেশে নিযুক্ত হন?

- বোম্বাই 

(সত্যেন্দ্র নাথ ঠাকুরের প্রথম নিয়োগ ছিল বোম্বে প্রদেশে। অবসর গ্রহণের আগ পর্যন্ত, তিনি শুধুমাত্র জেলা ও দায়রা জজ পদে পৌঁছতে পেরেছিলেন কারণ ভারতীয়দের সরকারি চাকরিতে উচ্চ পদে পৌঁছতে দেওয়া হয়নি।)

৩৬) 1865 সাল থেকে প্রকাশিত ‘পায়নিওর’ ছিল সরকারের সমর্থক এবং ভারতীয়দের সমালোচনাকারী। কিন্তু পায়নিওর পত্রিকাটি নাগরিক সিভিল সার্ভিসের সমর্থন করেছিল। এটি কোথা থেকে প্রকাশিত হত?

- এলাহাবাদ  

(টাইমস অফ ইন্ডিয়া, স্টেটসম্যান, ফ্রেন্ড অফ ইন্ডিয়া, ইংরেজরা সবাই ব্রিটিশপন্থী ছিল।)

৩৭) 1869 সালে ভারতীয় সিভিল সার্ভিসে কোন ভারতীয়দের নির্বাচিত করা হয়েছিল?

- শ্রী পদ বাবা জি, রমেশ চন্দ্র, বিহারী লাল, সুরেন্দ্র নাথ ব্যানার্জী

৩৮) উত্তর ভারতের প্রথম ব্যক্তি কে ছিলেন যিনি ইন্ডিয়ান সিভিল সার্ভিস (ICS) পরীক্ষায় উত্তীর্ণ হন এবং প্রশিক্ষণ গ্রহণের পর চাকরি থেকে পদত্যাগ করেন?

- স্যার শাদি লাল আগরওয়াল  

৩৯) কোন গভর্নর জেনারেল ভারতে সংবিধিবদ্ধ সিভিল সার্ভিস চালু করেন?

- লর্ড লিটন

(লর্ড লিটন 1879-79 সালে উচ্চ পরিবার থেকে ভারতীয়দের সিভিল সার্ভিসে নেওয়ার জন্য এই প্রকল্পটি তৈরি করেছিলেন। এটি 7 বছর পর বন্ধ হয়ে যায়।)

৪০) কোন ভারতীয় নেতাকে ব্রিটিশরা ভারতীয় সিভিল সার্ভিস থেকে বরখাস্ত করেছিল?

- সুরেন্দ্রনাথ ব্যানার্জী 

৪১) 1920 সালে মাত্র 24 বছর বয়সে ভারতীয় সিভিল সার্ভিসে কে নির্বাচিত হন?

- সুভাষ চন্দ্র বসু 

৪২) 1853 সালে, সনদ আইনের অধীনে, সিভিল সার্ভিসের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল। 1922 খ্রিস্টাব্দে ভারতে প্রথম সিভিল সার্ভিসেস পরীক্ষার কেন্দ্র কোথায় ছিল?

- এলাহাবাদ

(সিভিল সার্ভিস পরীক্ষায় সফল হওয়া প্রথম ভারতীয় - 1863 সালে সত্যেন্দ্র নাথ ঠাকুর।)

৪৩) কোন সালে ভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষা প্রথমবারের মতো এলাহাবাদে অনুষ্ঠিত হয়?

- ফেব্রুয়ারী 1922

৪৪) কোন গভর্নর জেনারেল ভারতের চুক্তিভিত্তিক সিভিল সার্ভিস তৈরি করেছিলেন, যা পরে ভারতীয় সিভিল সার্ভিস নামে পরিচিত হয়?

- কর্নওয়ালিস 

৪৫) লর্ড ইংলিশটনের সভাপতিত্বে গঠিত ‘ভারতীয় রয়্যাল কমিশন অন দ্য পাবলিক সার্ভিস’ নামক  কমিশন, ভারতীয় সিভিল সার্ভিসে কত শতাংশ পদে ভারতীয়দের অন্তর্ভুক্তির পরামর্শ দিয়েছিল?

- 25% 

৪৬) লর্ড হার্ডিঞ্জ II এর শাসনামলে, 1912 সালে, ভারতীয় সিভিল সার্ভিসে ভারতীয়দের নিয়োগের সমস্যা বিবেচনা করার জন্য লর্ড ইংলিশটন এর সভাপতিত্বে একটি কমিশন গঠন করা হয়েছিল, যার মধ্যে কোন 3 জন ভারতীয় সদস্য অন্তর্ভুক্ত ছিল?

- মহাদেব ভাস্কর চৌবল, আবদুর রহিম, গোপাল কৃষ্ণ গোখলে 

৪৭) সংস্কৃত কলেজে ইংরাজি শিক্ষা বাধ্যতামুলক করা হয় কবে?

- 1853

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ  যোগদান করার জন্য - Click Here

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

 

1853 সালের সনদ আইন 1853 সালের চার্টার অ্যাক্ট সর্বশেষ সনদ আইন প্রথম সনদ আইন সনদ আইনের কার্যকাল  কার্যকরী আইন পরিষদ প্রতিষ্ঠা সিভিল সার্ভিস পরীক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষার বিধান

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad