Type Here to Get Search Results !

স্যার সৈয়দ আহমেদ খান দ্বিতীয় পর্ব [Syed Ahmad Khan]

 

স্যার সৈয়দ আহমেদ খান

Set by- Manas Adhikary

স্যার সৈয়দ আহমেদ খান দ্বিতীয় পর্বSir Syed Ahmad Khan– II

স্যার সৈয়দ আহমেদ খানমুসলিম সমাজের ত্রাণকর্তারিসালা-ই-আসবাবি- বাগাওয়াত-হিন্দসায়েন্টিফিক সোসাইটিমহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজদ্বি-জাতি তত্ত্ব। ইউনাইটেড পেট্রিওটিক অ্যাসোসিয়েশান। আলিগড় আন্দোলন

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই, আজকে আপনাদের জন্য আলোচনা   করা  হলো স্যার সৈয়দ আহমেদ খান। এই পর্বে থাকছে  মহম্মদ জিন্নাহ সম্পর্কিত কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP  Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। 

স্যার সৈয়দ আহমেদ খান অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তরSir Syed Ahmad Khan MCQ.

 

৪১) সাইন্টিফিক সোসাইটি বা বিজ্ঞান সমিতি কে গড়ে তোলেন?

- স্যার সৈয়দ আহমেদ খান

৪২) অনুবাদক সমিতি বা ট্রান্সলেশন কমিটি কে গড়ে তোলেন?

- স্যার সৈয়দ আহমেদ খান

৪৩) মুসলিমদের মধ্যে ইংরেজি শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে কত খ্রিস্টাব্দের সৈয়দ আহমেদ খান গাজীপুরে একটা ইংরেজি বিদ্যালয় স্থাপন করেন?

- 1864

৪৪) কবে সৈয়দ আহমেদ মুসলিম শিক্ষা সম্মেলন নামে একটা সংস্থা স্থাপন করেন?

- 1886

৪৫) স্যার সৈয়দ আহমেদ খান মুসলিমদের মধ্যে সচেতনতা রাজনৈতিক সৃষ্টির জন্য যে মুসলিম প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছিলেন

- মহামেডান এডুকেশনাল কনফারেন্স 

৪৬) স্যার সৈয়দ আহমেদ খান নাইট উপাধি পেয়েছিলেন:

- 1888 খ্রি

৪৭) কংগ্রেসের আন্দোলনকে 'A Civil war Without Arms’ (অস্ত্রবিহীন গৃহযুদ্ধ ) কথাটি কে বলেন?

- স্যার সৈয়দ আহমেদ খান

৪৮) ‘জাতীয় কংগ্রেসকে বাঙালি সংগঠন’ বলে কে ব্যঙ্গ করেছিলেন?

- লর্ড ডাফরিন  এবং স্যার সৈয়দ আহমেদ খান

৪৯) ‘Pioneer’- পত্রিকার সম্পাদক কে ছিলেন?

- স্যার সৈয়দ আহমেদ খান 

৫০) তারণির-উল-জেহাদ পুস্তিকাটি কে রচনা করেন?

- স্যার সৈয়দ আহমেদ খান

৫১) 1870 খ্রিস্টাব্দে স্যার সৈয়দ আহমেদ খান কোন উদ্দেশ্যে তাহজিব আল আফলাখ নামে উর্দু পত্রিকা প্রকাশ করেন?

- সমাজ সংস্কারক ও শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে

৫২) আলিগড় আন্দোলন কে শুরু করেন?

- স্যার সৈয়দ আহমেদ খান।

৫৩) স্যার সৈয়দ আহমেদ খানের আলীগড় আন্দোলনের মূল লক্ষ্য কি ছিল?

-  মুসলমানদের ইংরেজি শিক্ষা দিয়ে ব্রিটিশ রাজের ভক্ত করা।

৫৪) কয়টি মৌলিক নীতির উপর ভিত্তি করে আলীগড় আন্দোলন পরিচালিত হয়েছিল?

- চারটি 

৫৫) 1898 সালে স্যার সৈয়দ আহমেদ খানের মৃত্যুর পর আলীগড় আন্দোলনের নেতৃত্ব দেন কে?

- নবাব মহসিনুল মুলক

৫৬) কে দাদাভাই নওরোজির ড্রেন থিওরি বিশ্বাস করেননি?

- স্যার সৈয়দ আহমেদ খান 

৫৭) দ্বিজাতি তত্ত্বের প্রবর্তক/জনক কে ছিলেন?

- স্যার সৈয়দ আহমেদ খান (প্রথমে স্যার সৈয়দ খান, পরে জিন্না। মহম্মদ আলী জিন্নাহ দ্বি-জাতি তত্ত্বকে জনপ্রিয় করে তুলেছিলেন)

৫৮) স্যার সৈয়দ আহমেদ খান দ্বি-জাতিতত্ত্বের প্রবক্তা - এই মতবাদের উদ্ভাবক কে?  

- অমলেশ ত্রিপাঠী

৫৯) মুসলিম সমাজের রামমোহন নামে কে পরিচিত ছিলেন?

- স্যার সৈয়দ আহমেদ খান

৬০) স্যার সৈয়দ আহমেদ খান কোন জায়গার ভাষনে Two nation theory এর কথা বলেন?

- করাচি

৬১) ‘হিন্দু মুসলিম দুটি পৃথক জাতি, ভিন্ন সম্প্রদায় ও ভিন্ন সংস্কৃতি - উক্তিটি কার? 

- স্যার সৈয়দ আহমেদ খান

৬২) কে এই মত পোষন করতেন যে, ভারতে হিন্দু এবং মুসলিম মিলে একজাতি এবং আরও বলেছিলেন, - তারা ভারতের দুটি চোখ, একটি চোখ আঘাত পেলে, অপরটিও আঘাত পাবে?

-  স্যার সৈয়দ আহমেদ খান

৬৩) ভারতীয় ভাষায় 1857 সালের বিদ্রোহের কারণ নিয়ে প্রথম ভারতীয় কে লেখা-লিখি করেছিলেন?

- স্যার সৈয়দ আহমেদ খান

৬৪) রিসালা-ই-আসবাবি-বাগাওয়াত-হিন্দ গ্রন্থের রচয়িতা কে?

- স্যার সৈয়দ আহমেদ খান

(এই বইটি 1857 সালের বিদ্রোহের উপর লেখা হয়েছিল। স্যার সৈয়দ আহমেদ খান 1864 সালে গাজীপুরে সায়েন্টিফিক সোসাইটি প্রতিষ্ঠা করেন।)

৬৫) কে তার বইতে লিখেছিলেন যে 1857 সালের বিদ্রোহের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ ছিল প্রশাসনিক ব্যবস্থায় উচ্চ পদে ভারতীয়দের অনুপস্থিতি?

- স্যার সৈয়দ আহমেদ খান

( গ্রন্থটির নাম রিসালা-ই-আসবাবি-বাগাওয়াত-হিন্দ। ভারতীয় ভাষায় সিপাহী বিদ্রোহের উপর লেখা প্রথম বই।)

৬৬) দ্য লয়াল মহামেডান অফ ইন্ডিয়া নামক গ্রন্থে বহু তথ্য প্রমাণ দিয়ে কোন ব্যক্তি প্রমান করেন যে মহাবিদ্রোহের অংশগ্রহণকারী মুসলিমদের সংখ্যা ছিল খুবই কম?

- সৈয়দ আহমেদ খান 

৬৭) 1857 সালের বিদ্রোহ বিশ্লেষণ করার সময়, কে ব্রিটিশ ও মুসলমানদের মধ্যে পুনর্মিলনের পক্ষে ছিলেন?

- স্যার সৈয়দ আহমেদ খান

৬৮) স্যার সৈয়দ আহমেদ খান 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের সময় কোন পদে চাকরি করতেন?

- সদর আমিন 

৬৯) স্পিরিট অফ ইসলাম গ্রন্থটির রচয়িতা কে?

- স্যার সৈয়দ আহমেদ খান 

৭০) স্যার সৈয়দ আহমেদ খান কত সালে তেহজীব উল আখলাক নামে একটি ফার্সি পত্রিকা প্রকাশ করেন?

- 1870

৭১) কে স্যার সৈয়দ আহমেদ খানকে 'সাম্প্রদায়িকতার নেতা' এবং 'কংগ্রেস বিরোধীদের মসীহা' বলে আখ্যায়িত করেছেন? 

- সদরউদ্দিন আহমেদ 

৭২) স্যার সৈয়দ আহমেদ খান-এরপূর্বপুরুষরা কোন মুঘল শাসকের দরবারে চাকরি করতেন?

- শাহজাহান

৭৩) ‘সম্ভ্রান্ত ভারতীয়রাও ইংরেজ কর্মচারীদের সঙ্গে দেখা করতে গেলে ভীত হয়ে উঠত’ – উক্তিটি কার?

- স্যার সৈয়দ আহমেদ খান

৭৪) স্যার সৈয়দ আহমদ খান কত সালে মৃত্যুবরণ করেন?

- 1898 খ্রি

 

 

 

স্যার সৈয়দ আহমেদ প্রথম পর্ব>>>>

 

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ  যোগদান করার জন্য - Click Here

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

 

স্যার সৈয়দ আহমেদ খানমুসলিম সমাজের ত্রাণকর্তারিসালা-ই-আসবাবি- বাগাওয়াত-হিন্দসায়েন্টিফিক সোসাইটিমহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজদ্বি-জাতি তত্ত্ব। ইউনাইটেড পেট্রিওটিক অ্যাসোসিয়েশান। আলিগড় আন্দোলন। 

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad