Type Here to Get Search Results !

1813 সনদ আইন ও 1833 চার্টার অ্যাক্ট [Charter Act 1813]

 

1833, চার্টার অ্যাক্ট

Set by- Manas Adhikary


1813, সনদ আইন Charter Act 1813.

1833 সনদ আইন 1833 চার্টার অ্যাক্ট 1813 সনদ আইন 1813 চার্টার অ্যাক্ট প্রথম চার্টার অ্যাক্ট সর্বশেষ সনদ আইন ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্য একাধিপত্যের অবসান সিভিল সার্ভিস প্রচলন

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই, আজকে আপনাদের জন্য আলোচনা   করা  হলো 1833 চার্টার অ্যাক্ট এই পর্বে থাকছে  1813 সনদ আইন ও 1833 চার্টার অ্যাক্ট সম্পর্কে কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP  Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। 

1833, চার্টার অ্যাক্টঅতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর। Charter Act 1833.


১) কোন আইনের দ্বারা, কলকাতা, বোম্বে এবং মাদ্রাজ প্রেসিডেন্সির গভর্নর এবং তাদের পরিষদদেরকে আইন প্রণয়নের ক্ষমতা  দেওয়া হয়েছিল?

- 1726 সালের রাজলেখ 

২) কোন আইনের মাধ্যমে ভারতের গভর্নর জেনারেল তার কমিটির সিদ্ধান্ত প্রত্যাখ্যান করার অধিকার পান?

- 1786 সালের সংশোধনী আইন 

৩) কোন আইনের মাধ্যমে গভর্নর জেনারেলকে কমান্ডার ইন চিফের ক্ষমতাও দেওয়া হয়েছিল?

- 1786 সালের আইন 

৪) কোন আইন দ্বারা গভর্নর জেনারেলকে বিশেষ পরিস্থিতিতে তার কাউন্সিলের সিদ্ধান্ত বাতিল করে তার সিদ্ধান্ত বাস্তবায়নের অধিকার দেওয়া হয়েছিল?

- 1786 সালের আইন 

৫) প্রথম সনদ আইন কোন বছর পাশ হয়?

- 1793  চার্টার অ্যাক্ট

৬) সর্বশেষ সনদ আইন কবে পাস হয়

- 1853 চার্টার অ্যাক্ট

৭) প্রথম চার্টার অ্যাক্ট 1793 অনুসারে বোর্ড অফ কন্ট্রোলের সদস্য সংখ্যা কত করা হয়?

- পাঁচ

৮) কোন আইনের অধীনে 'বোর্ড অফ কন্ট্রোল'-এর কর্মকর্তারা ভারতীয় কোষাগার থেকে বেতন পেতে শুরু করেছিলেন?

- 1793 সালের সনদ আইন 

(এই আইনের মাধ্যমে কোম্পানির ট্রেডিং স্বত্ব 20 বছরের জন্য বাড়ানো হয়েছিল।)

৯) কোন আইন/সনদ দ্বারা বোর্ড অফ কন্ট্রোলের সদস্য ও কর্মচারীদের বেতন ভারতীয় আয় থেকে প্রদানের বিধান করা হয়েছিল?

- 1793 সালের সনদ আইনে  

১০) কোন সনদ আইনের মাধ্যমে ভারতে প্রথমবার ইংরেজ সাম্রাজ্যের সাংবিধানিক মর্যাদা স্পষ্ট করা হয়েছিল?

- 1813

১১) কোন সনদ আইনের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি চীনের সাথে বাণিজ্য ও চা বাণিজ্যে একচেটিয়া আধিপত্য বজায় রেখেছিল?

- 1813 সালের সনদ আইন

(এটি 1833 সালের সনদ আইন দ্বারা বিলুপ্ত করা হয়েছিল।)

১২) কোন আইন কেবলমাত্র ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্য একাধিপত্যের অবসান ঘটায়?

- 1813 সালের সনদ আইন

১৪) কোন আইনে সরকারী সীলমোহর থেকে গভর্নর জেনারেলকে ‘সম্রাটের দাস’ হিসাবে ঘোষণা  করার বাক্যাংশটি মুছে ফেলা হয়েছিল ?

- 1813 চার্টার অ্যাক্ট

১৫) কোন চার্টার অ্যাক্টে ব্রিটিশ পার্লামেন্ট আনুষ্ঠানিকভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভূখণ্ডের ওপর ব্রিটেনের সার্বভৌম কর্তৃত্ব ঘোষণা করে?

- 1813 খ্রিস্টাব্দের সনদ আইন 

১৬) কোন আইন দ্বারা ভারতীয় ব্রিটিশ সাম্রাজ্যের উপর ব্রিটিশ রাজের সার্বভৌমত্ব ঘোষিত হয়?

- 1813 আইন 

১৭) কোন সনদ আইনের অধীনে কোম্পানিকে তার প্রশাসন ও ব্যবসার আয়-ব্যয়ের পৃথক বিবরণ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল?

- 1813

১৮) কোন সনদ আইনের অধীনে, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তার ভারতীয় সেনাবাহিনীর জন্য আইন ও বিধি তৈরি করার ক্ষমতা দেওয়া হয়েছিল এবং কোম্পানিকে একটি  কোর্ট প্রতিষ্ঠার অধিকারও দেওয়া হয়েছিল?

- 1813 

১৯) 1813 সালের চার্টার অ্যাক্টের অধীনে ভারতীয় রাষ্ট্রীয় কোষাগার থেকে কত ব্রিটিশ সৈন্যকে বেতন দিতে হত?

- 29000

২০) কোন সনদ আইনের মাধ্যমে প্রথমবারের মত শিক্ষা খাতে ব্যয়ের বিধান করা হয়েছিল?

- 1813 

২১) কোন চার্টার অ্যাক্টে ভারতের শিক্ষাক্ষেত্রে এক লক্ষ টাকা খরচ করার কথা বলা হয়েছিল?

- 1813

২২) কোন আইনে কোম্পানির আয় থেকে ভারতীয়দের শিক্ষার জন্য প্রতি বছর এক লক্ষ টাকা ব্যয় করার বিধান করা হয়েছিল?

- সনদ আইন 1813 

(চার্টার অ্যাক্ট 1813 দ্বারা, ভারতীয়দের শিক্ষার জন্য কোম্পানির আয় থেকে প্রতি বছর ₹ 100,000 ব্যয় করার বিধান করা হয়েছিল।)

২৩) কোন আইন অনুসারে ভারতে ইংল্যান্ডের অন্যান্য বণিকদের অবাধ অনুপ্রবেশ ঘটে?

- 1813 চার্টার অ্যাক্ট

২৪) ভারতের ঔপনিবেশিক অর্থনীতিতে অবাধ বাণিজ্যিক পর্বের সময়কাল উল্লেখ কর।

- 1813-1860

২৫) কোন সনদ আইনের অধীনে খ্রিস্টান মিশনারিদের ভারতে ধর্ম প্রচারের অনুমতি দেওয়া হয়েছিল?

- 1813 সালের সনদ আইন 

২৬) কোন সনদ আইনের পর ব্রিটিশদের জন্য ভারতে বসতি স্থাপন ও ব্যবসা করার লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক করা হয়েছিল?

- সনদ আইন 1813

২৭) কোন সনদ আইনের (চার্টার আইনে ) মাধ্যমে ব্রিটিশদের কোনো অনুমতিপত্র ছাড়াই ভারতে আসার এবং বসবাসের অনুমতি দেওয়া হয়েছিল?

- চার্টার অ্যাক্ট 1833 

২৮) কোন আইনের অধীনে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্য অধিকার শেষ পর্যন্ত একেবারে শেষ করা হয়েছিল?

- 1833 সালের সনদ আইন

২৯) কোন সনদ আইনের মাধ্যমে চীনের সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অবসান ঘটে?

- 1833 সালের সনদ আইন

৩০) কোন আইনের বিধানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার চা বাণিজ্যের একচেটিয়া ক্ষমতা হারিয়ে ফেলে?

- 1833 সালের সনদ আইন  

৩১) কোন আইনের অধীনে প্রশাসনকে কেন্দ্রীভূত করা হয়েছিল?

- সনদ আইন 1833

৩২) কোন আইনের অধীনে বাংলার গভর্নর জেনারেলকে ভারতের গভর্নর জেনারেল বলে অভিহিত করা হয়?

- 1833 সালের সনদ আইন 

(এই আইনে কোম্পানির ব্যবসায়িক একচেটিয়া আধিপত্যের অবসান হয় এবং ভবিষ্যতে তারা শুধুমাত্র রাজনৈতিক কাজ করতে পারবে বলে বিধান দেওয়া হয়। এই আইন অনুসারে লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক ভারতের প্রথম গভর্নর জেনারেল হন।) 

৩৩) কোন আইনের মাধ্যমে গভর্নর জেনারেল কাউন্সিল ভারতের সমস্ত ব্রিটিশ অঞ্চলের জন্য আইন প্রণয়নের ক্ষমতা পায়?

- সনদ আইন 1833

৩৪) কোন সনদ আইনে কাউন্সিলের চূড়ান্ত কর্তৃত্বের নাম পরিবর্তন করে ভারতের গভর্নর জেনারেল রাখা হয়?

- চার্টার অ্যাক্ট 1833

৩৫) কোন আইন ভারতে প্রথমবারের মতো কার্যকরী আইন পরিষদ তৈরি করেছিল?

- সনদ আইন 1853 

৩৬) কোন আইনের মাধ্যমে গভর্নর জেনারেলের কাউন্সিলে  প্রথমবারের মতো আইন সদস্য থাকার বিধান করা হয়?

- 1833 সালের চার্টার অ্যাক্ট

৩৭) কোন আইনে আদালতের পরিচালক সংখ্যা 24 থেকে কমিয়ে 18 করা হয়েছিল?

- 1853 সালের সনদ আইন

(1600 সালের সনদে, পরিচালনা পর্ষদের সদস্য সংখ্যা ছিল 24, যার মধ্যে একজন গভর্নর এবং একজন ডেপুটি গভর্নর এবং 22 জন সদস্য ছিলেন।)

৩৮) কোন আইনে ভারতের সংবিধান তৈরির আংশিক ইঙ্গিত প্রতিফলিত হয়েছে?

- চার্টার অ্যাক্ট 1833 

৩৯) কোন আইনের অধীনে প্রশাসনকে কেন্দ্রীভূত করা হয়েছিল?

অথবা, কোন সনদ আইনের মাধ্যমে দেশের শাসন ব্যবস্থা কেন্দ্রীভূত হয়েছিল?

- চার্টার অ্যাক্ট 1833 

৪০) ব্রিটিশ আমলে কোন আইনটি ধর্মীয় ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে ছিল?

- 1833 সালের সনদ আইন

৪১) কোন আইনে এটি স্পষ্ট করে দেওয়া হয়েছিল যে জন্মস্থান, ধর্ম এবং বর্ণের ভিত্তিতে ভবিষ্যতে ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে কোনও ভারতীয়কে কোনও পদ থেকে বঞ্চিত করা হবে না?

- 1833 সালের সনদ আইন 

৪২) 1833 সালের সনদ আইনের কোন ধারায় জাতপাতের ভিত্তিতে সরকারি নির্বাচনের ক্ষেত্রে বৈষম্য বিলুপ্ত করা হয়েছিল?

- ধারা 87 

৪৩) কোন সালের চার্টার আইনে (সনদ আইনে) প্রথমবারের মতো যোগ্যতাকে নাগরিক সেবার ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়? 

- 1833 , চার্টার অ্যাক্ট

৪৪) কোন সনদ আইন দ্বারা, ভারতে শিক্ষার উন্নয়নের পরিমাণ ₹ 100000 থেকে বাড়িয়ে ₹ 1000000 করা হয়েছিল?

- 1833 চার্টার অ্যাক্ট

৪৫) কোন আইনের অধীনে ভারতে সিভিল সার্ভিস চালু হয়েছিল?

- চার্টার অ্যাক্ট 1833 

৪৬) কোন আইন ভারতীয়দের জন্য তাদের দেশের প্রশাসনে আংশিক অংশগ্রহনের সুযোগ করে দিয়েছিল? 

- সনদ আইন, 1833 

৪৭) কোন আইনটি ভারতীয়দের প্রথমবার, অন্তত তত্ত্বগতভাবে, ব্রিটিশ ভারতীয় প্রশাসনে উচ্চ পদে প্রবেশের অনুমতি দিয়েছিল? 

- সনদ আইন, 1833 

৪৮) কোন আইন দ্বারা দাসপ্রথা অবৈধ ঘোষণা করা হয়?

- 1833 সালের চার্টার অ্যাক্ট

৪৯) কোন আইন দ্বারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীরা ভারতে জমি ক্রয় বিক্রয়ের অধিকার লাভ করে

- 1833 আইন 

(1833 সালের সনদ আইনে ভারতে জমি ক্রয় বিক্রয় করার অধিকার দেওয়া হয় ইউরোপীয়দের। ফলে বাংলা বিহার প্রভৃতি অঞ্চলে নীল চাষ নামক অভিশাপ নেমে আসে।) 

৫০) ব্রিটিশ সরকার কোন সনদ আইনের অধীনে সেন্ট হেলেনা দ্বীপকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক্তিয়ার থেকে বের করে নিয়ে  ব্রিটিশ রাজত্বের অধীনে করা হয়?

- 1833, চার্টার অ্যাক্ট

৫১) কোন সনদ আইনটি ছিল উদার ধারণার উপর ভিত্তি করে গড়ে উঠেছিল?

- 1833 সালের চার্টার অ্যাক্ট

৫২) কোন সনদ আইনের মাধ্যমে কর্মচারী নিয়োগের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষা নেওয়া  শুরু হয়?

- 1853, চার্টার অ্যাক্ট   



ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ  যোগদান করার জন্য - Click Here

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

1833 সনদ আইন 1833 চার্টার অ্যাক্ট 1813 সনদ আইন 1813 চার্টার অ্যাক্ট প্রথম চার্টার অ্যাক্ট সর্বশেষ সনদ আইন ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্য একাধিপত্যের অবসান সিভিল সার্ভিস প্রচলন 

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad