মহম্মদ ইকবাল
Set by- Manas Adhikary
মহম্মদ ইকবাল। Muhammad Iqbal
মহম্মদ ইকবাল। সারে জাঁহাসে আচ্ছা গানটির রচয়িতা। ইনকিলাব জিন্দাবাদ। পাকিস্তানের আধ্যাত্মিক পিতা। পাকিস্তানের জাতীয় কবি।আল্লামা ইকবাল।
নমস্কার, অভিনব একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই, আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো মহম্মদ ইকবাল। এই পর্বে থাকছে মহম্মদ ইকবাল সম্পর্কিত সংক্ষিপ্ত আলোচনা কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পরবর্তী পর্বে কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলচনা করা হবে। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
মহম্মদ ইকবাল অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। Muhammad Iqbal MCQ.
১) মহম্মদ ইকবাল কোথায় জন্মগ্রহণ করেন?
- শিয়ালকোট
২) আল্লামা ইকবাল কবে জন্মগ্রহণ করেছিলেন?
- 9 নভেম্বর, 1877 খ্রি
৩) আল্লামা ইকবালের পিতার নাম কি ছিল?
- শেখ নূর মুহাম্মদ
৪) মহম্মদ ইকবাল কোন পেশার সাথে যুক্ত ছিলেন?
- আইনজীবী
(এছাড়াও তিনি একজন বিখ্যাত উর্দু কবি ছিলেন)
৫) সারে জাঁহাসে আচ্ছা কবিতার কবি ইকবাল কোথাকার বাসিন্দা ছিলেন?
- পাঞ্জাব
৬) কোনটি আল্লামা ইকবালের প্রথম গ্রন্থ যা উর্দু ভাষায় প্রকাশিত হয়েছিল?
- বাং-ই-দারা
৭) আল্লামা ইকবালের শেষ গ্রন্থ কোনটি যেটি তার মৃত্যুর পর প্রকাশিত হয়েছিল?
- আরমাগান-ই-হিজাজ
৮) আল্লামা ইকবালের মসনবী মুসাফির কোন যাত্রার বিবরণ?
- আফগানিস্তান
৯) বাং-ই-দারা' এবং 'তরন হিন্দ' ও পায়াম-ই-মাশরিকএর স্রষ্টা কে?
- মহম্মদ ইকবাল
১০) মুসলিম সাম্প্রদায়িকতার চিন্তা ভাবনার মনস্তাত্তিক প্রতিফলন দেখা যায় কোন কবির লেখনিতে?
- স্যার মহম্মদ ইকবাল
১১) 'সারে জাঁহাসে আচ্ছা' গানটির রচয়িতা কে?
- স্যার মহম্মদ ইকবাল
১২) ইনকিলাব শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
- মহম্মদ ইকবাল
১৩) মহম্মদ ইকবাল কোন গ্রন্থে 'ইনকিলাব জিন্দাবাদ' স্লোগান রচনা করেন?
- বাং-ই-দারা
১৪) 'ইনকিলাব জিন্দাবাদ' স্লোগানটি মহম্মদ ইকবাল তার 'বাং-ই-দারা' বইতে রচনা করেছিলেন। কে এটিকে প্রথমবার স্লোগান হিসাবে ব্যবহার করে বিখ্যাত করে তোলেন?
- ভগৎ সিং
১৫) 'বিশ্ব বিজয়ী তেরঙ্গা প্যায়ারা, ঝান্ডা উঁচা রহে হামারা'- কার সৃষ্টি এটি?
- শ্যাম লাল গুপ্ত
১৬) 'জয় হিন্দ' স্লোগান কে প্রথম দিয়েছিলেন?
- জয়নুল আবেদিন হাসান
১৭) 'শুবাহি আজাদী' কবিতাটি কে লিখেছেন?
- মহম্মদ ইকবাল
১৮) 1947 সালের 14/15 আগস্ট মধ্যরাতে কেন্দ্রীয় পরিষদে ইকবালের সারে জাঁহাসে আচ্ছা হিন্দুস্তা হামারা এবং রবীন্দ্রনাথ ঠাকুরের জন গণ মন গানদুটি কে গেয়েছিলেন?
- এম এস শুভালক্ষ্মী
১৯) মধ্যপ্রদেশে কোন কাজের জন্য ‘ইকবাল’ সম্মান দেওয়া হয়?
- সৃজনশীল উর্দু লেখা
২০) 1899 সালে, আল্লামা ইকবাল তার MA পরীক্ষায় অংশগ্রহণ করেন। তিনি কোন বিষয়ে MA করেছিলেন তা উল্লেখ করুন?
- দর্শন
২১) আল্লামা ইকবাল কোন বিশ্ববিদ্যালয় থেকে ল ডিগ্রী সম্পূর্ণ করেন?
- লিঙ্কনস ইন ইউনিভার্সিটি (ইংল্যান্ড)
২২) 1899 সালে ইকবাল কোন বিষয়ের জন্য কলেজে অধ্যাপক হিসেবে নিযুক্ত হন?
- আরবি
২৩) কাকে পাকিস্তানের আধ্যাত্মিক পিতা বলা হয়?
- ইকবাল
২৪) হাকীম-উল-উম্মাত কাকে বলা হত?
- আল্লামা ইকবাল
২৫) কাকে প্রাচ্যের কবি বলা হয়?
- ইকবাল
২৬) পাকিস্তানের জাতীয় কবি কাকে বলা হয়?
- স্যার মহম্মদ ইকবাল
২৭) আল্লামা ইকবালকে নাইট ব্যাচেলর উপাধি (স্যার উপাধি) কবে দেওয়া হয়েছিল?
- 1922 (নিউ ইয়ার্সের দিন))
(আল্লামা ইকবাল 1922 সালে রাজা পঞ্চম জর্জ তার রচনা আসরার-ই-খুদির জন্য নাইটব্যাচেলর উপাধি পেয়েছিলেন)
২৮) আল্লামা ইকবাল কে শায়র-ই-মাশরিক উপাধি দেন কে?
- মাওলানা শিবলী নোমানী
২৯) ইরানে স্যার মহম্মদ ইকবাল কী নামে পরিচিত ছিলেন?
- ইকবাল-ই-লাহোরী
৩০) পাকিস্থানের আধ্যাত্মিক জনক হিসাবে কাকে ধরা হয়?
- স্যার মহম্মদ ইকবাল
৩১) স্যার মহম্মদ ইকবাল অন্য কি নামে বিশেষভাবে পরিচিত ছিলেন?
- আল্লামা ইকবাল
৩২) স্যার মহম্মদ ইকবালের আরেক নাম আল্লামা ইকবাল। এই 'আল্লামা' কথাটির অর্থ কী?
- শিক্ষাবিদ
৩৩) স্যার মহম্মদ ইকবাল কোন ভাষায় সাহিত্য রচনা করতেন না?
- হিন্দী (তিনি উর্দু, পার্সী, পাঞ্জাবী ইত্যাদি ভাষায় সাহিত্য রচনা করতেন)
৩৪) ঊর্দূ দুনিয়ার শাহেনশা কাকে বলা হয়?
- স্যার মহম্মদ ইকবাল
৩৫) আল্লামা ইকবাল পাঞ্জাব লেজিসলেটিভ কাউন্সিলে কবে নির্বাচিত হন?
- 1927
৩৬) কে প্রথম ভারতে একটি পৃথক মুসলিম শাসনযুক্ত আলাদা প্রদেশের প্রস্তাব করেছিলেন?
- মহম্মদ ইকবাল
৩৭) ভারতে একটি পৃথক মুসলিম প্রদেশ গঠন করার জন্য কে প্রথম সোচ্চার হয়েছিলেন?
- স্যার মহম্মদ ইকবাল (এলাহবাদ অধিবেশনের ভাষনে)
৩৮) 'পাকিস্তান ধারণা'র জনক হিসেবে কাকে বিবেচনা করা হয়?
- কবি মহম্মদ ইকবাল
৩৯) কোন উর্দু কবিকে দ্বিতীয় ও তৃতীয় গোলটেবিল বৈঠকে আহ্বান করা হয়?
- স্যার মহম্মদ ইকবাল
৪০) মুসলিম লীগের কোন অধিবেশনে, 'সারে জাহান সে আচ্ছা হিন্দুস্তান হামারা' এর রচয়িতা মহম্মদ ইকবাল উত্তর-পশ্চিমে একটি ভারতীয় মুসলিম রাষ্ট্র গঠনের উপর জোর দিয়েছিলেন?
- 1930
৪১) 1930 খ্রিস্টাব্দে মুসলিম লীগের সভাপতি কে ছিলেন?
- মহম্মদ ইকবাল
৪২) মহম্মদ ইকবাল 1930 সালে মুসলিম লীগের কোন অধিবেশনে 'দ্বি জাতি তত্ত্ব' নিয়ে কথা বলেন?
- এলাহাবাদ
৪৩) মহম্মদ ইকবাল কোন সালের মুসলিম লীগের অধিবেশনে মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্রের ধারণা তুলে ধরেন?
-1930
(1930 সালের এলাহাবাদ অধিবেশনে)
৪৪) রাওলাট আইনকে কে 'কালো আইন' বলে অভিহিত করেন?
- মহম্মদ ইকবাল
৪৫) বিংশ শতাব্দীর কোন মুসলিম সমাজ সংস্কারক বলেছিলেন যে - কোন শক্তি, এমনকি প্রকৃতির সামনেও মানুষের মাথা নত করা উচিত নয়, বরং প্রচেষ্টার মাধ্যমে বিশ্বকে নিয়ন্ত্রণে রাখা উচিত?
- ইকবাল
৪৬) ব্রিটিশ সরকারের পাকিস্তান পরিকল্পনা হিন্দু ও মুসলিমদের জন্য মারাত্মক হবে - বক্তব্যটি কার?
- মহম্মদ ইকবাল
৪৭) ‘Neheru is a patriot while Jinnah is a politician’ উক্তিটি কার?
- স্যার মহম্মদ ইকবাল
৪৮) ‘দৃঢ় বিশ্বাস, অনবরত প্রচেষ্টা এবং বিশ্বজয়ী প্রেম জীবন যুদ্ধ এই হল মানুষের হাতিয়ার' - উক্তিটি কার?
- স্যার মহম্মদ ইকবাল
৪৯) স্যার মহম্মদ ইকবালের কবর কোথায় অবস্থিত?
- লাহোরের বাদশাহী মসজিদের প্রবেশপথে।
৫০) আল্লামা ইকবালের সম্মানসূচক কবর কোন দেশে অবস্থিত?
- তুরস্ক
আল্লামা ইকবালের সম্মানসূচক কবর তুরস্কের কোনিয়া শহরে অবস্থিত। ইকবাল ছিলেন একজন পাকিস্তানি কবি, দার্শনিক এবং রাজনীতিবিদ যাকে পাকিস্তানের আধ্যাত্মিক পিতা হিসেবে বিবেচনা করা হয়। তিনি 1938 সালে মারা যান এবং তাকে পাকিস্তানের লাহোরে সমাহিত করা হয়। যাইহোক, 1960 সালে, তুর্কি সরকার কোনিয়াতে ইকবালের জন্য একটি সম্মানসূচক কবর নির্মাণের প্রস্তাব দেয়, যা সুফি মরমী রুমির বাড়ি। পাকিস্তান সরকার প্রস্তাব গ্রহণ করে এবং 1961 সালে সম্মানসূচক কবরটি উদ্বোধন করা হয়।
ধন্যবাদ
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন
টেলিগ্রাম গ্রুপ এ যোগদান করার জন্য - Click Here
পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here
ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here